Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গ্রন্হি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্ন্যাশয়
(p. 7) agnyāśaẏa বি. পাচন গ্রন্হি, যা থেকে হজমের সহায়ক রস নিঃসৃত হয়, pancreas (বি.প.)। [সং. অগ্নি+আশয়]।
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্র ও দূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
গণ্ডু, গণ্ডূ
(p. 239) gaṇḍu, gaṇḍū বি. 1 বালিশ; 2 গ্রন্হি। [সং. √গণ্ড্ + উ, ঊ]। ̃ পদ বি. কেঁচো। ̃ পদী বি. (স্ত্রী.) ছোট কেঁচো। 2)
গাঁট, গাঁঠ
(p. 246) gān̐ṭa, gān̐ṭha বি. 1 গেরো, বাঁধন (শক্ত গাঁট); 2 দেহের অস্হির সংযোগস্হল, গ্রন্হি (আঙুলের গাঁট) ; 3 বস্তা, বাণ্ডিল (কাপড়ের গাঁট); 4 ট্যাঁক, সঞ্চয়স্হান (গাঁটের পয়সা)। [তু. হি. গঁঠ, গাঁঠ]। ̃ কাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার। ̃ গচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ। ̃ ছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন। গাঁটের পয়সা নিজের টাকাপয়সা; সঞ্চিত অর্থ। 6)
গাট্টা, গাঁট্টা
(p. 246) gāṭṭā, gān̐ṭṭā বি. হাত মুঠো করে আঙুলের গাঁট বা তা দিয়ে আঘাত (মাথায় গাঁট্টা মারল)। [দেশি-তু. সং. গ্রন্হি]। গাট্টা মরা ক্রি. বি. গাট্টা দিয়ে আঘাত করা। গাট্টা-গোট্টা, গাঁট্টা-গোঁট্টা বিণ. সুগঠিত ও পেশিযুক্ত ও শক্তিশালী (গাট্টাগোট্টা চেহারা)। 28)
গাণ্ডিব, গাণ্ডীব
(p. 246) gāṇḍiba, gāṇḍība বি. অর্জুনের ধনুক। [সং. গাণ্ডি (=গ্রন্হি) + ব]। গাণ্ডিবী (-বিন্) বি. গাণ্ডিবধারী অর্থাত্ অর্জুন। ̃ ধম্বা বি. (গাণ্ডিব ধনু যার এই অর্থে) অর্জুন। 40)
গিঁট, গিঁঠ
(p. 246) gin̐ṭa, gin̐ṭha বি. 1 গ্রন্হি, গাঁট, গিরা; 2 দেহের অস্হিসমূহের সংযোগস্হল; 3 বাঁধন (শক্ত করে গিঁট দাও)। [সং. গ্রন্হি]। গিঁটানো ক্রি. গিঁট দেওয়া। 106)
গুম্ফন
(p. 253) gumphana বি. 1 গ্রন্হিত করা, গাঁথন; রচনা; 2 গুচ্ছাকারে সাজানো। [সং. √গুন্ফ্ (বাঁধা, গাঁথা) + অন]। 23)
গুম্ফিত
(p. 253) gumphita বিণ. 1 গ্রন্হিত; গাঁথা হয়েছে এমন; 2 রচিত; 3 গুচ্ছের আকারে রাখা হয়েছে এমন। [সং. √গুন্ফ্ + ত]। 25)
গেঁটে2
(p. 256) gēn̐ṭē2 বিণ. 1 গ্রন্হি বা গাঁটযুক্ত, গ্রন্হিল (গেঁটে বাঁশ, গেঁটে লাঠি); 2 গ্রন্হিজাত বা গ্রন্হিতে জন্মে এমন (গেঁটে বাত); 3 গ্রন্হিসম্বন্ধীয়। [বাং. গাঁট + ইয়া এ]। 10)
গেঁড়
(p. 256) gēn̐ḍ় বি. কন্দ; কচু আদা প্রভৃতি গ্রন্হিযুক্ত মূল। [সং. গণ়্ড]। 12)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
গ্রথন, গ্রন্হন, গ্রন্হনা
(p. 261) grathana, granhana, granhanā বি. 1 গাঁথা, গাঁথনি; 2 রচনা; 3 বিন্যাস। [সং. √গ্রন্হ্ + অন, + আ]। গ্রথিত. গ্রন্হিত বিণ. 1 গাঁথা হয়েছে এমন; 2 রচিত; 3 সাজানো বা বিন্যস্ত। 42)
গ্রন্হি
(p. 261) granhi বি. 1 গাঁট, গিরা (গ্রন্হি শিথিল হওয়া); 2 দেহের (বিশেষত অস্হির) সন্ধিস্হান ; 3 বাঁশ ইত্যাদির সন্ধি বা গিঁট; 4 দেহাভ্যন্তরস্হ রসনিঃসারক কোষ, gland (পাচকগ্রন্হি, লালাগ্রন্হি)। [সং. √গ্রন্হ্ + ই]। ̃ প্রদাহ বি. অস্হির সন্ধিস্হানের জ্বালা। ̃ বন্ধন বি. গাঁটছড়া। ̃ ল বিণ. বহু গ্রন্হিযুক্ত, গ্রন্হিময়। 47)
