Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শাস্ত্র এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শাস্ত্র এর বাংলা অর্থ হলো -

(p. 776) śāstra বি. 1 অপ্রত্যক্ষ জ্ঞানের ভাণ্ডার; 2 বেদ স্মৃতি পুরাণ ইত্যাদি বিধিনিষেধসমন্বিত সংস্কৃত গ্রন্হ (শাস্ত্রবিদ, শাস্ত্র মেনে চলা); 3 ধর্মগ্রন্হ (হিন্দুশাস্ত্র, ধর্মশাস্ত্র, ইসলামশাস্ত্র); 4 বিদ্যাবিজ্ঞানাদি-বিষয়ক গ্রন্হ (গণিতশাস্ত্র, নাট্যশাস্ত্র, দর্শনশাস্ত্র, চিকিত্সাশাস্ত্র); 5 বিদ্যা বা বিজ্ঞান (নানা শাস্ত্রে অভিজ্ঞ)।
[সং. √ শাস্ + ত্র]।
কার বিণ. শাস্ত্ররচনাকারী।
চর্চা,
শাস্ত্রানু-শীলন, শাস্ত্রালোচনা বি. শাস্ত্রপাঠআলোচনা।
জ্ঞ,জ্ঞানী
(-নিন্),দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্র জানে এমন।
বিধি
বি. শাস্ত্রের নির্দেশ বা অনুশাসন।
বিহিত,সংগত,সম্মত,
শাস্ত্রানু-মত, শাস্ত্রানু-মোদিত বিণ. শাস্ত্রনির্দিষ্ট।
ব্যাখ্যা
বি. শাস্ত্রীয় বিধিনির্দেশের অর্থ বা তাত্পর্য বর্ণনা।
শাস্ত্রার্থ বি. শাস্ত্রের তাত্পর্য।
শাস্ত্রী (-স্ত্রিন্) বিণ. শাস্ত্রজ্ঞ।
বি. শাস্ত্রজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ।
শাস্ত্রীয় বিণ. শাস্ত্রসম্বন্ধীয় (শাস্ত্রীয় আলোচনা); শাস্ত্রোক্ত, শাস্ত্রানুমত (শাস্ত্রীয় বিধি, অশাস্ত্রীয় অনুষ্ঠান)।
শাস্ত্রীয় সংগীত বি. উচ্চাঙ্গ সংগীত।
শাস্ত্রোক্ত বিণ. শাস্ত্রে উল্লিখিত।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শুয়া, শোয়া
(p. 783) śuẏā, śōẏā ক্রি. শয়ন করা (এখন শুয়েছ কেন?)। বি. উক্ত অর্থে (শোয়া-বসার জায়গা)। বিণ. শুয়ে আছে এমন (শোয়া লোকটি)। [সং. √ শী + বাং. আ]। ̃ নো ক্রি. শয়ন করানো। বি. বিণ. উক্ত অর্থে। শোয়া-বসা বি. 1 শোয়া এবং বসা; 2 (আল.) বসবাস। 3)
শাল৩
(p. 776) śāla3 বি. শীত নিবারণের জন্য ব্যবহৃত (সচ. পশমের) চাদরবিশেষ। [ফা. শাল]। ̃ ওয়ালা বি. শালবিক্রেতা। ̃ কর বি. 1 শালবিক্রেতা; 2 যে শাল মেরামত করে বা ধোয়। 5)
শ্যাম্পু
(p. 786) śyāmpu বি. চুল পরিষ্কার করার তরলীকৃতসুগন্ধযুক্ত পদার্থবিশেষ বা তা দিয়ে চুল ধোঁয়া। [ইং. shampoo]। 47)
শানা৩, শানোনো
(p. 773) śānā3, śānōnō ক্রি. বি. ক্ষুধা-আকাঙ্ক্ষাদি শান্ত বা পরিতৃপ্ত হওয়া, মেটা (এতটুকু খাবারে তার শানায় না)। [ সং. শম্ + বাং. আ]। 60)
শৌচ
শায়ী
(p. 773) śāẏī (-য়িন্) বিণ. শয়নকারী, শয়িত (ধরাশায়ী)। [সং. √ শী + ইন্]। স্ত্রী. শায়িনী। 84)
শুধরানো
(p. 781) śudharānō ক্রি. বি. সংশোধন করা, দোষ মুক্ত করা বা হওয়া (লেখাটা শুধরে দাও, ছেলেটার স্বভাবটা শোধরাল না, সে নিজেকে অনেকটা শুধরে নিয়েছে)। [ সং. √ শুধ্]। 38)
শোচিত
