Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বালি2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বালি2 এর বাংলা অর্থ হলো -

(p. 602) bāli2 বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা।
[তু. অসম. ওড়ি. বালি]।
বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার ('বড়র পীরিতি বালির বাঁধ': ভা. চ.)।
ঘড়ি
বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ।
77)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাগিন্দ্রিয়
(p. 591) bāgindriẏa বি. যে ইন্দ্রিয় দ্বারা কথা বলা হয় অর্থাত্ মুখ। [সং. বাচ্ + ইন্দ্রিয়]। 68)
বল-ভদ্র
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বাজে
(p. 595) bājē বিণ. 1 খেলো, অকেজো (বাজে মাল); 2 তুচ্ছ, গুরুত্বহীন (বাজে লোক); 3 অসার, অর্থহীন, মিথ্যা (বাজে কথা); 4 অনর্থক, নিষ্ফল (বাজে খাটুনি); 5 বাড়তি, ফালতু, অতিরিক্ত (বাজে খরচ)। [আ. বাজ্]। ̃ মার্কা বিণ. খেলো, কাজের নয় এমন, আজেবাজে। 24)
বাঁদি
(p. 591) bān̐di বি. (স্ত্রী.) 1 দাসী, ঝি; 2 ক্রীতদাসী। [ফা. বান্দী]। পুং. বান্দা। 21)
ব্যামো
(p. 651) byāmō বি. (কথ্য) ব্যাধি, পীড়া, রোগ (শক্ত ব্যামো)। [সং. ব্যামোহ]। 23)
বর্ষাতি2
(p. 580) barṣāti2 বিণ. বর্ষাকালে জাত বা উত্পন্ন (বর্ষাতি ফসল)। [সং. বর্ষজাত বর্ষাত + বাং. ই]। 139)
বাউটি
বার-নারী
(p. 602) bāra-nārī বি. বেশ্যা, বারাঙ্গনা। [সং. বার5 (সাধারণ) + নারী]। 8)
বাসক2
বিলোপ, বিলোপন
(p. 626) bilōpa, bilōpana বি. 1 লুপ্ত হওয়া; 2 সম্পূর্ণ ধ্বংস বা লোপ, বিনাশ (বংশবিলোপ); 3 মৃত্যু। [সং. বি + √ লুপ্ + অ, অন]। 16)
বৈয়াসক, বৈয়াসিক
বালা1
(p. 602) bālā1 বি. 1 বালিকা (মূল অর্থ, ষোলো বত্সরের অনূর্ধ্বা); 2 তরুণী, যুবতী ('বলি ও আমার গোলাপবালা': রবীন্দ্র); 3 কন্যা। [সং. বাল + আ]। 67)
বেতার1
(p. 633) bētāra1 বিণ. 1 বিস্বাদ, খারাপ স্বাদযুক্ত; 2 স্বাদহীন। [সং. বি + বাং. তার (=স্বাদ)]। 172)
বিভাকর
(p. 621) bibhākara দ্র বিভা। 30)
বোঝা2
(p. 646) bōjhā2 বি. ভার, মোট, যা বহন করা হয় ('এ বোঝা আমার নামাও বন্ধু নামাও': রবীন্দ্র)। [তু. হি. বোঝা (=ভার, মোট)]। ̃ ই বি. ভারস্হাপন; পূর্ণ বা ভরতি করা ('বোঝাই করা কলসি হাঁড়ি': রবীন্দ্র)। বিণ. পূর্ণ, ভরতি, মাল যাত্রী প্রভৃতিতে পূর্ণ (মালবোঝাই লরি, বোঝাই নৌকো)। 25)
বালাদিত্য
বউনি2
বীতি
(p. 630) bīti বি. 1 ভোজন, আহার; 2 নিবৃত্তি; 3 দীপ্তি। [সং. বি + √ ই + তি]। 69)
বাসর2
(p. 605) bāsara2 বি. 1 দিবস, দিন (জন্মবাসর); 2 বার (রবিবাসর)। [সং. √ বস্ + ণিচ্ + অর]। বাসরীয় বিণ. দিবসের, বাসরসম্বন্ধীয় (রবিবাসরীয়)। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534888
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140428
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730645
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942843
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696655
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603080

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us