Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জিনিসের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদরকারি
(p. 14) adarakāri বিণ. দরকারী বা কাজের নয় এমন (অদরকারি জিনিসে ঘর বোঝাই হয়ে আছে)। [বাং. অ+ফা. দর্কার+বাং. ই]।
অসদ্-গ্রাহী
(p. 67) asad-grāhī (হিন্) বিণ. 1 অগ্রহণীয় জিনিস গ্রহন করে এমন, যে দান গ্রহণ করা উচিত নয় তা গ্রহণ করে এমন; 2 ঘুসখোর। [সং. অসত্ + গ্রাহিন্]। অসদ্-গ্রহ বি. খারাপ জিনিসের প্রতি আসক্তি বা আগ্রহ। 68)
আদেখলে, আদেখলা
(p. 89) ādēkhalē, ādēkhalā বিণ. দেখার বা পাবার জন্য এমন ব্যাকুল হয় যে মনে হয় আগে আর কখনো দেখেনি বা পায়নি; হ্যাংলা; অতিশয় লোভী। [বাং. আ + দেখলে, দেখলা]। ̃ .পনা বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)। 80)
আব-জুশ
(p. 98) āba-juśa বি. ক্বাথ, সিদ্ধ করে প্রস্তুত কোনো জিনিসের ঘন নির্যাস, broth. [ফা. আব্জোশ]। 10)
উপা-দান
(p. 133) upā-dāna বি. 1 উপকরণ, যেসব বস্তু একত্র করে অন্য বস্তু গঠিত হয় (নানান উপাদানে গঠিত); 2 সমবায়ী বা নিত্যসম্বন্ধযুক্ত কারণ অর্থাত্ যা পরিবর্তিত হয়ে অন্য জিনিসে পরিণত হয় (যেমন মাটি ঘটের উপাদান)। [সং. উপ + আ + √ দা + অন]। 95)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
কদর
(p. 160) kadara বি. খাতির, সম্মান, মর্যাদা, আদরযত্ন (সে ভালো জিনিসের কদর বোঝে)। [আ. কদর্]। 25)
কুঁদা৩, কুঁদো
(p. 192) kun̐dā3, kun̐dō বি. 1 বন্দুক, রাইফেল ইত্যাদির কাঠের বাঁট; 2 গাছের গুঁড়ি; 3 মোটা কাঠের খণ্ড; 4 কোনো জিনিসের বড় খণ্ড বা চাঙড় (মিছরির কুঁদো)। [ফা. কুন্দা]। 40)
কুচ৩, কুচ্
(p. 192) kuca3, kuc অব্য. তীক্ষ্ণ অস্ত্রের এক কোপে নরম জিনিস কেটে ফেলার বা নরম জিনিসের মধ্যে তীক্ষ্ণ কিছু বিঁধে বা ফুটিয়ে দেবার শব্দ। ̃ কুচ1 অব্য. ক্রমাগত কুচ করে কাটার শব্দ। কুচ করে ক্রি-বিণ. 'কুচ' এই শব্দসহযোগে। 64)
খাবার
(p. 226) khābāra বি. খাদ্যদ্রব্য; জলখাবার (খাবার খেয়ে বাইরে যাব)। বিণ. 1 খাদ্য, ভোজ্য, আহার্য, খাওয়ার উপযুক্ত (খাবার জিনিস); 2 পানীয় (খাবার জল)। [বাং. খাইবার √খা]। ̃ ওয়ালা বি. খাবার জিনিসের বিক্রেতা; মিষ্টান্ন ইত্যাদি বিক্রেতা। 63)
গোবর
(p. 256) gōbara বি. গোময়, গোরুর মল। [সং. গোবিট্]। ̃ গণেশ বিণ. বি. (ব্যঙ্গে) গোবরে তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য, ব্যক্তিত্বহীন ও নির্বোধ। ̃ গঙ্গা বি. গোবরের স্তূপ। ̃ ছড়া বি. জলে গোলা গোবরের ছিটে। ̃ ভরা মাথা বি. 1 যার মাথায় একটুও বুদ্ধি নেই; 2 যে মাথা বাজে জিনিসে বোঝাই। গোবরে পদ্মফুল নিকৃষ্ট স্হানে উত্পন্ন উত্কৃষ্ট বস্তু; হীনকুলজাত মহত্ বা অপূর্ব সুন্দর ব্যক্তি। 108)
ঘেঁচড়ানো
(p. 270) ghēn̐caḍ়ānō ক্রি. বি. 1 বারবার ঘষা; 2 (আল.) একই জিনিসের বিরক্তিকর পুনরাবৃত্তি করা; বারবার একই কথা বোঝানো বা একই পড়া মুখস্হ করা (একই পড়া রোজ রোজ ঘেঁচড়াতে আর ভালো লাগে না)। [দেশি ঘেঁচড়া + বাং. আনো]। 35)
চটা1
(p. 275) caṭā1 বি. 1 বাখারি, বাঁশের পাতলা ফালি (চটার বেড়া); 2 ধাতুদ্রব্যের বা কাঠের জিনিসের ফাটা অংশ, চাকলা (চটা উঠে গেছে)। চটা 3]। 26)
চুবানো
