Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আকাশে': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
অগাধ
(p. 6) agādha বিণ. 1 তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); 2 অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); 3 বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); 4 অনন্তবিস্তার ('অগাধ আকাশে': রবীন্দ্র); 5 অপার (অগাধ স্নেহ)। [সং. ন+গাধ]। অগাধীয় বিণ. তলদেশে পৌছানো যায় না এমন, অত্যন্ত গভীর, abyssal, abysmal (বি.প.)। 25)
অজ-বীথি
(p. 8) aja-bīthi বি. ছায়াপথ, দেবযান; আকাশের উত্তর-দক্ষিণে বিস্তৃত নক্ষত্রবীথি, milky way, galaxy. [সং. অজ1+বীথি]। 100)
অত্বর
(p. 14) atbara বিণ. ধীর, মন্হর, দ্রুত নয় এমন (আকাশে মেঘের অত্বর আনাগোনা)। [সং. ন+ত্বরা]। অত্বরা বি. ত্বরার অভাব, মন্হরতা। 37)
অন্তরিক্ষ, অন্তরীক্ষ
(p. 32) antarikṣa, antarīkṣa বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। ̃ চারিণী। ̃ বাসী (-সিন্) বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ মণ্ডল বি. সমগ্র আকাশ, নভোমণ্ডল। 38)
অভ্যুপেত
(p. 55) abhyupēta বিণ. 1 পাওয়া গেছে এমন, প্রাপ্ত; 2 স্বীকৃত, অঙ্গীকার করা হয়েছে এমন; 3 কাছে এসেছে এমন, নিকটে আগত। [সং. অভি + উপ + √ ই + ত]। অভ্র বি. 1 আকাশ (অভ্রংলিহ উচ্চতা); 2 মেঘ; 3 একরম খনিজ ধাতু, mica. [সং. অপ্ + √ ভৃ + অ অভ্র্ + অ] অভ্রং.লিহ, ̃ .ভেদী (-দিন্) বিণ. আকাশ স্পর্শ করে এমন, আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রংলিহ উচ্চাশা, অভ্রভেদী পর্বত)। ̃ .চ্ছায়া বি. মেঘের ছায়া। ̃ .নীল বিণ. আকাশের মতো নীল (অভ্রনীল বস্ত্র)। 29)
অভ্রপুস্প
(p. 55) abhrapuspa বি. 1 বেতস গাছ; বেত গাছ; 2 বৃষ্টি; 3 (আল.) আকাশকুসুম, অলীক কল্পনা। [সং. অভ্র + পুস্প]। 33)
অম্বরীষ, অম্বরিষ2
(p. 59) ambarīṣa, ambariṣa2 বি. 1 সূর্যবংশীয় জনৈক রাজা; 2 আকাশ। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]। 2)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আকাশি
(p. 81) ākāśi বিণ. আকাশের রঙের, হালকা নীল রঙের। [সং. আকাশ + বাং. ই]। 21)
আবির,
(p. 99) ābira, (বর্জি.) আবীর বি. 1 ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; 2 আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া। 17)
আশ-মান
(p. 108) āśa-māna বি. আকাশ। [ফা.]। আশমান-জমিন ফারাক আকাশ-পাতাল তফাত, বিরাট পার্থক্য। আশমানি বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 আকাশের মতো হালকা নীল রঙের (আশমানি রং)। বি. আকাশি নীল রং। 16)
উড়ন্ত
(p. 119) uḍ়nta বিণ. উড়ছে এমন, উড্ডয়নশীল (উড়ন্ত পাখি)। [বাং. উড্ + অন্ত]। উড়ন্ত চাকি আকাশে উড়ন্ত অবস্হায় পরিদৃশ্যমান গোলাকার চাকি যার অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, flying saucer, UFO. 93)
উড়া, ওড়া
(p. 119) uḍ়ā, ōḍ়ā ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ ( সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 95)
উল্কা
(p. 133) ulkā বি. 1 আকাশ থেকে প্রবল বেগে পড়ে এমন জ্বলন্ত প্রস্তর; বায়ব্য আলোক; আকাশে অতিদ্রুত সঞ্চরণশীল অগ্নিপিণ্ড, meteor, shooting star; 2 মশাল। [সং. √ উল্ + ক + আ]। ̃ পাত বি. উল্কা পড়া। ̃ পিণ্ড বি. আকাশে ধাবমান অগ্নিপিণ্ড। ̃ বেগে ক্রি-বিণ. উল্কার গতির মতো দ্রুত বেগে। ̃ মুখী বি. 1 খেঁকশিয়ালি; 2 সদাক্রুদ্ধ স্ত্রীলোক; 3 আলেয়া। 167)
ঊর্ধ্ব
