Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মধ্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মধ্য এর বাংলা অর্থ হলো -

(p. 676) madhya বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)।
বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম।
[সং মধ্য + অ]।
গ বিণ. মধ্যবর্তী।
স্ত্রী..গা।
চ্ছদা
বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm.দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয়বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)।
.ন্দিন
বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর।
.পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা।
.পন্হা
বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean.পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন।
.প্রদেশ
বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)।
.প্রাচ্য
বি. ইয়োরোপপূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East.. বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়।
স্ত্রী..বয়স্কা।
.বর্তী
(-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)।
স্ত্রী..বর্তিনী।
.বর্তিতা
বি. 1 মধ্যবর্তী অবস্হা; 2 মধ্যবর্তী অবস্হান; 3 মধ্যস্হতা; সালিশি।
.বিত্ত
বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত।
বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)।
.বিন্দু
বি. কেন্দ্র।
.ভারত
বি. ভারতের মাঝখানের অঞ্চল।
.মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্যগুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি).মান সংগীতের তাল বিশেষ।
.যুগ বি. ইতিহাসে প্রাচীনআধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages..যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)।
.রাত,.রাত্রি,.রাত্র
বি. গভীর রাত, নিশীথ।
.রেখা
বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্বপশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)।
.লয় বি. সংগীতে দ্রুতবিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়।
.স্হ বিণ. অভ্যন্তরস্হ।
বি. সালিশ।
বি..স্হতা।
.স্হল
বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ।
মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী।
95)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাস্তান-মস্তান
মসলা, মসল্লা
(p. 688) masalā, masallā যথাক্রমে মশলা ও মশল্লা -র বানাবভেদ। 23)
ময়াল
মিলনী
মাল৫
(p. 700) māla5 বি. (কাব্যে) মালা ('মুকুতার মালা': ক.ক.)। [সং. মাল্য]। 57)
ম্যালেরিয়া
(p. 721) myālēriẏā বি. নোফিলিস মশার কামড়ে সৃষ্ট কম্পজ্বরবিশেষ। [ইং. malaria]। 27)
মুছা, মোছা
(p. 710) muchā, mōchā ক্রি. বি. 1 (বস্ত্রাদি দ্বারা) ঘষে পরিষ্কার করা বা শুষ্ক করা (গা মোছা, ঘরদোর মোছা, হাতমুক মোছা); 2 ঘষে তুলে ফেলা (কালির দাগ মোছা)। বিণ. উক্ত উভয় অর্থে। [ সং. √ মৃজ্ (=শোধন), তু. বাং. পুঁছা]। ̃ নো ক্রি বি. অন্যকে দিয়ে ঘষে পরিষ্কার করা বা শুকিয়ে নেওয়া। বিণ. উক্ত অর্থে। 14)
ময়2
মনো-গ্রাহী
(p. 676) manō-grāhī (-হিন্). বিণ. মনকে আকৃষ্ট করে এমন, চিত্তাকর্ষক। [সং. মনস্ + গ্রাহিন্]। 137)
মেনি
(p. 716) mēni বি. (আদরে) বিড়ালী। [দেশি.]। মেনি বিড়াল বি. স্ত্রী-বিড়াল। ̃ .মুখো বিণ. লাজুক, মুখচোরা 26)
মিট-মিট
মামদো
মর্ষ, মর্ষণ
(p. 687) marṣa, marṣaṇa বি. 1 সহ্যকরণ, সহ্য করা; 2 ক্ষমা. তিতিক্ষা (অঘমর্ষণ) [সং. √ মৃষ্ + অ, অন]। মর্ষিত বিণ. ক্ষান্ত; ক্ষমাশীল। 12)
মুক্তি
(p. 708) mukti বি. 1 মোক্ষ, ত্রাণ, জীবজন্ম-পরিগ্রহ থেকে ও তত্সম্পর্কিত বন্ধনাদি থেকে অব্যাহতি; 2 মোহবাসনাদির অবসান; 3 পরিত্রাণ, নিষ্কৃতি, রেহাই (দায়মুক্তি); 4 বন্ধন অবরোধ বাধা নির্যাতন প্রভৃতি থেকে অব্যাহতি বা উদ্ধার (কারামুক্তি); 5 আরোগ্যলাভ (রোগমুক্তি); 6 স্বাধীনতালাভে (দেশের মুক্তি)। [সং. √ মুচ্ + তি]। ̃ .দাতা (-তৃ) বি. যে মুক্তি দেয়। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .নামা বি. ছাড়পত্র, অন্য দেশে যাবার অনুমতিপত্র, passport ̃ .পণ বি. মুক্তিলাভের জন্য প্রদেয় অর্থ। ̃ .পত্র বি. (প্রধানত ঋণ বন্ধক কারাদণ্ড প্রভৃতি থেকে) অব্যাহতি লাভের নির্দেশসূচক লিপি বা দলিল। ̃ .যুদ্ধ বি. দেশের স্বাধীনতার যুদ্ধ। ̃ .যোদ্ধা (-দ্ধৃ) বি. যে ব্যক্তি দেশের স্বাধীনতার জন্য লড়াই করে। ̃ .স্নান বি. চন্দ্রসূর্যের রাহুমুক্তি উপলক্ষ্যে স্নান। 5)
মূর্ছনা
মল-মল
(p. 687) mala-mala বি. মিহি ও নরম সুতিবস্ত্রবিশেষ। [হি. তু. সং. মলমল্লক]। 17)
মাদল
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরীচর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্তশ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধাঅনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
মুদ্রা
(p. 710) mudrā বি. 1 ধাতুর চাকতির টাকা পয়সা ইত্যাদি; 2 ধন, অর্থ (মুদ্রাস্ফীতি); 3 সিলমোহর (মুদ্রাঙ্কিত); 4 ছাপ; 5 উপাসনার সময় বিবিধ ভঙ্গিতে করাঙ্গুলিবিন্যাস (অভয়মুদ্রা, বরমুদ্রা); 6 নাচের অঙ্গভঙ্গি; 7 অঙ্গভঙ্গি (মুদ্রাদোষ)। 8 তান্ত্রিকের সাধনার পঞ্চ 'ম'-কার-এর একটি; 9 মদের চাট; 1 (জ্যোতিষ.) করতলে বা পদতলে মোহরসদৃশ চিহ্ন।[সং. √ মৃদু + র + আ]। ̃ .কর বি. যে ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছাপে। ̃ ক্ষর বি. ছাপার কাজে ব্যবহৃত ধাতব অক্ষর, printing type. ̃ ঙ্কন বি. 1 ছাপ দেওয়া; 2 ছাপানো; 3 সিলমোহর করা। ̃ .ঙ্কিত বিণ. মুদ্রাঙ্কন করা হয়েছে এমন। ̃ .দোষ বি. ভাবভঙ্গির বা কথা বলার ধরনের অস্বাভাবিক অভ্যাস। ̃ .বিজ্ঞান বি. (প্রধানত প্রাচীন যুগের) মোহর টাকা ইত্যাদি সম্বন্ধীয় বিদ্যা বা জ্ঞান, numismatics. ̃ .মান বি. আন্তর্জাতিক বাজারে দেশের মুদ্রার দর। ̃ .যন্ত্র বি. ছাপানোর তুলনায় মুদ্রার অর্থাত্ টাকার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধি, inflation. 55)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071993
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767985
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365394
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720796
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697623
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594327
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544525
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542139

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন