Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মরা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মরা এর বাংলা অর্থ হলো -

(p. 685) marā বি. ক্রি. 1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া; 2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে); 3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে); 4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে); 5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা); 6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে); 7 লুপ্ত হওয়া ('বাতাস আলো গেল মরে': রবীন্দ্র)।
বিণ. 1 মৃত (মরা হাতি); 2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল); 3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ); 4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে); 5 খাদযুক্ত (মরা সোনা)।
[সং. √ মৃ + বাং. অ]।
কটাল.
বি. ভাটা।
.কান্না
বি কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না।
মরা গাং, মরা নদী মজে-যাওয়া নদী ('এবার তোর মরা গাঙে বান এসেছে': বরীন্দ্র)।
মরা পেট, মরা নাড়ি বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী।
.মাস বি. খুশকি।
.হাজা
বিণ. 1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর); 2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মিশমিশে
(p. 706) miśamiśē দ্র মিশ1। 26)
মশলা
মউড়
(p. 675) muḍ় বি. বিবাহের টৌপর বা শোলার মুকুট। [ সং মুকুট]। 6)
মদ্গুর
(p. 676) madgura বি. মাগুরমাছ। [সং √ মদ্ + উর (নি.)]। 78)
মাইল
(p. 692) māila বি. দূরত্বের পরিমাপবিশেষ, প্রায় আধক্রোশ- 1 মাইল= 176 গজ =1.69 কিলোমিটার। [ইং. mile]। ̃ .স্টোন বি. পথের পাশে কোনো নির্দিষ্ট স্হান থেকে মাইলের সংখ্যা লেখা বা খোদাই-করা পাথরের ফলক। 33)
মাত্রা
(p. 692) mātrā বি. পরিমাণ (শীতের মাত্রা); 2 একবারে গ্রহণীয় পরিমাণ (ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া); 3 সীমা (মাত্রাহীন অত্যাচার, মাত্রা ছড়িয়ে যাওয়া); 4 লিখিত বর্ণের মাথায় সরল রেখাংশ (ও-তে মাত্রা নেই); 5 বর্ণের উচ্চারণ কালের পরিমাণ (দীর্ধমাত্রা, হ্রস্বমাত্রা); 6 (সংগীতে) তালের ভাগ বা তার পরিমাণ (ছয়মাত্রার তাল); 7 (গণি.) আয়তন, দৈর্ঘ্য, প্রস্হ এবং বেধ, dimension (বি. প.)। [সং. √ মা + ত্র + আ]। ̃ .জ্ঞান বি. সীমা বা পরিমিতি সম্বন্ধে জ্ঞান। ̃ তিরিক্ত, ̃ তীত বিণ. মাত্রা বা সীমা ছাড়িয়ে গেছে এমন; অপরিমিত। ̃ .বৃত্ত বি. অক্ষর-সংখ্যার পরিবর্তে লধু-গুরু উচ্চারণকে ভিত্তি করে রচিত কবিতার ছন্দ। ̃ .বোধ বি. 1 কবিতার বা সংগীতের মাত্রা সম্বন্ধে ধারণা বা জ্ঞান; 2 সীমা বা পরিমিত সম্বন্ধে জ্ঞান। মাত্রিক বিণ. 1 মাত্রাযুক্ত; 2 মাত্রাসম্বন্ধীয়। 116)
মানস
(p. 698) mānasa বি. 1 মন, চিত্ত (মানসলোক); 2 ইচ্ছা, অভিলাষ (মানস করা); 3 মানস সরোবর। বিণ 1 মানসিক (মানসভ্রমণ, মানসজগত্); 2 কল্পনাপ্রসূত (মানসপ্রতিমা)। [সং মনস্ + অ]। ̃ তা বি. মনের প্রকৃতি ভাব বা প্রবণতা, mentality (বি. প.)। ̃ .নেত্র ̃ .লোচন বি. 1 মনশ্চক্ষু, অন্তর্দৃষ্টি; 2 কল্পনা। ̃ .পুত্র বি. মনে বা কল্পনায় জাত পুত্র। ̃ .কন্যা বি (স্ত্রী.) মনে বা কল্পনায় জাতা কন্যা। ̃ .প্রতিমা বি কল্পনায় গঠিত মূর্তি। মানস সরোবর বি কৈলাস পর্বতে অবস্হিত (ব্রহ্মার মনঃকল্পিত) হ্রদবিশেষ। ̃ .সিদ্ধ বি. আশাপূরণ, ইষ্টলাভ। মানসাঙ্ক বি. যে অঙ্ক না লিখে মনে মনে কষতে হয়। মানসিক বিণ 1 মনোগত (মানসিক ব্যাধি, মানসিক অশান্তি); 2 কল্পনাপ্রসূত। বি. (বাং.) মানত। মানসিকতা বি. চিত্তবৃত্তি, প্রবণতা, মনোগত ভাব, mentality (ধর্মবিরোধী মানসিকতা রক্ষণশীলতা মানসিকতা)। মনসী বিণ. স্ত্রী. মনঃকল্পিতা (মানসী মূর্তি) বি. মনে মনে ক্রিয়ারূপে কল্পিতা নারী (কবির মানসী)।
