Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্বাচন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনির্বাচিত
(p. 25) anirbācita বিণ. নির্বাচিত নয় বা বেছে নেওয়া হয়নি এমন; অনির্ধারিত। [সং. ন + নির্বাচিত]। 53)
অবাছাই
(p. 46) abāchāi বিণ. 1 বেছে আবর্জনা ফেলে দেওয়া হয়নি এমন; 2 বেছে নেওয়া হয়নি এমন, অনির্বাচিত; 3 প্রতিযোগিতামূলক খেলায় (টেনিসে) সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত নয় এমন, unseeded. [বাং. অ + বাছাই]। 52)
অমনো-নীত
(p. 55) amanō-nīta বিণ. নির্বাচিত করা হয়নি অমন, পছন্দ করা হয়নি এমন, অপছন্দ, বেছে নেওয়া হয়নি এমন। [সং. ন + মনোনীত]। 47)
আনুষ্ঠানিক
(p. 95) ānuṣṭhānika বিণ. 1 অনুষ্ঠানসম্বন্ধীয়; শাস্ত্রীয় রীতিসম্মত; 2 বিহিত অনুষ্ঠান অনুযায়ী (আনুষ্ঠানিক নির্বাচন)। [সং. অনুষ্ঠান + ইক]। 13)
আবাছা
(p. 99) ābāchā বিণ. 1 যা থেকে অদরকারি বাজে জিনিস বেছে ফেলে দেওয়া হয়নি (আবাছা মশলা, আবাছা চাল); 2 বেছে নেওয়া বা নির্বাচিত করা হয়নি এমন। [বাং. অ + বাছা]। 4)
ইলেক-শন
(p. 116) ilēka-śana বি. ভোট; ভোট দেবার অধিকারী জনগণ কর্তৃক প্রতিনিধি বা সদস্য নির্বাচন। [ইং. election]। 18)
উদ্বর্তন1
(p. 128) udbartana1 বি. 1 উন্নতি; 2 জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা, survival (যোগ্যতমের উদ্বর্তন); 3 সর্বাঙ্গীণ উন্নতি বা প্রসার, development. [সং. উত্ + √ বৃত্ + অন]। 11)
চুনা৩
(p. 290) cunā3 ক্রি. বেছে নেওয়া, নির্বাচন করা (চুনে চুনে জমিয়েছে)। বি. বাছাই; নির্বাচন। [হি. চুন্না]। চুনন বি. নির্বাচন; বাছাই। 88)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
নির্বাচক
(p. 468) nirbācaka বিণ. বি. নির্বাচনকারী; নির্বাচনে যোগ দিতে বা ভোট দিতে অধিকারী ব্যক্তি; elector, voter (স. প.)। [সং. নির্ + √ বচ্ + ণিচ্ + অক]। ̃ মণ্ডল, ̃ মণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)। 87)
নির্বাচন
(p. 468) nirbācana বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। ̃ কেন্দ্র, ̃ ক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন। 88)
পছন্দ
(p. 484) pachanda বিণ. 1 মনঃপূত, মনের মতন (এ কাজ আমার পছন্ত হয়নি); 2 মনোনীত (তাকে আমরাই পছন্দ করেছি)। বি. 1 মনোনয়ন, নির্বাচন; 2 রুচি (পছন্দমতো জিনিস)। [ফা. পসন্দ্]। ̃ মতো, ̃ মাফিক, ̃ সই বিণ. মনের মতো। 19)
পতি
