Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জগত্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-পালিনী
(p. 518) -pālinī বিণ. বি. পালনকারিণী, পালিকা (জগত্পালিনী)। [সং. √ পা + ণিচ্ + ইন্ + ঈ]। 11)
অখিল
(p. 6) akhila বিণ. সমুদয়, সমস্ত, যাবতীয়, নিখিল, সমগ্র (অখিল ভারত)। বি. বিশ্ব, জগত্, চরাচর (সমগ্র অখিলে ব্যাপ্ত)। [সং. ন+খিল]। অখিল আত্মা বি. জগদীশ্বর; পরব্রহ্ম। ̃ খণ্ড বি. ভূখণ্ড। ̃ প্রিয় বিণ. সর্বজনপ্রিয়। 5)
অদ্বৈত
(p. 17) adbaita বিণ. 1 দ্বৈতহীন; 2 দ্বিতীয়ত্বহীন অর্থাত্ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। বি. 1 ব্রহ্ম; 2 শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। [সং. ন+দ্বৈত]। ̃ .বাদ বি. ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মই একমাত্র সত্য, জগত্ মিথ্যা-শংকরাচার্য-প্রতিষ্ঠিত এই দার্শনিক মত। ̃ .বাদী (-দিন্) বি. যিনি অদ্বৈতবাদ মানেন। বিণ. অদ্বৈতবাদসম্মত। 24)
অন্তর্জগত্
(p. 32) antarjagat বি. মনোজগত্ ভাবলোক, মানুষের চিন্তারাজ্য। [সং. অন্তর্ + জগত্]। 48)
অবস্তু
(p. 46) abastu বিণ. বস্তুহীন; অসার, অপদার্থ। বি. 1 অসার বা অপদার্থ জিনিস; 2 প্রকৃত অস্তিত্ব নেই এমন ব্রহ্মাতিরিক্ত অসার জগত্। [সং. ন + বস্তু]। ̃ নির্বন্ধ বি. অসার বস্তু বা পদার্থের জন্য আগ্রহ। 32)
আদ্যা
(p. 89) ādyā বিণ. (স্ত্রী) আদিভূতা, আদিতে জন্ম হয়েছে এমন। বি. (স্ত্রী) 1 প্রকৃতি; 2 পরমেশ্বরী; 3 মহাবিদ্যা; মহামায়া; 4 দূর্গা; 5 কালী। [সং. আদ্য + আ]। ̃ .শক্তি বি. মহামায়া; জগত্সৃষ্টির আদি কারণ; পরমেশ্বরী। 85)
আপ
(p. 95) āpa বি. নিজে, আপনি (আপ ভালা তো জগত্ ভালা)। বিণ. নিজের, আপন (আপরুচি খানা)। [প্রাকৃ. আপ্পা; তু. হি. আপ্ (=আপনি, ইনি, উনি, তুমি)]। 34)
আব্রহ্ম
(p. 99) ābrahma অব্য. ব্রহ্ম থেকে। [সং আ + ব্রহ্মন্] ̃ স্তম্ভ বি. ব্রহ্ম থেকে আরম্ভ করে সামান্য স্তম্ব অর্থাত্ তৃণ পর্যন্ত জগত্-সংসার। 35)
আসার
(p. 72) āsāra বিন. তুচ্ছ, অপদার্থ, বাজে; মিথ্যা (জগত্-সংসার অসার); ভিতর শক্ত নয় এমন (অসার কাঠ)। [সং. ন + সার]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ .কাঠ বি. যে কাঠের ভিতর নরম, sam wood, অসার-সুসার বি. অসুবিধা ও সুবিধা। 5)
ইহ
(p. 117) iha ক্রি-বিণ. এই স্হানে বা সময়ে; এই জগতে। বিণ. এই, উপস্হিত ('ছাড় ইহ বাত': গো. দা)। [সং. ইদম্ + হ্]। ̃ কাল বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল। ̃ জগত্, ̃ লোক বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ̃ জন্ম, ̃ জীবন বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম। 3)
ঋদ্ধ
(p. 141) ṛddha বিণ. সমৃদ্ধিযুক্ত, ঐশ্চর্যশালী, গুণশালী ('ঋদ্ধ, বিধিবদ্ধ জগত্': বুদ্ধ)। [সং. √ ঋধ্ + ত]। ঋদ্ধি বি. সমৃদ্ধি, ঐশ্চর্যশালিতা; সর্বাঙ্গীণ উন্নতি, শ্রীবৃদ্ধি; সৌভাগ্য। ঋদ্ধি-মান বিণ. সমৃদ্ধ; সৌভাগ্যশালী; শ্রীবৃদ্ধিযুক্ত। 15)
এখান
(p. 146) ēkhāna বি. এই জায়গা, এই স্হান (তুমি এখন এখান থেকে যাও); এই জগত্, এই সংসার (এবার এখান থেকে যাবার সময় হল)। [বাং. এ (এই) + খান (সংস্হান)]। ̃ কার বিণ. এই স্হানের। 16)
কাব্য