গ্রন্হিক
(p. 261) granhika বি. 1 দৈবজ্ঞ, গনতকার; 2 কনিষ্ঠ পাণ্ডব সহদেবের অজ্ঞাতবাসকালীন নাম। [সং. গ্রন্হ + ইক]। 48)
জট
(p. 312) jaṭa বি. 1 জটা, বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ-খাওয়া কেশরাশি (মাথায় জট পড়েছে); 2 জড়ানো বা তালগোল-পাকানো অবস্হা (জট বেঁধেছে); 3 গাঁট, গিঁট, জটিলতা (জট ছাড়ানো); 4 গাছের ঝুরি; 5 (মনোবি.) মনের জটিল গ্রন্হি। [সং. জটা]। 18)
জটিল
(p. 312) jaṭila বিণ. 1 জটাযুক্ত; 2 জট-পাকানো, জড়ানো (জটিল গ্রন্হি); 3 গোলমেলে; কঠিন, সমাধান করা বা উত্তর দেওয়া শক্ত এমন, দুর্বোধ্য (জটিল প্রশ্ন)। [সং. জটা + ইল]। বি. ̃ জটিলা বিণ. (স্ত্রী.) 1 জটাযুক্তা; 2 দুর্বোধ্য, সমাধান করা কঠিন এমন; 3 অনিষ্টকর কূটবুদ্ধিসম্পন্না; 4 কলহপরায়ণা; 5 বধূদের গঞ্জনাদাত্রী। বি. শ্রীরাধিকার শাশুড়ি। 21)
টন-সিল
(p. 341) ṭana-sila বি. গলার মধ্যে জিহ্বার মূলদেশে স্হিত গ্ল্যাণ্ড বা গ্রন্হিদ্বয়। [ইং. tonsils]। 30)
দণ্ডি
(p. 396) daṇḍi বি. (দণ্ড অর্থাত্ চার হাত পরিমাণ তিন ফের করে গ্রন্হি দেওয়া) যজ্ঞসূত্র বা পইতে। [সং. দণ্ড1 + বাং. ই]। 33)
নির্গ্রন্হ
(p. 468) nirgranha বিণ. 1 পরিধেয় বস্ত্রের গ্রন্হিহীন, যার পরিধেয় বস্ত্রে গ্রন্হি নেই; 2 দিগম্বর; 3 সংসারে বন্ধনহীন; 4 অনাসক্ত। বি. বৌদ্ধ সন্ন্যাসিবিশেষ, ক্ষপণক। [সং. নির্ + গ্রন্হ]। 44)
পর-গ্রন্হি
(p. 488) para-granhi বি. আঙুলের গ্রন্হি বা গাঁট। [সং. পর (পশ্চাত্) + গ্রন্হি]। 112)
পোস্তা
(p. 534) pōstā বি. 1 গ্রন্হি (মেরে পোস্তা ওড়ানো); 2 গঞ্জ; 3 আড়ত (আলুপোস্তা); 4 দেওয়াল, বাঁধ প্রভৃতি মজবুত করার জন্য গাঁথনি বা ঠেস (পোস্তা বাঁধানো)। [ফা. পুশ্তাহ্]। 46)
বাঁধন
(p. 591) bān̐dhana বি. 1 বন্ধন, গ্রন্হি (হাত-পায়ের বাঁধন খুলে দাও); 2 নিয়মের বন্ধন ('বিধির বাঁধন কাটবে তুমি': রবীন্দ্র); 3 বাধা, অবরোধ (বাঁধন-ছেড়া উদ্যম, আমরা কোনো বাঁধন মানব না)। [সং. বন্ধন]।̃ হারা বিণ. বাধাহীন; উদ্দাম। বাঁধুনি বি. সুবিন্যাস, শৃঙ্খলা (কথার বাঁধুনি, কাজের বাঁধুনি)। 24)
মেরু
(p. 716) mēru বি. 1 পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তদেশ, pole (উত্তরমেরু); 2 সুমেরু পর্বত; 3 জপমালার গ্রন্হিবীজ বা প্রধান বীজ; 4 পিঠের দাঁড়া। [সং. √ মি + রু]। ̃ .জ্যোতি, ̃.প্রভা বি. মেরু অঞ্চলে আকাশে দৃষ্ট আলোকচ্চটাবিশেষ, aurora. ̃ .রেখা বি. 1 পৃথিবীর বা যে-কোনো ঘূর্ণমান বস্তুর কেন্দ্ররেখা; 2 যে কল্পিত রেখাকে কেন্দ্র করে পৃথিবী ইত্যাদি গ্রহ পরিভ্রমণ করছে, axis। 40)
যকৃত্
(p. 722) yakṛt বি. 1 পেটের মধ্যে ডানদিকে অবস্হিত পিত্তনিঃসারক গ্রন্হিময় যন্ত্র, liver; 2 পিত্তাশয়বর্ধক পীড়াবিশেষ। [সং যম্ + কৃ + ক্বিপ্]। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140393
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730626
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942820
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us