Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্ষয়িত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষয়
(p. 4) akṣaẏa বিণ. ক্ষয়হীন, অবিনশ্বর। [সং. ন+ক্ষয়]। ̃ কীর্তি বি. অবিনশ্বর যশ। বিণ. অবিনশ্বর যশসম্পন্ন। ̃ তূণ বি. যে তূণের বাণ কখনো ফুরায় না। ̃ তৃতীয়া বি. চান্দ্র বৈশাখের শুক্লতৃতীয়া (এই তিথিতে কর্মফলের ক্ষয় নেই)। ̃ বট বি. প্রয়াগ প্রভৃতি তীর্থক্ষেত্রের অতি প্রাচীন বটবৃক্ষ (প্রবাদ আছে যে এই বৃক্ষমূলে জল সেচন করলে অক্ষয় পুণ্য লাভ হয়)। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গ। ̃ স্বর্গ, ̃ স্বর্গ-লোক বি. নিত্য স্বর্গবাস ও তার অধিকার। 31)
অপ-চয়
(p. 34) apa-caẏa বি. 1 ক্ষতি; অপব্যয় (অযথা শক্তির অপচয়); 2 ক্ষয়; হ্রাস। [সং. অপ + √ চি + অ]। ̃ চয়ী বিণ. অপচয় করে এমন। অপ-চিত বিণ. ক্ষয়প্রাপ্ত; অপব্যয়িত, অযথা খরচ বা ব্যয়িত হয়েছে এমন; হ্রাসপ্রাপ্ত। অপ-চিতি বি. 1 অপব্যয়, অযথা ব্যয়; 2 দেহকোষের ক্ষয়., katabolism (বি. প.)। অপ-চীয়-মান বিণ. ক্ষয়প্রাপ্ত বা অপব্যয়িত হচ্ছে এমন, ক্ষীয়মাণ। 77)
অব-ক্ষয়
(p. 43) aba-kṣaẏa বি. ধীরে ধীরে অথচ নিয়মিতভাবে ক্ষয়প্রাপ্তি; নিম্নগতি (জাতীয় আদর্শের অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়)। [সং. অব + ক্ষয়]। 26)
অব্যয়
(p. 50) abyaẏa বিণ. ক্ষয় নেই এমন, ক্ষয়হীন; লয়প্রাপ্ত হয় না এমন; অবিনাশী; পরিবর্তনহীন। বি. 1 ব্রহ্ম; 2 (ব্যাক.) লিঙ্গ কিংবা কারক ভেদে যে শব্দের কোনো রূপান্তর বা পরিবর্তন হয় না। [সং, ন+ব্যয়]। 33)
অরিষ্ট
(p. 61) ariṣṭa বিণ. 1 মঙ্গলজনক; কুশল; 2 অক্ষত; 3 হিংসা করা হয়নি এমন; 4 ক্ষয়হীন; অমর। বি. 1 উপদ্রব; 2 মদজাতীয় আয়ুর্বেদীয় ওষুধবিশেষ (দ্রাক্ষারিষ্ট); 3 মৃত্যুর লক্ষণ। [সং. ন + রিষ্ট]। 12)
কারী
(p. 185) kārī (-রিন্) বিণ. করে এমন (অনিষ্টকারী, আজ্ঞাকারী, ক্ষয়কারী)। [সং. √ কৃ + ইন্]। স্ত্রী. কারিণী। 30)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
ক্ষীণ
(p. 217) kṣīṇa বিণ. 1 ক্ষয়প্রাপ্ত, ক্ষয়িত (ক্ষীণচন্দ্র); 2 শীর্ণ, কৃশ, রোগা (ক্ষীণকায়); 3 সরু (ক্ষীণমধ্যা, ক্ষীণকটি); 4 অত্যল্প, মৃদু; অস্পষ্ট (ক্ষীণ আভাস, ক্ষীণালোক); 5 দুর্বল (ক্ষীণদৃষ্টি)। [সং. √ ক্ষি + ত]। স্ত্রী. ক্ষীণা। বি. ̃ তা। ̃ চন্দ্র বি. ক্ষয়প্রাপ্ত অর্থাত্ কৃষ্ণপক্ষের চাঁদ। ̃ জীবী (-বিন্) অল্পপ্রাণ, দুর্বল, জীবনীশক্তিবিহীন। ̃ শ্বাস বিণ. মুমূর্ষু, যার শ্বাস খুব ক্ষীণ হয়ে এসেছে। ক্ষীণায়ু বিণ. অল্পায়ু। ক্ষীণালোক বি. অস্পষ্ট বা মৃদু আলো। 36)
ক্ষীয়-মাণ
(p. 217) kṣīẏa-māṇa বিণ. ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন (ক্ষীয়মাণ ঐশ্বর্য, ক্ষীয়মাণ যৌবন)। [সং. √ ক্ষি + য + মান (শানচ্)]। 37)
ক্ষয়