(p. 488) pati বি. স্বামী, ভর্তা (পতিপুত্র, ভগিনীপতি); 2 কর্তা, প্রভু, অধীশ্বর (ভূপতি, পৃথিবীপতি); 3 পালক, রক্ষক; 4 পরিচালক, নেতা (দলপতি); 5 সর্বাধ্যক্ষ, প্রধান ব্যক্তি (রাষ্ট্রপতি, সভাপতি)। [সং. √ পা (=পালন করা) + অতি]। পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী। ̃ ঘাতিনী বিণ. (স্ত্রী.) স্বামীর হত্যাকারিণী, স্বামীহন্ত্রী। ̃ ত্ব বি. পতির পদ বা কাজ (পতিত্বে বরণ করা)। ̃ দেবতা বি. পতিরূপ দেবতা। ̃ পরায়ণা বিণ. (স্ত্রী.) পতির প্রতি একান্ত অনুরক্তা। ̃ প্রাণা বিণ. (স্ত্রী.) স্বামীকে নিজের প্রাণস্বরূপ জ্ঞানকারিণী; পতিব্রতা। ̃ বত্নী বিণ. (স্ত্রী.) সভর্তৃকা, সধবা। ̃ ব্রতা বিণ. (স্ত্রী.) পতিসেবাকে পুণ্য ব্রতরূপে গ্রহণকারিণী, সাধ্বী। ̃ মতী বিণ. 1 পতি আছে এমন, সধবা; 2 প্রভুযুক্তা (পতিমতী পৃথ্বী)। ̃ সেবা বি. স্ত্রীকর্তৃক পতির পরিচর্যা। ̃ হীনা বিণ. (স্ত্রী.) স্বামীহীনা; বিধবা। 14)
পৌর
(p. 534) paura বিণ. 1 নগরের ('দুয়ার রুদ্ধ পৌর ভবনে'); 2 পুরবাসী (পৌরজন); 3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা); 4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)। বি. পৌরজন ('দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল': ব. চ.)। [সং. পুর + অ]। ̃ পিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান। ̃ প্রধান দ্র পৌরপ্রধান। ̃ মুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)। ̃ সভা, ̃ সংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি। ̃ স্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী। 55)
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
প্রাকৃতিক
(p. 552) prākṛtika বিণ. 1 নৈসর্গিক, প্রকৃতিবিষয়ক (প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য); 2 জড়পদার্থসম্বন্ধীয় (প্রাকৃতিক বিজ্ঞান)। [সং. প্রকৃতি + ইক]। প্রাকৃতিক নির্বাচন প্রাকৃতিক জগতের যে নিয়মে জীবনসংগ্রামে যোগ্যতম প্রাণীরাই টিকে থাকে, Natural Selection. 61)
বরণ2
(p. 580) baraṇa2 বি. 1 সাদরে গ্রহণ নিয়োগ বা অভ্যর্থনা (গুরুবরণ, বধূচরণ, বর্ষাবরণ, সভাপতি পদে বরণ); 2 পূজার জন্য দেবতাকে বা কন্যাদানকালে জামাতাকে অভ্যর্থনা (জামাইবরণ); 3 স্বেচ্ছায় স্বীকার (মৃত্যুবরণ, কারাবরণ); 4 প্রার্থনা; 5 নির্বাচন, মনোনয়ন; 6 বরণ করবার কাপড়। [সং. √ বৃ + অন]। ̃ কর্তা বিণ. বরণকারী, যে বরণ করে। ̃ ডালা বি. বরণের উপকরণ রাখার ডালা। ̃ মালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়। বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়। বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়। স্ত্রী. বরণীয়া। 42)
বাছ, বাছন, বাছনি1
(p. 591) bācha, bāchana, bāchani1 বি. 1 নির্বাচন, বাছাই; 2 মনোনয়ন, পছন্দকরণ; 3 অপকৃষ্ট অংশ থেকে পৃথক্করণ। [বাছা2 দ্র]। বাছ-পড়া বিণ. বেছে নেওয়ার সময় অগ্রাহ্য বলে বর্জিত। 98)
বাছা2
