Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দস্যু দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধীন
(p. 20) adhīna বিণ. 1 আয়ত্ত; 2 বশীভূত; 3 আশ্রিত; 4 বাধ্য; 5 অন্তর্ভুক্ত, included; 6 অপেক্ষাকৃত, নিম্নপদস্হ, subordinate (স. প.); 7 নির্ভরশীল (বি. প.)। বি. শাসন; অধিকার (আমি তোমার অধীনে নই)। [সং. অধি+ইন (=প্রভু)]। অধীনা, (অশু.) অধীনী বিণ. বি. (স্ত্রী.) বশীভূত বা বশে আছে এমন (রমণী)। ̃ তা বি. পরাধীনতা; অন্যের আদেশ অনুযায়ী কাজ করার অবস্হা বা ভাব। 7)
অপদস্ত
(p. 34) apadasta বিণ. 1 অপমানিত, লাঞ্ছিত (পরের কাছে অকারণে অপদস্হ হওয়া); 2 উচ্চপদে অধিষ্ঠিত নয় এমন। [সং. ন + পদস্হ]। 97)
অফিস
(p. 43) aphisa বি. কোনো প্রতিষ্ঠানের দফতর বা কার্যালয়। [ইং. office]। অফিসার বি. পদস্হ কর্মচারী। [ইং. officer। 18)
আধি-কারিক
(p. 89) ādhi-kārika বিণ. অধিকারসম্পর্কিত। বি. কোনো বিভাগের ভারপ্রাপ্ত উচ্চপদস্হ কর্মচারী, officer (তথ্য আধিকারিক, information officer)। [সং. অধিকার + ইক]। 98)
আমলা2
(p. 101) āmalā2 বি. 1 কেরানি; 2 কর্মচারী; 3 উচ্চপদস্হ কর্মচারী। [আ. আমিল]। ̃ তন্ত্র বি. যে শাসনব্যবস্হায় উচ্চপদস্হ সরকারি কর্মচারিমণ্ডলই সর্বেসর্বা; bureaucracy. 29)
আমির
(p. 101) āmira বি. 1 সম্ভ্রান্ত ও ধনী মুসলমান; 2 সম্ভ্রান্ত মুসলমানের বা নৃপতির উপাধিবিশেষ; 3 ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি। [আ. আমীর]। ̃ ওমরাহ, ̃ ওমরা বি. 1 সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; 2 মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী। আমিরি বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)। 44)
ইলেক-শন
(p. 116) ilēka-śana বি. ভোট; ভোট দেবার অধিকারী জনগণ কর্তৃক প্রতিনিধি বা সদস্য নির্বাচন। [ইং. election]। 18)
উড়া, ওড়া
(p. 119) uḍ়ā, ōḍ়ā ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ ( সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 95)
উপরি2
(p. 133) upari2 বিণ. নিয়মিত বা আশা অনুযায়ী যা প্রাপ্য তার অতিরিক্ত, বাড়তি (উপরি আয়, উপরি লাভ)। বি. বকশিশ; ঘুষ; দস্তুরি; নিয়মবহির্ভূত আয়। [বাং. উপর + ই]। 43)
উর্দি
(p. 133) urdi বি. (প্রধানত সরকারি ও সেনাবাহিনীর) কর্মচারীদের কাজের সময় পরবার জন্য পেয়াদা বেয়ারা প্রভৃতি নিম্নপদস্হ কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক, uniform [তুর্ ওর্দি]। 147)
ঐক-মত্য
(p. 150) aika-matya বি. মতের মিল বা অভিন্নতা, মতের ঐক্য (সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া গেল না)। [সং. একমতি + য]। 8)
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
কমিশন
(p. 164) kamiśana বি. 1 ক্রয়-বিক্রয়র উপর দস্তুরি, দালালি; 2 অনুসন্ধান সমিতি, তদন্ত কমিটি, আয়োগ। [ইং. commission]। 60)
