Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরবাসে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গুলি
(p. 8) aṅguli বি. আঙুল। [সং. অঙ্গ্+উলি]। অঙ্গুলিত্র, অঙ্গুলি-ত্রাণ বি. 1 ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; 2 সেতারবাদকের মেজরাপ। ̃ .নির্দেশ বি. আঙুলের সংকেতের সাহায্যে নির্দেশ। ̃ .মেয় বিণ. আঙ্গুলে গোনা যায় এমন। ̃ .মোটন বি. আঙুল মটকানো। ̃ সংকেত বি. আঙুল নেড়ে নির্দেশ দেওয়া। ̃ .হেলন বি. আঙুল নেড়ে ইশারা করা। অঙ্গুলীয়ক বি. আংটি। 49)
অন্তর্বাস
(p. 34) antarbāsa বি. ভিতরে পরবার বস্ত্রাদি, গেঞ্জি, ফতুয়া শেমিজ বক্ষবাস, কৌপীন ইত্যাদি। (তু. বিপ. বহির্বাস)। [সং. অন্তর্ + বাস]। 11)
আঙ্গোট
(p. 82) āṅgōṭa বি. পায়ের আঙুলে পরবার আংটি। [সং. অঙ্গুষ্ঠিকা]। 87)
উর্দি
(p. 133) urdi বি. (প্রধানত সরকারি ও সেনাবাহিনীর) কর্মচারীদের কাজের সময় পরবার জন্য পেয়াদা বেয়ারা প্রভৃতি নিম্নপদস্হ কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক, uniform [তুর্ ওর্দি]। 147)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কর্ণ৩
(p. 167) karṇa3 বি. শ্রবণেন্দ্রিয়, কান। [সং. √ কর্ণি + অ]। ̃ কুহর, ̃ বিবর, ̃ রন্ধ্র বি. কানের ছিদ্র বা ফুটো। ̃ গোচর বিণ. শ্রুত, কানে এসেছে বা শোনা গেছে এমন (কথাটা তাঁর কর্ণগোচর হয়নি)। ̃ পট, ̃ পটহ বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়। ̃ পথ বি. কানের মধ্যে শব্দ ঢোকার পথ, কর্ণকুহর। ̃ পাত বি. শ্রবণ; কান দেওয়া(অপরের কথায় কর্ণপাত না করা)। ̃ বেধ বি. কানে অলংকার পরবার জন্য কান ছিদ্র করার সংস্কারবিশেষ। ̃ মল বি. কানের ময়লা, কানের খোল। ̃ মূল বি. কানের গোড়া। ̃ শূল বি. কানের প্রদাহ বা যন্ত্রণা। কর্ণাভরণ বি. কানের গয়না। 54)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
ঘেরা, ঘিরা
(p. 270) ghērā, ghirā ক্রি. 1 বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা); 2 চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে); 3 আবৃত বা আচ্ছাদিত করা ('আকাশ ঘিরে মেঘ জুটেছে': রবীন্দ্র)। বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্হান; ঘের। বিণ. 1 বেষ্টিত (ঘেরা বারান্দা); 2 আবৃত। [হি. ঘির-তু. সং. √ঘৃ]। ̃ ও বি. 1 বেষ্টন; 2 অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ। বিণ. 1 ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ; 2 বেষ্টিত, পরিবেষ্টিত। ̃ টোপ বি. 1 সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ; 2 বোরখা; 3 (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা। ̃ নো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো। বিণ. উক্ত অর্থে। 46)
তাগা
(p. 373) tāgā বি. 1 বাহুতে পরবার অলংকারবিশেষ; 2 হাত কোমর প্রভৃতি শরীরের নানা জায়গায় বাঁধবার মন্ত্রপূত তাবিজ, মাদুলি বা সুতো; 3 সরু দড়ি; 4 সর্পাঘাতে ক্ষত স্হানে রক্তচলাচল বন্ধ করার জন্য বাঁধন। [হি. তাগ, তাগা প্রাকৃ. তগ্গ]। 25)
নথ
(p. 444) natha বি. নাকের এক পাশে পরবার গহনাবিশেষ। [হি. নথ]। 51)
নাক2
(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণ ও শ্বাস নেওয়া হয়। [সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]। নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। ̃ কাটা বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ। ̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ। ̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ। নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা। নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা। নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া। নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো। নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা। নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না। নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা। 27)
পর-বাস
(p. 488) para-bāsa বি. 1 অন্যের গৃহ 2 প্রবাস ('এ পরবাসে রবে কে হায়':রবীন্দ্র) [সং. পর3 + বাস]। পর-বাসী বিণ. প্রবাসী ('পরবাসী, চলে এসো ঘরে': রবীন্দ্র)। স্ত্রী. পর-বাসিনী। 156)
ফাঁসি
(p. 564) phām̐si বি. 1 গলায় দড়ির ফাঁস এঁটে হত্যা বা আত্মহত্যা, উদ্বন্ধন; 2 জীবননাশের জন্য গলায় পরবার ফাঁস, উদ্বন্ধনরজ্জু; 3 গলায় ফাঁস এঁটে মৃত্যুদণ্ড (ফাঁসির হুকুম); 4 ইচ্ছামতো শক্ত বা আলগা করা যায় এমন বাঁধন। [সং. পাশ]। 2)
বহির্বাস
(p. 589) bahirbāsa বি. 1 উত্তরীয়; 2 (বৈষ্ণব বা সন্ন্যাসীদের) কৌপীনের উপর পরবার বস্ত্র। [সং. বহিস্ + বাস]। 7)
ভাঁজ
(p. 659) bhān̐ja বি. 1 পাট (কাপড়গুলো ভাঁজ করে রাখো); 2 স্তর, তাক (ভাঁজে ভাঁজে ময়লা জমেছে)। [সং. √ ভন্জ্ + বাং. অ]। ̃ .-ভাঙা বিণ. কাঁচা ও ইস্তিরি করা কাপড় পরবার জন্য খোলা হয়েছে এমন। 26)
ললাট
(p. 757) lalāṭa বি. 1 কপাল; 2 ভাগ্য, অদৃষ্ট। [সং. √ লল্ + আট]। ̃ .ভূষণ বি. কপালে পরবার অলংকার। ললা়টিকা বি. 1 তিলক; 2 শ্রেষ্ঠ অলংকার ('ললা়টিকা মেয়ে': বিহারী.)। 3)
শিরো-ভূষণ
(p. 779) śirō-bhūṣaṇa বি. 1 মাথায় পরবার অলংকার; 2 কিরীট, মুকুট, টোপর ইত্যাদি। [সং. শিরস্ + ভূষণ]। 18)
সাজ
(p. 823) sāja বি. 1 পোশাক, বেশ, পরিচ্ছদ (রাজার সাজ); 2 গহনা, ভূষণ (প্রতিমার সাজ); 3 সরঞ্জাম, উপকরণ (তামাকের সাজ); 4 (আঞ্চ.) দধ্যম্ল, দম্বল। [সং. সজ্জা]। ̃ গোছ, ̃ গোজ বি. বেশভূষা পরিধান ও তার পারিপাট্য। ̃ ঘর বি. রঙ্গালয়ে অভিনেতাদের পোশাক পরবার ঘর, green-room. ̃ ন্ত বিণ. শোভন, মানানসই। ̃ সজ্জা বি. সাজগোজ; সাজসরঞ্জাম। ̃ সরঞ্জাম বি. পোশাক ও উপকরণ। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535178
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140647
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730953
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us