Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গলায়। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গাঙ্গি
(p. 8) aṅgāṅgi বি. 1 এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের সম্বন্ধ; 2 অঙ্গে অঙ্গে টানাটানি; 3 স্বপক্ষীয়ের প্রতি পক্ষপাত। [সং. অঙ্গ+অঙ্গ+ই]। ̃ .ভাব বি. 1 প্রগাঢ় সৌহার্দ্য; অবিচ্ছেদ্য সম্পর্ক; গলায় গলায় ভাব; 2 (দর্শ.) অঙ্গ ও অঙ্গী (=অঙ্গ আছে যার) এই দুইয়ের সম্পর্ক বা অনুরূপ সম্পর্ক; 3 গৌণ-মুখ্য সম্পর্ক বা একটি মুখ্য ও অপরটি গৌণ এমন সম্পর্ক। ̃ .সম্বন্ধ-অঙ্গাঙ্গিভাব -এর অনুরূপ। 40)
অজাগল-স্তন
(p. 8) ajāgala-stana বি. ছাগীর গলায় ছোট স্তনের মতো মাংসপিণ্ড। বিণ. অজাগলস্তনের মতো অপ্রয়োজনীয়; অন্যাবশক। [সং. অজা+গলস্তন]। 109)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
আকণ্ঠ
(p. 80) ākaṇṭha ক্রি-বিণ কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত; গলায় গলায় ('আকণ্ঠ ঋণে নিমগ্ন': রবীন্দ্র)। [সং. আ + কণ্ঠ]। ̃ মগ্ন বিণ. গলা পর্যন্ত ডুবে আছে এমন (দেনায় সে এখন আকণ্ঠমগ্ন)। 23)
উচ্চ
(p. 119) ucca বিণ. 1 উন্নত ('রহিবে উচ্চ শির'); 2 উঁচু (উচ্চবৃক্ষ); 3 সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়); 4 জোরালো (উচ্চকণ্ঠ); 5 চড়া (উচ্চমূল্য, উচ্চহার); 6 ঊর্ধ্বতন (উচ্চ আদালত)। [সং. উত্ + √ চি + অ]। বি. ̃ তা। ̃ গ্রাম বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ। ̃ নীচ বিণ. 1 উঁচুনিচু, উন্নত-অনুন্নত; 2 উত্তম ও অধম। ̃ বাচ্য বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য। ̃ বিত্ত বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত। ̃ বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়। ̃ ভাষী বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন। 28)
উদ্বন্ধন
(p. 128) udbandhana বি. (আত্মহত্যার জন্য) গলায় দা়ড়ি বাঁধা; ফাঁসি (উদ্বন্ধনে মৃত্যু)। [সং. উত্ + বন্ধন]। ̃ রজ্জু বি. ফাঁসির দড়ি। 8)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কাচা1
(p. 178) kācā1 বি. মাতা বা পিতার মৃত্যুতে অশৌচকালে উত্তরীয়রূপে পরিধেয় বস্ত্রখণ্ড (কাচা গলায় দেওয়া)। [বাং. কাছা (সং. কচ্ছ)]। 7)
খাটো
(p. 226) khāṭō বিণ. 1 আকৃতিতে ছোট, বেঁটে, লম্বা নয় এমন (খাটো গড়ন); 2 মৃদু, চাপা, অনুচ্চ (খাটো গলায় কথা বলা); 3 হীন (খাটো নজর, যোগ্যতায় কারও চেয়ে খাটো নয়)। [দেশি]। খাটো করা ক্রি. বি. ছোট করা; হীন বা অপমানিত করা। খাটো হওয়া ক্রি. বি. অপমানিত বা হীন হওয়া; হীন বোধ করা। 18)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গল
(p. 243) gala বি. গলা, কণ্ঠদেশ। [সং. √গল্ + অ (অচ্)]। ̃ কম্বল বি. গোরুর গলার নিম্নদেশে লম্বমান মাংসপিণ্ড, সাম্না। ̃ গণ্ড বি. গলদেশের মাংসস্ফীতি রোগবিশেষ। ̃ গ্রহ বি. 1 গলায় অনভিপ্রেত বোঝা; 2 (আল.) যাকে ইচ্ছা না থাকলেও প্রতিপালন করতে হয়; যে-দায়িত্ব বা যে-ব্যক্তিকে অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয়। ̃ দেশ বি. গলা। ̃ নালি বি. অন্ননালির উপর অংশে মুখের ঠিক পিছনে নলাকার দেহাংশ। ̃ বস্ত্র বি. গলায় কাপড় জড়িয়ে বিনয় প্রকাশ; বিনীত ভাব প্রকাশের জন্য গলায় কাপড় জড়ানো। বিণ. অতি বিনীত (গলবস্ত্র হয়ে অনুরোধ করা)। ̃ বিল বি. অন্ননালির উপরিভাগের গহ্বর, pharynx. ̃ রজ্জু বি. গলায় দড়ি, ফাঁসি। ̃ লগ্নী-কৃত-বাস, ̃ বস্ত্র বিণ. সবিনয় প্রার্থনাকালে নিজের গলায় কাপড় জড়িয়েছে এমন; অতি বিনীত। ̃ হস্ত বি. গলাধাক্কা, অর্ধচন্দ্র। 21)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গলাশি, গলাসি
(p. 244) galāśi, galāsi বি. 1 দোয়াত ইত্যাদি হাতে ঝুলিয়ে নেবার জন্য ব্যবহৃত দড়ি; 2 যে দড়ি গবাদি পশুর গলায় বাঁধা হয়। [দেশি]। 10)
চন্দনা
(p. 278) candanā বি. (স্ত্রী.) 1 নদীবিশেষ; 2 গলায় লাল রেখাযুক্ত একরকম টিয়াপাখি; 3 ইলিশজাতীয় মাছবিশেষ। [সং. চন্দন + আ]। 13)
চাপা
