Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ত্রিম]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৃত্রিম
(p. 4) akṛtrima বিণ. 1 কৃত্রিম নয় অর্থাত্ নকল নয় এমন, আন্তরিক (অকৃত্রিম ভক্তি, অকৃত্রিম অনুরাগ); 2 বিশুদ্ধ, খাঁটি; 3 স্বাভাবিক। [সং. ন+কৃত্রিম]। 4)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অনসূয়া
(p. 23) anasūẏā বি. 1 হিংসাশূন্যতা, ঈর্ষাহীনতা; 2 শকুন্তলার সখীবিশেষ; 3 কর্দমমুনির কন্যা এবং অত্রিমুনির পত্নী। [সং. ন + অসূয়া + (স্ত্রী.) আ]। 36)
অনাস্হা
(p. 25) anāshā বি. 1 অবিশ্বাস; 2 উপেক্ষা; 3 ভরসাহীনতা। [সং. ন+আস্হা]। অনাস্হা প্রস্তাব বি. (রাজ.) কোনো পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে কিংবা মন্ত্রিমণ্ডলের বিরুদ্ধে কিংবা সরকারের বিরুদ্ধে সংসদে বা পরিষদে আনীত অনাস্হাসূচক প্রস্তাব, vote of no-confidence. 21)
অভি-নয়
(p. 50) abhi-naẏa বি. 1 নাটকের প্রদর্শন; 2 নাটকাদির কোনো চরিত্রে রূপদান; 3 ছলনা, ভান, কৃত্রিম ভাবপ্রকাশ। [সং. অভি + √ নী + অ]। অভি-নীত বিণ. অভিনয় করা হয়েছে এমন। অভি-নেতা (-তৃ) বিণ. বি. অভিনয়কারী। অভি-নেত্রী বিণ. বি. স্ত্রী. অভিনয়কারিনী। অভি-নেয় বিণ. অভিনয়যোগ্য; অভিনয় করা হবে এমন। 91)
অযথার্থ
(p. 59) ayathārtha বিণ. মিথ্যা; কৃত্রিম; অন্যায্য; অনুচিত। [সং. ন + যথার্থ]। ̃ তা বি. অসত্যতা; অকৃত্রিমতা; অনৌচিত্য। 20)
আত্রেয়
(p. 89) ātrēẏa বি. অত্রিমুনির পুত্র বিণ. অত্রিমুনির বংশজাত। [সং. অত্রি + এয়]। স্ত্রী. আত্রেয়ী বি. অত্রির পত্নী। বিণ. অত্রির বংশে জাতা। 42)
আদি
(p. 89) ādi বি. 1 আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উত্পত্তিস্হান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্হান)। [সং. আ + √ দা + ই]। ̃ .অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ̃ .কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ̃ .কান্ড বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ̃ .কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ̃ .কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ̃ .কাল বি. প্রাচীন কাল। ̃ .দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ̃ নাথ বি. ঈশ্বর; মহাদেব। ̃ .পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ̃ .পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ̃ .বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ̃ .ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ̃ ভূতা। ̃ .রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ̃ .রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ̃ .রূপ বি. মূল আদর্শ, archetype. 65)
আন্তরিক
(p. 95) āntarika বিণ. 1 অন্তরসম্পর্কিত, মনোগত, মানসিক (এটাই আমার আন্তরিক ইচ্ছা); 2 অকপট, অকৃত্রিম, হৃদ্য; 3 অভ্যন্তরীণ, দেহান্তর্গত। [সং. অন্তর্ + ইক]। ̃ .তা বি. অকপটতা, সারল্য; হৃদ্যতা। 23)
আর্ট
(p. 104) ārṭa বি. 1 চারুকলা, সুকুমার শিল্পকলা; 2 চিত্রাঙ্কন সাহিত্য নৃত্যগীতাদির অভিনয় প্রভৃতি অবলম্বনে রসসৃষ্টি; 3 সৌন্দর্যসৃষ্টির উদ্দেশ্যে কৃত্রিম ভঙ্গি (কথা বলার আর্টি)। [ইং. art]। আর্ট কলেজ চারুকলা বা শিল্পকলা লেখার প্রতিষ্ঠান। ̃ পেপার বি. ছবি আঁকার উপযোগী পুরু ও বড় মাপের কাগজ। 35)
উত্-ক্ষেপ, উত্-ক্ষেপণ
(p. 123) ut-kṣēpa, ut-kṣēpaṇa বি. ঊর্ধ্বে নিক্ষেপ (কৃত্রিম উপগ্রহ উত্ক্ষেপণ)। [সং. উত্ + √ ক্ষিপ্ + অ, অন]। উত্-ক্ষেপক বি. বিণ. উপরের দিকে নিক্ষেপকারী। 15)
উপ-বন
