Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফিরলে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
আজন্ম
(p. 85) ājanma ক্রি-বিণ. বিণ. বিণ- বিণ. জন্ম থেকে শুরু করে, জন্মাবধি, সারা জীবন ধরে (আজন্ম করে আসছি, আজন্ম বাস, আমি আজন্ম দরিদ্র)। বি. সারা জীবন ('ফিরবে বীভত্স নৃত্যে আজন্মের নিস্ফলতা যত': সু. দ.)। [সং. আ + জন্মন্]। ̃ .কাল ক্রি- বিণ. চিরকাল বা চিরজীবন ধরে। 28)
আবৃত্ত
(p. 99) ābṛtta বিণ. 1 আবর্তন করা বা ঘোরানো হয়েছে এমন; 2 পুনঃপুনঃ পড়া হয়েছে এমন; 3 প্রত্যাগত, ফিরে এসেছে এমন, পুনরায় আগত। [সং. আ + ̃বৃত + ত]। ̃ .চক্ষু বিণ. ভিতরের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে এমন। আবৃত দশমিক বি. recurring decimal (পরি.)। 25)
আর
(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর আবার আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)। 29)
আলো
(p. 106) ālō বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ̃ ছায়া বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে। 58)
ইসরাফিল
(p. 116) isarāphila বি. চারজন শ্রেষ্ঠ ফিরিশতার অন্যতম, যাঁর শিঙার ফুত্কারে মহাপুনরুত্থান সূচিত হয়। [আ. ইসরাফীল্]। 36)
উলটা, উলটো
(p. 133) ulaṭā, ulaṭō বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 স্বাভাবিক অবস্হার বিপরীত; 3 বিপর্যস্ত। [প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]। উলটা, উলটানো ক্রি-বি. 1 উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; 2 প্রত্যাহার করা (কথা উলটানো)। উলটে ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)। উলটো-পালটা, উলট-পালট বিণ. 1 বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢে়উ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); 2 নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)। উলটো-রথ বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা। উলটা বুঝলি রাম (উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা। উলটি-পালটি ক্রি-বিণ. 1 ঘুরিয়ে ফিরিয়ে; 2 তন্নতন্ন করে; 3 গড়াগড়ি দিয়ে। 156)
কুলায়
(p. 199) kulāẏa বি. পাখির বাসা, নীড় (সন্ধ্যায় পাখিরা কুলায়ে ফিরছে)। [সং. কুল3 (পক্ষিকুল) + √ অয়্ + অ]। কুলায়িকা বি. 1 পক্ষিনিবাস; 2 চিড়িয়াখানা। 48)
ক্রোড়1
(p. 215) krōḍ়1 বি. 1 অঙ্ক, কোল ('বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল': রবীন্দ্র); 2 শূকর; 3 শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ̃ চ্যুত বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ̃ পত্র বি. 1 গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; 2 উইলের অতিরিক্ত অংশ, codicil. 29)
ঘুরা, ঘোরা
(p. 270) ghurā, ghōrā ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। বি. উক্ত সব অর্থে। বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। বি. উক্ত সব অর্থে। ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো। 8)
ট্যাঁস
(p. 348) ṭyām̐sa বি. (অবজ্ঞার্থে) মিশ্র বা দো-আঁশলা জাতি, ফিরিঙ্গি; ইউরেশীয়। [দেশি]। 26)
তায়
(p. 375) tāẏa সর্ব. (কাব্যে) 1 তাকে ('কেমনে ফিরাব তায়': রবীন্দ্র); 2 তাতে (কী হবে তায়?)। সমু. অব্য. তাতে আবার, তার উপর (একে রাত্রি, তায় ঝড়)। [বাং. তাহা + 7মীর 1 বচন]। 56)
