Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গার়্ড দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
আশ্রম
(p. 108) āśrama বি. 1 সংসারত্যাগী সাধু বা তপস্বীদের আবাস, শাস্ত্রচর্চার বা সাধনার স্হান, মঠ; 2 তপোবন (আশ্রমবালক); 3 শাস্ত্রোক্ত জীবনযাত্রার চতুর্বিধ অবস্হা অর্থাত্ ব্রহ্মচর্য, গার্হস্হ্য, বানপ্রস্হ ও সন্ন্যাস (ব্রহ্মচর্যাশ্রম, চতুরাশ্রম); 4 আশ্রয়স্হান (অনাথাশ্রম)। [সং. আ + √ শ্রম্ + অ]। ̃ ধর্ম বি. আশ্রমবাসীদের কর্তব্য। আশ্রমিক, আশ্রমী বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী। 37)
আহব2
(p. 111) āhaba2 বি. যজ্ঞ। [সং. আ + √ হু + অ]। আহবনীয় বিণ. সম্যক হোম করার যোগ্য, উত্তমরূপে হোম করার যোগ্য। বি. গার্হপত্য থেকে যে সংস্কৃত যজ্ঞাগ্নি উদ্ধার করা হয়। 14)
গার্গী
(p. 246) gārgī বি. গর্গ মুনির কন্যা। [সং. গর্গ + ই (অপত্যার্থে) + ঈ (স্ত্রী.)]। 87)
গার্জেন, গার্জিয়ান
(p. 246) gārjēna, gārjiẏāna বি. (সাধারণত নাবালকের) অভিভাবক। [ইং. guardian]। 88)
গার্টার, গার্ডার
(p. 246) gārṭāra, gārḍāra বি. রবারের ফিতাবিশেষ; মোজা বাঁধার ফিতাবিশেষ, রবার ব্যাণ্ড। [ইং. garter, girder]। 89)
গার্হ-পত্য
(p. 246) gārha-patya বি. 1 যে সাগ্নিক গৃহস্হ অগ্নি চিরকাল প্রজ্বলিত রাখে ; 2 যে যজ্ঞাগ্নি চিরদিন প্রজ্বলিত রাখা হয়। বিণ. গৃহপতিসম্বন্ধীয়। [সং. গৃহপতি + য]। 91)
গার্হস্হ, গার্হস্হ্য
(p. 246) gārhasha, gārhashya বি. গৃহস্হাশ্রম, গৃহস্হ জীবন। বিণ. গৃহস্হসম্বন্ধীয়। [সং. গৃহস্হ + অ, য]। 92)
গার়্ড
(p. 246) gār়ḍa বি. 1 রক্ষী; 2 (পরীক্ষা ইত্যাদিতে) নজরদার invigilator; 3 চলন্ত রেলগাড়ির ভারপ্রাপ্ত কর্মচারীবিশেষ। [ইং. guard]। গার়্ড করা ক্রি. বি. নজর রাখা ও আটকানো বা ঠেকানো; আড়াল করে রাখা এবং রক্ষা করা। গার্ড দেওয়া ক্রি. বি. পাহারা দেওয়া; নজরদারি করা। 90)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
গৃহস্হাশ্রম
(p. 253) gṛhashāśrama বি. গার্হস্হ্য, গৃহস্হজীবন। [সং. গৃহস্হ + আশ্রম]। 64)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
চতুরাশ্রম
(p. 277) caturāśrama বি. ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস-মানবজীবনের (বিশেষত দ্বিজগণের) এই চার অবস্হা বা আশ্রম। [সং. চতুর্ + আশ্রম]। 10)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
জ্যেষ্ঠ
(p. 331) jyēṣṭha বিণ. 1 বয়সে বড়, অগ্রজ; 2 প্রবীণ, প্রাচীন (বয়োজ্যেষ্ঠ); 3 শ্রেষ্ঠ (বর্ণজ্যেষ্ঠ)। বি. অগ্রজ ভ্রাতা। [সং. বৃদ্ধ + ইষ্ঠ]। ̃ তাত বি. জ্যাঠা। জ্যেষ্ঠা বিণ. (স্ত্রী.) জ্যেষ্ঠ অর্থে। বি. 1 নক্ষত্রবিশেষ; 2 মধ্যমাঙ্গুলি; 3 টিকটিকি। জ্যেষ্ঠাধি-কার বি. জ্যেষ্ঠপুত্র হিসাবে সম্পত্তিতে অধিকার। জ্যেষ্ঠাশ্রম বি. গার্হস্থ্যজীবন। জ্যেষ্ঠী বি. টিকটিকি। 55)
ত্রেতা
(p. 387) trētā বি. 1 হিন্দু পুরাণে বর্ণিত সত্য ও দ্বাপর যুগের মধ্যবর্তী যুগ; 2 যজ্ঞীয় অগ্নিত্রয়-গার্হপত্য. আহবনীয় ও দক্ষিণ। [সং. ত্রি + ইতা]। 98)
দ্বি
(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ জ, ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ প বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 26)
পব-মান
(p. 488) paba-māna বি. 1 গার্হপত্যনামক যজ্ঞাগ্নি 2 বায়ু। বিণ. পবিত্রকারী। [সং. √পূ + মান (শানচ্)]। 77)
বগা
(p. 573) bagā বি. (ব্যঙ্গার্থে বা তুচ্ছার্থে) বক (কাগাবগা)। [বাং. বগ + অ]। 48)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বেগ2
(p. 633) bēga2 বি. 1 দ্রুত গতি, ত্বরা (বেগে ছোটা); 2 গতি (দ্রুত বেগ); 3 গতির পরিমাণ (ঘণ্টায় ষাট মাইল বেগে চলে); 4 প্রবাহ, স্রোত (বেগহীন নদী); 5 আয়াস, ক্লেশ (কাজটা করতে খুব বেগ পেতে হয়েছে); 6 প্রকোপ, প্রবলতা (প্রাণের বেগে, 'ভারের বেগেতে চলেছি কোথায়': রবীন্দ্র); 7 মলমূত্রাদি ত্যাগের প্রবৃত্তি (পায়খানার বেগ)। [সং. √ বিজ্ + অ]। ̃ বান (-বত্) বিণ. 1 দ্রুতগতিসম্পন্ন; 2 খরস্রোত (বেগবান বায়ু); 3 দুর্দমনীয় (বেগবান হৃদয়াবেগ)। স্ত্রী. ̃ বতী। বেগার্ত বিণ. অতিশয় বেগপূর্ণ ('বেগার্ত নদীর বাঁক': বিষ্ণু)। বেগিত, বেগী (-গিন্) বিণ. বেগযুক্ত। 122)
বেগার্ত
(p. 633) bēgārta দ্র বেগ2। 128)
ব্যঙ্গ্য
(p. 648) byaṅgya বিণ. 1 ব্যঞ্জনাবৃত্তির দ্বারা বোধ্য; 2 নিগূঢ়। [.সং বি. + ̃ অন্জ্ + য]। ব্যঙ্গার্থ বি সহজ (বাচ্য ও লক্ষ্য) অর্থের পিছনে নিহিত গভীরতর অর্থ, বাক্যের ব্যঞ্জনাবৃত্তির দ্বারা লভ্য অর্থ। ব্যঙ্গ্যোক্তি বি. ব্যঞ্জনাপূর্ণ বাক্য। 9)
ভোগার্হ
(p. 670) bhōgārha বিণ. উপভোগের যোগ্য। [সং. ভোগ + অর্হ]। 71)
মহা2