(p. 591) bāchā2 ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণদোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। ̃ ই বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা। বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচন ও মনোনয়ন; আবর্জনামুক্ত করানো। ̃ বাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)। ̃ বাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া। 102)
ভোট2
(p. 670) bhōṭa2 বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ̃ .কেন্দ্র বি. ভোট দেবার স্হান। ̃ .প্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধি-কার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটা-ভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা। 83)
মনো-নীত
(p. 676) manō-nīta বিণ. 1 পছন্দ করা হয়েছে এমন, নির্বাচিত (পিতার মনোনীত পাত্রীর সঙ্গে বিবাহ); 2 মনোনয়নপ্রাপ্ত। [সং. মনস্ + নী + ত]। স্ত্রী. মনো-নীতা। 144)
মনো-নয়ন
(p. 676) manō-naẏana বি. 1 পছন্দ করা, নির্বাচন (পুত্রের জন্য পাত্রী মনোনয়ন করা); 2 ভোট ছাড়াই প্রতিনিধি নির্বাচন, nomination [সং. মনস্ + √ নী + অন]। 142)
রাষ্ট্র
(p. 743) rāṣṭra বি. 1 এক শাসনতন্ত্রের অধীন দেশ, স্বাধীন দেশ; 2 কোনো দেশের অংশ, রাজ্য, প্রদেশ। বিণ. (বাং.) (দেশময়) প্রচারিত, ঘোষিত, বিদিত (কথাটা রাষ্ট্র হয়ে গেছে)। [সং. রাজ্ + ষ্ট্র]। রাষ্ট্র করা ক্রি. বি. প্রচারিত করা। ̃ .দূত বি. রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অন্য রাষ্ট্রে প্রেরিত দূত। ̃ .নায়ক বি. রাষ্ট্রের শাসক বা পরিচালক। ̃ .নীতি বি. রাষ্ট্র পরিচালনার বা শাসনের নীতি রাজনীতি। ̃ .নীতিক, (বাং. প্রয়োগ) ̃ .নৈতিক বিণ. রাজনীতিমূলক রাজনীতিবিষয়ক। ̃ .পতি বি. 1 রাষ্ট্রের অধিপতি, নৃপতি; 2 ভারতীয় সাধারণতন্ত্রের নির্বাচিত পরিচালক, President. ̃ .প্রধান বি. রাষ্ট্রের শাসক বা অধিপতি; সংবিধান-অনুযায়ী কোনো রাষ্ট্রের প্রধান। ̃ .বিজ্ঞান বি. রাষ্ট্রের উত্পত্তি, বিকাশ ও পরিচালন-বিষয়ক বিদ্যা, political science. ̃ .বিপ্লব বি. 1 রাষ্ট্রের শাসনতন্ত্রের সর্বাত্নক পরিবর্তন (ফরাসি বিপ্লব); 2 রাষ্ট্রের আভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহাদি, গৃহযুদ্ধ। ̃ .ভাষা বি. রাষ্ট্রের সরকারি ভাষা। ̃ .মন্ত্রী বি. কোনো সরকারের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী অপেক্ষা কম মর্যাদা ও ক্ষমতাসম্পন্ন মন্ত্রী। ̃ .সংঘ, ̃.সঙ্ঘ বি. বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের সংস্হাবিশেষ, UNO. রাষ্ট্রিক, রাষ্ট্রীয় বিণ. 1 রাষ্ট্রসম্বন্ধীয় (রাষ্ট্রিক প্রয়োজন, রাষ্ট্রীয় মর্যাদা); 2 রাষ্ট্রের দ্বারা পরিচালিত (রাষ্ট্রীয় বিদ্যালয়)। 22)
