Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দৃঢ়তা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনমনীয়
(p. 23) anamanīẏa বিণ. 1 নত করা যায় না এমন; 2 নোয়ানো যায় না এমন; 3 যাকে নিজের মত থেকে বিচ্যুত করা বা টলানো যায় না (অনমনীয় মনোভাব)। [সং. ন+নমনীয়]। ̃ তা বি. দৃঢ়তা। 20)
অব্যভি-চার
(p. 50) abyabhi-cāra বি. ব্যভিচার বা ব্যতিক্রমের অভাব, অস্খলন, অচ্যুতি; স্হিরতা, দৃঢ়তা। [সং. ন+ব্যভিচার]। অব্যভি-চারী (রিন্) বিণ. ব্যভিচার করে না এমন অবৈধ কাজ করে না এমন; নিয়মনিষ্ঠ; দৃঢ, স্হির, অবিচল। 32)
আঁট
(p. 79) ān̐ṭa বি. 1 টান, দৃঢ়তা (বাঁধনের আঁট); 2 বাঁধুনি (কথার বেশ আঁট আছে); 3 সংযম (মুখের আঁট নেই)। বিণ. 1 দৃঢ় (বাঁধন আঁট করা); 2 টানটান, মাপে একটু ছোট টাইট, tight (জামাটা খুব আঁট হয়েছে)। [সং. অট্ট?]। ̃ সাঁট বিণ. ঢিলে নয় এমন (আঁটসাঁট পোশাক)। 14)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
কল্প2
(p. 172) kalpa2 বি. 1 যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ; 2 ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ 432 কোটি বত্সর (কল্পান্তে); 3 শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); 4 প্রলয়; 5 পূজার বিধি (কল্পারম্ভ); 6 অভিপ্রায় (রক্ষাকল্পে); 7 সংকল্প (দৃঢ়কল্প); 8 পক্ষ (মুখ্যকল্প)। [সং. √ ক্9প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]। 27)
কষা৪
(p. 172) kaṣā4 ক্রি. 1 (মাংসাদি) সাঁতলানো; 2 আঁট করে বাঁধা; 3 শক্ত করা (কষে বাঁধো); 4 শুষ্ক বা রুক্ষ হওয়া (শরীর কষে গেছে); 5 জটিল কৌশল করা (প্যাঁচ কষা)। বিণ. 1 আঁট, শক্ত, কড়া; 2 কৃপণ; 3 বদ্ধকোষ্ঠ (কষা ঘাত); 4 সাঁতলানো হয়েছে এমন, সাঁতলে রাঁধা হয়েছে এমন (কষা মাংস)। কষে ক্রি-বিণ. দৃঢ়ভাবে, শক্ত করে, সজোরে (কষে বাঁধো, কষে চড়)। [বাং. √ কষ্]। 63)
কাঠিন্য
(p. 179) kāṭhinya বি. কঠিনতা, অনমনীয়তা, দৃঢ়তা; নির্দয়তা। [সং. কঠিন + য]। 36)
কামড়
(p. 181) kāmaḍ় বি. 1 দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); 2 দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); 3 নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); 4 বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); 5 তীব্রতা (শীতের কামড়)। [দেশি]। কামড়া, কামড়ানো ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি1 বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি বি. 1 পরস্পর ক্রমাগত দংশন; 2 মারামারি। 85)
গাঁথা
(p. 246) gān̐thā ক্রি. 1 পরপর স্হাপনপূর্বক রচনা বা নির্মাণ করা (ফুল দিয়ে মালা গাঁথা, ইট দিয়ে বাড়ি গাঁথা, ভিত গাঁথা); 2 দৃঢ়সংলগ্ন থাকা, চিরদিন অটুট বা জাগরূক থাকা (কথাটা মনে গেঁথে গেছে) ; 3 আবদ্ধ বা যুক্ত করা (বঁড়শিতে মাছ গাঁথা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √গাঁথ্ (সং. √গ্রন্হ্) + আ]। 14)
