Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘোঁটন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
উন্মথন
(p. 130) unmathana বি. 1 মন্থন; 2 ভালোভাবে মথিত করা বা ঘোঁটা; 3 মর্দন; 4 হনন, হত্যা ('শত্রুর উন্মথন')। [সং. উত্ + √ মথ্ + অন]। উন্মথিত বিণ. 1 মন্থন করা হয়েছে এমন; 2 আলোড়িত; 3 বাইরের আকর্ষণের ফলে উদ্বেলিত বা উত্তেজিত ('উন্মথিত যৌবন': রবীন্দ্র)। 10)
ওত
(p. 153) ōta বি. শিকারের বা আক্রমণের উদ্দেশ্যে আত্মগোপন করে অপেক্ষা। [দেশি]। ̃ আত বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত। ওত পাতা ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে)। শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা। 11)
গাবা2
(p. 246) gābā2 বি. (আঞ্চ.) 1 গর্ভ; 2 গর্ত, খাদ (গঙ্গার গাবায় ফেলে দিয়ে এসো)। ক্রি. পুকুর, ডোবা প্রভৃতি জলশয়ের জল আলোড়িত করা বা ঘোঁটা। 65)
গুল-তানি, গুল-তান
(p. 253) gula-tāni, gula-tāna বি. 1 জটলা, ঘোঁট; 2 আড্ডা ও খোশগল্প (বসে বসে গুলতানি করলে ভাত জুটবে না)। [ফা. গল্তান্]। গুলতানি পাকানো, গুলতানি করা ক্রি. বি. কয়েকজন মিলে জটলা করা ও ঘোঁট পাকানো। 40)
ঘাঁত-ঘোঁত
(p. 266) ghān̐ta-ghōn̐ta বি. অন্ধিসন্ধি, সুলুকসন্ধান। [দেশি]। 49)
ঘুঁটা, ঘোঁটা
(p. 269) ghun̐ṭā, ghōn̐ṭā বি. ক্রি. 1 আলোড়িত করা, তরল পদার্থের সঙ্গে নেড়েচেড়ে মেশানো; 2 তোলপাড় করা, তন্নতন্ন করে খোঁজা। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]. ̃ নো বি. ক্রি. (অন্যের দ্বারা) আলোড়িত করানো। বিণ. উক্ত অর্থে। 18)
ঘূত্-কার
(p. 270) ghūt-kāra বি. 1 পেঁচার ডাক; 2 ঘোঁত্ ঘোঁত্ শব্দ। [সং. ঘূত্ (ধ্বন্যা.) + √+ কৃ + অ]। 20)
ঘোঁজ
(p. 270) ghōn̐ja বি. 1 বাঁকা স্হান, বাঁক (পথের ঘোঁজে দাঁড়িয়েছিল); 2 ক্ষেত বা আলের বাঁক; 3 ঘুঁজি, কোণ (গলির ঘোঁজ)। [দেশি]। ̃ ঘাঁজ বি. 1 সংকীর্ণ স্হান; 2 আড়াল-আবডাল। 49)
ঘোঁট
(p. 270) ghōn̐ṭa বি. 1 জটলা; 2 আন্দোলন, নাড়াচাড়া। [দেশি-তু. সং. √ঘট্ট]। ঘোঁট পাকানো ক্রি. বি. 1 জটলা করা; 2 দল বেঁধে বিরূপ সমালোচনা করা বা ষড়যন্ত্র করা।
ঘোঁত-ঘোঁত
(p. 272) ghōn̐ta-ghōn̐ta অব্য. বি. শুয়োরের ডাক; অসন্তোষ বা ক্রোধের চাপা ধ্বনি। [দেশি-ধ্বন্যা.]। 2)
দল
(p. 400) dala বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ̃ কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ̃ গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ̃ ছাড়া, ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ̃ ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ̃ ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ̃ পতি বি. সর্দার, নেতা। ̃ বদ্ধ বিণ. একদলে মিলিত। ̃ বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ̃ ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)। 15)
দুধ
(p. 411) dudha বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। ̃ কুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। ̃ দাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। ̃ ভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধের ও রোগীর খাদ্য। ̃ রাজ, ̃ কমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে যে উজ্জ্বল গৌরবর্ণ হয়। দুধে-ভাতে থাকা ক্রি. বি. (আল.) সচ্ছল অবস্হায় বাস করা। দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু। দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো। 21)
নাড়া1
(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ̃ চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ̃ নাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। বিণ. উক্ত সব অর্থে। ̃ নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 4)
মন্হন
(p. 676) manhana বি. মথিত করা, আলোড়ন (দধিমন্হন, সমুদ্রমন্হন); 2 মওয়া; 3 দলন, বিনষ্ট করা (শত্রুমন্হন)। [সং. √ মন্হ্ + অন]। ̃ .দণ্ড বি. যে দণ্ড বা কাঠি দিয়ে মন্হন করা বা ঘোঁটা হয়। মন্হনী বি. 1 মণ্ডনদণ্ড, মউনি; 2 মন্হনপাত্র। মন্ত্রী (-ন্হিন্) বিণ. মন্হনকারী। 184)
সিদ্ধি
(p. 833) siddhi বি. 1 সাফল্য, জয়লাভ (লক্ষ্যসিদ্ধি, কর্মে সিদ্ধি লাভ); 2 সম্পাদন (কার্যসিদ্ধি হওয়া); 3 অভ্যাস বা চর্চার দ্বারা পারদর্শিতালাভ বা জ্ঞানলাভ (সাধনায় সিদ্ধি); 4 মোক্ষ; যোগবিশেষ; 5 যোগলব্ধ ঐশ্বর্য, সিদ্ধাই; 6 মাদকরূপে ব্যবহৃত বৃক্ষবিশেষের পাতা, ভাং। [সং. √ সিধ্ + তি]। সিদ্ধি খাওয়া ক্রি. বি. ভাং. খাওয়া। সিদ্ধি ঘোঁটা ক্রি. বি. পাত্রের মধ্যে ভাং ঘুঁটে শরবত প্রস্তুত করা। ̃ খোর বিণ. ভাঙের শরবত খেতে অভ্যস্ত। ̃ দ বিণ. কর্মাদিতে সাফল্যদায়ক। স্ত্রী. ̃ দা। ̃ দাতা (-তৃ) বিণ. সফলতাদায়ক। বি. (অভীষ্ট পূরণ করেন বলে) গণেশ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) তিথি ও বারের শুভপ্রদ মিলনবিশেষ। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535002
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730789
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942976
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696694
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us