Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উগ্রতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-পন্হী
(p. 488) -panhī বিণ. 1 ধর্মসম্প্রদায়ভুক্ত (নানকপন্হী) 2 মতাবলম্বী (প্রাচীনপন্হী, উগ্রপন্হী 3 ধারা বা রীতি অনুসরণকারী (রবীন্দ্রপন্হী)। [ সং. পন্হাঃ + ঈ]। 72)
আগুরি, আগুড়ি
(p. 82) āguri, āguḍ়i বি. উগ্রক্ষত্রিয়। [সং. উগ্রক্ষত্রিয়]। 66)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
খাণ্ডার
(p. 226) khāṇḍāra বিণ. কলহপ্রিয়, ঝগড়াটে। [দেশি]। খাণ্ডারি, খাণ্ডারনি বিণ. (স্ত্রী.) কলহপ্রিয়; উগ্রস্বভাবা। 54)
চণ্ডী
(p. 276) caṇḍī বি. 1 দুর্গার রূপবিশেষ; 2 মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য; 3 চণ্ডিকাদেবীর মাহাত্ম্যকথা; 4 অতি কোপনস্বভাবা স্ত্রীলোক। [সং. চণ্ড + ঈ]। ̃ মঙ্গল বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ। ̃ মণ্ডপ বি. 1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়; 2 ঠাকুরদালান। মঙ্গল-চণ্ডী বি. শুভদা চণ্ডী, দুর্গা। রণ-চণ্ডী বি. 1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী; 2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী। বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)। 27)
তেরিয়া
(p. 375) tēriẏā বিণ. 1 উগ্রস্বভাব, উদ্ধত (তেরিয়া লোক); 2 ক্রুদ্ধ, উগ্রমূর্তি, মারমুখি (তেরিয়া হয়ে ওঠা)। [ সং. √ তড়্ (=আঘাত)-তু. তিরিক্ষ ও তেড়ে]। 307)
নকশাল
(p. 443) nakaśāla বি. (মাও জে-দং কর্তৃক প্রভাবিত মার্কসবাদে বিশ্বাসী) উগ্রপন্হী কমিউনিস্ট (দার্জিলিং জেলার নকশালবাড়ি অঞ্চলে সর্বপ্রথম এই উগ্রপন্হী কমিউনিস্টদের মতবাদ প্রচারিত হয়েছিল বলে এই নাম)। নকশাল-পন্হী, নকশাল-বাদী বিণ. উক্ত মতবাদে বিশ্বাসী। নকশালি বি. নকশালপন্হী মতে বিশ্বাসী ব্যক্তি। বিণ. নকশালপন্হী; নকশাল সম্পর্কিত (নকশালি আন্দোলন)। 20)
নায়ক
(p. 454) nāẏaka বিণ. বি. 1 নেতা (দেশনায়ক); 2 পরিচালক (ষড়যন্ত্রের নায়ক); 3 সর্দার, প্রধান (দলনায়ক); 4 অগ্রণী। বি. 1 কণ্ঠহারের লকেট; 2 গল্প-উপন্যাস বা নাটকের প্রধান যে চরিত্রকে কেন্দ্র করে কাহিনী অগ্রসর হয় (উপন্যাসের নায়ক); 3 প্রণয়ী পুরুষ; 4 (আল.) কাব্য নাটকাদির প্রধান চরিত্র। [সং. √ নী + অক]। নায়িকা বিণ. বি. (স্ত্রী.) 1 নায়ক -এর স্ত্রীলিঙ্গ; 2 নেত্রী; কর্ত্রী; 3 পরিচালিকা; 4 প্রধানা; 5 ভগবতীর অষ্টশক্তি যথা উগ্রচণ্ডা প্রচণ্ডা চামুণ্ডা প্রভৃতি। 59)
মদ
(p. 676) mada বি. 1 ষড়্রিপুর অন্যতম, নিজের উপর অলীক শ্রেষ্ঠত্বের আরোপ; 2 অহংকার, দম্ভ (ধনমদে মত্ত); 3 আনন্দজনিত মত্ততার আবেশ (মদবিহ্বল); 4 কস্তুরী (মৃগমদ); 5 মদ্য, সুরা (মদের নেশা); 6 প্রমত্তজনক রস (মহুয়ার মদ); 7 হাতির গণ্ডদেশ থেকে নিঃসৃত স্রাব। [সং √ মদ্ + অ]। ̃ .কল বিণ. মত্ততাজনক কলধ্বনিকারী ('মদকল করী': মধু.) বি. মত্তহস্তী। ̃ .খোর বিণ. মদ্যপ, মদ্যপানকারী। ̃ .গর্ব বি. মত্ততাজনিত অংহকার বা দর্প। ̃ .মত্ত মদোম্মত্ত বিণ. 1 সুরাপানের ফলে মাতালো; 2 দর্পান্ধ, গর্বে উন্মত্ত। স্ত্রী. ̃ .মত্তা। মদমত্ত হাতি গণ্ডদেশ বেয়ে রস নিঃসরণের জন্য উত্তেজিত হাতি। মদাত্যয় বি. মদ্যপানজনিত রোগবিশেষ। মদান্ধ বিণ. মত্ততা বা গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য। মদালস বিণ. মদ্যমানের ফলে বা আবেশের জন্য বিহ্বল। স্ত্রী. মদালসা। মদো বিণ. 1 মদের মতো (মদো গন্ধ); 2 মদখোর। মদোত্-কট বি. মদস্রাবের জন্য উত্তেজিত হাতি। বিণ. গর্বান্ধ দাম্ভিক। মদোদ্ধত বিণ. অতিদর্পহেতু উগ্রস্বভাব (মদোদ্ধাত রাজা)। 77)
মেজাজ
(p. 714) mējāja বি. 1 মানসিকভাবে অবস্হা (মেজাজ ভালো নেই); 2 ধাত, প্রকৃতি (রুক্ষ মেজাজ); 3 ক্রোধ, উগ্রতা (মেজাজ দেখিয়ে চলে গেল)। [আ. মিজাজ] মেজাজি বিণ. 1 মেজাজবিশিষ্ট (বদমেজাজি); 2 দাম্ভিক (খুব মেজাজি লোক)। 42)
রগ-রগ