(p. 217) kṣaẏa বি. 1 ধ্বংস, বিনাশ (শত্রুক্ষয়); 2 পরাজয় (অধর্মের ক্ষয়); 3 অপচয়, ক্ষতি (অর্থক্ষয়); 4 হ্রাস, ক্রমশ ক্ষীণ হওয়া (চন্দ্রের ক্ষয়, পেনসিলের সিস ক্ষয় হয়ে আসছে); 5 ক্ষয় রোগ, ক্ষয় কাশি। [সং. √ ক্ষি + অ]। ̃ কাশ বি. যক্ষ্মারোগ, টি.বি.। ̃ ক্ষতি বি. লোকসানাদি। ̃ প্রাপ্ত বিণ. ক্ষয় হয়ে গেছে এমন। ̃ শীল বিণ. ক্রমে ক্ষয় হয়ে যায় এমন। ক্ষয়া-খয়া -র বানানভেদ। ক্ষয়িত বিণ. ক্ষয়প্রাপ্ত। ক্ষয়িষ্ণু বিণ. ক্ষয়শীল। বি. ̃ তা। ক্ষয়ী (-য়িন্) বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর। 23)
খওয়া
(p. 221) khōẏā ক্রি. ক্ষয় হওয়া (পেনসিলটা খয়ে গেছে)। বিণ. ক্ষয়প্রাপ্ত (খওয়া দাঁত)। বি. ক্ষয়। [সং. ক্ষয় + বাং. আ]। ̃ নো ক্রি. ক্ষয় করে দেওয়া। বি. বিণ. উক্ত অর্থে। 7)
খাদ1
(p. 226) khāda1 বি. সোনারুপোর সঙ্গে মিশ্রিত অন্য ধাতু, পান (এই সোনায় একটু বেশি খাদ আছে)। [সং. ক্ষয়দ]। 30)
খোয়া2
(p. 234) khōẏā2 ক্রি. হারানো; নষ্ট করে ফেলা (কলমটাকে কীভাবে খোয়ালে? সম্মান খোয়ানো)। বিণ. হারিয়ে গেছে এমন; নষ্ট; অপহৃত (কলমটা খোয়া গেছে)। [সং. ক্ষয়িত]। খোয়া যাওয়া ক্রি. বি. হারিয়ে যাওয়া; চুরি যাওয়া। ̃ নো ক্রি. হারানো, নষ্ট করে ফেলা (সর্বস্ব খোয়ানো, মানসম্মান খুইয়েছে)। বি. বিণ. উক্ত অর্থে। 22)
খয়া
(p. 224) khaẏā বিণ. 1 ক্ষয়প্রাপ্ত, খয়ে গেছে এমন; 2 রোগা, পাতলা (খয়া গড়ন, খয়া চেহারা)। [সং. ক্ষয় + বাং. আ]। 6)
গলিত
(p. 244) galita বিণ. 1 গলে গেছে এমন, দ্রবীভূত; 2 তরল; 3 ক্ষয়প্রাপ্ত (গলিত নখদন্ত) ; 4 শিথিল (গলিত দেহ); 5 গলত্, গলছে এমন (গলিতকুষ্ঠ)। [সং. √গল্ + ত]। ̃ কুষ্ঠ বি. যে সাংঘাতিক কুষ্ঠরোগে অঙ্গপ্রত্যঙ্গ পচে গলে পড়ে। 13)
ঘষা
(p. 266) ghaṣā ক্রি. ঘর্ষণ করা (গা ঘষা)। বি. ঘর্ষণ (ঘষা লেগেছে)। বিণ. 1 ঘর্ষিত (ঘষা কাচ); 2 ক্ষয়প্রাপ্ত (ঘষা পয়সা)। [সং. √ঘৃষ্ + বাং. আ]। ঘষা ঘষা বিণ. সামান্য ঘষা, ঘষাভাবযুক্ত। ̃ ঘষি বি. 1 পরস্পর ঘর্ষণ; 2 ক্রমাগত ঘর্ষণ। ̃ মাজা বি. ঝকঝকে করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা। ঘষে মেজে অস-ক্রি. নানাভাবে চেষ্টাচরিত্র করে; তোয়াজ-তদারক করে। 41)
জীর্ণ
(p. 327) jīrṇa বিণ. 1 সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র); 2 শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ); 3 জারিত (জীর্ণ লৌহ); 4 হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)। [সং. √ জৃ + ত]। স্ত্রী. জীর্ণা। বি. ̃ তা। ̃ দশা বি. ভগ্ন অবস্হা। ̃ সংস্কার বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত। জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার। 19)
নশ্বর
(p. 447) naśbara বিণ. নাশ বা বিনাশ আছে এমন, নাশশীল, ক্ষয়শীল; অনিতা, অস্হায়ী (নশ্বর মানবজীবন)। [সং. √ নশ্ + বর]। ̃ তা বি. বিনাশশীলতা; অনিত্যতা। 91)
বালি2
(p. 602) bāli2 বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা। [তু. অসম. ওড়ি. বালি]। বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার ('বড়র পীরিতি বালির বাঁধ': ভা. চ.)। ̃ ঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ। 77)
মরা
