Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বংশধর)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আয়তি৩
(p. 101) āẏati3 বি. 1 ভবিষ্যত্ কাল, উত্তর কাল; 2 ফলদানকাল; 3 সন্তান; বংশধর। [সং. আ + √ যা + তি]। 67)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
কাকুত্স্হ, কাকুত্স্হ্য
(p. 177) kākutsha, kākutshya বি. সূর্যবংশীয় প্রাচীন রাজা, কাকুত্স্হ বা পুরঞ্জয়ের বংশধর, বিশেষত রামচন্দ্র। বিণ. পুরঞ্জয়বংশীয়। [সং. ককুত্স্হ + অ, য]। 20)
কাশ্যপ
(p. 188) kāśyapa বিণ. 1 কশ্যপমুনির বংশধর; 2 কশ্যপসম্বন্ধীয়। বি. 1 গোত্রবিশেষ; 2 প্রাচীন মুনিবিশেষ, কণাদমুনি। [সং. কশ্যপ + অ]। কাশ্যপেয় বি. 1 কশ্যপমুনির সন্তান; 2 সূর্য; 3 গরুড়। 32)
কুলীন
(p. 199) kulīna বিণ. বি. উচ্চবংশজাত, সত্কুলজাত, (সম্ভবত) বল্লালসেন প্রদত্ত কুলমর্যাদাবিশিষ্ট ব্যক্তিগণের বংশধর। [সং. কুল + ঈন]। বি. কুলীনত্ত্ব। 54)
কৌরব
(p. 210) kauraba বি. 1 কুরুবংশধর; 2 দুর্যোধনাদি শত ভ্রাতা। [সং. কুরু + অ]। কৌরব্য, কৌরবেয় বিণ. কুরুরাজের বংশে জাত; কুরুবংশীয়। 87)
জ্ঞাতি
(p. 331) jñāti বি. 1 একই আদিপুরুষের বংশধর; সগোত্র ব্যক্তি; 2 নিকট সম্পর্কের ব্যক্তি; 3 সপিণ্ড, যে সপ্তমপুরুষ পর্যন্ত পিণ়্ডদান করার অধিকারী। [সং. √ জ্ঞা + তি]। ̃ কুটম্ব, ̃ গোত্র বি. আত্মীয়স্বজন। ̃ ত্ব বি. জ্ঞাতির সম্বন্ধ; জ্ঞাতির উপযুক্ত আচরণ। ̃ ভাই বি. জ্ঞাতি সম্বন্ধে ভাই। 11)
তর্পণ
(p. 371) tarpaṇa বি. 1 মৃত পূর্বপুরুষের প্রীতি ও তৃপ্তির জন্য জীবিত বংশধরের জলদান; পিতৃযজ্ঞ; 2 তৃপ্তিবিধান। [সং. √ তৃপ্ + অন]। তর্পিত বিণ. 1 যার তর্পণ করা হয়েছে এমন; 2 সন্তোষিত। তর্পী (-র্পিন্) বিণ. তর্পণকারী; তৃপ্তিকারক। বিণ. স্ত্রী. তর্পিণী। 10)
তিলাঞ্জলি
(p. 375) tilāñjali বি. 1 মৃত আত্মার তৃপ্তির জন্য তার জীবিত বংশধরের দ্বারা তিল ও জল অঞ্জলি করে তর্পণ; 2 (আল.) সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ, সম্বন্ধত্যাগ ('তিলাঞ্জলি দিঁলু কুললাজে': অনন্তদাস)। [সং. তিল + অঞ্জলি-তু. তিনাঞ্জলি]। 152)
নিষ্কুল
(p. 475) niṣkula বিণ. বংশহীন অর্থাত্ বংশধরহীন। [সং. নির্ + কুল]। 9)
পর-পুরুষ
(p. 488) para-puruṣa বি. 1 স্বামী ভিন্ন অন্য পুরুষ (পরপুরুষের মুখ দেখে না); 2 শ্রেষ্ঠ পুরুষ অর্থাত্ ভগবা; 3 (আঞ্চ.) পরবর্তী বংশধর, উত্তরপুরুষ। [সং. পর3 + পুরুষ]। 147)
পৌরব
(p. 534) pauraba বিণ. পুরুরাজের বংশজাত। বি. কৌরব পাণ্ডব ইত্যাদি কুলের বংশধর। [সং. পুরু + অ]। 59)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
ভবিষ্য
(p. 655) bhabiṣya বিণ. ভাবী, আগামী, পরে হবে বা ঘটবে এমন (ভবিষ্য বংশধর)। বি. পুরাণবিশেষ। [সং. √ ভূ + সতৃ]। ̃ .নিধি বি. 1 ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ; 2 প্রভিডেন্ট ফাণ্ড, provident fund. ̃ .সূচনা বি. ভবিষ্যতে যা ঘটবে তার আভাস, পূর্বাভাস। 63)
ভাবী
(p. 663) bhābī (-বিন্) বিণ. ভবিষ্যত্, আগামী (ভাবী জামাই, ভাবী জীবন, ভাবী কাল, ভাবী বংশধর)। [সং. √ ভূ + ইন্]। স্ত্রী. ভাবিনী। 14)
রাঘব
(p. 738) rāghaba বি. 1 রঘুর বংশধর; 2 শ্রীরামচন্দ্র। [সং. রঘু + অ]। রাঘব বোয়াল 1 অতি প্রকাণ্ড বোয়াল মাছ; 2 (আল.) অত্যন্ত ধনী অথবা অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি। ̃ প্রিয়া, ̃ বাঞ্ছা বি. রামচন্দ্রের পত্নী সীতা। রাঘবারি বি. রামের শত্রু রাবণ। 48)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
শেখ
(p. 784) śēkha বি. 1 স্বয়ং হজরত মোহাম্মদ কর্তৃক যে-ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে বা তার বংশধর; 2 সম্ভ্রান্ত মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শইখ্]। 11)
সন্তান
(p. 803) santāna বি. 1 অপত্য, পুত্র বা কন্যা; 2 বংশধর (এই বংশের সন্তান); 3 অবিচ্ছেদ্য ধারা; 4 বিস্তার। [সং. সম্ + √ তন্ + অ]। ̃ ধারণ বি. (স্ত্রীলোকের) গর্ভে সন্তানের জন্ম দেওয়া। ̃ বতী বিণ. (স্ত্রী.) সন্তানের জন্ম দিয়েছে এমন; সন্তান আছে এমন (সন্তানবতী নারী)। পুং. ̃ বান (বত্)। ̃ বাত্সল্য বি. সন্তানের প্রতি স্নেহ। ̃ সন্ততি বি. 1 পুত্রকন্যা, ছেলেমেয়ে; 2 বংশধরগণ। ̃ সম্ভাবনা বি. সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা, অন্তঃসত্ত্বা অবস্হা। ̃ হীন বিণ. নিঃসন্তান, সন্তান নেই এমন। স্ত্রী. ̃ হীনা। সন্তানোচিত বিণ. সন্তানের পক্ষে উপযুক্ত বা করণীয়। সন্তানোত্-পাদন বি. সন্তানের জন্মদান। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577891
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185662
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785754
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026923
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901149
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848140
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708619
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620287

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us