Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মেজাজ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মেজাজ এর বাংলা অর্থ হলো -

(p. 714) mējāja বি. 1 মানসিকভাবে অবস্হা (মেজাজ ভালো নেই); 2 ধাত, প্রকৃতি (রুক্ষ মেজাজ); 3 ক্রোধ, উগ্রতা (মেজাজ দেখিয়ে চলে গেল)।
[আ. মিজাজ] মেজাজি বিণ. 1 মেজাজবিশিষ্ট (বদমেজাজি); 2 দাম্ভিক (খুব মেজাজি লোক)।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মন্দা
মিষ্টি-কুমড়ো
মহড়া
মশারি
মেরুন
(p. 717) mēruna বি. গাঢ় খয়েরি বা বাদামি রং [ইং. maroon]। 3)
মাল-কোশ, মাল-কোষ
মাহ2, মাহা1
(p. 703) māha2, māhā1 অব্য. (ব্রজ.) ভিতরে, মাঝে ('হৃদয় মাহ মঝু': রবীন্দ্র)।[সং. মধ্য]।
মন্ত্র
(p. 676) mantra বি. 1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়; 2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়; 3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র); 4 বৈদিক সাহিত্যের অংশ; 5 নীতি (অহিংসামন্ত্র); 6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)। [সং. √ মন্ত্র + অ]। ̃ .কুশল বিণ. পরামর্শ দানে পটু। ̃ .গুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা। ̃ .গূঢ় বি. গুপ্তচর। ̃ .গৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর। ̃ .গ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ। ̃ .জিহ্ব বি. অগ্নি। ̃ .তন্ত্র বি. বিবিধ মন্ত্রতদ্রূপ প্রক্রিয়া। ̃ .দাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .দ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন। ̃ .পূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)। ̃ .বল ̃ .শক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা। ̃ .বিত্, ̃ .বিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। বি. মন্ত্রী। ̃ .ভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া। ̃ .মুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত। স্ত্রী. ̃ .মুগ্ধা। ̃ .শিষ্য বি. 1 কোনো ব্যক্তিকর্তৃক দীক্ষিত শিষ্য; 2 (আল.) একান্ত অনুগামী ব্যক্তি। ̃ .সাধক বিণ. মন্ত্রের দ্বারা কর্ম সাধনাকারী। ̃ .সাধন বি. মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের প্রয়াস; মন্ত্রে নির্দিষ্ট আদর্শের অনুসরণ। ̃ .সিদ্ধ বিণ. মন্ত্রজপের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত। বি. ̃ .সিদ্ধি। 177)
মার্কারি, মার্কিউরি
(p. 700) mārkāri, mārkiuri বিণ. পারদ, পোরা। [ইং. mercury]। 37)
মনো-নিবেশ
(p. 676) manō-nibēśa বি. মনোযোগ দেওয়া, মনঃসংযোগ। [সং. মনস্ + নিবেশ]। 143)
মসি, মসী
(p. 688) masi, masī বি. 1 লেখবার কালি (মসিজীবি); 2 মাকড়সার ঝুল; 3 কলঙ্ক ('পূর্ণ শশী মাখে মসি': রবীন্দ্র)। [সং. √ মস্ + ই, ঈ]। ̃ কৃষ্ণ বিণ ঝুলকালির মতো কালো, ঘোর কালো (মসিকৃষ্ণ মেঘ)। ̃ জীবী (-বিন্) বিণ. বি. লেখক; কেরানি। ̃ নিন্দিত ̃ লাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো। ̃ ময় বিণ. কালিতে মাখা; ঘোর কৃষ্ণবর্ণ। ̃ যুদ্ধ বি. লিখিত তর্কবিতর্ক, লেখার মাধ্যমে বাদ-প্রতিবাদ। 25)
মন্দাগ্নি
মনো-জগত্
(p. 676) manō-jagat বি. 1 মনোরূপ জগত্, অন্তর্জগত্; 2 চিন্তারাজ্য, ভাবজগত্। [সং. মনস্ + জগত্]। 139)
মন্বন্তর
(p. 676) manbantara বি. 1 পুরাণমতে এক এক মনুর অধিকার-কাল; 2 (বাং.) ব্যাপক দুর্ভিক্ষ বা আকাল (ছিয়াত্তরের মন্বন্তর)। [সং. মনু + অন্তর]। 201)
মুন্ডি2
(p. 710) munḍi2 বি. মুন্ডু, মাথা (টাকা পাবি না তোর মুন্ডি পাবি)। বিণ. মুণ্ডযুক্ত (নেড়ামুন্ডি) [সং. মুণ্ড]।
মালকোঁচা
(p. 700) mālakōn̐cā দ্র. মাল3। 60)
মানুষ
(p. 699) mānuṣa বি. হোমো সাপিয়েনস প্রজাতির প্রাণী, মনুষ্য, নর (মানুষ মরণশীল); 2 ব্যক্তি (মেয়েমানুষ, মনের মানুষ)। বিণ. 1 মনুষ্য সম্বন্ধীয়; 2 মনুষ্যচিত গুণসম্পন্ন আবার তোরা মানুষ হ': দ্বি. রা.); 3 লায়েক (তুমি খুব মানুষ হয়ে গেছ ভাবছ বুঝি?); 4 লালনপালনদ্বারা বর্ধিত বা বয়ঃপ্রাপ্ত (ছেলে মানুষ করা)। [সং. মনু (+ষ) + অ]। মানুষিক বিণ. মনুষ্যসম্বন্ধীয়; মনুষ্যচিত (অমানুষিক)। ̃ .খেকো বিণ. মানুষ খায় এমন। বি. মানুষ খায় এমন বাঘ। ̃ .জন বি. লোকজন। মানুষী বিণ. মানুষসুলভ ('একটি স্মৃতির মানুষী দুর্বলতা': সু. দ.)। বি. (স্ত্রী.) নারী। মানুষকরা ক্রি. বি. লালনপালন করে বড়ো করে তোলা। মানুষ হওয়া ক্রি. বি. 1 প্রতিপালিত হওয়া (মামাবাড়িতে মানুষ হয়েছে); 2 মনুষ্যচিত গুণের অধিকারী হওয়া। মানুষের মতো মানুষ আদর্শ মানুষ, যে ব্যক্তি মনুষ্যোচিত সমস্ত গুণের অধিকারী। 14)
মেরু-করণ
(p. 716) mēru-karaṇa বি. দুই বিপরীত বা বিরোধী গোষ্ঠিতে বা শিবিরে ভাগ করা। [সং. মেরু + করণ, ইং. polarization এর অনুকরণে]।
মারক
(p. 700) māraka দ্র মার2। 16)
মনসিজ
(p. 676) manasija বি. মদন, কামদেব। [সং. মনসি √ জন্ + অ]। 117)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577667
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185348
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785407
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026214
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620024

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us