(p. 685) marā বি. ক্রি. 1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া; 2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে); 3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে); 4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে); 5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা); 6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে); 7 লুপ্ত হওয়া ('বাতাস আলো গেল মরে': রবীন্দ্র)। বিণ. 1 মৃত (মরা হাতি); 2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল); 3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ); 4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে); 5 খাদযুক্ত (মরা সোনা)। [সং. √ মৃ + বাং. অ]। ̃ কটাল. বি. ভাটা। ̃ .কান্না বি কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না। মরা গাং, মরা নদী মজে-যাওয়া নদী ('এবার তোর মরা গাঙে বান এসেছে': বরীন্দ্র)। মরা পেট, মরা নাড়ি বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী। ̃ .মাস বি. খুশকি। ̃ .হাজা বিণ. 1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর); 2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)। 36)
মুড়া2, মোড়া
(p. 710) muḍ়ā2, mōḍ়ā (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত (এ-মুড়ো থেকে ও-মুড়ো); 4 আঁচলছেঁড়া কাপড়; পরিধেয় বস্ত্র খুঁট বা টুকরো। বিণ. 1 মুণ্ডিত (মোড়া মাথা, মোড়া গাছ); 2 ক্ষয়প্রাপ্ত (মুড়ে ঝাঁটা); 3 নির্জল (মুড়া মাখন)। ক্রি. 1 মুণ্ডিত করা (মাথা মোড়ানো); 2 অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাঁটা (গাছ মোড়ানো); 3 বৃক্ষাদির ডগা খাওয়া (ছাগলে গাছগুলো মুড়িয়েছে)। [সং. √ মুণ্ড্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 মুণ্ডিত করা বা করানো, ন্যাড়া করা বা করানো; 2 আগা ছাঁটা বা ছাটানো। বিণ. উক্ত সব অর্থে। 26)
যক্ষ্মা
(p. 722) yakṣmā (-ক্ষ্মন্) বি. ক্ষয়রোগবিশেষ, ক্ষয়কাশি, টিবিরোগ, phthisis. [সং. √ যক্ষ্ + মন্]। 6)
শিক্ষয়িতা
(p. 776) śikṣaẏitā (-তৃ) বিণ. শিক্ষাদাতা, শিক্ষক। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. শিক্ষয়িত্রী। 55)
শোষ
(p. 786) śōṣa বি. 1 শুষ্কতা, নীরসতা; 2 ক্ষয়রোগ; 3 (বাং.) নালি-ঘা, sinus. [সং. √ শুষ্ + অ]। ̃ কাগজ বি. যেকাগজ জল কালি ইত্যাদি তরল দ্রব্য দ্রুত শুষে নেয়, blotting paper. 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535215
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140684
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730991
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883669
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838541
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696753
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603118

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us