রিটার্নিং অফিসার
(p. 743) riṭārni ṃaphisāra বি. নির্বাচনে নির্দিষ্ট এলাকার আধিকারিকবিশেষ। [ইং. returning officer]। 47)
লোক
(p. 764) lōka বি. 1 মানুষ, ব্যক্তি (বহু লোক); 2 জনসাধারণ (লোকনিন্দা, লোকাপাবাদ, লোকে কী বলে?); 3 স্বর্গ মর্ত্য পাতাল-এই তিন জগত্; 4 ভূঃ ভুবঃ স্বঃ মহঃ জনঃ তপঃ সত্য-এই সপ্ত ভুবন; 5 জগত্, ভুবন (মর্ত্যলোক, 'অলোকলোকে জন্ম নেব': রবীন্দ্র)। [সং. √ লোক্ + অ]। ̃ .ক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি। ̃ .গাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত। ̃ .গীতি বি. পল্লিসংগীত। ̃ .চক্ষু বি. জনসাধারণের বা সর্বসাধারণের দৃষ্টি। ̃ .চরিত্র বি. মানবপ্রকৃতি। ̃ .জন বি.নানালোক; অনুচরবর্গ, দলবল। ধর্ম বি. প্রচলিত রীতিনীতি বা আদর্শ। নাথ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 মহেশ্বর 5 রাজা। নিন্দা বি. জনসাধারণ কর্তৃক নিন্দা। নিরুক্তি বি. সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া। পরম্পরা বি. পরপর বহুলোক, লোকের ক্রম বা ধারা, পুরুষানুক্রম। পাল রাজা ইন্দ্রাদি অষ্ট দিকপাল। পিতামহ বি. ব্রহ্মা। প্রবাদ বি. জনশ্রুতি। প্রসিদ্ধ বিণ. বিখ্যাত। বল বি. জনবল সাহায্যকারী ব্যক্তিগণ। বহির্ভূত, বাহ্য বিণ. মনুষ্যসমাজের বহির্ভূত, মানুষের মধ্যে দেখা যায় না এমন। ব্যবহার বি. সামাজিক রীতিনীতি। মান্য বিণ. সকলের কাছে সম্মানিত। যাত্রা বি. সংসারযাত্রা। লজ্জা, (প্রধানত কাব্যে) লাজ বি. জনসাধারণের কাছে লজ্জা। লশকর, লস্কর বি. সৈন্যবাহিনী ও সংশ্লিষ্ট লোকজন, অনুচরবর্গ। লীলা বিণ. ভবলীলা, জীবদ্দশা। লৌকতা বি. সামাজিকতা। শিক্ষা বি. (যাত্রা, কথকতা ইত্যাদির মাধ্যমে) আপামর সর্বসাধারণের জন্য শিক্ষা। সংগীত বি. (মুলত গ্রামের) সর্বসাধারণের মধ্যে প্রচলিচ গান, folksong. সংস্কৃতি বি. পল্লিজীবনের সংস্কৃতি, গ্রামের সংস্কৃতি। সভা বি. গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচিত দেশের সর্বোচ্চ আইনসভা। সমাজ বি. মনুষ্যসমাজ, মনুষ্যজাতি। সাহিত্য বি. পল্লিজীবনকে অবলম্বন করে রচিত সাহিত্য। স্হিতি বি. মনুষ্যসমাজের স্হায়িত্ব সমাজবন্ধন। হাসা-হাসি বি. জনসাধারণ কর্তৃক উপহাস। হিত বি. মনুষ্যজাতির কল্যাণ। হিতৈষী (-ষিন্) বিণ. মনুষ্যজাতির কল্যাণকামী। লোক-সান বি. 1 ক্ষতি 2 যে দরে কেনা হয়েছে তার চেয়ে কম মূল্য গ্রহণ (লোকসান দিয়ে বিক্রি করা)। আ. নুক্সান। লোক-সানি বিণ. যাতে লোকসান স্বীকার করতে হয় এমন (লোকসানি কারবার)। লোকাকীর্ণ বিণ. জনাকীর্ণ, বহু লোকের ভিড়ে পূর্ণ (লোকাকীর্ণ সভাগৃহ)। সং. লোক + আকীর্ণ। লোকাচার বি. মনুষ্যসমাজের রীতিনীতি, সামাজিক প্রথা। সং. লোক + আচার। লোকাতীত বিণ. অলৌকিক, অসাধারণ, মনুষ্যলোকে বা মনুষ্যজগতে যা ঘটে না (লোকাতীত মহিমা)। সং. লোক + অতীত। লোকাধিক্য বি. লোকজনের আতিশয্য বা ভিড়। সং. লোক + আধিক্য। লোকান্তর বি. 