Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গলানো দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদ্রাব্য
(p. 17) adrābya বিণ. গলানো যায় না এমন, insoluble (বি.প.)। [সং. ন+√দ্রাবি+য]। 28)
অন্তিম
(p. 34) antima বিণ. 1 শেষ; 2 মৃত্যুকালীন (বৃদ্ধের অন্তিম ইচ্ছা)। বি. পরিণতি (অন্তিমে অক্ষয় স্বর্গলাভ). [সং. অন্ত + ইম ('ভব' অর্থে)]। ̃ কাল, ̃ সময় বি. মরণকাল। ̃ দশা বি. শেষ অবস্হা; মুমূর্ষু অবস্হা। ̃ শয্যা বি. যে শয্যায় শায়িত অবস্হায় মৃত্যু ঘটে। 32)
অরণ্য
(p. 60) araṇya বি. গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রায় দুর্গম বিস্তীর্ণ অঞ্চল যেখানে পশু বিচরণ করে; বন, জঙ্গল। [সং. √ ঋ + অন্য]। ̃ .কাণ্ড বি. রামায়ণের তৃতীয় কাণ়্ড বা অধ্যায় যেখানে রামের বনবাসের বর্ণনা আছে। ̃ .চর, ̃ .চারী (-রিন্) বিণ. বনে বিচরণ করে এমন, বনচর; বন্য। ̃ .জাত বিণ. বনে জন্মে এমন, বনে উত্পন্ন হয়েছে এমন। ̃ .বাসী (-সিন্) বিণ. বনে বাস করে এমন, বনবাসী। ̃ .ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, জামাই ষষ্ঠী। ̃ .সংকুল বিণ. জঙ্গলাকীর্ণ (অরণ্যসংকুল দেশ)। অরণ্যানী বি. বিশাল বন, মহাবন। অরণ্যে রোদন নিস্ফল আবেদন। 30)
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
আকাঙ্ক্ষা
(p. 81) ākāṅkṣā বি. পাওয়ার ইচ্ছা; বাসনা; প্রার্থনা। [সং. আ + √কাঙ্ক্ষ + অ + আ] আকাঙ্ক্ষণীয় বিণ. চাওয়া হয়েছে এমন। আকাঙ্ক্ষী (-ক্ষিন) বিণ. আকাঙ্ক্ষা করে এমন (মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী)। স্ত্রী. আকাঙ্ক্ষিণী। 8)
আগলা2
(p. 82) āgalā2 ক্রি. আগলানো -র কোমল রূপ। 51)
আগলানো
(p. 82) āgalānō ক্রি. 1 আটক করা; 2 পাহারা দেওয়া, সামলানো। বি. উক্ত অর্থে (ছেলে আগলানোর লোক)। [বাং. √ আগ্লা + আনো]। 52)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
আদা
(p. 89) ādā বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত। 59)
আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
আলয়
(p. 106) ālaẏa বি. 1 বাড়ি, গৃহ (দেবালয়, শ্বশুরালয়); 2 বাসস্হান (লোকালয়, মনুষ্যালয়); 3 আশ্রয় (মঙ্গলালয়); 4 আধার (হিমালয়)। [সং. আ + √লী + অ]। 11)
উগলা, উগলানো
(p. 119) ugalā, ugalānō যথাক্রমে উগরা ও উগরানো -র রূপভেদ। 21)
উট
(p. 119) uṭa বি. লম্বা উঁচু গলা এবং পিঠে একটি বা দুটি কুঁজবিশিষ্ট (মূলত মরু অঞ্চলের) ভারবাহী, পশুবিশেষ। [ সং. উষ্ট্র]। ̃ পাখি বি. উটের মতো লম্বা গলাওয়ালা এবং উড়তে অক্ষম কিন্তু অতি দ্রুতগামী পাখিবিশেষ, ostrich. 74)
উন্মাদ
(p. 130) unmāda বি. উন্মত্ততা, পাগলামি (উন্মাদরোগ)। বিণ. ক্ষিপ্ত, পাগল; হিতাহিত জ্ঞানহারা; প্রচণ্ড (উন্মাদ বেগ)। [সং. উত্ + √ মদ্ + অ]। 15)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কম্ফর্টার
(p. 166) kampharṭāra বি. গলাবন্ধ, গলা গরম রাখার জন্য (সাধারণত পশমের) পটিবিশেষ। [ইং. comforter]। 5)
কাশী
(p. 188) kāśī বি. হিন্দুদের মহাতীর্থবিশেষ, বারাণসী। [সং. √ কাশ্ + অ + ঈ]। ̃ নাথ, ̃ শ, ̃ শ্বর বি. 1 কাশীর অধিদেবতা, শিব; 2 কাশীরাজ। ̃ প্রাপ্তি, ̃ লাভ বি. কাশীতে মৃত্যু; স্বর্গলাভ। ̃ য়াল, কেশেল বি. 1 কাশীর অধিবাসী; 2 স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; 3 কলঙ্কযুক্ত ব্যক্তি। 30)
