Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তিলাঞ্জলি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তিলাঞ্জলি এর বাংলা অর্থ হলো -

(p. 375) tilāñjali বি. 1 মৃত আত্মার তৃপ্তির জন্য তার জীবিত বংশধরের দ্বারা তিল ও জল অঞ্জলি করে তর্পণ; 2 (আল.) সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ, সম্বন্ধত্যাগ ('তিলাঞ্জলি দিঁলু কুললাজে': অনন্তদাস)।
[সং. তিল + অঞ্জলি-তু. তিনাঞ্জলি]।
152)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তাধিন, তাধিনা
তথা
(p. 365) tathā অব্য. 1 সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণমহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ̃ কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ̃ কার বিণ. সেখানকার। ̃ গত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। বিণ. সেই প্রকারে আগত বা গত। ̃ গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ̃ চ, ̃ পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ̃ বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ̃ ভূত বিণ. 1 সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; 2 সেইভাবে উত্পন্ন বা জাত। ̃ য় অব্য. বি. সেখানে, সেই স্হানে ('সত্বর তথায় গমন কর')। ̃ স্তু অব্য. তাই হোক। 10)
তিলেক
তামাক, তামাকু
তাহা
(p. 375) tāhā সর্ব. (সাধু ভাষায়কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ̃ ই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ̃ কে, (পদ্যে) ̃ রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ̃ তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। ̃ দিগকে, ̃ দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ̃ র বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের। 111)
তাড্য-মান
তরাই
তপনীয়
(p. 367) tapanīẏa বিণ. 1 উত্তপ্ত করবার উপযুক্ত; 2 উত্তপ্ত করা সম্ভব এমন; 3 দনহীয়। বি. স্বর্ণ। [সং. √ তপ্ + অনীয়]। 34)
তন্নিষ্ঠ
(p. 367) tanniṣṭha বিণ. সেই বিষয়ে নিবিষ্ট, তন্মনস্ক; একাগ্র। [সং. তদ্ + নিষ্ঠ]। 25)
তামস
তত2
(p. 365) tata2 অব্য. বিণ. 1 সেই পরিমাণ (যত হাসি তত কান্না, যত টাকা চাও তত পাবে না); 2 তেমন, সেইরকম; আশানুরূপ (বইটি তত ভালো নয়)। [সং. ততি]। ̃ ক্ষণ ক্রি-বিণ. 1 ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); 2 সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)। ̃ হি, ̃ হিঁ (ব্রজ.) ক্রি-বিণ. তাতে ('ততহি বয়ান পুছন্দ': বিদ্যা)। 2)
তমাল
(p. 367) tamāla বি. গাবজাতীয় কালো রঙের গাছবিশেষ। [সং. √ তম্ + আল]। ̃ ক বি. 1 শুষনি শাক; 2 তেজপাতা। তমালিকা, তমালিনী বি. 1 তমালবহুল স্হান; 2 তমলুক; 3 ভুঁই-আমলা। তমালী বি. বরুণ গাছ। 73)
তাঁহাকে, তাঁহা-দিগকে, তাঁহা-দের, তাঁহার, তাঁহারা
তরজমা
(p. 367) tarajamā বি. ভাষান্তর, এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ। [আ. তর্জুমহ্]। 94)
তিতিবিরক্ত
(p. 375) titibirakta দ্র ত্যক্ত। 121)
তট
(p. 364) taṭa বি. 1 তীর, কূল (সমুদ্রতট, নদীতট); 2 স্হল, উঁচু স্হান (কটিতট, ললাটতট); 3 পর্বতের উপরের সমতলভূমি (গিরিতট)। [সং. √ তট্ + অ]। 17)
তেসরা
(p. 375) tēsarā বি. বিণ. মাসের তৃতীয় তারিখ বা তারিখের। [হি. তীস্রা]। 324)
তস-রিফ
তাগাদা
তিরিক্ষি, তিরিক্ষে
(p. 375) tirikṣi, tirikṣē বিণ. উগ্র, একটুতেই রেগে ওঠে বা উত্তেজিত হয় এমন, রগচটা (তিরিক্ষি মেজাজের লোক)। [প্রাকৃ. তিরিক্খ; তু. সং. তির্যক্]। 144)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534888
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140429
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730645
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942843
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696655
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603080

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us