(p. 290) cubānō ক্রি. জল বা অন্য কোনো তরল জিনিসে ডুবানো (কাপড় জলে চুবানো, কুকুরছানাকে পুকুরে চুবানো)। [হি. √চুবা]। বি. বিণ. উক্ত অর্থে। চুবানি, চুবনি, চুবুনি বি. ডুবানো, ডুবিয়ে দেওয়া, নিমজ্জন (খুব চুবুনি খেয়েছে)।
চুষি
(p. 294) cuṣi বি. চুষিকাঠি; রবার বা অন্য জিনিসের তৈরি কৃত্রিম চুচুক। বিণ. চোষা যায় বা চুষে খাওয়া যায় এমন (চুষিপিঠে)। [বাং. √চুষ্ ( সং. √চুষ্) + ই]। ̃ কাঠি বি. শিশুদের খেলনাবিশেষ। ̃ পিঠা, ̃ পিঠে বি. চুষে বা চেটে খেতে হয় এমন মিষ্টান্নবিশেষ। 34)
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
ছানা1
(p. 304) chānā1 ক্রি. 1 কোনো জিনিসের সঙ্গে জল ইত্যাদি তরল পদার্থ মিশিয়ে চটকে মাখা (আটা ছানা, ময়দা ছানছি); 2 ছাঁকা ('অকূল ছানিয়ে যা পাস তা নিয়ে': রবীন্দ্র)। বি. বিণ. উক্ত দুই অর্থে। [হি. √ ছান + বাং. আ]। 20)
জগা-খিচুড়ি
(p. 312) jagā-khicuḍ়i বি. বিবিধ শাকসবজি সহযোগে রান্না করা খিচু়ড়ি; (আল.) বিভিন্নরকম জিনিসের (অবাঞ্ছিত) সংমিশ্রণ। [সং. জগা (জগতের সমস্ত বস্তু অর্থে) + বাং. খিচুড়ি]। 4)
দড়াম
(p. 396) daḍ়āma অব্য. বি. 1 কঠিন পদার্থের উপর ব়ড় ও ভারী জিনিসের পতনের শব্দ; 2 হঠাত্ দরজা খুলে ফেলার বা বন্ধ করার শব্দ; 3 বন্দুক ছোড়ার শব্দ। [ধ্বন্যা.]। 21)
দর2
(p. 399) dara2 বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। ̃ কষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। ̃ দস্তুর, ̃ দাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি। 9)
দুধ
(p. 411) dudha বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। ̃ কুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। ̃ দাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। ̃ ভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধের ও রোগীর খাদ্য। ̃ রাজ, ̃ কমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে যে উজ্জ্বল গৌরবর্ণ হয়। দুধে-ভাতে থাকা ক্রি. বি. (আল.) সচ্ছল অবস্হায় বাস করা। দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু। দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো। 21)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
নমুনা
(p. 447) namunā বি. 1 কোনো জিনিসের নিদর্শন বা সামান্য অংশ যা দিয়ে সেইজাতীয় সমস্ত জিনিসের স্বরূপ বোঝা বা বোঝানো যায় (চালের নমুনা, রান্নার নমুনা), sample; 2 উদাহরণ (এর একটা নমুনা দেখাও); 3 ধরন, রকম (তোমার কাজের নমুনা দেখলে হাসি পায়)। [ফা. নমুনহ্]। 45)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্য ও বিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয় ও বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নামা৩
(p. 454) nāmā3 ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ̃ নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 50)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534877
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140398
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730628
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942822
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696643
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us