Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘূত্-কার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘূত্-কার এর বাংলা অর্থ হলো -

(p. 270) ghūt-kāra বি. 1 পেঁচার ডাক; 2 ঘোঁত্ ঘোঁত্ শব্দ।
[সং. ঘূত্ (ধ্বন্যা.) + √+ কৃ + অ]।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘুগনি
(p. 269) ghugani বি. আলু, সিদ্ধ মটর, নারকেল প্রভৃতি মিশিয়ে তৈরি খাবারবিশেষ। [হি. ঘুঁঘ্নী]। ̃ দানা বি. ঘুগনি। 21)
ঘুলা
(p. 270) ghulā ক্রি. 1 নেড়ে ঘোলা করা বা ঘোলা হওয়া; 2 আলোড়িত করা বা হওয়া ; 3 মিশিয়ে দেওয়া বা মিশে যাওয়া; 4 জটিল করা বা হওয়া; 5 বিভ্রান্ত করা বা হওয়া (বুদ্ধি ঘুলিয়ে যাওয়া, বুদ্ধি ঘুলিয়ে দেওয়া)। [তু. হি. ঘুলনা]। ̃ নো ক্রি. বি. ঘুলা। বিণ. উক্ত সব অর্থে। 11)
ঘুংড়ি-কাশি
ঘর্ষণ, ঘর্ষ
(p. 266) gharṣaṇa, gharṣa বি. 1 ঘষা, মার্জন; 2 সংঘর্ষ। [সং. √ঘৃষ্ + অন, অ]। ঘর্ষিত বিণ. ঘষা বা মার্জন করা হয়েছে এমন। 39)
ঘুষ-খোর, ঘুস-খোর
(p. 270) ghuṣa-khōra, ghusa-khōra বি. বিণ. যে ঘুষ নেয়। [বাং. ঘুষ + আ. খোর্]। 13)
ঘুঘু
(p. 269) ghughu বি. 1 পায়রাজাতীয় পাখিবিশেষ; 2 (আল.) অতি ধূর্তফন্দিবাজ লোক। [ধ্বন্যা.]। ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি (আল.) ঘুঘু পাখির আনন্দে বিচরণই দেখছ, তার ফাঁদে পড়ার যন্ত্রণা দেখনি-অর্থাত্ আনন্দ আর আরামই ভোগ করেছ বা আরামের কথাই ভাবছ, দুঃখকষ্টের কথা ভাবছ না। 22)
ঘরানা
ঘোল
(p. 272) ghōla বি. তক্র, জলের সঙ্গে মিশিয়ে পাতলা করা বা মাখন-তোলা দই। [সং. √ঘূণ্ ( ঘূর্ণ) + অ; অথবা √হন্ + অ -তু. প্রাকৃ. ঘোল]। ঘোল খাওয়া ক্রি. বি. (আল.) বিপদে পড়ে বিব্রত হওয়া। ঘোল খাওয়ানো ক্রি. বি. (আল.) নাকাল করা। মাথায় ঘোল ঢালা ক্রি. বি. (আল.) অপমানিত বা জব্দ করা। ̃ মউনি বি. যে দণ্ড বা যন্ত্র দিয়ে দই ঘুটে ঘোল করা হয়, দধিমন্হনদণ্ড। 19)
ঘুণ্টি
(p. 269) ghuṇṭi বি. 1 বোতামবিশেষ; 2 অতি ক্ষুদ্র ঘণ্টা। [সং. ঘণ্টী]। 30)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়াভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরেবাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালিসাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
ঘষটা, ঘষড়া
(p. 266) ghaṣaṭā, ghaṣaḍ়ā ক্রি. 1 ঘষে ঘষে টানা; 2 ক্রমাগত ঘষা; 3 হেঁচড়ানো ; 4 রগড়ানো; 5 (আল.) ক্রমাগত আবৃত্তি, অভ্যাস বা চেষ্টা করা। [সং. √ঘৃষ্ + বাং. টা, ড়া]। ̃ নো ক্রি. বি. ঘষটা, ঘষড়া। বিণ. উক্ত সমস্ত অর্থে। ঘষটানি, ঘষড়ানি বি. ঘর্ষণ; হেঁচড়ানি; রগড়ানি। 40)
ঘ্যাম
(p. 272) ghyāma বিণ. (অশোভন) উঁচুদরের (এসব ঘ্যাম ব্যাপারের মর্ম তুমি কী বুঝবে?)। [দেশি]। 31)
ঘরোয়া
(p. 266) gharōẏā বিণ. 1 গৃহসম্বন্ধীয়, পারিবারিক (ঘরোয়া ব্যাপার); 2 অতি ঘনিষ্ঠ, আপন (ঘরোয়া লোক); 3 ঘরেই সহজ ও স্বাভাবিক বোধ করে এমন (আমার পুত্রবধূটি বেশ ঘরোয়া স্বভাবের মেয়ে)। [বাং. ঘর + উয়া]। 36)
ঘেউ, ঘেউ-ঘেউ
(p. 270) ghēu, ghēu-ghēu অব্য. বি. কুকুরের ডাক। [দেশি-ধ্বন্যা.]। 33)
ঘটোধ্নী
(p. 265) ghaṭōdhnī বিণ. যার উধস্ বা পালান ঘটের মতো বৃহদাকার (ঘটোধ্নী গাভী)। [সং. ঘট + উধ্স + নী (স্ত্রী.)]। 21)
ঘুরপ্যাঁচ
(p. 270) ghurapyān̐ca দ্র ঘুর। 7)
ঘুঁজি, ঘুঞ্জি
(p. 269) ghun̐ji, ghuñji বি. 1 সংকীর্ণ গালি বা স্হান; 2 এঁদো স্হান (গলিঘুঁজি)। [দেশি]। 17)
ঘনানো
(p. 266) ghanānō ক্রি. 1 নিকটবর্তী হওয়া, ঘনা (বিপদ ঘনিয়ে আসছে); 2 জমাট হওয়া বা করা (মেঘ ঘনিয়েছে)। বি. 1 নিকটবর্তী হওয়া; 2 ঘনীকরণ। বিণ. ঘনীকৃত। [বাং. √ঘন + আনো]। 19)
ঘোষা, ঘোষানো
(p. 272) ghōṣā, ghōṣānō যথাক্রমে ঘুষা ও ঘুষানো -র চলিত রূপ। 23)
ঘেঙানি
(p. 270) ghēṅāni বি. একঘেয়ে কাতরোক্তি। [ঘেঙা দ্র]। 41)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2365681
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1984304
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1563449
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 813674
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 792296
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 752523
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 655161
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 579395

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us