(p. 688) mahā2 বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহত্, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহত্ দ্র]। ̃ কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ̃ করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ̃ কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ̃ কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহত্ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ̃ কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ̃ কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ̃ কালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ̃ কাশ-মহাকাশ দ্র। ̃ কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ̃ কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ̃ খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ̃ গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ̃ গৌরী বি দুর্গাদেবী। ̃ জগত্ বি. মহাবিশ্ব universe ̃ জন বি. 1 অতি ধার্মিক বা মহত্ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ̃ .জনি বি. তেজারতি (সে মহাজনি করে) বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ̃ .জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ̃ .জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ̃ ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ̃ .তপা (-পস্), (বর্জি.) ̃ .তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ̃ .তেজস্বী (-স্বিন্), ̃ .তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ̃ .তৈল বি. মানুষের দেহের চর্বি। ̃ .ত্মা (-ত্মন্) বিণ. অতি মহত্, উন্নত বা মহত্ মনসম্পন্ন। বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ̃ .দেব বি. দেবাদি দেব শিব। ̃ .দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ̃ .দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ̃ .দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ̃ .দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ̃ .দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ̃ .ধাতু বি. সোনা। ̃ .নগর, ̃ .নগরী বি. অতি বৃহত্ নগর। ̃ .নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। বিণ. অতিশয় আনন্দিত। ̃ .নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ̃ .নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ̃ .নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ̃ .নিদ্রা বিণ. মৃত্যু। ̃ .নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ̃ .নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ̃ .নীল বিণ. গাঢ় নীল রং। বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ̃ .নু-ভব, ̃ .নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ̃ .নু-ভবতা, ̃ .নু-ভাবতা। ̃ .পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ̃ .পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ̃ .পাতক, ̃ .পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ̃ .পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ̃ .পাত্র বি. প্রধান অমাত্য। ̃ .পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ̃ .প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ̃ .প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ̃ .প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ̃ .প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ̃ .প্রস্হান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ̃ .প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ̃ .বন বি. 1 বৃহত্ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ̃ .বল বিণ. অতি শক্তিশালী। ̃ .বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ̃ .বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ̃ .বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ̃ .বিদ্যালয় বি. কলেজ। ̃ .বিশ্ব বি. আমাদের সৌরজগত্ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ̃ .বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ̃ .বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ̃ .বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ̃ .বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিত্সক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ̃ .বোধি বি. বুদ্ধদেব। ̃ .ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ̃ .ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ̃ .ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ̃ .ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ̃ .ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ̃ .ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্হা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ̃ .ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনিসংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ̃ .ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ̃ .ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ̃ .মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহত্ সমবায় বা সংঘ। ̃ .মতি, ̃ .মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ̃ .মহিম, ̃ .মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ̃ .মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ̃ .মাংস বি. নরমাংস। ̃ .মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ̃ .মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ̃ .মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ̃ .মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ̃ .মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ̃ .মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ̃ .মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ̃ .মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ̃ .মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ̃ .মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ̃ .মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ̃ .মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ̃ .যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সত্কর্ম। ̃ .যশা বিণ. অতি কীর্তিমান। ̃ .যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ̃ .যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ̃ .যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ̃ .রজত বি. স্বর্ণ, সোনা। ̃ .রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ̃ .রণ্য বি. অতি বৃহত্ ও ঘন বন, মহাবন। ̃ .রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ̃ .রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ̃ .রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ̃ .রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ̃ .রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ̃ .রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ̃ .রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ̃ .রানি (বর্জি.) (̃ .রানী) বি. (স্ত্রী.) মহারাজ ও মহারাজা -র স্ত্রীলিঙ্গ। ̃ .রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ̃ .রানা, (বর্জি.) ̃ .রাণা বি রাজস্হানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ̃ .রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ̃ .রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ̃ .রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উত্পন্ন। ̃ .রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ̃ .রোগ বি. ষক্ষাকুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ̃ .রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ̃ .র্ঘ, ̃ .র্হ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ̃ র্ণব বি. মহাসাগর। ̃ লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ̃ .শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। বিণ. অতি পরাক্রান্ত। ̃ .শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহত্ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ̃ শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ̃ .শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ̃ .শ্বেতা বি. সরস্বতীদেবী। ̃ .শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্হিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ̃ .ষ্টমী বি. শারদীয় দুর্গোত্সবের অষ্টমী তিথি। ̃ .সংকট বি. ঘোর বিপদ। ̃ .সত্ত্ব বি. অতিকার জীব। বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ̃ .সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্হাপক সভা। ̃ .সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ̃ .সমুদ্র, ̃ .সাগর, ̃ .সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহত্ সমুদ্র। ̃ .সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ̃ স্হবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি। 59)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535030
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730821
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883619
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us