1 ভিন্ন জগত্ 2 পরলোক (লোকান্তরগমন)। সং. লোক + অন্তর। লোকান্তরিত বিণ. অন্য জগতে বা পরলোকে গমন করেছে এমন, মৃত। স্ত্রী. লোকান্তরিতা। লোকাপ-বাদ বি. জনসাধারণ কর্তৃক নিন্দা, অপবাদ। সং. লোক + অপবাদ। লোকাভাব বি. 1 লোকজনের ঘাটতি 2 সাহায্য করার মতো লোকের অভাব। সং. লোক + অভাব। লোকায়ত বিণ. 1 চার্বাকের মতাবলম্বী, নাস্তিক 2 ধর্মনিরপেক্ষ 3 লৌকিক। বি. চার্বাকের মত, নাস্তিক্যবাদ। সং. লোক + আয়ত। লোকায়তিক বিণ. চার্বাকের মতাবলম্বী বা নাস্তিক। বি. চার্বাক। লোকারণ্য বি. বহু অসংখ্য লোকের সমাবেশ (লোকে লোকারণ্য)। সং. লোক + অরণ্য। লোকাল বিণ. আঞ্চলিক। ইং. local। লোকাল বোর্ড কয়েকটি সন্নিহিত গ্রামের উন্নতিকল্পে গ্রামের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ। লোকালয় বি. নগর গ্রাম প্রভৃতি যেখানে মানুষজন বাস করে জনপদ। সং. লোক + আলয়। লোকিত বিণ. দৃষ্ট, দেখা বা লক্ষ করা হয়েছে এমন (অবলোকিত)। সং. লোক্ + ত। লোকেশ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 নৃপতি, রাজা। সং. লোক + ঈশ। লোকেশ্বর-লোকেশ-এর অনুরূপ। লোকোক্তি বি. 1 লোককথা, জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনি লোকশ্রুতি, জনশ্রুতি। সং. লোক + উক্তি। লোকোত্তর বিণ. 1 অলৌকিক 2 অসাধারণ (লোকোত্তর পুরুষ, লোকোত্তর প্রতিভা)। সং. লোক + উত্তর। লোচন বি. চক্ষু, নয়ন, নেত্র। সং. লোচ্ + অন। লোচ্চা বিণ. লম্পট, দুশ্চরিত্র (লোচ্চা ছেলে)। ফা. লুচ্চা। লোটন বি. 1 ভূমিতে গড়াগড়ি দেওয়া 2 ঝুঁটিওয়ালা পায়রাবিশেষ, নোটোন 3 ঢিলা করে বাঁধা খোঁপা। সং. লুঠ্ + বাং. অন। লোটা 1 বি. ঘটি। হি. লোটা। কম্বল বি. 1 ঘটি ও গায়ের কম্বল 2 (আল.) সামান্য সম্বল, খাওয়া ও শোয়া সামান্য সরঞ্জাম। লোটা 2, লোটানো, লোড়া যথাক্রমে লুটা, লুটানো ও নোড়া-র রূপভেদ। লোড-শেডিং বি. বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিদ্যুত্শক্তির সাময়িক ক্রিয়ালোপ গতিশীল বিদ্যুত্প্রবাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকা। ইং. load-shedding। লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। সং. রুধ্ + অ, র। রেণু বি. লোধ্রগাছের ছালের গুঁড়ো, যা প্রাচীনকালে প্রসাধনীরূপে ব্যবহৃত হত। লোনা বিণ. লবণাক্ত (লোনা জল)। বি. 1 লবণের অংশ বা লবণজাতীয় উপাদান (লোনা ধরা, দেওয়ালে লোনা লাগা) 2 মাটিতে বা জলে লবণের আধিক্য (লোনায় স্বাস্হ্যহানি হওয়া)। বাং. লুন + আ। লোপ বি. 