কমিশনার
(p. 164) kamiśanāra বি. 1 শাসনাঞ্চলের বা বিভাগের প্রশাসক; 2 মিউনিসিপ্যালিটি বা পৌরসংঘের সদস্য; 3 অনুসন্ধান সমিতি বা তদন্ত কমিটির সদস্য। [ইং. commissioner]। 61)
করোগেট
(p. 167) karōgēṭa বি. দস্তার কলাই-করা লোহার তরঙ্গায়িত পাত বা চাদরবিশেষ। [ইং. corrugated]। 44)
কাত, কাত্
(p. 179) kāta, kāt বি. পাশ, পার্শ্ব (কোন কাতে শুয়েছে?)। বিণ. 1 আড়, একপেশে (থালাটাকে কাত করে রাখো); 2 ভূপতিত, পর্যুদস্ত (এক চড়ে কাত, ভয়ে কাত)। [দেশি]। কেতিয়ে পড়া, কেতিয়ে যাওয়া ক্রি. বি. নেতিয়ে পড়া; পর্যুদস্ত হওয়া (যে ভয়েই কেতিয়ে পড়েছে)। 45)
কুঠি
(p. 194) kuṭhi বি. 1 (প্রধানত ইয়োরোপীয়) ব্যবসায়ীদের কার্যালয় বা বাসস্হান (নীলকুঠি); 2 রাজপুরুষ বা পদস্হ ব্যক্তির বাসগৃহ, বাংলো (কালেক্টরের কুঠি, ম্যাজিস্ট্রেটের কুঠি)। [সং. কোষ্ঠিকা; তু. হি. কোঠি]। ̃ য়াল বি. কুঠির মালিক বা অধ্যক্ষ; সওদাগর। 57)
কেউ
(p. 205) kēu সর্ব. 1 কেহ, কোনো ব্যক্তি; 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেউ নয়)। [বাং. কেহ প্রা. বাং. কেহু]। ̃. কেটা, কেও.কেটা বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্হ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)। বিণ. যে-সে, হেয় করবার মতো; (ব্যঙ্গে) মানী বা পদস্হ (কেউকেটা লোক নয়)। 16)
কেতাব, কিতাব
(p. 206) kētāba, kitāba বি. পুস্তক, গ্রন্হ, বই (তিনি একখানি জবরদস্ত কেতাব লিখেছেন)। [আ. কিতাব]। কেতাবি, কিতাবি বিণ. 1 পুঁথিগত; 2 বইসম্বন্ধীয়। কেতাব-কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) যে সর্বদা বই পড়ে (এবং বইয়ের জগতের বাইরের কিছু জানে না), গ্রন্হকীট। 15)
ক্যাডার, কাডার
(p. 210) kyāḍāra, kāḍāra বি. 1 সৈন্যদলের নিয়মিত সদস্য; 2 রাজনীতিক দল বা সংগঠনের কর্মিবৃন্দ (রাজনীতিক দলগুলো তাদের ক্যাডারদের বোঝাক)। [ইং. ফ. cadre লা. quadro]। 114)
খেলো
(p. 232) khēlō বিণ. 1 নিরেস, নিকৃষ্ট (খেলো কাপড়); 2 হীন, নীচ, অপদস্হ (খেলো হয়ে গেছি); 3 আস্হা স্হাপনের অযোগ্য, বাজে (খেলো কথা)। [সং. ক্ষুদ্রক ক্ষুল্লক খুল্ল]। 45)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
গুণ্ডা
(p. 253) guṇḍā বি. বিণ. 1 দুর্বৃত্ত, বদমাশ; 2 অশান্ত, বেয়াড়া (গুণ্ডা হাতি) ; 3 জবরদস্তি করে এমন। [দেশি]। ̃ মি, ̃ মো বি. গুণ্ডার বৃত্তি বা আচরণ, গুণ্ডার মতো আচরণ। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535004
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140532
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730794
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942988
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696695
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us