Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ওয়ালি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

দেউড়ি
(p. 418) dēuḍ়i বি. সদর প্রবেশপথ, তোরণ, ফটক (দেউড়িতে পাহারাওয়ালা বসে আছে)। [সং. দেহলী]। 15)
অঙ্কী
(p. 8) aṅkī (-ঙ্কিন্) বিণ. 1 দাগওয়ালা, দাগি; 2 কলঙ্কযুক্ত ('অঙ্কী কলানিধি')। [সং. √ অঙ্ক্+ইন্]। 29)
অজন্তা, অজণ্টা
(p. 8) ajantā, ajaṇṭā বি. পশ্চিম ভারতের প্রাচীন গুহা যার দেওয়ালচিত্র ও ভাস্কর্য জগদ্বিখ্যাত। 97)
আঁল-খাল্লা
(p. 104) ām̐la-khāllā বি. হাঁটু পর্যন্ত ঝুলওয়ালা ঢিলে জামাবিশেষ। [আ. আল্খালিক্]। 55)
আউল1
(p. 77) āula1 বি. সহজিয়া সাধক (তু.বাউল); দৈবশক্তিসম্পন্ন ব্যক্তি। [আ. বলি]। আউলিয়া বি. আউল সম্প্রদায়ের লোক; দরবেশ, ফকির। [আ. বলিয়া, ওয়ালিয়া]। 24)
আওসত
(p. 77) āōsata বি. বড় জমিদারির অধীন খাজনা-করা ছোট তালুক বা ভূসম্পত্তি; ছোট তালুক বা জোতজমি। [আ. আওসত্, অওসত্]। ̃ হাওয়ালা বি. হাওয়ালা বা হাওলা-করা অর্থাত্ নির্দিষ্ট শর্তে দেওয়া প্রজাস্বত্ব বা চাষের অধিকার। 40)
আলা1-ওয়ালা1
(p. 106) ālā1-ōẏālā1 এর রূপভেদ। 15)
ইঁদুর
(p. 113) in̐dura বি. লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। [সং. ইন্দুর]। 15)
ইজের
(p. 113) ijēra বি. 1 দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট; 2 পায়জামা। [ফা. ইজার]। 31)
উখা2
(p. 119) ukhā2 বি. ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার জন্য ব্যবহৃত দাঁতওয়ালা যন্ত্রবিশেষ, রেতি, file, rasp. [দেশি]। 19)
উট
(p. 119) uṭa বি. লম্বা উঁচু গলা এবং পিঠে একটি বা দুটি কুঁজবিশিষ্ট (মূলত মরু অঞ্চলের) ভারবাহী, পশুবিশেষ। [ সং. উষ্ট্র]। ̃ পাখি বি. উটের মতো লম্বা গলাওয়ালা এবং উড়তে অক্ষম কিন্তু অতি দ্রুতগামী পাখিবিশেষ, ostrich. 74)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
উপরি1
(p. 133) upari1 অব্য. 1 ঊর্ধ্বে, উপরে; 2 অতঃপর, তারপর। [সং. উপ + রি (নি.)]। উপরি-উপরি অব্য. বিণ. পরপর (উপরি-উপরি তিন দিন)। ক্রি.-বিণ. 1 ভাসাভাসা, অগভীরভাবে (উপরি-উপরি বোঝা)। 2 একটির উপর আর একটি করে (উপরি-উপরি রাখা)। ̃ চর বিণ. উপরে বিচরণ করে এমন। ̃ তন বিণ. উপরওয়ালা; ঊর্ধ্বতন। ̃ ভাগ বি. উপরের অংশ। ̃ স্হ, ̃ স্হিত বিণ. উপরে অবস্হিত। 42)
ওয়ালা1
(p. 153) ōẏālā1 (তদ্ধিত প্রত্যয়বিশেষ); 2 ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); 2 পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); 3 অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি। 36)
ওয়ালা2-আলা1
(p. 153) ōẏālā2-ālā1 র রূপভেদ। 37)
কড়া2, কড়াই
(p. 158) kaḍ়ā2, kaḍ়āi বি. ধাতুর তৈরি (সচ.) দুটি আংটাওয়ালা রান্নার পাত্র, কটাহ। [সং. কটাহ]। 27)
কড়ি-য়াল1, কড়ি-আলা, কড়ি-ওয়ালা
(p. 159) kaḍ়i-ẏāla1, kaḍ়i-ālā, kaḍ়i-ōẏālā বিণ. ধনশালী, পয়সাওয়ালা। [বাং. কড়ি + হি. ওয়ালা]। 10)
কণ্টক
(p. 159) kaṇṭaka বি. 1 গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); 2 অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); 3 লজ্জা বা কষ্টের কারণ; 4 শত্রু; 5 রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। ̃ ফল, কণ্টকি-ফল, কণ্টকী-ফল বি. কাঁঠাল; কাঠালগাছ। ̃ শষ্যা বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত বিণ. 1 রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); 2 বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্) বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. 1 খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; 2 বেউড় বাঁশ; 3 কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া। 20)
কণ্টি-কারি
(p. 159) kaṇṭi-kāri বি. কাঁটাওয়ালা ভেষজ গাছবিশেষ। [সং. কণ্টকারী]। 21)
কন-স্টেবল
(p. 162) kana-sṭēbala বি. পুলিশ প্রহরী; সান্ত্রি; পাহারাওয়ালা। [ইং constable]। 5)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কাওয়ালি
(p. 174) kāōẏāli বি. সংগীতের সুর ও তালবিশেষ; দরবেশি সুর। [আ. কওয়ালী]। 34)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535025
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140554
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730816
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943020
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883617
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us