1 বিনাশ, ধ্বংস (বংশলোপ) 2 অবসান (চৈতন্যলোপ)। সং. লুপ্ + অ। প্রাপ্ত বিণ. লোপ পেয়েছে বা ধ্বংস হয়েছে এমন। লোপ্ত্র বি. লুটের মাল, চুরির ধন। সং. লুপ্ + ষ্ট্রন্। লোপাট বিণ. 1 সম্পূর্ণ লুণ্ঠিত বা আত্মসাত্ করা হয়েছে এমন (জিনিসপত্র লোপাট) 2 নিশ্চিহ্ন, লুপ্ত (প্রমাণ লোপাট)। সং. লুপ্ত লুপত লোপাট। লোপাপত্তি বি. লোপাট হওয়া বা করা বিলুপ্তি। তু. লোপাট। লোফা ক্রি. বি. মাটিতে পড়ার আগেই শূন্য থেকে ধরে নেওয়া। সং. লুফ + বাং. আ। লুফি বি. পরস্পরের প্রতি ছুড়ে দেওয়া ও লোফা। লোবান বি. ধুনোর মতো গন্ধযুক্ত বৃক্ষনির্যাসবিশেষ। আ. লুবান। লোভ বি. 1 পাবার জন্য বা লাভ করার জন্য তীব্র বাসনা, লিপ্সা (ধনলোভ, খ্যাতির লোভ) 2 পরদ্রব্য আত্মসাত্ করার প্রবৃত্তি 3 বিষয়বাসনা (লোভ জয় করা)। সং. লুভ্ + অ। ন বি. 1 প্রলুব্ধ করা (করেছে আমার নয়ন লোভন রবীন্দ্র) 2 প্রলোভন। বিণ. লোভজনক, লুব্ধ করে এমন (নয়নলোভন রূপ, লোভন গন্ধ)। নীয় বিণ. লোভজনক স্পৃহণীয়। স্ত্রী. নীয়া। লোভা বিণ. 1 লোভনীয় 2 (আঞ্চ.) লোভী (লোভা ছেলে)। লোভাতুর বিণ. অতিশয় লোলুপ হয়েছে এমন, লোভপীড়িত। স্ত্রী. লোভাতুরা। লোভিত বিণ. প্রলোভিত, লুব্ধ করা হয়েছে এমন। লোভী (-ভিন্) বিণ. লোভযুক্ত, লোলুপ। লোভা বিণ. 1 (আঞ্চ.) লোভী 2 (সমাসের উত্তরপদে) মোহজনক, মুগ্ধকর (মনোলোভা)। ক্রি. (কাব্যে) লোভ করা (শৃগাল হইয়া... লোভিলি সিংহীরে মধু.) সং. লুভ্ + বাং. আ। লোভাতুর, লোভী দ্র লোভ। লোম (-মন্) বি. 1 কেশ, রোম মাথা ও মুখমণ্ডল ব্যাতীত দেহের অন্যান্য অবয়বের চুল 2 পশম। সং. লূ + মন্। কূপ, জ, ফোঁড়া, রাজি, হর্ষ, হর্ষক যথাক্রমে রোমকূপ, রোমজ, রোমফোঁড়া, রোমরাজি, রোমহর্ষ ও রোমহর্ষক-এর অনুরূপ। দ্র রোম। লোমাবলি, লোমোদগম যথাক্রমে রোমাবলি ও রোমোদগম-এর অনুরূপ। লোর বি. (প্রা. কা.) অশ্রু, চোখের জল (নয়নকো লোর গো. দা.) সং. লোত্র। লোল বিণ. 1 চঞ্চল, বিলোল (লোল কটাক্ষ) 2 লকলকে (লোল রসনা) 3 লোলুপ, সতৃষ্ণ (লোল দৃষ্টি) 4 শিথিল, ঢিলা (লোলচর্ম) 5 (আঞ্চ.) লালা, থুতু। সং. লুড্ + অ। লোলা বিণ. লোল-এর স্ত্রীলিঙ্গে। বি. জিহ্বা। নোলা দ্র। চর্ম বিণ. (প্রধানত বার্ধক্যবশত) গায়ের চামড়া ঝুলে পড়েছে এমন। জিহ্ব বিণ. (যার) জিহ্বা লালসাযুক্ত বা চঞ্চল বা লকলকে। জিহ্বা বি. চঞ্চল বা লকলকে জিহ্বা। দৃষ্টি বি. সতৃষ্ণ বা লোভার্ত চাহনি। লোলায়-মান বিণ. লকলক করছে এমন, দোলায়মান। লোলিত বিণ. 1 কম্পিত, আন্দোলিত 2 চঞ্চল 3 ঝুলে পড়েছে এমন। লোলুপ বিণ. লোভাতুর, অত্যন্ত লোভী বা লুব্ধ (লোলুপ রসনা, লোলুপ দৃষ্টি)। সং. লুপ্ + যঙ্লুক্ + অ। বি. তা। লোষ্ট্র বি. ঢিল, শক্ত মাটি ইট পাথর প্রভৃতির টুকরো। সং. লোষ্ট্র + র। লোহ 1 বি. লৌহ 2 সবরকমের ধাতুদ্রব্য 3 রক্ত (লোহসহ মিশি অশ্রুধারা আর্দিল মহীরে মধু.)