Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গালের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগম্য
(p. 6) agamya বিণ. 1 দুর্গম, যেখানে যাওয়া যায় না (অগম্য স্হানই তাকে বেশি আকৃষ্ট করে); 2 অগন্তব্য, যেখানে যাওয়া উচিত নয়; 3 দুর্বোধ্য, দুরূহ, যা বোঝা কঠিন (ঈশ্বরের মহিমা অগম্য); 4 নাগালের বাইরে (মনের অগম্য)। [সং. ন+গম্য]। 19)
আনর্ত
(p. 94) ānarta বি. 1 নৃত্যশালা; 2 রঙ্গালয়; 3 যুদ্ধ। [সং. আ + √ নৃত্য + অ]। 11)
ইসদন্ত
(p. 116) isadanta বি. কশের দাঁত, গালের পাশের দাঁত। [দেশি]। 34)
কাছ
(p. 178) kācha বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)। [প্রাকৃ. কচ্ছ সং. কক্ষ]। কাছে ক্রি-বিণ. অব্য. 1 নিকটে, সমীপে (ঘরের কাছে); 2 নাগালে (হাতের কাছে); 3 পাশে ('সে যে কাছে এসে বসেছিল': রবীন্দ্র); 4 তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); 5 বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); 6 সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)। কাছে কাছে ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)। কাছে-পিঠে ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)। 10)
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্র ও দূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গালি
(p. 246) gāli বি. 1 কটু বাক্য; তিরষ্কারপূর্ণ বাক্য (সময়মতো না যাওয়ার জন্য তার কাছে গালি খেলাম); 2 কুত্সিত বা অশ্লীল বাক্য (কথায় কথায় এত গালি দেয় কেন ছেলেটা)। [সং. √গাল্ + ই-তু. আ. গালী]। গালা-গালি, গালা-গাল বি. তিরষ্কার; কুত্সিত বাক্য; নোংরা গালি। গালি-গালাজ করা, গালা-গালি দেওয়া ক্রি. বি. গালি দেওয়া, কটু বাক্য বলা; কুত্সিত বা অশ্লীল কথা বলা। 101)
গালিচা
(p. 246) gālicā বি. কার্পেট, পশুলোমে প্রস্তুত আবরণ বস্ত্রবিশেষ, ঘরের মেঝেতে পাতবার শৌখিন ফরাশবিশেষ। [ফা. গালীচা]। 102)
চড়ানো2
(p. 276) caḍ়ānō2 বি. ক্রি. চড় মারা, চপেটাঘাত করা (গালে চড়ানো)। বিণ. উক্ত অর্থে। [চড়া4 দ্র]। 21)
চোপাড়
(p. 298) cōpāḍ় বি. (সচ. গালে) চড়। [বাং. চোপা1 ও চাপড়-এর মিশ্রণজাত]। 14)
জুলপি, জুলফি
(p. 327) julapi, julaphi বি. 1 কানের পাশে নেমে আসা চুলের গোছা; 2 কানের পাশ থেকে গালের কিছুদূর পর্যন্ত রাখা দাড়ি। [হি. জুল্ফী ফা. জুল্ফ্]। 50)
টোল৩
(p. 348) ṭōla3 বি. 1 ছোট গর্ত; 2 তোবড়ানো ভাব (হাঁড়ির টোল)। [দেশি-তু. তা. তুল্লই]। টোল খাওয়া ক্রি. 1 তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে); 2 গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)। বি. উক্ত অর্থে। 18)
ঠোনা
(p. 353) ṭhōnā বি. আঙুল দিয়ে গালে বা চিবুকে আঘাত। [তু. বাং. ঠোকনা]। 2)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
থাপ্পড়, থাপড়
(p. 392) thāppaḍ়, thāpaḍ় বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)। [হি. থপ্পড়]। থাপড়া, থাবড়া বি. থাপ্পড়। ক্রি. চড় মারা। থাপড়ানো, থাবড়ানো ক্রি. চড় মারা। বি. উক্ত অর্থে। 32)
নাগ-রঙ্গ
(p. 452) nāga-raṅga বি. নারঙ্গালেবু, কমলালেবু। [সং. নাগ (সিঁদুর) + রঙ্গ]। 19)
নাগাল