ক্যারা
(p. 210) kyārā বি. 1 কেন্নো; 2 কীট, পোকা; 3 (আল.) পাগলামি, খ্যাপামি (মাথায় ক্যারা আছে)। [দেশি]। 130)
ক্ষারিত
(p. 217) kṣārita বিণ. 1 স্রাবিত, গলানো হয়েছে এমন; 2 অপবাদগ্রস্ত; 3 দূষিত। [সং. √ ক্ষর্ + ণিচ্ + ত]। 29)
খড়-খড়ি
(p. 221) khaḍ়-khaḍ়i বি. পাটে পাটে ভাঁজ করা ও খোলা যায় জানলার এমন কপাটবিশেষ, ঝিলমিল (জানলার খড়খড়ি তুলে বাইরের দৃশ্য দেখতে লাগলাম)। [দেশি]। 43)
খন-খন
(p. 221) khana-khana অব্য. বি. ধাতুপাত্রাদির আঘাতের শব্দ, ঠনঠন। [দেশি]। খন-খনে বিণ. খনখন আওয়াজবিশিষ্ট, কর্কশ আওয়াজবিশিষ্ট (খনখনে গলার গান)। 73)
খেপা2, খ্যাপা
(p. 232) khēpā2, khyāpā ক্রি. 1 ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া; 2 ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে); 3 উদ্দাম হওয়া (সমুদ্র খেপেছে)। [সং. √ক্ষিপ্]। বিণ. 1 খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); 2 উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); 3 ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। বি. 1 খ্যাপা লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; 2 আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা, খেপা কোথাকার)। স্ত্রী. খেপি। ̃ নো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ মি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)। 34)
খোনা
(p. 234) khōnā বিণ. নাকি সুরে কথা বলে এমন (খোনা গলার গান); নাকি, অনুনাসিক। [আ. খামনা-তু. সং. ঘোণা]। 17)
গড়ু
(p. 236) gaḍ়u বি. দেহের কোনো অংশের মাংসস্ফীতি-যেমন কুঁজ, গলগণ্ড ইত্যাদি (গলার গড়ু, পিঠের গড়ু)। বিণ. কুব্জ। [সং. √গড়্ + উ]। 42)
গল
(p. 243) gala বি. গলা, কণ্ঠদেশ। [সং. √গল্ + অ (অচ্)]। ̃ কম্বল বি. গোরুর গলার নিম্নদেশে লম্বমান মাংসপিণ্ড, সাম্না। ̃ গণ্ড বি. গলদেশের মাংসস্ফীতি রোগবিশেষ। ̃ গ্রহ বি. 1 গলায় অনভিপ্রেত বোঝা; 2 (আল.) যাকে ইচ্ছা না থাকলেও প্রতিপালন করতে হয়; যে-দায়িত্ব বা যে-ব্যক্তিকে অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয়। ̃ দেশ বি. গলা। ̃ নালি বি. অন্ননালির উপর অংশে মুখের ঠিক পিছনে নলাকার দেহাংশ। ̃ বস্ত্র বি. গলায় কাপড় জড়িয়ে বিনয় প্রকাশ; বিনীত ভাব প্রকাশের জন্য গলায় কাপড় জড়ানো। বিণ. অতি বিনীত (গলবস্ত্র হয়ে অনুরোধ করা)। ̃ বিল বি. অন্ননালির উপরিভাগের গহ্বর, pharynx. ̃ রজ্জু বি. গলায় দড়ি, ফাঁসি। ̃ লগ্নী-কৃত-বাস, ̃ বস্ত্র বিণ. সবিনয় প্রার্থনাকালে নিজের গলায় কাপড় জড়িয়েছে এমন; অতি বিনীত। ̃ হস্ত বি. গলাধাক্কা, অর্ধচন্দ্র। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534526
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140042
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730164
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942332
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883434
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696570
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603032

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us