Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘোড়াকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশ্ব
(p. 66) aśba বি. ঘোড়া। [সং. অশ্ + ব]। স্ত্রী. অশ্বা, অশ্বী। ̃ .কোবিদ বিণ. ঘোড়া সম্বন্ধে জ্ঞানসম্পন্ন। ̃ .খুর বি. 1 ঘোড়ার খুর; 2 গন্ধদ্রব্যবিশেষ। ̃ .গন্ধা বি. ছোট গাছবিশেষ। ̃ .ডিম্ব বি. ঘোড়ার ডিম; কাল্পনিক বা অস্তিত্বহীন বস্তু। ̃ তর বি. ঘোড়া ও গাধার মিলনজাত প্রাণী, খচ্চর। স্ত্রী. ̃ তরী। ̃ পাল, ̃ রক্ষক বি. ঘোড়ার রক্ষণাবেক্ষণ করে যে; সহিস। ̃ বৈদ্য বি. ঘোড়ার চিকিত্সক। ̃ .মুখী বি. কিন্নরী। ̃ মেধ বি. ঘোড়া বলি দিয়ে সম্পন্ন হত এমন যজ্ঞবিশেষ। ̃ যান বি. ঘোড়ায়-টানা যাত্রিবাহী গাড়ী, ঘোড়ার গাড়ী। ̃ শালা বি. ঘোড়ার থাকার জায়গা, আস্তাবল। ̃ সাদী (-দিন্), অশ্বারোহী (-হিন্) বি. ঘোড়সওয়ার। 17)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আড়-গড়া
(p. 85) āḍ়-gaḍ়ā বি. 1 আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা; 2 অশ্বপালনের প্রতিষ্ঠান বা কেন্দ্র। [হি. অড়্গড়া]। 84)
আসোয়ার, আসোবার
(p. 110) āsōẏāra, āsōbāra বিণ. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ়। বি. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ় ব্যক্তি। [ফা. সওয়ার]। 16)
আস্কন্দিত
(p. 110) āskandita বি. ঘোড়ার প্লুত গতি অর্থাত্ লাফিয়ে চলা ('আস্কন্দিতে নাচে বাজিরাজি': মধু)। [সং. আ + √ স্কন্দ্ + ণিচ্ + ত]। 17)
আস্তা-বল
(p. 110) āstā-bala বি. 1 ঘোড়ার আড্ডা, ঘোড়াশাল; 2 ঘোড়া বা হাতির থাকবার জায়গা। [আ. ইন্তবল্]। 21)
উরমাল, উরুমাল
(p. 133) uramāla, urumāla বি. 1 রুমাল; 2 ঘোড়ার ঊরুতে বা পায়ে বাঁধা হয় এমন ঊরুত্রাণ। [ফা. রুমাল: হি. উরমাল]। 142)
কচু
(p. 156) kacu বি. 1 মানুষের খাদ্য কন্দবিশেষ; 2 (অবজ্ঞায়) কিছুই না, ঘোড়ার ডিম (তুমি আমার কচু করবে)। [সং. √ কচ্ + উ, তু. হি. কচচূ]। ̃ কাটা বিণ. অবলীলাক্রমে ও সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে এমন। ̃ ঘেঁচু বি. আজেবাজে শাকসবজি; অখাদ্য বস্তু। ̃ পোড়া বি. অখাদ্য বস্তু; কিছুই নয়। 45)
কড়ি-য়ালি, কড়ি-য়াল2
(p. 159) kaḍ়i-ẏāli, kaḍ়i-ẏāla2 বি. লাগাম বা বলগার মতো যা ঘোড়ার মুখে লাগানো থাকে। [কড়ি (=কড়া1) + আল]। 11)
কদম1
(p. 160) kadama1 বি. 1 পা, চরণ; 2 পদক্ষেপ; 3 ঘোড়ার গতিভঙ্গি। [আ. কদ্ম্]। 22)
কাঙাল, কাঙালি
(p. 177) kāṅāla, kāṅāli 1 বিণ. দরিদ্র, নিঃস্ব; 2 দীন; 3 অতিশয় লোলুপ (যশের কাঙাল, অর্থের কাঙাল); 4 দুঃখী। বি. ভিক্ষুক (কাঙালের দল, কাঙালি বিদায়)। [দেশি]। স্ত্রী. কাঙালিনি। কাঙালের কথা বাসি হলে খাটে (প্র.) গৌরবহীন গুরুত্বহীন লোকের উক্তি অন্যের কাছে প্রথমে উপেক্ষার বস্তু হলেও পরে প্রমাণিত হয় যে তা-ই সত্য। কাঙালের ঘোড়ারোগ দরিদ্রের সাধ্যতীত ব্যয়বহুল শখ। ̃ খানা বি. অনাথ আশ্রম। ̃ পনা বি. দীনতা; কাঙালের মতো আচরণ; অতিশয় লোলুপতা; দীন যাচ্ঞা। কাঙাল বিদায়, কাঙালি বিদায় বি. দরিদ্র ও ভিখারিদের অন্নবস্ত্র ও অর্থ দান; (গৌণ অর্থে) অবজ্ঞার সঙ্গে দান।
কিন্নর