তেমন
(p. 375) tēmana বিণ. সেইরকম (তেমন জিনিস, তেমন খাবার)। ক্রি-বিণ. সেইভাবে (তেমন গাইতে কেউ পারে না, তেমন খেলতে পারি না)। [ সং. তস্মিন্]। ̃ ই (উচ্চা. ত্যামোনি) বিণ. ক্রি-বিণ. সেইরকমই (আমি ঠিক তেমনই চেয়েছিলাম)। তেমনি বিণ. ঠিক সেইরকম, উপযুক্ত, যোগ্য (যেমন প্রশ্ন তেমনি জবাব)। ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে, তখনই, তত্ক্ষণাত্ (যেমনি গেল তেমনি ফিরল)। 301)
দাহ
(p. 407) dāha বি. 1 দহন, জ্বলন (গৃহদাহ); 2 জ্বালা, উত্তাপজনিত জ্বালা ('জুড়াল রে দিনের দাহ': রবীন্দ্র); 3 শবদাহ, মৃতসত্কার (দাহকার্য সেরে ফিরল); 4 পোড়ানি যন্ত্রণা (গাত্রদাহ, অন্তর্দাহ)। [সং. √ দহ্ + অ]। ̃ ক বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক। স্ত্রী. দাহিকা ̃ ন বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ। বিণ. দাহিত। দাহী (-হিন্) বিণ. দাহকারী। 9)
নবী-করণ
(p. 447) nabī-karaṇa বি. 1 পুনরায় নতুন অবস্হায় ফিরিয়ে আনা বা পরিণত করা; renewal; 2 মেরামতের কাজ, মেরামতি; 3 জীর্ণসংস্কার। [সং. নব + ঈ + √ কৃ + অন]। নবী-কৃত বিণ. নতুন করা হয়েছে বা নতুন অবস্হায় ফিরিয়ে আনা হয়েছে এমন; সংস্কার করা হয়েছে এমন। 18)
নাকো
(p. 452) nākō অব্য. না, নয়, নহে ('সে পথ দিয়ে ফিরল নাকো তারা': রবীন্দ্র; 'হিংস্র স্রোত বয় নাকো': বিষ্ণু)। [বাং. না3 + ক (স্বার্থে)]। 12)
পরা-বর্তিত
(p. 495) parā-bartita বিণ. ফেরার বা ফিরিয়ে আনা হয়েছে এমন, প্রত্যাবর্তিত।[সং. পরা2 + √ বৃত + ণিচ্ + ত]। 33)
পরাঙ্মুখ, পরাঙ্-মুখ
(p. 495) parāṅmukha, parāṅ-mukha বিণ. 1 মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে পরাঙ্মুখ); 2 নিবৃত্ত (সত্যভাষণে আমি পরাঙ্মুখ নই)। [সং. পরাক্ (=বিপরীত দিকে) মুখ]। 19)
পরি-শোধ
(p. 499) pari-śōdha বি. 1 প্রত্যর্পণ, ফিরিয়ে দেওয়া; 2 ঋণ শোধ (ঋণ পরিশোধ)। [সং. পরি + শোধ]। পরি-শোধনীয়, পরি-শোধ্য বিণ. পরিশোধের যোগ্য, পরিশোধ করতে হবে বা করা উচিত এমন। 71)
প্রতি-দত্ত
(p. 538) prati-datta বিণ. 1 প্রতিদানরূপে দেওয়া হয়েছে এমন; 2 প্রত্যর্পিত, ফিরিয়ে দেওয়া হয়েছে এমন। [সং. প্রতি + দত্ত]।
প্রতি-সংহার
(p. 543) prati-saṃhāra বি. 1 (অস্ত্রাদি) সংবরণ; 2 নিবর্তন; 3 ফিরিয়ে নেওয়া। [সং. প্রতি + সম্ + √ হৃ + অ]। প্রতি-সংহৃত বিণ. ফিরিয়ে নেওয়া হয়েছে এমন। 19)
প্রত্যর্পণ
(p. 544) pratyarpaṇa বি. 1 ফেরত দেওয়া; 2 পরিশোধ। [সং. প্রতি + অর্পণ]। প্রত্যর্পিত বিণ. ফিরিয়ে দেওয়া হয়েছে এমন। 36)
প্রত্যা-হরণ, প্রত্যা-হার
(p. 544) pratyā-haraṇa, pratyā-hāra বি. 1 ফিরিয়ে নেওয়া (মন্তব্য প্রত্যাহার, ধর্মঘট প্রত্যাহার); 2 (দর্শ.) কাম্য বস্তু থেকে ইন্দ্রিয়বৃত্তির নিরোধ, ইন্দ্রিয়গুলিকে সবলে বিষয় থেকে আকর্ষণ। [সং. প্রতি + আ + √ হৃ + অন, অ]। প্রত্যা-হৃত বিণ. প্রত্যাহার করা হয়েছে এমন। 51)
প্রত্যানয়ন
(p. 544) pratyānaẏana বি. ফিরিয়ে আনা, পুনরায় আনয়ন। [সং. প্রতি + আনয়ন]। প্রত্যানীত বিণ. ফিরিয়ে আনা হয়েছে বা আবার আনা হয়েছে এমন। 43)
ফর্দ
(p. 560) pharda বি. 1 তালিকা, ফিরিস্তি (বাজারের ফর্দ, অভিযোগের লম্বা ফর্দ); 2 ফালি, টুকরো (এক ফর্দ কাপড়)। [আ. ফর্দ্]। 53)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730451
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942627
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us