(p. 181) kābya বি. 1 ভাবপ্রধান ও রসঘন বাক্য; 2 পদ্যসাহিত্য; 3 কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের 'পূরবী' কাব্য); 4 গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)। [সং. কবি + য]। ̃ কলা বি. কাব্য রচনার কৃতি বা কৌশল। ̃ জগত্ বি. 1 কবিসমাজ; 2 কবিকল্পিত জগত্, ভাবজগত্; কবিতায় প্রতিফলিত জগত্। ̃ রস বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য। ̃ রসিক বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি। কাব্যানুশীলন, কাব্যালোচনা বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা। 80)
কূপ
(p. 202) kūpa বি. 1 কুয়ো, পাতকুয়ো, ইঁদারা (কূপখনন); 2 গর্ত, রন্ধ্র (লোমকূপ)। [সং. √ কু + উপ]। ̃ দণ্ড বি. মাস্তুল। ̃ মণ্ডূক বি. কুয়োর ব্যাং; কুয়োর ব্যাঙের মতো যে নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ এবং বাইরের জগত্ সম্পর্কে আগ্রহহীন; সংকীর্ণচেতা ব্যক্তি। 34)
গ্রহ
(p. 261) graha বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ̃ দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ̃ দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ̃ পতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ̃ বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ̃ বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ̃ বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ̃ মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্। ̃ রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ̃ শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ̃ স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ। 53)
চক্র-বত্
(p. 274) cakra-bat বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)। [সং. চক্র + বত্]। 19)
চিত্র-জগত্
(p. 288) citra-jagat বি. (সাধারণত) চলচ্চিত্রশিল্পের জগত্ (চিত্রজগতে সকলেই তাঁকে চেনে)। [সং. চিত্র + জগত্]। 49)
চেতন
(p. 294) cētana বিণ. 1 জ্ঞানযুক্ত, চেতনাযুক্ত; 2 সজীব, প্রাণযুক্ত (চেতন পদার্থ, অচেতন জগত্)। বি. 1 চৈতন্য, সংজ্ঞা; 2 আত্মা; 3 জীব। [সং. √চিত্ + অন]। 62)
জগ1
(p. 311) jaga1 বি. বিশ্ব, জগত্, ভুবন (জগজন, জগবন্ধু)। [সং. জগত্]। 14)
জগজ্জন
(p. 311) jagajjana বি. পৃথিবীর মানুষ। [সং. জগত্ + জন]। 18)
জগজ্জননী
(p. 311) jagajjananī বি. 1 জগতের মাতা; জগন্মাতা; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + জননী]। 19)
জগজ্জয়ী
(p. 311) jagajjaẏī বিণ. পৃথিবী জয়কারী, বিশ্বজয়ী, দিগ্বিজয়ী। [সং. জগত্ + জয়ী]। 20)
জগতি
(p. 311) jagati (অপ্র.) বি. 1 জগত্কর্তা; ঈশ্বর; 2 সিংহাসন। [সং. জগত্]। 23)
জগতী
(p. 311) jagatī বি. (স্ত্রী.) 1 পৃথিবী (জগতীতল); 2 পৃথিবীর মানুষজন; 3 বৈদিক ছন্দোবিশেষ; 4 ইহলোক। [সং. জগত্ + ঈ]। 24)
জগত্
(p. 311) jagat বি. 1 পৃথিবী, ভুবন, বিশ্ব; 2 সমাজ (পশুজগত্)। [সং. √ গম্ + ক্বিপ্]। ̃ পতি, ̃ পিতা বি. জগদীশ্বর, পরমেশ্বর। ̃ সংসার বি. বিশ্বজগত্; জীবজগত্সহ সমগ্র পৃথিবী। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534678
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140195
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730347
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942530
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838430
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696598
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us