Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গড়ু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গড়ু এর বাংলা অর্থ হলো -

(p. 236) gaḍ়u বি. দেহের কোনো অংশের মাংসস্ফীতি-যেমন কুঁজ, গলগণ্ড ইত্যাদি (গলার গড়ু, পিঠের গড়ু)।
বিণ. কুব্জ।
[সং. √গড়্ + উ]।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গৃধিনী
(p. 253) gṛdhinī দ্র গৃধ্র। 60)
গেঁজ
(p. 256) gēn̐ja বি. 1 অঙ্কুর, গজ, কল; 2 অর্বুদ, আব। [দেশি]। 6)
গণ্ডক
গোপ্তা1
(p. 256) gōptā1 দ্র গোত্তা। 104)
গালন
(p. 246) gālana বি. 1 গালিয়ে ফেলা; গলানো; 2 ছাঁকা; 3 চুয়ানো। [সং. √গল্ + ণিচ্ + অন]। 96)
গমন
গেঁটে2
(p. 256) gēn̐ṭē2 বিণ. 1 গ্রন্হি বা গাঁটযুক্ত, গ্রন্হিল (গেঁটে বাঁশ, গেঁটে লাঠি); 2 গ্রন্হিজাত বা গ্রন্হিতে জন্মে এমন (গেঁটে বাত); 3 গ্রন্হিসম্বন্ধীয়। [বাং. গাঁট + ইয়া এ]। 10)
গোধূম, গোধুম
(p. 256) gōdhūma, gōdhuma বি. গম। [সং. √গুধ্ + উম-তু. ফা. গনদুম্]। ̃ চূর্ণ বি. 1 আটা; 2 ময়দা। 86)
গোপাল1
(p. 256) gōpāla1 বি. 1 গোয়ালা; 2 রাখাল; 3 শ্রীকৃষ্ণের বালকবয়সের নাম; 4 রাজা; 5 সন্তান, পুত্র (আমার গোপাল, আদুরে গোপাল)। [সং. গো (গোরু, পৃথিবী) + √পা + ণিচ্ + অ]। ̃ ক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল। ̃ ন বি. গোরুর পালন বা পরিচর্যা। 93)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গাযমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
গ সা গু
(p. 244) ga sā gu দ্র গরিষ্ঠ। 17)
গৃহাভ্যন্তর
(p. 253) gṛhābhyantara বি. ঘরের ভিতর দিক বা ভিতরের অংশ (তিনি দ্রুত গৃহাভ্যন্তরে গেলেন)। [সং. গৃহ + অভ্যন্তর]। 68)
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গল
(p. 243) gala বি. গলা, কণ্ঠদেশ। [সং. √গল্ + অ (অচ্)]। ̃ কম্বল বি. গোরুর গলার নিম্নদেশে লম্বমান মাংসপিণ্ড, সাম্না। ̃ গণ্ড বি. গলদেশের মাংসস্ফীতি রোগবিশেষ। ̃ গ্রহ বি. 1 গলায় অনভিপ্রেত বোঝা; 2 (আল.) যাকে ইচ্ছা না থাকলেও প্রতিপালন করতে হয়; যে-দায়িত্ব বা যে-ব্যক্তিকে অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয়। ̃ দেশ বি. গলা। ̃ নালি বি. অন্ননালির উপর অংশে মুখের ঠিক পিছনে নলাকার দেহাংশ। ̃ বস্ত্র বি. গলায় কাপড় জড়িয়ে বিনয় প্রকাশ; বিনীত ভাব প্রকাশের জন্য গলায় কাপড় জড়ানো। বিণ. অতি বিনীত (গলবস্ত্র হয়ে অনুরোধ করা)। ̃ বিল বি. অন্ননালির উপরিভাগের গহ্বর, pharynx. ̃ রজ্জু বি. গলায় দড়ি, ফাঁসি। ̃ লগ্নী-কৃত-বাস, ̃ বস্ত্র বিণ. সবিনয় প্রার্থনাকালে নিজের গলায় কাপড় জড়িয়েছে এমন; অতি বিনীত। ̃ হস্ত বি. গলাধাক্কা, অর্ধচন্দ্র। 21)
গুণতি, গুণা
(p. 250) guṇati, guṇā যথাক্রমে গুনতি ও গুনা1 দ্র। 68)
গাব
গুল-তানি, গুল-তান
(p. 253) gula-tāni, gula-tāna বি. 1 জটলা, ঘোঁট; 2 আড্ডাখোশগল্প (বসে বসে গুলতানি করলে ভাত জুটবে না)। [ফা. গল্তান্]। গুলতানি পাকানো, গুলতানি করা ক্রি. বি. কয়েকজন মিলে জটলা করা ও ঘোঁট পাকানো। 40)
গৌড়-সারং
গোঁড়া1
গোলাকার, গোলাকৃতি
(p. 261) gōlākāra, gōlākṛti বিণ. চক্রাকার, বর্তুলাকার, গোল আকারযুক্ত, round. [সং. গোল3 + আকার, আকৃতি]। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2139825
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1729893
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942014
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883349
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838352
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696490
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 602996

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us