(p. 133) upa-bana বি. বাগান, উদ্যান, বাগিচা; মানুষের দ্বারা রোপিত তরুলতায় পূর্ণ কৃত্রিম বন। [সং. উপ + বন]। 11)
উপ-বিষ
(p. 133) upa-biṣa বি. 1 আকন্দর আঠা, করবীর আঠা প্রভৃতি পাঁচ রকম বিষাক্ত পদার্থ; 2 কৃত্রিম বিষ। [সং. উপ + বিষ]। 14)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কাষ্ঠ
(p. 188) kāṣṭha বি. বৃক্ষের ভিতরকার কঠিন অংশ; কাঠ, দারু। [সং. √ কাশ্ + থ]। ̃ কুট্ট বি. কাঠঠোকরা পাখি। ̃ পাদুকা বি. খড়ম। ̃ ফলক বি. কাঠের তক্তা। ̃ বত্ বিণ. কাঠের মতো; নীরস, শুষ্ক। ̃ ভার বি. কাঠের বোঝা। ̃ হাসি বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি। 34)
কুণ্ড
(p. 196) kuṇḍa বি. 1 গর্ত (নাভিকুণ্ড); 2 কৃত্রিম গহ্বর; আগুন জল প্রভৃতি রাখার গর্ত (যজ্ঞ কুণ্ড, হোমকুণ্ড); 3 তীর্থস্হানের জলাশয় (রাধাকুণ্ড, সীতাকুণ্ড); 4 গোলাকার পাত্র (তাম্রকুণ্ড, ঘৃতকুণ্ড)।[সং. √ কুন্ড্ + অ]। 2)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কৃত্রিম
(p. 204) kṛtrima বিণ. 1 স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); 2 কৌশলে নির্মিত; 3 শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); 4 নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); 5 কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]।বি. ̃. তা। কৃত্রিম উপগ্রহ বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite. 21)
কেমি-কেল, কেমি-ক্যাল
(p. 207) kēmi-kēla, kēmi-kyāla বি. বিণ. 1 রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত; 2 কৃত্রিম, নকল (কেমিক্যাল সোনা)। [ইং. chemical]। 4)
কোয়ে-রিয়াম
(p. 76) kōẏē-riẏāma বি. জলজ উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের জন্য কৃত্রিম পুষ্করিণী বা পাত্র। [ইং. aquarium]। 16)
ক্যানেল, ক্যানাল
(p. 210) kyānēla, kyānāla বি. খাল; কৃত্রিম উপায়ে (সাধারণত) সেচের জল পৌঁছে দেবার জন্য খনিত খাল (সারা বছর ক্যানেলের জলের জন্য চাষিরা হাপিত্যেশ করে)। [ইং. canal]। 120)
খগোল
(p. 221) khagōla বি. 1 নভোমণ্ডল; 2 নভোমণ্ডলের প্রতিরূপক কৃত্রিম গোলক। [সং. খ + গোল]। ̃ বিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy. 11)
খাঁকার, খাঁকারি, খাঁকরি
(p. 224) khān̐kāra, khān̐kāri, khān̐kari বি. গলা সাফ করার শব্দ; কৃত্রিম কাশির শব্দ। [দেশি-তু. হি. খঁখার]। 53)
খাঁটি2
(p. 224) khān̐ṭi2 বিণ. 1 বিশুদ্ধ, ভেজালহীন (খাঁটি দুধ); 2 অকৃত্রিম, আসল (খাঁটি সোনা) ; 3 সাধুচরিত্রবিশিষ্ট (খাঁটি লোক); 4 সত্য (খাঁটি কথা বলবে)। [দেশি]। 58)
খেলা
(p. 232) khēlā বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্হাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ̃ ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ̃ ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ̃ নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)। 42)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535215
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140682
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730989
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943172
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883669
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838541
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696752
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603118

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us