Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কন্যাকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-লোম
(p. 31) anu-lōma বি. ক্রম; অনুক্রম, যথাক্রম। বিণ. অনুকূল। ক্রি-বিণ. যথাক্রমে, ক্রমানুসারে; প্রকৃষ্ট প্রণালী অনুসারে। [সং. অনু + লোম]। অনুলোম বিবাহ বি. উচ্চবর্ণের পূরুষের সঙ্গে নিম্নবর্ণের কন্যার বিবাহ। তু. প্রতিলোম বিবাহ। 15)
অপাত্র
(p. 40) apātra বি. 1 অযোগ্য বা অধম পাত্র; 2 পাত্র হিসাবে যে ব্যক্তি মন্দ (অপাত্রে কন্যাকে দান করেছেন); 3 অযোগ্য ব্যক্তি (আমার মূল্যবান উপদেশগুলি অপাত্রে দান করলাম)। [সং. ন + পাত্র]। 8)
অম্বষ্ঠ
(p. 59) ambaṣṭha বি. হিন্দুশাস্ত্রমতে ব্রাহ্মণ পুরুষ ও বৈশ্যা কন্যার বিবাহের ফলে উত্পন্ন জাতি; (কারও কারও মতে) বৈদ্যবর্ণ। [সং. অম্বা + √ স্হা + অ়]। 4)
অম্বা2, অম্বালিকা, অম্বিকা1
(p. 59) ambā2, ambālikā, ambikā1 বি. 1 দুর্গা; 2 মহাভারতে উল্লিখিত কাশীরাজের যথাক্রমে জ্যেষ্ঠা, কনিষ্ঠা ও দ্বিতীয়া কন্যার নাম। [সং. অম্ব্ + অ + আ, অম্বলা + ক + আ, অম্বা + ক + আ]। 6)
আক্দ
(p. 80) ākda বি. মুসলমান রীতিতে বিবাহবন্ধন; মুসলমানদের বিবাহে বরকন্যার পরস্পরকে স্বীকার ও গ্রহণ। [আ. আ'ক্দ্]। 25)
আসুর, আসুরিক
(p. 110) āsura, āsurika বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে। 14)
কড়1
(p. 158) kaḍ়1 বি. 1 বালা; 2 বিবাহের সময় কন্যার হাতে ধারণীয় বালাবিশেষ। [সং. কটক]। 16)
কনে
(p. 162) kanē বি. 1 বিবাহের পাত্রী; বিবাহযোগ্যা কন্যা (কনে দেখা); 2 নববধূ (বরকনেকে নিয়ে সকলেই তখন মশগুল)। [সং. কন্যা]। ̃ চন্দন ব. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা। ̃ বউ বি. নববধূ; বালিকাবধূ। ̃ যাত্রী বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উত্সবে আগত লোকজন। 10)
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
কপালি2
(p. 163) kapāli2 বি. 1 (ধীরবের ঔরসে এবং ব্রাহ্মণকন্যার গর্ভজাত) বাঙালি জাতিবিশেষ; 2 শণ-দড়ি প্রস্তুতকারক ও বিক্রয়কারী জাতি। [দেশি]। 10)
কালী
(p. 188) kālī বি. 1 কালিকাদেবী, চণ্ডিকার রূপবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 2 (ব্যঙ্গে) কৃষ্ণবর্ণা নারী; 3 লেখার বা ছাপার কালি, মসি; 4 কালিয় নাগ। [সং. কাল3 + ঈ]। ̃ তলা বি. কালিকাদেবীর পূজার জন্য নির্দিষ্ট স্হান। আন্না-কালী বি. কন্যাসন্তানের নামবিশেষ-ক্রমাগত কন্যাসন্তান লাভের পর আর যাতে কন্যালাভ না হয়, সেজন্য কালীর কাছে প্রার্থনা জানিয়ে এই নাম রাখা হয়। [বাং. আর + না + কালী]। 15)
কুপাত্র
(p. 197) kupātra বি. 1 অযোগ্য, অসত্ বা অবাঞ্ছিত ব্যক্তি (কুপাত্রে দান); 2 (বিবাহে) অনুপযুক্ত বর; অপাত্র (কুপাত্রে কন্যাদান)। [সং. কু + পাত্র]। 5)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
গৌরী
(p. 261) gaurī বি. 1 গৌরবর্ণা নারী; 2 দুর্গা; 3 অবিবাহিতা অষ্টমবর্ষীয়া বালিকা। বিণ. গৌরবর্ণা। [সং. গৌর + ঈ]। ̃ দান বি. 1 অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; 2 (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান। ̃ পট্ট বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট। ̃ শংকর, ̃ শঙ্কর বি. 1 দুর্গা ও শিব ; 2 হিমালয়ের চূড়াবিশেষ। 33)
চতুর্থ
(p. 277) caturtha বিণ. 4 সংখ্যক বা 4 সংখ্যার পূরক। [সং. চতুর্ + থ]। চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি। চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। বি. 1 (জ্যোতিষ.) তিথিবিশেষ; 2 সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; 3 বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; 4 মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ। 12)
জামাই
(p. 322) jāmāi বি. কন্যার স্বামী, জামাতা। [সং. জামাতৃ]। ̃ আদর বি. শ্বশুরালয়ে জামাই যেমন আদরযত্ন পায় সেইরকম যত্ন; পরম সমাদর। ̃ বরণ বি. বিবাহ উপলক্ষ্যে কন্যাগৃহে সমাগত পাত্রকে কন্যাপক্ষীয় স্ত্রীলোকদের দ্বারা বরণের অনুষ্ঠানবিশেষ। ̃ ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুল্কষষ্ঠীতে হিন্দুদের জামাইবরণের অনুষ্ঠান। 41)