(p. 784) śōcita বিণ. যার জন্য শোক করা হচ্ছে এমন। [সং. √ শুচ্ + ণিচ্ + ত]। 45)
শিক্ষয়িতা
শ্রাদ্ধ
(p. 786) śrāddha বি. 1 শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির উদ্দেশে পিণ্ডদানশাস্ত্রবিহিত অন্যান্য অনুষ্ঠান; 2 (ব্যঙ্গে) অযথা প্রয়োগ বা ব্যয়, অপচয় (টাকার শ্রাদ্ধ); 3 দারুণ উত্পীড়ন, সর্বনাশ (সে লোকটার শ্রাদ্ধ করে ছাড়বে-তু. আদ্যশ্রাদ্ধ)। [সং. শ্রদ্ধা + অ]। শ্রাদ্ধ খাওয়া ক্রি. বি. শ্রাদ্ধ উপলক্ষ্যে নিমন্ত্রিত হয়ে ভোজ খাওয়া। শ্রাদ্ধ গড়ানো ক্রি. বি. অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্হায়ী হওয়া। ̃ বাসর বি. শ্রাদ্ধের দিন। ̃ শান্তি বি. মৃতের আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধাদির অনুষ্ঠান। শ্রাদ্ধিক, শ্রাদ্ধীয় বিণ. শ্রাদ্ধসম্বন্ধীয়; শ্রাদ্ধে প্রদেয়। বি. শ্রাদ্ধে প্রদেয় দ্রব্য। ভূতের বাপের শ্রাদ্ধ (আল.) অতি বিশৃঙ্খল ব্যাপার। 62)
শোনা, শোনানো
(p. 784) śōnā, śōnānō দ্র শুনা। 53)
শায়ের
(p. 773) śāẏēra বি. 1 যে মুখে-মুখে পদ্য রচনা করতে পারে; 2 মুখে-মুখে রচিত পদ্য; 3 ছোটো পদ্য, দোহা। [আ. শাএর্]। 85)
শিরোরূহ
(p. 779) śirōrūha বি. মাথার চুল। [সং. শিরস্ + √ রুহ্ + অ]। 20)
শিকড়
শাশুড়ি
(p. 776) śāśuḍ়i বি. পতি বা পত্নীর জননী বা তত্স্হানীয়া নারী, শ্বশ্রূ। [ বাং. শ্বশুরী]। 22)
শাবান
(p. 773) śābāna বি. ইসলামি বত্সরের অষ্টম মাস। [আ. শাআবান্]। 69)
শিরা
শৌনিক
(p. 786) śaunika বি. 1 কসাই, মাংসবিক্রেতা; 2 মৃগয়া। [সং. শূনা + ইক]। 18)
শুষির
শ্রবণ
(p. 786) śrabaṇa বি. 1 শোনা, আকর্ণন; 2 কান (শ্রবণগোচর, 'বরিষ শ্রবণে তব জলকলরব': দ্বি. রা.)। [সং. √ শ্রু + অন]। ̃পথ বি. কান। ̃বিবর বি. কানের ছিদ্র। ̃বহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে। ̃মধুর বিণ. শ্রুতিমধুর। ̃সুখ-কর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর। শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)। শ্রব্য-কাব্য যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাত্ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2543959
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2149862
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1741990
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 955701
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887156
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840528
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699069
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604324

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us