Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাব্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাব্য এর বাংলা অর্থ হলো -

(p. 181) kābya বি. 1 ভাবপ্রধান ও রসঘন বাক্য; 2 পদ্যসাহিত্য; 3 কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের 'পূরবী' কাব্য); 4 গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)।
[সং. কবি + য]।
কলা বি. কাব্য রচনার কৃতি বা কৌশল।
জগত্
বি. 1 কবিসমাজ; 2 কবিকল্পিত জগত্, ভাবজগত্; কবিতায় প্রতিফলিত জগত্।
রস বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য।
রসিক
বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি।
কাব্যানুশীলন, কাব্যালোচনা বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা।
80)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কৃতোদ্বাহ
(p. 204) kṛtōdbāha বিণ. 1 উদ্বাহ বা বিবাহ হয়েছে এমন, বিবাহিত। [সং. কৃত + উদ্বাহ]। 13)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কচা
(p. 156) kacā বি. 1 গাছের কচি ডাল (চলতে চলতে একটা জিয়লের কচা ভেঙে নিল); 2 লাঠি, দণ্ড (কচা হাতে ছুটে এল)। [দেশি]। 40)
কুসুম1
কুত্রাপি
(p. 196) kutrāpi অব্য. ক্রি-বিণ. কোথাও, কোনোখানে (এমন কথা কুত্রাপি লেখা নেই)। [সং. কুত্র + অপি]। 11)
কুলির, কুলীর, কুলীরক
(p. 199) kulira, kulīra, kulīraka বি. 1 কাঁকড়া; 2 কর্কট রাশি। [সং. কুল + ইর, ঈর, + ক]। 52)
কায়েম
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কশা1, কষা
(p. 172) kaśā1, kaṣā বি. চাবুক। [সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]। ̃ ঘাত বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা। ̃ হত বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন। 48)
কবচ
কুম্ভ-কর্ণ
কুম্ভী-পাক
করঙ্গ, করচা, করজ
(p. 166) karaṅga, karacā, karaja যথাক্রমে কড়ঙ্গ, কড়চা ও কর্জ -র রূপভেদ।
কমা2
(p. 164) kamā2 ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ̃ নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। বিণ. হ্রস্বীকৃত। বি. হ্রস্বীকরণ। 55)
কাছ
(p. 178) kācha বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)। [প্রাকৃ. কচ্ছ সং. কক্ষ]। কাছে ক্রি-বিণ. অব্য. 1 নিকটে, সমীপে (ঘরের কাছে); 2 নাগালে (হাতের কাছে); 3 পাশে ('সে যে কাছে এসে বসেছিল': রবীন্দ্র); 4 তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); 5 বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); 6 সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)। কাছে কাছে ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)। কাছে-পিঠে ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)। 10)
কড়াই
(p. 159) kaḍ়āi দ্র কড়া2। 3)
কাছট, কাছটি, কাছুটি
(p. 178) kāchaṭa, kāchaṭi, kāchuṭi বি. 1 মালকোঁচা; 2 কৌপীন। [সং. কচ্ছোটিকা]। 11)
কুতর্ক
(p. 196) kutarka বি. কূট তর্ক; অন্যায় বা বাজে তর্ক। [সং. কু + তর্ক]। 5)
কানড়2, কানড়া
কালি-দহ
(p. 188) kāli-daha বি. 1 নদীর গর্ভে কালিয় নাগের বাসস্হান; 2 (আল.) গভীর নদী (কালিদহের জলে)। [বাং. কালি (=কালিয়) + দহ (=অগাধ জল); দহ হ্রদ]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534674
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140188
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730337
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942527
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838428
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696594
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us