মিতাচার, মিতাচারী
(p. 705) mitācāra, mitācārī দ্র মিত2। 7)
মোহর
(p. 719) mōhara বি. 1 স্বর্ণমুদ্রা 2 সিল বা নামের ছাপ। [ফা. মোহর্]। মোহারাঙ্কিত বিণ. সিলমোহর দ্বারা ছাপ দেওয়া হয়েছে এমন। 40)
মাগি
(p. 692) māgi বি. (অশি. অবজ্ঞায়) 1 প্রাপ্তবয়স্কা নারী (ওই মাগিটা আমার এখানে এসেছে কেন?); 2 বেশ্যা। [বাং. মাগ + ই]। ̃ .বাড়ি বি. বেশ্যালয়। 56)
মুকতি
(p. 707) mukati বি. মুক্তি -র কোমল রূপ। 26)
মউসা
(p. 675) musā বি. মোসো। [ সং মাতৃস্বস্। তু. হি. মৌসা]। 10)
মাধ্যমিক শিক্ষা
মনো-ময়
(p. 676) manō-maẏa বি. 1 মনের দ্বারা বা কল্পনার দ্বারা রচিত বা গঠিত (মনোময় প্রতিমা); 2 মানস; 3 মনঃস্বরূপ। [সং. মনস্ + ময়]। মনোময় কোষ (দর্শ.) আত্মার তৃতীয় আবরণ। 162)
মেঘ
(p. 714) mēgha বি. 1 আকাশে ভাসমান জলীয় বাষ্পপুঞ্জ, জলধর, নীরদ; 2 সংগীতের রাগবিশেয। [সং. √ মিহ্ + অ]। মেঘ করা, মেঘ জমা ক্রি. বি. আকাশে মেঘ পুঞ্জীভূত হওয়া। মেঘ কেটে যাওয়া ক্রি. বি. মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হওয়া। ̃ .গর্জন বি. মেঘের ডাক। ̃ .জাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ। মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি। নাদ বি. 1 মেঘের গর্জন; 2 রাবণপুত্র ইন্দ্রজিত্। ̃ .নির্দোষ-মেঘগর্জন -এর অনুরূপ। ̃ .বর্ণ মেঘের মতো কালো রং। বিণ. মেঘের গম্ভীর গর্জন। বিণ. ওই গর্জনের মতো। ̃ .মল্লার বি. সংগীতের বর্ষাঋতুর রাগিণীবিশেষ। ̃ .মেদুর বিণ. মেঘাচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ। ̃ .রুচি বিণ. মেঘবর্ণ। ̃ .লা বিণ. মেঘাচ্ছন্ন (মেঘলা দিন, মেঘলা আকাশ)। মেঘাড়ম্বর বি. মেঘডম্বর -এর অনুরূপ। মেঘাত্যয় বি. 1 মেঘের অভাব; 2 শরত্কাল। মেঘাবৃত বিণ. মেঘে ঢাকা। মেঘে মেঘে বেলা হওয়া আকাশে মেঘ থাকায় বেলা বুঝতে পারা না গেলেও প্রকৃতপক্ষে বেলা হওয়া; (আল.) চেহারা দেখে বোঝা না গেলেও বয়স হওয়া; রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়। 33)
মিলিয়ন
(p. 706) miliẏana বি. দশ লক্ষ, এক হাজারে হাজার গুণ। [ইং. million]। 21)
মাধুর্য
(p. 692) mādhurya বি. 1 মাধুরী, মধুরতা মনোহারিতা, সৌন্দর্য; 2 (অল.) কাব্যের যে গুণে পাঠক বা শ্রোতার হৃদয় দ্রবীভূত হয়। [সং মধুর + য]। 138)
মহ-রত
মুদ্রক
(p. 710) mudraka বিণ. বি. যে মুদ্রণকার্য করে, মুদ্রকর, যে ছাপে। [সং. √ মুদ্রি + অক]। 53)
মোকাম
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073407
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768498
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365825
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720976
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697935
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594557
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544974
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542249

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন