Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাট্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-পনা
(p. 488) -panā বাংলা ভাষায় ভাববাচক প্রত্যয়বিশেষ (গিন্নিপনা, নাটুকেপনা, গুণপনা)। 67)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অপ্রতি-দ্বন্দ্বী
(p. 40) aprati-dbandbī (-ন্দ্বিন্) বিণ. প্রতিদ্বন্দ্বী বা শত্রু নেই এমন; সমকক্ষহীন (অপ্রতিদ্বন্দ্বী নাট্যকার)। [সং. ন + প্রতিদ্বন্দ্বী (প্রতিদ্বন্দ্বীন্)]। 64)
কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
কাব্য
(p. 181) kābya বি. 1 ভাবপ্রধান ও রসঘন বাক্য; 2 পদ্যসাহিত্য; 3 কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের 'পূরবী' কাব্য); 4 গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)। [সং. কবি + য]। ̃ কলা বি. কাব্য রচনার কৃতি বা কৌশল। ̃ জগত্ বি. 1 কবিসমাজ; 2 কবিকল্পিত জগত্, ভাবজগত্; কবিতায় প্রতিফলিত জগত্। ̃ রস বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য। ̃ রসিক বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি। কাব্যানুশীলন, কাব্যালোচনা বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা। 80)
গণ-নাট্য
(p. 236) gaṇa-nāṭya বি. জনগণের বা সাধারণ মানুষের দুঃখ বেদনা ও সংগ্রামের কথাই যে নাটকে বলা হয়। [সং. গণ + নাট্য]। 48)
গীতি
(p. 250) gīti বি. গান, সংগীত। [সং. √গৈ + তি]। ̃ কবিতা বি. গীতধর্মী আত্মনিষ্ঠ কবিতা। ̃ কা বি. গাথা, গান; ছোট গীতিকবিতা। ̃ কাব্য বি. গীতিকবিতা -র অনুরূপ। ̃ নাট্য বি. যে নাটকে গান প্রধান হয়ে বাচনিক অভিনয়ের স্হান গ্রহণ করে, যে নাটকে গানই সংলাপ; গীতপ্রধান নাটক। 17)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
থিয়েটার
(p. 392) thiẏēṭāra বি. 1 নাট্যশালা, অভিনয়গৃহ; 2 নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)। [ইং. theatre]। ̃ ওয়ালা বি. 1 নাট্যশালার মালিক বা পরিচালক; 2 অভিনেতা। থিয়েটারি বিণ. 1 অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি); 2 নাটুকেপনায় পূর্ণ। 45)
নাট
(p. 452) nāṭa বি. 1 নৃত্য, নাচ; 2 অভিনয় (নাটমঞ্চ); 3 লীলা ('সাক্ষাত্ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট':চৈ. চ); 4 রঙ্গকৌতুক ('দেখিতে আইনু নাট': ভা. চ.); 5 রঙ্গমঞ্চ ('ধন্য হরি ভবের নাটে')। [সং. √ নট্ + অ]। ̃ মন্দির বি. দেবমন্দিরের সম্মুখস্হ যে ঘরে নৃত্যগীত হয়। 55)
নাটুকে
(p. 452) nāṭukē বিণ. 1 নাটকরচয়িতা (নাটুকে রামনারায়ণ); 2 নাটকীয়, নাটকসম্বন্ধীয়; 3 অস্বাভাবিক, কৃত্রিম বা অভিনেতাসুলভ হাবভাবপূর্ণ (নাটুকে চালচলন)। [সং. নাটক + বাং. ইয়া এ]। ̃ পনা বি. অভিনেতাসুলভ কৃত্রিম হাবভাব।
নাটুয়া
(p. 454) nāṭuẏā বিণ. বি. নর্তক; 2 অভিনেতা। [সং. নাট + বাং. উয়া]। 2)
নাট্য
(p. 454) nāṭya বি. 1 নাচ-গান-বাজনা; 2 নৃত্য, নাচ; 3 অভিনয়; 4 নাটক। [সং. নট + য]। ̃ কলা বি. 1 নৃত্য-গীতবাদ্যের বিদ্যা; 2 অভিনয়বিদ্যা। ̃ কাব্য বি. নাটকের আঙ্গিকে রচিত কাব্য। ̃ গোষ্ঠী বি. নাটক অভিনয়কারীর দল। ̃ মন্দির, ̃ শালা বি. 1 রঙ্গালয়, যেখানে নাটক অভিনীত হয়, প্রেক্ষাগৃহ; 2 নাচঘর, নৃত্যশালা। নাট্যাচার্য বি. নাটক অভিনয়ের শিক্ষাগুরু। নাট্যাভিনয় বি. নাটকের অভিনয়। নাট্যামোদী বি. বিণ. নাটকের অভিনয় দেখতে ভালোবাসে এমন দর্শক, নাটকপ্রিয় দর্শক। নাট্যোত্-সব বি. নাটকের অভিনয়সংক্রান্ত অনুষ্ঠান; যে অনুষ্ঠানে নানাবিধ বা নানান নাটকের প্রদর্শনীর ব্যবস্হা হয়। 3)
নৃত্য
(p. 475) nṛtya বি. সাবলীল ও ছন্দযুক্ত শরীরবিক্ষেপের ভঙ্গিবিশেষ, নাচ, নর্তন। [সং. √ নৃত্ + য]। ̃ গীত বি. নাচগান। ̃ নাট্য বি. নাচসহযোগে অভিনেয় নাটক। ̃ পটীয়সী বিণ. (স্ত্রী.) নাচতে পটু, নৃত্যশিল্পে দক্ষতাযুক্তা। ̃ পর বিণ. 1 নাচতে ভালোবাসে এমন; 2 নাচছে এমন। স্ত্রী. ̃ পরা ('নৃত্যপরা মেনকার কনকনূপুর': রবীন্দ্র)। ̃ শালা বি. 1 নাচঘর; 2 রঙ্গমঞ্চ। 122)
প্রেক্ষা
(p. 554) prēkṣā বি. 1 দর্শন, পর্যবেক্ষণ; 2 পর্যালোচনা; 3 অভিনয় বা নৃত্য প্রদর্শন (প্রেক্ষাগৃহ)। [সং. প্র + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ গার, ̃ গৃহ বি. 1 রঙ্গালয়, নাট্যশালা বা সিনেমা-হল; 2 মানমন্দির, observatory. ̃ পট বি. দৃশ্যপট, কাছের বা দূরের দৃশ্য, পটভূমি, perspective. 102)
বিদূষক
(p. 614) bidūṣaka বি (নাট্যে) নায়কের রসিক সহচর; ভাঁড়। বিণ. নিন্দুক, যে নিন্দা করে। [সং. বি + √ দূষি + অক]। 24)
ভরত2
(p. 658) bharata2 বি. 1 রামায়ণে দশরথের দ্বিতীয় পুত্র; 2 রাজর্ষিবিশেষ; 3 নাট্যশাস্ত্রপ্রণেতা মুনি; 4 শকুন্তলার পুত্র। [সং. ভর + √ তন্ + অ]। 15)
ভারত-নাট্যম
(p. 664) bhārata-nāṭyama বি. দক্ষিণ ভারতে উদদ্ভূত সুবিখ্যাত ধ্রুপদী নৃত্য শৈলীবিশেষ। 4)
ভাস
(p. 664) bhāsa বি. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; 2 শোভা, সৌন্দর্য; 3 শকুন; 4 কুক্কুট পাখি; 5 প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]। 32)
রঙ্গ1
(p. 733) raṅga1 বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; ̃ রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ .ভূমি বি. 1 রণস্হল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ̃ .মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ̃ .শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ̃ .স্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার। 3)
রত্ন
(p. 733) ratna বি. 1 মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা; 2 (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন); 3 সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্য ও অলৌকিক বস্তু। [সং. √ রম্ + ন]। ̃ .খচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়। ̃ .গর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। বি. সমুদ্র। ̃ .গর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। বি. পৃথিবী। ̃ .গিরি বি. সুমেরু পর্বত। ̃ .জীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী। ̃ .দ্বীপ বি. প্রবালদ্বীপ। ̃ .প্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল। ̃ .প্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত। ̃ .প্রসবিনী, ̃.প্রসূ বিণ. (স্ত্রী.) 1 রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা; 2 (আল.) সুসন্তানবতী। ̃ .বনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি। ̃ .ভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার। ̃ .মণ্ডিত-রত্নখচিত -র অনুরূপ। ̃ .ময় বিণ. 1 রত্নপূর্ণ; 2 রত্নদ্বারা নির্মিত বা গঠিত। স্ত্রী. ̃ .ময়ী। ̃ সূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী। রত্নাকর বিণ. 1 রত্নের খনি; 2 সমুদ্র; 3 (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম। রত্নাবলী বি. 1 রত্নসমূহ; 2 রত্নহার; 3 সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ। রত্নাভরণ, রত্নালং-কার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা। 47)
শাস্ত্র
(p. 776) śāstra বি. 1 অপ্রত্যক্ষ জ্ঞানের ভাণ্ডার; 2 বেদ স্মৃতি পুরাণ ইত্যাদি বিধিনিষেধসমন্বিত সংস্কৃত গ্রন্হ (শাস্ত্রবিদ, শাস্ত্র মেনে চলা); 3 ধর্মগ্রন্হ (হিন্দুশাস্ত্র, ধর্মশাস্ত্র, ইসলামশাস্ত্র); 4 বিদ্যাবিজ্ঞানাদি-বিষয়ক গ্রন্হ (গণিতশাস্ত্র, নাট্যশাস্ত্র, দর্শনশাস্ত্র, চিকিত্সাশাস্ত্র); 5 বিদ্যা বা বিজ্ঞান (নানা শাস্ত্রে অভিজ্ঞ)। [সং. √ শাস্ + ত্র]। ̃ কার বিণ. শাস্ত্ররচনাকারী। ̃ চর্চা, শাস্ত্রানু-শীলন, শাস্ত্রালোচনা বি. শাস্ত্রপাঠ ও আলোচনা। ̃ জ্ঞ, ̃ জ্ঞানী (-নিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্র জানে এমন। ̃ বিধি বি. শাস্ত্রের নির্দেশ বা অনুশাসন। ̃ বিহিত, ̃ সংগত, ̃ সম্মত, শাস্ত্রানু-মত, শাস্ত্রানু-মোদিত বিণ. শাস্ত্রনির্দিষ্ট। ̃ ব্যাখ্যা বি. শাস্ত্রীয় বিধিনির্দেশের অর্থ বা তাত্পর্য বর্ণনা। শাস্ত্রার্থ বি. শাস্ত্রের তাত্পর্য। শাস্ত্রী (-স্ত্রিন্) বিণ. শাস্ত্রজ্ঞ। বি. শাস্ত্রজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ। শাস্ত্রীয় বিণ. শাস্ত্রসম্বন্ধীয় (শাস্ত্রীয় আলোচনা); শাস্ত্রোক্ত, শাস্ত্রানুমত (শাস্ত্রীয় বিধি, অশাস্ত্রীয় অনুষ্ঠান)। শাস্ত্রীয় সংগীত বি. উচ্চাঙ্গ সংগীত। শাস্ত্রোক্ত বিণ. শাস্ত্রে উল্লিখিত। 34)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140262
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730423
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942602
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883511
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838444
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us