(p. 452) nāgāla বি. 1 নৈকট্য, সন্নিধান (তার নাগাল পাওয়া ভার); 2 ধরাছোঁয়া, পৌঁছ (গাছের ডালটা তার নাগালের মধ্যে, ডাকাতেরা দ্রুত নাগালের বাইরে চলে গেল)। [বাং. লাগ + আল]। 32)
নাট্য
(p. 454) nāṭya বি. 1 নাচ-গান-বাজনা; 2 নৃত্য, নাচ; 3 অভিনয়; 4 নাটক। [সং. নট + য]। ̃ কলা বি. 1 নৃত্য-গীতবাদ্যের বিদ্যা; 2 অভিনয়বিদ্যা। ̃ কাব্য বি. নাটকের আঙ্গিকে রচিত কাব্য। ̃ গোষ্ঠী বি. নাটক অভিনয়কারীর দল। ̃ মন্দির, ̃ শালা বি. 1 রঙ্গালয়, যেখানে নাটক অভিনীত হয়, প্রেক্ষাগৃহ; 2 নাচঘর, নৃত্যশালা। নাট্যাচার্য বি. নাটক অভিনয়ের শিক্ষাগুরু। নাট্যাভিনয় বি. নাটকের অভিনয়। নাট্যামোদী বি. বিণ. নাটকের অভিনয় দেখতে ভালোবাসে এমন দর্শক, নাটকপ্রিয় দর্শক। নাট্যোত্-সব বি. নাটকের অভিনয়সংক্রান্ত অনুষ্ঠান; যে অনুষ্ঠানে নানাবিধ বা নানান নাটকের প্রদর্শনীর ব্যবস্হা হয়। 3)
নেপথ্য
(p. 479) nēpathya বি. 1 রঙ্গালয়ের সাজঘর; 2 রঙ্গমঞ্চের অন্তরালবর্তী স্হান (নেপথ্য থেকে কণ্ঠস্বর ভেসে এল); 3 অন্তরাল, আড়াল (সংবাদের নেপথ্যে)। [সং. নেপথ + য]। নেপথ্যে ক্রি-বিণ. 1 রঙ্গমঞ্চের অন্তরালে; 2 (আল.) আড়ালে, সাধারণের অগোচরে (নেপথ্যে অনেক ঘটনাই ঘটে গেছে)। 28)
পগার
(p. 484) pagāra বি. 1 জমির সীমানির্দেশক খাত বা নালি (এই পগার পর্যন্ত তাঁর জমি); 2 খানা বা ডোবা। [সং. প্রাকার]। ̃ পার বিণ. পালিয়ে সীমার বা নাগালের বাইরে চলে গেছে এমন। 6)
প্রেক্ষা
(p. 554) prēkṣā বি. 1 দর্শন, পর্যবেক্ষণ; 2 পর্যালোচনা; 3 অভিনয় বা নৃত্য প্রদর্শন (প্রেক্ষাগৃহ)। [সং. প্র + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ গার, ̃ গৃহ বি. 1 রঙ্গালয়, নাট্যশালা বা সিনেমা-হল; 2 মানমন্দির, observatory. ̃ পট বি. দৃশ্যপট, কাছের বা দূরের দৃশ্য, পটভূমি, perspective. 102)
বাগা
(p. 591) bāgā ক্রি. বাগানো (বইখানা কীভাবে বাগালে ? এত ভালো চাকরিটা বাগালে কীভাবে?) [প্রাকৃ. বগ্গা সং. বল্গা + বাং. আ]। 60)
বামী
(p. 600) bāmī বি. (স্ত্রী.) 1 ঘোটকী; 2 গর্দভী; 3 হস্তিনী; 4 শৃগালী। [সং. বাম2 + ঈ]। 27)
যামিনী
(p. 726) yāminī বি. রাত্রি ('কেন যামিনী না যেতে জাগালে না': রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। ̃ .কান্ত বি. চাঁদ। 42)
রঙ্গ1
(p. 733) raṅga1 বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; ̃ রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ .ভূমি বি. 1 রণস্হল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ̃ .মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ̃ .শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ̃ .স্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534526
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140040
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730164
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942331
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883434
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696569
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603030

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us