(p. 140) ūrdhba বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ̃ গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে অবস্হিত, উপরিস্হ; 2 উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ̃ দৃষ্টি, ̃ নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি. চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ̃ লোক বি. স্বর্গ। ̃ শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃ শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক। 11)
খগ
(p. 221) khaga বি. (আকাশে বিচরণ করে বলে) পাখি। [সং. খ + √ গম্ + অ]। ̃ পতি, ̃ রাজ, খগেন্দ্র বি. পাখিদের রাজা, গরুড়। 9)
খগম
(p. 221) khagama বি. 1 পাখি; 2 জনৈক পৌরাণিক ঋষিপুত্র যিনি নিজের কৃতকর্মের ফলে সহস্রপাদ নামে এক ঋষিবন্ধুর শাপে ঢোঁড়া সাপে পরিণত হয়েছিলেন। বিণ. আকাশে বিচরণকারী। [সং. খ + √ গম্ + অ]। 10)
খপুষ্প
(p. 221) khapuṣpa বি. আকাশকুসুম; অলীক পদার্থ। [সং. খ + পুষ্প]। 82)
খমধ্য
(p. 221) khamadhya বি. মাথার ঠিক সোজাসুজি উপরে আকাশে কল্পিত বিন্দুবিশেষ, সুবিন্দু, zenith (বি.প.)। [সং. খ + মধ্য]।
খেচর
(p. 232) khēcara বিণ. আকাশচারী(খেচর প্রাণীরা)। বি. পাখি। [সং. খে + √চর্ + অ]। স্ত্রী. খেচরী1, খচরী। 15)
গগন
(p. 236) gagana বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর ('গগনে গরজে মেঘ ঘন বরষা': রবীন্দ্র)। [সং. √গম্ + অন, ম্ স্হানে গ্ আদেশ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর। ̃ চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু। ̃ তল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ। ̃ পট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট। ̃ পথ বি. আকাশপথ, আকাশমার্গ। ̃ প্রান্ত বি. আকাশের একধার, দিগন্ত। ̃ বিহারী (রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)। ̃ মণ্ডল বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)। গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল। গগনাম্বু বি. বৃষ্টির জল। 6)
গতি
(p. 239) gati বি. 1 গমন, যাত্রা; 2 চলার বেগ (মৃদুগতি, হাঁটার গতি) ; 3 উপায়, ব্যবস্হা (একটা গতি করতে হবে); 4 আশ্রয়, শরণ, সহায় (তিনি ছাড়া আমাদের আর গতি কে আছেন?) ; 5 পরিণাম, মৃত্যুর পরবর্তী অবস্হা (নরকেও তোমার গতি হবে না, নরক-গতি); 6 উদ্ধারের পথ (পাপিষ্ঠের কী গতি হবে?) ; 7 সত্কার, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের গতি করা দরকার) ; 8 অবস্হা (দুর্গতি); 9 ধরনধারণ, গতিক (আকাশের গতি সুবিধার নয়)। [সং. √গম্ + তি]। ̃ ক্রিয়া বি. দীর্ঘসূত্রতা। ̃ দায়ী (-য়িন্) বিণ. মুক্তিদাতা। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) মোক্ষদাত্রী; যিনি মুক্তি দেন। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. গতিবিষয়ক বা বেগবিষয়ক শাস্ত্র, dynamics kinetics. ̃ বিধি বি. 1 চালচলন, কার্যকলাপ (শত্রুর গতিবিধি); 2 যাতায়াত (রাজসভায় গতিবিধি আছে তাঁর); 3 মুক্তির উপায় ('ওমা কর গতিবিধি' রা. প্র.)। ̃ ভঙ্গ বি. চলতে চলতে বাধা পেয়ে থেমে যাওয়া; অর্ধপথে নিবৃত্তি। ̃ ময় বিণ. গতিসম্পন্ন, বেগবান। ̃ রোধ বি. পথরোধ; বাধা। ̃ শীল বিণ. চলিষ্ণু, প্রগতিধর্মী, গতিময় (গতিশীল সমাজ)। গতিষ্ণু বিণ. গতিশীল, যার গতি আছে এমন, চলিষ্ণু, dynamic. 14)
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
ঘুড়ি1, (আঞ্চ.) ঘুড্ডি
(p. 269) ghuḍ়i1, (āñca.) ghuḍḍi বি.পাতলা কাগজে বাঁশের শলাকা এঁটে তৈরি আকাশে উড়াবার খেলনাবিশেষ। [তু. হি. গুড্ডী]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534927
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140465
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730684
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883582
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603083

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us