(p. 190) kinnara বি. ঘোড়ার মতো মুখ এবং মানুষের মতো দেহবিশিষ্ট দেবলোকের গায়কজাতিবিশেষ; দেবযোনিবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + নর]। ̃ কণ্ঠ বিণ. (কিন্নরদের মতো) সুকণ্ঠবিশিষ্ট। বি. (স্ত্রী.) কিন্নরী। 14)
কোচ-ওয়ান, কোচোয়ান, কোচ-মান, কোচ-ম্যান
(p. 209) kōca-ōẏāna, kōcōẏāna, kōca-māna, kōca-myāna বি. ঘোড়ার গাড়ির গাড়োয়ান। [ইং. coachman]। 24)
খট, খট্
(p. 221) khaṭa, khaṭ অব্য. বি. কাঠ, শক্ত মেঝে প্রভৃতি কঠিন পদার্থে ধাক্কা খাওয়ার আওয়াজ (দরজায় খটখট আওয়াজ); শক্ত সোলের জুতো শক্ত মেঝেতে ঠোকার আওয়াজ; ঘোড়ার খুরের আওয়াজ। [দেশি]। খটখট, খটাখট অব্য. ক্রমাগত 'খট' শব্দ; অতি শুষ্কতার লক্ষণ প্রকাশ (শুকিয়ে খটখট করা)। খট-খটে বিণ. শুকনো, জলহীন (খটখটে মেঝে, খটখটে দিন)। 27)
খলিন, খলীন
(p. 224) khalina, khalīna বি. লাগাম; ঘোড়ার মুখে বল্গা বাঁধার লৌহদণ্ড। [সং. খ + লীন, মুখে সংলগ্ন এই অর্থে]। 36)
গাড়োয়ান
(p. 246) gāḍ়ōẏāna বি. গাড়ির চালক, (সাধারণত) ঘোড়ার গাড়ি, গোরুর গাড়ি ইত্যাদির চালক। [বাং. গাড়ি + ওয়ান-তু. হি. গাড়ীবান্]। 35)
ঘণ্টা
(p. 266) ghaṇṭā বি. 1 কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; 2 ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; 3 (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার ডিম (ঘণ্টা করবে)। [সং. √ঘণ্ + ট + আ]। 5)
ঘর্ঘর
(p. 266) gharghara বি. চলন্ত গাড়ির চাকার শব্দ বা ওইজাতীয় শব্দ (ঘোড়ার গা়ড়ির ঘর্ঘর শব্দে কান পাতা যায় না)। [সং. ধ্বন্যা. ঘর্ঘর + অ (অস্ত্যর্থে)]। ঘর্ঘরিত বিণ. ঘর্ঘর শব্দে ধ্বনিত, মুখরিত বা পূর্ণ। 37)
ঘেসেড়া
(p. 270) ghēsēḍ়ā বি. যে ব্যক্তি ঘোড়ার খাওয়ার জন্য ঘাস কাটে। [বা. ঘাসুড়িয়া]। স্ত্রী. ̃ নি। 47)
ঘোটক
(p. 272) ghōṭaka বি. ঘোড়া। [দ্রা. গুর্রম্ সং. √ঘুট্ + অ + ক]। স্ত্রী. ঘোটকী। ঘোটকারূঢ় বিণ. ঘোড়ার পিঠে আরূঢ়, অশ্বারোহী। 6)
ঘোড়-গাড়ি
(p. 272) ghōḍ়-gāḍ়i বি. ঘোড়ায় টানা গাড়ি; ঘোড়ার গাড়ি। [বাং. ঘোড়া (বাহিত) + গাড়ি]। 8)
ঘোড়-দৌড়
(p. 272) ghōḍ়-dauḍ় বি. বাজি জেতার জন্য ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা। [বাং. ঘোড়া + দৌড়]। ঘোড়দৌড় করানো ক্রি. বি. অত্যধিক দৌড়াদৌড়ি করিয়ে হয়রান করা (আমাকে এইভাবে ঘোড়দৌড় করিয়ে তোমার কী লাভ হল?)। 9)
ঘোড়-সওয়ার
(p. 272) ghōḍ়-sōẏāra বিণ. বি. যে ঘোড়ার পিঠে চড়েছে। [বাং. ঘোড়া + ফা. সওয়ার]। 10)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
ঘোণা
(p. 272) ghōṇā বি. 1 নাক; 2 ঘোড়ার নাক। [সং. √ঘুণ্ + অ + আ (স্ত্রী.)]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140263
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730424
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942606
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883512
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838444
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us