Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছন্দ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অধরা
(p. 17) adharā বিণ. বি ধরা যায় না এমন (বস্তু বা ব্যক্তি), যে ধরা দেয় না ('অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে': রবীন্দ্র)। [সরং. ন+বাং. ধরা]। 39)
অনু-ষ্টুপ, অনু-ষ্টুভ
(p. 31) anu-ṣṭupa, anu-ṣṭubha বি. সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. অনু + √ স্তুভ্+ক্বিপ্]। 25)
অপছন্দ
(p. 34) apachanda বিণ. পছন্দ নয় এমন, মনের মতো নয় এমন। বি. মনের মতো নয় এমন জিনিস। [বাং. অ + পছন্দ ফা. পসন্দ]। 84)
অপরাজিত
(p. 34) aparājita বিণ. পরাজিত হয়নি বা হারেনি এমন। [সং. ন + পরাজিত]। অপরাজিতা বিণ. (স্ত্রী.) পরাজিত হয়নি এমন। বি. 1 নীল রঙের সুন্দর কিন্তু গন্ধহীন ছোট ফুলবিশেষ; 2 একটি ছন্দের নাম; 3 দুর্গাদেবী। 125)
অপ্রিয়
(p. 43) apriẏa বিণ. অপ্রীতিকর, পছন্দ নয় এমন, বিরাগভাজন। [সং. ন + প্রিয়]। ̃ কারী (-রিন্) বিণ. অপ্রিয় বা অপ্রীতিকর কাজ করে এমন। ̃ বাদী (-দিন), ̃ ভাষী (-ষিন্) বিণ. অপ্রিয় কথা বলে এমন; কটুভাষী। বিণ. স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। 11)
অমনো-নীত
(p. 55) amanō-nīta বিণ. নির্বাচিত করা হয়নি অমন, পছন্দ করা হয়নি এমন, অপছন্দ, বেছে নেওয়া হয়নি এমন। [সং. ন + মনোনীত]। 47)
অমনো-নয়ন
(p. 55) amanō-naẏana বি. পছন্দের অভাব; মনোনিত না করা; পছন্দ না করা। [সং. ন + মনোনয়ন]। বিণ. অমনো. নীত 46)
অমিত্রাক্ষর
(p. 57) amitrākṣara বি. অন্ত্যমিলহীন এবং যতির বাঁধাধরা নিয়মলঙ্ঘনকারী ছন্দরীতিবিশেষ। [সং. অমিত্র + অক্ষর]। 34)
অসুবিধা
(p. 72) asubidhā বি. বাধা, বাধাবিঘ্ন; অস্বস্তি, স্বাচ্ছন্দ্যের অভাব। [বাং. অ + সুবিধা]। ̃ জনক বিণ. বাধা আছে এমন, বিঘ্নজনক; অস্বচ্ছন্দ। 16)
অসুসার
(p. 72) asusāra বি. অসুবিধা; অস্বস্তি; অস্বাচ্ছন্দ্য। [বাং. অ + সুসার]। 18)
অস্বচ্ছন্দ
(p. 73) asbacchanda বিণ. স্বচ্ছন্দ বা সাবলীল নয় এমন; অস্বস্তিপূর্ণ। [সং. ন + স্বচ্ছন্দ]। বি. অস্বাচ্ছন্দ্য। 49)
অস্বস্তি
(p. 73) asbasti বি. 1 স্বস্তি বা আরামের অভাব; অস্বাচ্ছন্দ্য; সাবলীলতার অভাব; অসুবিধা; 2 দেহ বা মনের অশান্তি। [সং. ন + স্বস্তি]। ̃ কর বিণ. দেহ বা মনের পক্ষে অসুবিধাজনক বা অশান্তিজনক। 50)
অস্বাচ্ছন্দ্য
(p. 73) asbācchandya বি. স্বাচ্ছন্দ্য বা আরামের অভাব; স্বস্তির অভাব, অস্বস্তি, অসুবিধা। [সং. ন + স্বাচ্ছন্দ্য]। 52)
আড়ষ্ট
(p. 85) āḍ়ṣṭa বিণ. 1 অসাড় (শীতে হাত-পা আড়ষ্ট); 2 জড়, অস্বচ্ছন্দ (এত অপরিচিত লোকের মধ্যে সে একটু আড়ষ্ট হয়ে পড়ল)। (তু. মরা. অডস); [হি. আড়া]। ̃ তা বি. অস্বাচ্ছন্দ্য, জড়তা। 90)
আপ-রুচি
(p. 95) āpa-ruci বিণ. নিজের রুচি বা পছন্দমতো (আপরুচি খানা)। [হি. আপ্ + সং. রুচি]। 51)
আবৃত্তি
(p. 99) ābṛtti বি. 1 বারংবার পাঠ বা অভ্যাস করা; ছন্দ ভাব ইত্যাদি যথাসম্ভব বজায় রেখে উচ্চকন্ঠে পাঠ; 2 পুনঃপুনঃ আগমন, পুনরায় আগমন। [সং. আ + ̃ বৃত + তি]। 26)
আর্য
(p. 104) ārya বি. 1 প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল; 2 আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি; 3 গুরুজন। বিণ. 1 মান্য, পূজা; 2 শ্রেষ্ঠ; 3 সত্কুলজাত; 4 সুসভ্য। [সং. √ঋ + য]। ̃ তা বি. আর্যের ভাব; সদাচার। ̃ পুত্র বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী। ̃ সমাজ বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ। বি. 1 শাশুড়ি; 2 মাননীয়া নারী; 3 সংস্কৃত ছন্দোবিশেষ; 4 (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)। আর্যাবর্ত বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]। 46)
উপ-জাত
(p. 131) upa-jāta বিণ. উদ্রিক্ত, উত্পন্ন (ক্রোধ উপজাত হল)। বি. 1 প্রধান দ্রব্যের উত্পাদনকালে জাত অন্য দ্রব্য, by-product (বি. প.); 2 ছন্দোবিশেষ। [সং. উপ + জাত]। 29)
উপ-জাতি
(p. 131) upa-jāti বি. 1 সংস্কৃত ছন্দোবিশেষ; 2 প্রধান জাতির অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম, এবং বহু ক্ষেত্রে অপেক্ষাকৃত অনগ্রসর, জাতি বা সম্প্রদায়। [সং. উপ (অপ্রধান) + জাতি]। 30)
উপেন্দ্র
(p. 133) upēndra বি. 1 ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা; 2 বিষ্ণুর বামনাবতার। [সং. উপ + ইন্দ্র]। ̃ বজ্রা বি. সংস্কৃত ছন্দোবিশেষ। 119)
উমদা
(p. 133) umadā বিণ. চমত্কার; সুন্দর; পছন্দসই (তোমার জন্য একটি উমদা চিজ উপহার এনেছি)। [আ. উম্দহ্]। 129)
ঋক
(p. 141) ṛka (ঋক্) বি. 1 ঋগ্বেদ; 2 ছন্দোবদ্ধ বেদমন্ত্রবিশেষ; 3 গায়ত্রী। [সং. √ ঋচ্ + ক্বিপ্]। 5)
একাবলি
(p. 145) ēkābali বি. 1 একনর হার; 2 এগারো অক্ষর বা সিলেবলযুক্ত বাংলা ছন্দোবিশেষ। [সং. এক + আবলি]। 14)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534964
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140498
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730723
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942930
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696677
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us