দক্ষ2
(p. 395) dakṣa2 বি. প্রজাপতিবিশেষ, ইনি সতী ও নক্ষত্ররূপিণী সপ্তবিংশতি কন্যার জনক। [সং. √ দক্ষ্ + অ]। ̃ কন্যা বি. শিবপত্নী সতী, দুর্গা। ̃ জা বি. দক্ষকন্যা -র অনুরূপ। ̃ যজ্ঞ বি. 1 প্রজাপতি দক্ষের দ্বারা অনুষ্ঠিত শিবহীন যজ্ঞ, যে যজ্ঞে শিবনিন্দা শুনে সতী প্রাণত্যাগ করেন এবং শিব অনুচরদের সঙ্গে এসে যজ্ঞ পণ্ড করেন; 2 (আল.) প্রলয় কাণ্ড, চূড়ান্ত হট্টগোল। 17)
দধি
(p. 396) dadhi বি. দই, দুধের বিকারবিশেষ, দুধ জমিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [সং. √ দধ্ + ই]। ̃ কর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ। ̃ মঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ। ̃ মন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা। ̃ সার বি. মাখন, ননি। 40)
দাতা
(p. 402) dātā (-তৃ) বিণ. 1 দানকারী, যে দান করে; 2 যে দেয় (অভয়দাতা, উত্তরদাতা, করদাতা); 3 বদান্য, দানশীল (দাতাকর্ণ); 4 সম্প্রদানকারী (কন্যাদাতা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দা + তৃ]। স্ত্রী. দাত্রী। ̃ কর্ণ বি. (আল.) অতিশয় দানশীল ব্যক্তি। দাতৃত্ব বি. বদান্যতা, দানশীলতা। 57)
দান2
(p. 402) dāna2 বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উত্সর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1 হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ ('সাম-দান-দণ্ড-ভেদ')। [সং. √ দা + অন]। ̃ খয়রাত বি. দানকর্ম, নানারকম দান। ̃ ধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ। ̃ ধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। ̃ পত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করার দলিল। ̃ বীর, ̃ শৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)। ̃ শীল বিণ. বদান্য স্বভাবযুক্ত। বি. ̃ শীলতা। ̃ সজ্জা, ̃ সামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী। ̃ সত্র বি. দানশালা, যেখানে দান করা হয়। ̃ সাগর বি. 1 শ্রাদ্ধকর্তার ষোলোটি দান বা ষোড়শদান; 2 (আল.) প্রচুর দান; দত্তবস্তুর অসাধারণ প্রাচুর্য। 72)
দায়-গ্রস্ত
(p. 405) dāẏa-grasta বিণ. 1 বিপদে বা মুশকিলে পড়েছে এমন; 2 কর্তব্যভারে ক্লিষ্ট (কন্যাদায়গ্রস্ত); 3 দেনাদার, ঋণগ্রস্ত। [বাং. দায়2 + গ্রস্ত]। 32)
দায়2
(p. 405) dāẏa2 বি. 1 সংকট, বিপদ (দায়ে ঠেকেছে); 2 গরজ, প্রয়োজন (পেটের দায়ে, দায়টা আমারই); 3 গুরুতর কর্তব্যের ভার (কন্যাদায়, পিতৃদায়); 4 দায়িত্ব, ঝুঁকি (অপরের দায় ঘাড়ে নেওয়া); 5 অভিযোগ (ডাকাতির দায়ে গ্রেপ্তার হয়েছে)। [সং. দায় বাং. অর্থান্তরে]। ̃ সারা বি. বিণ. অবহেলা বা অবহেলাপূর্ণ; অসহযোগিতা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)। দায়ে ঠেকা, দায়ে পড়া ক্রি. বি. বিপদে পড়া; প্রয়োজনের চাপে পড়া (দায়ে পড়া টাকা দিতে হল)। 30)
দৌহিত্র
(p. 426) dauhitra বি. দুহিতা বা কন্যার পুত্র। [সং. দুহিতৃ + অ]। দৌহিত্রী বি. (স্ত্রী.) কন্যার কন্যা। 8)
দ্বয়
(p. 426) dbaẏa সর্ব. বি. দুই, উভয়, যুগল (পুত্রদ্বয়, কন্যাদ্বয়, হস্তদ্বয়)। [সং. দ্বি + অয়]। 10)
নাতি1
(p. 454) nāti1 বি. 1 পৌত্র, পুত্রের পুত্র; 2 দৌহিত্র, কন্যার পুত্র; 3 পুত্রস্হানীয়ের বা কন্যাস্হানীয়ার পুত্র। [সং. নপ্তৃ]। ̃ জামাই, নাত-জামাই বি. নাতনির স্বামী। ̃ নি, নাতনি বি. (স্ত্রী.) পৌত্রী, দৌহিত্রী, পুত্রের বা পুত্রস্হানীয়ের কন্যা; কন্যার বা কন্যাস্হানীয়ার কন্যা। ̃ বউ, নাতবউ বি. নাতির স্ত্রী। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140383
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730597
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942794
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883561
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838480
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us