(p. 281) cāpā ক্রি. 1 চাপ দেওয়া, ভর দেওয়া, ভার দেওয়া (চেপে বসা, বোঝা হয়ে চেপে থাকা); 2 টেপা (গলা চেপে ধরা); 3 ঢাকা, লুকানো (কথাটা চেপে গেছি); 4 ব্যাপ্ত করা ('পাঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা': কৃত্তি.); 5 আরোহণ করা (গাড়ি চেপে যাওয়া, ঘোড়ায় চাপা, মায়ের কোলে চেপে)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 রুদ্ধ (চাপা গলায় কথা); 2 পিষ্ট (গাড়ি চাপা পড়েছে); 3 আবৃত, আচ্ছাদিত (জায়গাটা কাঁটা ঝোপে চাপা); 4 অস্পষ্ট, অনুচ্চ (চাপা সুর); 5 গুপ্তভাবে রচিত বা প্রচলিত (চাপা গুজব); 6 টোল-খাওয়া, বসে-যাওয়া (মেরুদেশ কিঞ্চিত্ চাপা); 7 অব্যক্ত, প্রকাশ করে না এমন (চাপা দুঃখ); 8 মনের কথা সহজে প্রকাশ করে না এমন (চাপা স্বভাবের লোক)। [সং. √চপ্ + বাং. আ]। চাপা দেওয়া ক্রি. বি. 1 ঢাকা দেওয়া বা ভার চাপানো (কাগজটা চাপা দাও); 2 গোপন করা (একথা চাপা দেওয়া যাবে না)। চাপা পড়া ক্রি. বি. 1 ঢেকে যাওয়া (লতাপাতায় চাপা পড়েছে); 2 স্মরণ বা আলোচনার বাইরে থাকা (আমার কথাটা চাপা পড়ে গেল); 3 ভারের চাপে পড়া বা পিষ্ট হওয়া (গাড়ির নীচে চাপা পড়েছে)। চেপে ধরা ক্রি. বি. (আল.) বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা। চেপে যাওয়া বি. ক্রি. না বলে চুপ করে থাকা। চেপে বসা বি. ক্রি. 1 ঠেলে বসা; 2 কায়েম হয়ে বসা, দীর্ঘকালের জন্য বসা; উঠতে না দেওয়া; সম্পূর্ণভাবে অধিকার করা। ̃ চাপি বি. 1 পীড়াপীড়ি; 2 ঢাকাঢাকি; গোপনতা। ̃ চুপি বি. গোপনতা। 119)
ছুরি
(p. 304) churi বি. ছোট ছোরা, চাকু। [সং. ছুরী, ছুরিকা]। গলায় ছুরি দেওয়া (চালানো) ক্রি. বি. গলা কেটে ফেলা; (আল.) একেবারে ঠকানো। 114)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
জড়ানো
(p. 312) jaḍ়ānō ক্রি. 1 আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা); 2 বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল); 3 মোড়া, আবৃত করা (কাগজে জড়ানো); 4 গোটানো (কম্বলটা জড়িয়ে রেখেছে); 5 পরস্পর মেশানো; 6 লিপ্ত হওয়া মামলায় জড়িয়ে পড়েছে); 7 অস্পষ্ট বা অবশ হওয়া (কথা জড়িয়ে যাওয়া)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ জড়া + আনো]। 29)
জোড়া-শব্দ
(p. 330) jōḍ়ā-śabda বি. বিশেষ অর্থবোধ হয় এমন একই শব্দের বা প্রায় একইরকম শব্দের দ্বিত্ব, শব্দদ্বৈত-যথা গলায় গলায়। [সং. জোড়া + সং. শব্দ]। 10)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
পেন-ডেণ্ট
(p. 532) pēna-ḍēṇṭa বি. গলায় ঝুলন্ত অলংকার; হারবিশেষ। [ইং. pendent, pendant]। 25)
ফাঁস1
(p. 563) phām̐sa1 বি. 1 ইচ্ছামতো আলগা বা আঁট করা যায় এমন দড়ির বাঁধন; 2 ফাঁসি ('গলায় পরেছে ফাঁস')। [সং. পাশ]। 21)
ফাঁসি
(p. 564) phām̐si বি. 1 গলায় দড়ির ফাঁস এঁটে হত্যা বা আত্মহত্যা, উদ্বন্ধন; 2 জীবননাশের জন্য গলায় পরবার ফাঁস, উদ্বন্ধনরজ্জু; 3 গলায় ফাঁস এঁটে মৃত্যুদণ্ড (ফাঁসির হুকুম); 4 ইচ্ছামতো শক্ত বা আলগা করা যায় এমন বাঁধন। [সং. পাশ]। 2)
ফাঁসুড়ে
(p. 564) phām̐suḍ়ē বি. পথিকের গলায় দড়ির ফাঁস পরিয়ে তাদের হত্যা করে এমন দস্যু। [বাং. ফাঁস + উড়িয়া উড়ে]। 3)
ফোপর-দালাল
(p. 570) phōpara-dālāla বি. যে ব্যক্তি উপর-পড়া হয়ে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করে বা নাক গলায়; যে অন্যের ব্যাপারে অযাচিতভাবে মাতব্বরি করে। [হি. ফফড় + আ. দালাল]। ফোপর-দালালি বি. ফোপরদালালের আচরণ; মাতব্বরি। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534691
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140196
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730353
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942532
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838433
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696599
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603048

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us