Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৌরব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কৌরব এর বাংলা অর্থ হলো -

(p. 210) kauraba বি. 1 কুরুবংশধর; 2 দুর্যোধনাদি শত ভ্রাতা।
[সং. কুরু + অ]।
কৌরব্য, কৌরবেয় বিণ. কুরুরাজের বংশে জাত; কুরুবংশীয়।
87)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


করা
(p. 167) karā ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]। 25)
কুশপা
(p. 201) kuśapā বিণ. যার পা কুশের মতো সরু ও দুর্বল; যার পা বিকৃত। [সং. কুশ + বাং. পা]। 8)
ক্যানেল, ক্যানাল
(p. 210) kyānēla, kyānāla বি. খাল; কৃত্রিম উপায়ে (সাধারণত) সেচের জল পৌঁছে দেবার জন্য খনিত খাল (সারা বছর ক্যানেলের জলের জন্য চাষিরা হাপিত্যেশ করে)। [ইং. canal]। 120)
কহ্লার
(p. 174) kahlāra বি. শ্বেতপদ্ম; শালুক; সুঁদি। [সং. ক (=জল) + √ হ্লাদ্ + অ]। 25)
কাঠা2
কুশন
(p. 201) kuśana বি. পেতে বসার বা পিঠে দিয়ে বসার গদিযুক্ত আসনবিশেষ। [ইং. cushion]। 7)
কাজু, কাজু-বাদাম
(p. 179) kāju, kāju-bādāma বি. মূলত দক্ষিণ ভারতে উত্পন্ন বাদামবিশেষ। [তু. মাল. গাজুস]। 4)
কোচ-ওয়ান, কোচোয়ান, কোচ-মান, কোচ-ম্যান
(p. 209) kōca-ōẏāna, kōcōẏāna, kōca-māna, kōca-myāna বি. ঘোড়ার গাড়ির গাড়োয়ান। [ইং. coachman]। 24)
কামরূপ1
(p. 181) kāmarūpa1 দ্র কাম3। 92)
কৃষ্য
কাবার
(p. 181) kābāra বিণ. শেষ, সমাপ্ত, খতম (দিন কাবার, রাত কাবার, পুরো খাবার কাবার করেছি)। বি. শেষ দিন (মাসকাবার)। [আ. কুব্র্; তু. পো. acabar]। 75)
কেউ
(p. 205) kēu সর্ব. 1 কেহ, কোনো ব্যক্তি; 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেউ নয়)। [বাং. কেহ প্রা. বাং. কেহু]। ̃. কেটা, কেও.কেটা বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্হ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)। বিণ. যে-সে, হেয় করবার মতো; (ব্যঙ্গে) মানী বা পদস্হ (কেউকেটা লোক নয়)। 16)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কোর-বানি
কোথা
(p. 210) kōthā বি. অব্য. কোনো স্হান (কোথা থেকে)। ক্রি-বিণ. অব্য. কোন স্হানে, কোথায় (কোথা আছে সে?)। [সং. কুত্র]। ̃ ও ক্রি-বিণ. 1 কোনো স্হানে (কোথাও নেই); 2 কোনো কোনো স্হানে ('কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা': রবীন্দ্র)। ̃ কার বিণ. 1 কোন স্হানের (কোথাকার জিনিস?); 2 অস্হানের (কোথাকার কে); 3 (র্ভত্সনায়) অস্হানের কুস্হানের (বদ ছেলে কোথাকার)। ̃ য় অব্য. ক্রি-বিণ. কোন স্হানে। 11)
কাঁচি৩, (বর্জি.) কাঁচী
(p. 174) kān̐ci3, (barji.) kān̐cī বিণ. কম; কম ওজনের (কাঁচি সের); ঠাসবোনা (কাঁচি ধুতি)। [বাং. কাঁচা + ই]। 58)
করকা
(p. 166) karakā বি. (মেঘজাত) শিলা, বৃষ্টির সঙ্গে পতিত শিলা। [সং. (1) √ কৃ + অক + আ; (2) কর + কন্ + আ]। ̃ পাত বি. শিলাবৃষ্টি। 25)
কবলিত, কবলীকৃত
(p. 164) kabalita, kabalīkṛta দ্র কবল। 18)
কট্টর
কুবচন
(p. 197) kubacana বি. 1 খারাপ কথা; দুর্বাক্য; 2 গালাগালি; নিন্দা। [সং. কু + বচন]। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534742
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140261
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942600
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883511
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us