Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অন্তর্জগত্ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অন্তর্জগত্ এর বাংলা অর্থ হলো -

(p. 32) antarjagat বি. মনোজগত্ ভাবলোক, মানুষের চিন্তারাজ্য।
[সং. অন্তর্ + জগত্]।
48)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অভদ্র
(p. 50) abhadra বিণ. অশিষ্ট, অসভ্য; নিন্দাজনক, গর্হিত; নীচ, ইতর। [সং. ন + ভদ্র]। ̃ তা বি. অশিষ্টতা, অসভ্যতা (এই অভদ্রতা সহ্য করা যায় না); নিন্দাজনক কাজ; নীচতা। 51)
অলিন্দ
(p. 64) alinda বি. পাকা বাড়ির বারান্দা; চাতাল। [সং. √ অল্ + ইন্দ]। 31)
অনচ্ছ
(p. 21) anaccha বিণ. 1 যার ভিতর দিয়ে দেখা যায় না এমন, অস্বচ্ছ; 2 যার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না, opaque (বি. প.)। [সং. ন+অচ্ছ]। 19)
অপ-কর্ষ
(p. 34) apa-karṣa বি. হীনতা, নিকৃষ্টতা; অবনতি। [সং. অপ + √ কৃষ্ + অ]। বি. অপ-কৃষ্ট। 62)
অরজা, অরজাঃ
(p. 60) arajā, arajāḥ বিণ. 1 এখনও ঋতুমতী হয়নি এমন (অরজা বালিকা); 2 রজোগুণ নেই এমন, রজোগুণরহিত, 3 ধূলিশূন্য; নির্মল। [সং. ন + রজঃ + আ (স্ত্রী.)]। 28)
অপ্রমত্ত
(p. 42) apramatta বিণ. 1 মত্ত বা মাতাল নয় এমন; 2 প্রসাদহীন; 3 কর্তব্য সম্পর্কে সচেতনঅবহিত। [সং. ন + প্রমত্ত]। 17)
অপতন
(p. 34) apatana বি. পতিত না হওয়া, পড়ে না যাওয়া, স্খলিত না হওয়া। [সং. ন + পতন]। বিণ. অপতিত। 91)
অসতী
(p. 67) asatī বিণ. ব্যভিচারিণী, ভ্রষ্টা; সাধ্বী নয় এমন। বি. ভ্রষ্টা বা ব্যভিচারিণী নারী। [সং. ন + সতী]। 65)
অনিরূদ্ধ
(p. 25) anirūddha বিণ. রোধ করা হয়নি এমন; দমন করা হয়নি এমন; অনিবারিত; অবাধ। বি. শ্রীকৃষ্ণের পৌত্রপ্রদ্যুম্নের পুত্র। [সং. ন + নিরুদ্ধ]। 45)
অহং-কার, অহঙ্কার
(p. 75) aha-ṅkāra, ahaṅkāra বি. নিজের সম্পর্কে বড়াই বা গর্ব, অহমিকা; আত্মম্ভরিতা। [সং. অহম + √ কৃ + অ]। অহং-কারী (রিন্) বিণ. নিজের সম্পর্কে বড়াই করে এমন। অহং-কৃত বিণ. গর্বিত, দম্ভ করে এমন; দাম্ভিক। অহংকারে মাটিতে পা না পড়া ক্রি. বি. অহংকারে এতই অন্ধ যে নিজেকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা; অহংকারে অন্যকে গ্রাহ্যই না করা। 16)
অগোর1
(p. 7) agōra1 বি. অগুরু, সুগন্ধি কাঠবিশেষ ('সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন': ক. ক.)। [ সং. অগুরু]। 6)
অকরুণ
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্রব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
অগদ
(p. 6) agada বিণ. নীরোগ, সুস্হ, যার গদ অর্থাত্ রোগ নেই। বি. ঔষধ, বিষঘ্ন ঔষধ, বিষের ক্রিয়া নষ্ট করে এমন ঔষধ, antidote. [সং. ন+গদ]। ̃ তন্ত্র বি. বিষবিজ্ঞান, toxicology. 14)
অনু-ভাবিত
(p. 30) anu-bhābita বিণ. অনুভব করানো হয়েছে এমন। [সং. অনু + √ ভূ + ণিচ্ + ত]। 5)
অভঙ্গ
(p. 50) abhaṅga বিণ. অভগ্ন, ভাঙেনি বা ভাঙা হয়নি এমন। অটুট; আস্ত। [সং. ন + ভঙ্গ]। 49)
অস্বস্তি
(p. 73) asbasti বি. 1 স্বস্তি বা আরামের অভাব; অস্বাচ্ছন্দ্য; সাবলীলতার অভাব; অসুবিধা; 2 দেহ বা মনের অশান্তি। [সং. ন + স্বস্তি]। ̃ কর বিণ. দেহ বা মনের পক্ষে অসুবিধাজনক বা অশান্তিজনক। 50)
অব-তারণ
(p. 44) aba-tāraṇa বি. 1 উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; 2 প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]। অব-তারণা বি. আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন। অব-তারণী বি. সিঁড়ি; যে নীচে নামায়। 12)
অধ্যাস1
অর-ঘট্ট
(p. 60) ara-ghaṭṭa বি. 1 কূপ ইঁদারা; 2 কূপ থেকে জল তোলার কাঠের ঘটির মত যন্ত্রবিশেষ; [সং. অর. + ঘট্ট]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140382
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730592
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942791
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838478
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us