। সং. লোহ + অ। লোহ 2 বি. (প্র. কা.) চোখের জল (চক্ষে বহে লোহ ঘ.)। সং. লোত্র। লোহা বি 1 ধূসর বা কালচে রঙের শক্ত অতিপ্রয়োজনীয় ধাতুবিশেষ, লৌহ 2 হিন্দু এয়োতির চিহ্নস্বরূপ স্ত্রীলোকের ধারণীয় লোহার বালা, নোয়া। সং. লোহ + বাং. আ। লোহার কার্তিক দ্র কার্তিক। লক্কড় বি. লোহা কাঠ ইত্যাদি জিনিসের সমষ্টি। র বি. 1 কর্মকার 2 লৌহব্যবসায়ী 3 পদবিবিশেষ। লোহার দ্র লোহা। লোহি বি. পশমি চাদরবিশেষ, লুই। হি.। লোহিত বিণ. লাল, রক্তবর্ণ। বি. লাল রং। সং. লোহ + ইত। ক বি. 1 পদ্মরাগমণি 2 মঙ্গলগ্রহ। কণা, কণিকা বি. মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে লাল কণিকা থাকে। সাগর বি. আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী রেড সি, Red Sea. লোহিতাঙ্গ বি. মঙ্গলগ্রহ। লোহু বি. (কাব্যে) রক্ত। বিণ. লাল, রক্তবর্ণ। সং. লোহ্। লৌকতা বি. লৌকিকতা (লৌকলৌকতা)। সং. লৌকিকতা। লৌকিক বিণ. 1 মানুষ বা পৃথিবীসম্বন্ধীয় 2 সমাজে প্রচলিত (লৌকিক শিষ্টাচার) 3 বৈদিক বা শাস্ত্রিয় নয় অথচ জনসাধারণের স্বীকৃত (লৌকিক দেবতা, লৌকিক ব্রত) 4 মানবিক 5 সাধারণ 6 সামাজিক (লৌকিক রীতিনীতি)। সং. লোক + ইক। তা বি. 1 সামাজিকতা 2 (বাং.) বিবাহাদি সামাজিক ব্যাপারে প্রদত্ত উপহার বা উপহারাদির আদান-প্রদান। লৌল্য বি. 1 লোলতা, লোলুপতা (রসনালৌল) 2 চাঞ্চল্য। সং. লোল + য। লৌহ বি. লোহা। বিণ. লোহার তৈরি (লৌহকপাট)। সং. লোহ + অ। কণ্টক বি. নোঙর। কার বি. কামার, কর্মকার। বর্ত্ম বি. রেল ট্রাম প্রভৃতির লোহার তৈরি লাইন। মল বি. মরচে, মরিচা, জং। লৌহিত্য বি. 1 রক্তিমা, লাল রং 2 ব্রহ্মপুত্র নদ। সং. লোহিত + য। ল্যাং বি. 1 পা 2 পায়ে পা লাগিয়ে ফেলে দেওয়ার কায়দা। তু. হি. টাঙ্গ, বাং. ঠ্যাং। ল্যাং মারা ক্রি. বি. 1 পায়ে পা লাগিয়ে অর্থাত্ নিজের পা দিয়ে অন্যের পা জড়িয়ে চলায় বাধা দেওয়া বা ফেলে দেওয়া 2 (আল.) বেকায়দায় ফেলা। ল্যাংচা 1 বি. লম্বা আকারের পানতুয়াবিশেষ। দেশি। ল্যাংচা 2 ক্রি. খুড়িয়ে হাঁটা। বিণ. খোঁড়া, খঞ্জ। সং. লঙ্গ + বাং. চা। নো ক্রি. বি. খোঁড়ানো, খুঁড়িয়ে হাঁটা। ল্যাংটা বিণ. উলঙ্গ, নগ্ন, ন্যাংটা। তু. সং. নগ্নাট।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535211
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140670
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730982
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943166
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883667
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838535
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603118

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us