(p. 731) raga-raga বি. উজ্জলতা বা বর্ণের উগ্রভাবের প্রকাশ (রগরগ করা, রংটা যেন রগরগ করছে)। [ সং. রঙ্গ (=রং), দ্বিত্ব]। রগ-রগে বিণ. 1 উত্তেজক (রগরগে প্রেমের গল্প) 2 রগরগ করছে এমন, টকটকে (রগরগে লাল, রগরগে রং)। 24)
রণ
(p. 733) raṇa বি. 1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্হল); 2 শব্দ, রব। [সং. √ রণ্ + অ]। ̃ .কুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু। ̃ .কৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা। ̃ .ক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র। ̃ .চণ্ডী দ্র চণ্ডী। ̃ .জয়ী, ̃.জিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন। ̃ .তরঙ্গ বি. যুদ্ধরূপ ঢেউ। ̃ .তরি, ̃.তরী, ̃.পোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়। ̃ .তূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা। ̃ .পণ্ডিত বিণ. রণকুশল। ̃ .বেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক। ̃ .ভেরি বি. যুদ্ধের দামামা। ̃ .মত্ত বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন। ̃ .যাত্রা বি. যুদ্ধের জন্য যাওয়া, অভিযান। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) 1 রণমত্তা; 2 উগ্রমূর্তি (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .সজ্জা, ̃.সাজ বি. যুদ্ধের বেশ। ̃ .স্হল, রণাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র। রণে ভঙ্গ দেওয়া ক্রি. বি. 1 যুদ্ধে বিরত হওয়া বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া; 2 (আল.) প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে বিরত হওয়া। রণোন্মত্তরণমত্ত -র অনুরূপ। রণোন্মাদনা বি. যুদ্ধ করবার জন্য অতিশয় ব্যগ্রতা। 39)
রশুন
(p. 736) raśuna পিঁয়াজের মতো আকৃতিযুক্ত উগ্রগন্ধী সাদা কন্দবিশেষ। [ সং. লশুনী]। 28)
রাবণ
(p. 743) rābaṇa বি. শ্রীরামচন্দ্র কর্তৃক নিহত লঙ্কাধিপতি দশানন। [সং. √ রু + ই + অন। ̃ .মুখো বিণ. উগ্রমূর্তি। ̃ .রাবণারি বি. শ্রীরামচন্দ্র। রাবণি বি. রাবণপুত্র ইন্দ্রজিত্। রাবণের চিতা (আল.) অনন্ত যণ্ত্রণা বা নিরবচ্ছিন্ন মর্মদহ। 4)
রায়৭২৯
(p. 743) rāẏa729 বি. 1 নৃপতি, রাজা 2 জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিদের খেতাববিশেষ। বিণ. 1 বৃহত্, বড়ো; 2 দীর্ঘ। [সং. রাজন্]। ̃ .জাদা বি. রায়ের ছেলে; রাজকুমার। ̃ .বাঘিনি, ̃ .বাঘিনী বি. 1 বড়ো বাঘিনি; 2 (আল.) অতি উগ্রা বা তেজস্বিনী নারী। ̃ .বার বি. 1 নৃপতির যশোবার্তা 2 রাজার কাছে দূত কর্তৃক নিবেদন। ̃ .বাঁশ বি. বাঁশের বড়ো লাঠিবিশেষ। ̃ .বেঁশে বি. 1 লাঠিয়াল; 2 রায়বাঁশ নিয়ে নাচ। বিণ. রায়বাঁশ সহযোগে কৃত (রায়বেঁশে নাচ)। ̃ .বাহাদুর ̃.রায়ান, ̃.সাহেব বি. (সচ. ধনীব্যক্তি বা জমিদারদের প্রদত্ত) সরকারি খেতাববিশেষ। 14)
ষণ্ডামর্ক
(p. 790) ṣaṇḍāmarka বি. ষণ্ড ও অমর্ক নামে শুক্রাচার্যের দুই বলিষ্ঠ ও একগুঁয়ে পুত্র; (গৌণার্থে) বলিষ্ঠ ও উগ্রপ্রকৃতি। [সং. ষণ্ড + অমর্ক]। 21)
সৌম্য
(p. 846) saumya বিণ. 1 প্রশান্ত বা উগ্রতাবিহীন (সৌম্যমূর্তি, সৌম্যভাব); 2 সুন্দর, মনোহর (সৌম্যদর্শন)। বি. চন্দ্রপুত্র, বুধগ্রহ। [সং. সোম + য]। স্ত্রী. সৌম্যা। বি. ̃ তা। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577890
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185661
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785753
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026913
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901147
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848140
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708619
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620286

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us