Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গৌরী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গৌরী এর বাংলা অর্থ হলো -

(p. 261) gaurī বি. 1 গৌরবর্ণা নারী; 2 দুর্গা; 3 অবিবাহিতা অষ্টমবর্ষীয়া বালিকা।
বিণ. গৌরবর্ণা।
[সং. গৌর + ঈ]।
দান বি. 1 অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; 2 (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান।
পট্ট
বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট।
শংকর,শঙ্কর
বি. 1 দুর্গা ও শিব ; 2 হিমালয়ের চূড়াবিশেষ।
33)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গাণিতিক
(p. 246) gāṇitika বি. বিণ. গণিতজ্ঞ, গণিত শাস্ত্রে পণ্ডিত এমন (ব্যক্তি)। বিণ. গণিতবিষয়ক (গাণিতিক সমস্যা)। [সং. গণিত + ইক]। 39)
গণিকা
(p. 236) gaṇikā বি. বেশ্যা, বারাঙ্গনা। [সং. গণ (=সমূহ) + ইক + আ]। ̃ লয় বি. বেশ্যাবাড়ি। 52)
গবাগব
(p. 241) gabāgaba দ্র গপগপ। 10)
গাত
(p. 246) gāta বি. (ব্রজ.) গা, দেহ ('তাঁহা তাঁহা ধরণী হইয়ে মঝু গাত': গো. দা.)। [সং. গাত্র]। (গ্রা.) গাঁত। 41)
গোলাপ-জাম
গয়বি, গৈবি
(p. 242) gaẏabi, gaibi বিণ. 1 গুপ্ত, অপ্রকাশিত (গয়বি খুন); 2 আজগুবি (গয়বি কথা); 3 বেনামি (গয়বি চিঠি); 4 দৈব (গয়বি আদেশ)। [আ. গায়িব্]। গয়বি চাল বি. 1 (শতরঞ্জ খেলায়) না দেখে দূর থেকে দেওয়া চাল; 2 (আল.) অবস্হা না জেনেই ব্যবস্হা করা। 2)
গতর
(p. 239) gatara বি. (আঞ্চ.) 1 শরীর, দেহ (গতর খাটানো); 2 স্বাস্হ্য (গতরখানা দেখেছ?) ; 3 দেহের শক্তি বা সামর্থ্য। [সং. গাত্র]। ̃ খাকি, ̃ খাগি বি. বিণ. (স্ত্রী.) (গালিবিশেষ) সামর্থ্য থাকা সত্ত্বেও অলস বা শ্রমবিমুখ (স্ত্রীলোক)। পুং. ̃ খেকো, ̃ খেগো। গতর খাটানো ক্রি. বি. দৈহিক পরিশ্রম করা। ̃ পোষা বিণ. শরীরকে পুষে রাখে অর্থাত্ পরিশ্রম করে না এমন। 7)
গোঙানো2
(p. 256) gōṅānō2 ক্রি. বি. গোঁ গোঁ শব্দ করা বা ওই শব্দযোগে কাঁদা। গোঙানি বি. গোঁ গোঁ শব্দে কান্না (অন্ধকারে গোঙানি শুনে এগোতে লাগলাম)। 61)
গুণাতীত
(p. 250) guṇātīta বিণ. সত্ত্ব, রজঃ, তমঃ-এই ত্রিগুণের অতীত। [সং. গুণ + অতীত]। 72)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায়প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবলদীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্তসুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গৈরিক
গামছা
(p. 246) gāmachā বি. গা মোছার জন্য ব্যবহৃত কাপড়ের খণ্ড। [বাং. গা + √মুছ্ + আ]। 71)
গুজ-গুজ
(p. 250) guja-guja অব্য. 1 নিচু কণ্ঠে পরস্পর আলাপ; 2 গোপন পরামর্শ (তখন থেকে দুজনে কী এত গুজগুজ করছ?)। [দেশি.-তু. সং. √গুজ্ (শব্দ করা)]। গুজ-গুজে বিণ. মনের কথা স্পষ্ট করে প্রকাশ করে না এমন (গুজগুজে স্বভাব)। গুজ-গুজানি বি. গোপন পরামর্শ; নিচু স্বরে কথাবার্তা। 38)
গুমা, গুমো
(p. 253) gumā, gumō বিণ. গুমসা; গরমের জন্য ঈষত্ পচা বা ভাপসা (গুমা গন্ধ)। [দেশি]। 19)
গাঁইতি
(p. 245) gām̐iti দ্র গাঁতি2। 16)
গোঁজ
(p. 256) gōn̐ja বি. কীলক, খোঁটা (গোঁজ গুঁজে কাঁঠাল পাকানো)। বিণ. বিরক্তিতে বা অভিমানে নির্বাকনিশ্চল (মুখ গোঁজ করে বসে থাকা)। [বাং. √গুঁজ্ + অ]। 50)
গর-রাজি
(p. 242) gara-rāji বিণ. অনিচ্ছুক, রাজি নয় এমন (এ কাজে সে নিতান্তই গররাজি)। [বাং. গর + আ. রাজি]। 25)
গোপ্তা৩
গুজরি, গুজরি-পঞ্চম
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577626
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185313
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848094
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619986

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us