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
ছেঁদে
(p. 304) chēn̐dē অস-ক্রি. 1 দৃঢ়ভাবে জড়িয়ে ('ছেঁদে ধরি গলে'); 2 কৌশলে উত্থাপন করে (কথা ছেঁদে)। [বাং. ছাঁদা]। 131)
জোর
(p. 330) jōra বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ̃ কপাল, ̃ বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ̃ জবর-দস্তি, ̃ জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ̃ জার বি. জবরদস্তি। ̃ তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ̃ দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)। 22)
ঝিঁক, ঝিক
(p. 336) jhin̐ka, jhika বি. হাঁড়ি, কড়াই প্রভৃতি দৃঢ়ভাবে বসাবার জন্য উনুনের পার্শ্বস্হ চূড়া। [মরা. √ ঝিংক = ধরা, ধরে রাখা]। 51)
ডাঁটো
(p. 355) ḍān̐ṭō বিণ. 1 শক্ত, কঠিন; 2 ডাঁসা, আধপাকা; 3 সমর্থ, বলিষ্ঠ, দৃঢ়কায় (ডাঁটো লোক না হলে এ কাজ পারবে না); 4 আসিদ্ধ (ডাঁটো ভাত)। [ সং. দৃঢ়]। 7)
ত2, তো
(p. 363) ta2, tō অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবত্]। 3)
তদনু-রূপ
(p. 365) tadanu-rūpa বিণ. সেইরকম, সেইরূপ, তাদৃশ, তার মতো, তত্তুল্য (তদনুরূপ চারিত্রিক দৃঢ়তা আর দেখিনি)। ক্রি-বিণ. সেইমতো, সেইরূপভাবে, তদনুসারে (তাহারা তদনুরূপ করিল)। [সং. তদ্ + অনুরূপ]। 20)
তারল্য
(p. 375) tāralya বি. 1 তরল অবস্থা, তরলতা; 2 চপলতা, চঞ্চলতা (শিশুসুলভ তারল্য); 3 দৃঢ়তার অভাব। [সং. তরল + য]। 69)
দার্ঢ্য
(p. 406) dārḍhya বি. 1 দৃঢ়তা, অনমনীয়তা; 2 স্হৈর্য; 3 কাঠিন্য। [সং. দৃঢ় + য]। 28)
দৃঢ়
(p. 418) dṛḍh় বিণ. 1 শক্ত, কঠিন, মজবুত, পোক্ত (দৃঢ় ভিত্তি); 2 কঠোর (দৃঢ়হস্তে শাসন); 3 বলিষ্ঠ (দৃঢ়দেহ); 4 স্হির, অবিচলিত, অটল (দৃঢ়সংকল্প, দৃঢ়চিত্ত); 5 গভীর (দৃঢ়ভক্তি); 6 অকম্পিত (দৃঢ়স্বর); 7 তেজোদৃপ্ত (দৃঢ়কণ্ঠে প্রতিবাদ)। [সং. √ দৃহ্ + ত]। বি. ̃ তা। ̃ কায় বিণ. বলিষ্ঠ দেহবিশিষ্ট। ̃ চেতা বিণ. সংকল্পে অটল, স্হিরচিত্ত। ̃ নিশ্চয় বিণ. স্হিরসিদ্ধান্ত, সুনশ্চিত। ̃ প্রতিজ্ঞ বিণ. কৃতসংকল্প; প্রতিজ্ঞা পালনে অবিচলিত। ̃ ব্রত বিণ. কিছুতেই সংকল্পচ্যুত হয় না এমন; কঠোর অধ্যবসায়যুক্ত। ̃ মুষ্টি বিণ. 1 সহজে শিথিল হয় না এমন মুষ্টিযুক্ত, আঁট মুষ্টিযুক্ত; 2 (আল.) কৃপণ। ̃ মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2 (আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। ̃ সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ী-কৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ী-ভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ী-ভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত। 5)
দ্রঢ়িষ্ঠ
