Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘোড়-দৌড় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘোড়-দৌড় এর বাংলা অর্থ হলো -

(p. 272) ghōḍ়-dauḍ় বি. বাজি জেতার জন্য ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা।
[বাং. ঘোড়া + দৌড়]।
ঘোড়দৌড় করানো ক্রি. বি. অত্যধিক দৌড়াদৌড়ি করিয়ে হয়রান করা (আমাকে এইভাবে ঘোড়দৌড় করিয়ে তোমার কী লাভ হল?)।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘৃতাচী
(p. 270) ghṛtācī বি. অপ্সরাবিশেষ। [সং. ঘৃত + অঞ্চ + ক্বিপ্ + ঈ]। 29)
ঘুঁটা, ঘোঁটা
(p. 269) ghun̐ṭā, ghōn̐ṭā বি. ক্রি. 1 আলোড়িত করা, তরল পদার্থের সঙ্গে নেড়েচেড়ে মেশানো; 2 তোলপাড় করা, তন্নতন্ন করে খোঁজা। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]. ̃ নো বি. ক্রি. (অন্যের দ্বারা) আলোড়িত করানো। বিণ. উক্ত অর্থে। 18)
ঘনী-ভূত
(p. 266) ghanī-bhūta বিণ. 1 ঘন হয়েছে এমন (ঘনীভূত অন্ধকার); 2 জমাট, আসন্ন (দুর্যোগ, ঘনীভূত)। [সং. ঘন + ঈ (চিব) + √ভূ + ত]। 27)
ঘড়ি
(p. 265) ghaḍ়i বি. 1 সময়নিরূপক যন্ত্রবিশেষ (ঘড়ি ধরে কাজ করো); 2 ঘণ্টা, আড়াই দণ্ড (দু-ঘড়ি)। [সং. ঘটী]। ঘড়ি-ঘড়ি ক্রি-বিণ. 1 ঘণ্টায় ঘণ্টায়; 2 প্রতি মুহূর্তে; 3 বারংবার। ট্যাঁকঘড়ি, পকেট ঘড়ি বি. যে ঘড়ি ট্যাঁক বা পকেটে রাখা হয়। দেওয়াল ঘড়ি, দেয়াল ঘড়ি বি. যে-ঘড়ি দেওয়ালে আটকে রাখা হয়। পেটা ঘড়ি বি. যে ঘড়ি পিটিয়ে বাজাতে হয়-যে ঘড়ি আপনা-আপনি বাজে না। সূর্য ঘড়ি বি. যে ঘড়িতে দিনের বেলা রোদের ছায়া দেখে সময় নিরূপণ করা হয়। হাত-ঘড়ি বি. যে ঘড়ি কব্জিতে বাঁধা হয়।
ঘৃতপক্ব
(p. 270) ghṛtapakba দ্র ঘৃত। 27)
ঘনিমা
(p. 266) ghanimā (-মন্) বি. (সচ. কাব্যে) ঘনত্ব। [সং. ঘন + ইমন্]। 23)
ঘোটন
(p. 272) ghōṭana বি. 1 আলোড়ন; 2 তরল পদার্থের সঙ্গে মিশ্রিত করা ; 3 পেষণ; 4 অন্বেষণ। [বাং. √ঘুট্ (ঘুঁট্) + অন]। ঘোটনা বি. যে দণ্ডের দ্বারা ঘোটা হয়। 7)
ঘুষ-ঘুষে, ঘুস-ঘুসে
(p. 270) ghuṣa-ghuṣē, ghusa-ghusē বিণ. 1 চাপা, গুপ্ত; 2 মৃদু, অল্প; 3 ভিতরে ভিতরে রয়েছে অথচ বাইরে থেকে বোঝা যায় না এমন (ঘুষঘুষে জ্বর)। [দেশি]। 14)
ঘাত
(p. 266) ghāta বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ̃ ক বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ̃ চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ̃ ন1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ̃ ন2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়াপ্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ̃ সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনী। ঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য। 58)
ঘটনা
(p. 265) ghaṭanā বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ̃ ক্রমে, ̃ চক্রে ক্রি-বিণ. দৈবাত্, ঘটনাগতিকে, accidentally. ̃ চক্র বি. ঘটনাপরম্পরা। ̃ ধীন বিণ. দৈবাধীন। ̃ পূর্ণ, ̃ বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ̃ বলি বি. ঘটনাসমূহ। ̃ স্হল বি. অকুস্হল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে। 9)
ঘোষ
ঘোমটা
ঘুসা2, ঘুসি, ঘুসো2
(p. 270) ghusā2, ghusi, ghusō2 বি. 1 মুষ্টি; 2 মুষ্টি দিয়ে প্রহার। [দেশি-তু. হি. ঘুস্সা, ঘুসা]। ঘুসি মারা ক্রি. বি. মুষ্ট্যাঘাত করা, হাতের মুঠি দিয়ে আঘাত করা। ঘুসি লড়া ক্রি. মুষ্টিযুদ্ধ করা। ঘুসা-ঘুসি, ঘুসো-ঘুসি বি. ঘুসির লড়াই, মুষ্টিযুদ্ধ, boxing. 19)
ঘুরপ্যাঁচ
(p. 270) ghurapyān̐ca দ্র ঘুর। 7)
ঘুর-ঘুর
(p. 270) ghura-ghura বি. অব্য. ঘোরাঘুরি করার ভাবপ্রকাশক (ঘুরঘুর করছ কেন?)। [ঘুরা দ্র]। ঘুর-ঘুরে, ঘুর-ঘুরিয়া বি. পোকাবিশেষ। 6)
ঘোড়-দৌড়
ঘনাঙ্ক
(p. 266) ghanāṅka বি. ঘনতার পরিমাণ, ঘনত্ব, density (বি.প.)। [সং. ঘন + অঙ্ক]। 17)
ঘূত্-কার
(p. 270) ghūt-kāra বি. 1 পেঁচার ডাক; 2 ঘোঁত্ ঘোঁত্ শব্দ। [সং. ঘূত্ (ধ্বন্যা.) + √+ কৃ + অ]। 20)
ঘানি
(p. 266) ghāni বি. সরষে তিল প্রভৃতি পিষে তেল বার করার যন্ত্রবিশেষ। [দেশি]। ̃ গাছ বি. যে মোটা খুঁটিতে বেঁধে তার চার দিকে ঘানি ঘোরানো হয়। ঘানি টানা ক্রি. বি. (এককালে জেলের কয়েদিদের ঘানি টানতে হত বলে) কারাদণ্ড ভোগ করা। শক্ত ঘানি বি. 1 যার কাছে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না; 2 কঠিন পরিশ্রমের কাজ। 59)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185656
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785747
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026898
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901146
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848134
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708615
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us