Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আকাঙ্ক্ষা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আকাঙ্ক্ষা এর বাংলা অর্থ হলো -

(p. 81) ākāṅkṣā বি. পাওয়ার ইচ্ছা; বাসনা; প্রার্থনা।
[সং. আ + √কাঙ্ক্ষ + অ + আ] আকাঙ্ক্ষণীয় বিণ. চাওয়া হয়েছে এমন।
আকাঙ্ক্ষী (-ক্ষিন) বিণ. আকাঙ্ক্ষা করে এমন (মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী)।
স্ত্রী. আকাঙ্ক্ষিণী।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আর্তি
(p. 104) ārti বি. 1 যন্ত্রণা, কাতরতা, পীড়া; 2 দুঃখ (প্রাণের আর্তি)। [সং. √ঋ + তি]। 39)
আঁচা
(p. 79) ān̐cā ক্রি. আঁচ করা, আন্দাজ করা, অনুমান করা (ব্যাপারটা আগেই আঁচতে পেরেছিল)। [বাং. √ আঁচ্ + আ]। 8)
আবদার1
(p. 98) ābadāra1 বি. বায়না; অন্যায় যুক্তিহীন বা উত্কট দাবি (ছেলের সব আবদার মেনে নিলে তাতে ছেলেরই ক্ষতি হবে)। আবদেরে বিণ. আবদার করে এমন, বায়না করে এমন (বড়ই আবদেরে ছেলে)। [হি. আব্দা]। 14)
আত্তি
আলা-ভোলা
(p. 106) ālā-bhōlā বিণ. 1 সাদাসিধে, সরল; 2 কোনো দিকে খেয়াল নেই এমন; উদাসীন; 3 অল্পেই তুষ্ট। সাদাসিধে বা বেখেয়ালি লোক। [হি. বালা ভোলা]। 25)
আনীল
(p. 94) ānīla বিণ. ঈষত্ নীল, নীলাভ, light blue. [সং. আ + নীল]। 27)
আগুল্ফ
আম্ল
(p. 101) āmla বিণ. অম্লরসযুক্ত অর্থাত্ টক স্বাদযুক্ত। [সং. অম্ল + অ]। আম্লা বি. 1 তেঁতুল গাছ; 2 আমলকী। 57)
আলুফা
(p. 106) āluphā বিণ. অনায়াসে কিংবা বিনা ব্যয়ে পাওয়া গেছে এমন। [আ. আলুফ্ফাহ]। 47)
আনক
(p. 89) ānaka বি. 1 ঢাক, ভেরী; 2 মৃদঙ্গ; 3 শব্দযুক্ত মেঘ। বিণ. শব্দায়মান, শব্দ করছে এমন। [সং. আ + √অন্ + অক]। 121)
আশা1-আসা1
(p. 108) āśā1-āsā1 এর বানানভেদ। 19)
আপাণ্ডু, আপাণ্ডুর
(p. 95) āpāṇḍu, āpāṇḍura বিণ. ঈষত্ পাণ্ডুর, হালকা পীত রঙের বা পীতাভ। [বাং. আ + সং. পাণ্ডু, পাণ্ডুর]। 59)
আলম-গির
(p. 106) ālama-gira বি 1 জগতের শ্রেষ্ঠ ব্যক্তি; 2 মোগল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি। [আ ইলম + ফা গীর] 8)
আল-কাতরা
(p. 104) āla-kātarā বি. পাথুরে কয়লা ইত্যাদি থেকে তৈরি গাঢ় কালো রঙ্গের আঠালো পদার্থ। [আ. অলকত্রহ্ - তু. পো. alcatrao]। 52)
আদব
আয়ুষ্মান
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আসীন
(p. 110) āsīna বিণ. 1 উপবিষ্ট, বসে আছে এমন; 2 অধিষ্ঠিত, অবস্হিত। [সং. √ আস্ + ঈন (শানচ্)]। 13)
আলাং-আলাং
(p. 106) ālā-ṃālā বি. 1 আবোলতাবোল; 2 বাগাড়ম্বর বা গালভারী কথা। [দেশি]। 18)
আপ্ত2
(p. 97) āpta2 বিণ. আপন, নিজের (আপ্তগরজি)। [সং. আত্ম, ] আত্মন্]। ̃ .কথা, আপতো কথা বি (আঞ্চ. প্রয়োগ) গোপন কথা। ̃ .গণ বি. নিজের জন্যই ভাবে বা কাজ করে এমন, স্বার্থপর। ̃ .সার বিণ. স্বার্থপর। বি. তন্ত্রবলে বা যোগবলে আত্মরক্ষা। ̃ .সুখী বিণ. আত্মসুখী, কেবল নিজের সুখই বোঝে এমন। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534726
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140254
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730413
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942588
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883504
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us