(p. 426) draḍh়iṣṭha বিণ. 1 দৃঢ়তম; 2 অত্যন্ত দৃঢ়। [সং. দৃঢ় + ইষ্ঠ]। স্ত্রী. দ্রঢ়িষ্ঠা। 56)
দ্রঢ়ীয়ান,
(p. 426) draḍh়īẏāna, (বর্জি.) দ্রঢ়ীয়ান্ (-য়স্) বিণ. দৃঢ়তর। [সং. দৃঢ় + ঈয়স্]। স্ত্রী. দ্রঢ়ীয়সী। 57)
নিশ্চয়
(p. 473) niścaẏa বি. সন্দেহাতীত জ্ঞান, স্হির ধারণা, নির্ধারণ, সিদ্ধান্ত (কৃতনিশ্চয়, নিশ্চয় করেছি, দৃঢ়নিশ্চয়)। বিণ. (বাং.) 1 নিঃসংশয় (এ বিষয়ে আমি নিশ্চয় হতে পারিনি); 2 স্হির (নিশ্চয় শাস্ত্রবাক্য)। ক্রি-বিণ. (বাং.) নিঃসন্দেহে, অবশ্য (আমি নিশ্চয় জানি)। [সং. নির্ + √ চি + অ]। ̃ তা বি. নিশ্চিতি; স্হিরতা; নিঃসংশয়তা। নিশ্চায়ক বিণ. নিশ্চয়কারী; নির্ণেতা, নির্ধারক। নিশ্চিত বিণ. নিঃসংশয়, নিঃসন্দেহ (নিশ্চিত হয়ে বলা)। ক্রি-বিণ. অবশ্য, নিশ্চয় (সে নিশ্চিত আসবে)। নিশ্চিতি বি. নিশ্চয়তা; নিঃসংশয়তা; স্হিরতা (তার আসার কোনো নিশ্চিতি নেই)। 35)
পণ
(p. 488) paṇa বি. 1 প্রতিজ্ঞা, দৃঢ়সংকল্প (পণরক্ষা); 2 বাজি, খেলায় হারজিতের মূল্য (প্রাণপণ, জমি পণ রেখে খেলা); 3 শর্ত, কড়ার (ধনুকভাঙা পণ); 4 বিবাহে বরপক্ষকে বা কন্যাপক্ষকে দেয় শুল্ক বা অর্থমূল্য (পণপ্রথা); 5 ক্রেয় বা বিক্রেয় বস্তু; 6 সংখ্যার পরিমাণবিশেষ, কুড়ি গণ্ডা। [সং. √ পণ্ + অ]। ̃ কিয়া বি. (গণি.) কুড়ি গণ্ডা বা পণ-সম্পর্কিত গণনা। ̃ ন বি. বিনিময়; বিক্রয়। ̃ প্রথা বি. বিবাহাদিতে বরপক্ষকে বা কন্যাপক্ষকে অর্থ দেবার রীতি। ̃ বদ্ধ বিণ. অঙ্গীকারবদ্ধ। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন। 2)
পরি-ণদ্ধ
(p. 497) pari-ṇaddha বিণ. 1 সম্বদ্ধ, দৃঢ়ভাবে যুক্ত; 2 পরিবেষ্টিত; 3 বিস্তৃত, ব্যাপ্ত। [সং. পরি + √ নহ্ + ত]।
প্রতিজ্ঞা
(p. 538) pratijñā বি. 1 সংকল্প, দৃঢ় পণ; 2 শপথ, অঙ্গীকার; 3 (জ্যামি.) প্রতিপাদ্য, সম্পাদ্য বা উপপাদ্য বিষয়। [সং. প্রতি + √ জ্ঞা + অ]। প্রতিজ্ঞ (সচ. সমাসের পরপদে) বিণ. প্রতিজ্ঞাযুক্ত (দৃঢ়প্রতিজ্ঞা)। ̃ ত্ব বিণ. 1 সংকল্পিত; অঙ্গীকৃত; স্বীকৃত; 2 প্রস্তাবিত; 3 অবধারিত। ̃ পত্র বি. অঙ্গীকারপত্র, প্রতিজ্ঞার লিখিত দলিল, একরারনামা। প্রতি-জ্ঞে.য় বিণ. শপথ বা অঙ্গীকারের যোগ্য বা বিষয়ীভূত। 87)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534526
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140043
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730164
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942332
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883434
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838407
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696571
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603033

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us