Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গালি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গালি এর বাংলা অর্থ হলো -

(p. 246) gāli বি. 1 কটু বাক্য; তিরষ্কারপূর্ণ বাক্য (সময়মতো না যাওয়ার জন্য তার কাছে গালি খেলাম); 2 কুত্সিত বা অশ্লীল বাক্য (কথায় কথায় এত গালি দেয় কেন ছেলেটা)।
[সং. √গাল্ + ই-তু. আ. গালী]।
গালা-গালি, গালা-গাল বি. তিরষ্কার; কুত্সিত বাক্য; নোংরা গালি।
গালি-গালাজ করা, গালা-গালি দেওয়া ক্রি. বি. গালি দেওয়া, কটু বাক্য বলা; কুত্সিত বা অশ্লীল কথা বলা।
101)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গণইতে
(p. 236) gaṇitē অস-ক্রি. (ব্রজ.) গণনা করতে ('গণইতে দোষ গুণ লেশ ন পাওবি': বিদ্যা.)। [গনা দ্র]। 44)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
গমন
গুহ
গরব
(p. 242) garaba গর্ব -র কোমল রূপ। 17)
গর্গর
(p. 243) gargara বি. 1 কলসি, গাগরি; 2 জলের আবর্ত; 3 দধি মন্হনের পাত্র। [সং. গর্গ + √রা + অ]। স্ত্রী. গর্গরী। 5)
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্রদূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তীক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
গেরো-বাজ
গেঁয়ে, গেঁয়ো
গুডুক
গজ1
(p. 236) gaja1 বি. দুই হাত বা 36 ইঞ্চি পরিমাণ মাপবিশেষ। বিণ. ওই মাপের (দুই গজ কাপড়)। [তু. সং. 'সাধারণ নরাঙ্গুল্যা ত্রিংশদঙ্গুলকো গজঃ']। ̃ কাঠি বি. এক গজ মাপের কাঠি। গজি বিণ. এক গজ পরিমাণবিশিষ্ট (পাঁচগজি কাপড়)। 13)
গৈরিশ
গতানু-গতিক
গুমর
(p. 253) gumara বি. অহংকার, গর্ব, দেমাক (না হয় ভালো চাকরিই করে, তাতেই এত গুমর?)। [ফা. গুমান্]। 16)
গুগলি1
গর্দা
(p. 243) gardā বি. ময়লা; ধুলোবালি। [ফা. গর্দ]। 14)
গারদ
(p. 246) gārada বি. কয়েদ; জেলখানা, কারাগার। [ইং. guard]। 84)
গোঁজা, গোঁজানো
(p. 256) gōn̐jā, gōn̐jānō যথাক্রমে গুঁজাগুঁজানো -র চলিত রূপ। 51)
গোল৩
গরীয়ান
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578351
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186128
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786412
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027585
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901306
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848269
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620536

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us