Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাটা)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবহার2
(p. 46) abahāra2 বি. নির্দিষ্ট মূল্য থেকে বাদ-দেওয়া অংশ, বাটা; ছাড়, discount (স. প.)। [সং. অব + √ হৃ + অ]। 41)
ঘট্টন
(p. 265) ghaṭṭana বি. 1 সংঘটন; 2 ঘোটন, ঘোটা; 3 ঘর্ষণ; 4 গঠন। [সং. √ঘট্ট্ + অন]। ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা বাটা হয়, ঘোটনা। ঘট্টিত বিণ. 1 সংঘটিত; 2 নির্মিত; 3 ঘোটা হয়েছে এমন। 23)
চন্দন
(p. 278) candana বি. 1 সুগন্ধ কাঠবিশেষ বা তার গাছ; 2 বাটা চন্দন। [সং. √চন্দ্ (=আনন্দ) + অন]। ̃ চর্চিত বিণ. বাটা চন্দনে লিপ্ত (চন্দনচর্চিত মুখ)। ̃ পিঁড়ি বি. যে পীঠিকার উপর বা শিলের উপর চন্দন কাঠ ঘষা হয়। ̃ পুষ্প বি. লবঙ্গ। কুচন্দন বি. (গন্ধহীন বলে) রক্তচন্দন। হরি-চন্দন বি. পীতবর্ণ সুগন্ধযুক্ত কাঠবিশেষ, পীতচন্দন, শ্বেতচন্দন; গোশীর্ষনামক শ্বেতচন্দন। 12)
ছেনি
(p. 304) chēni বি. ধাতু ও প্রস্তরাদি কাটার ও বাটালিজাতীয় অস্ত্র। [সং. ছেদনিকা]। 140)
ডাল1, ডাইল, দাল
(p. 355) ḍāla1, ḍāila, dāla বি. খোসা ছাড়ানো বা ভাঙা মুগ, ছোলা, মুসুরি প্রভৃতির দানাশস্য। [সং. দল, দালি]। ̃ পুরি বি. ডালবাটার পুর দিয়ে প্রস্তুত পুরি বা লুচি। ̃ মুট বি. তেল-ঘিয়ে ভাজা এবং নানান মশলাযুক্ত ছোলা বা মটরের ডাল। 42)
ডিস-কাউণ্ট
(p. 357) ḍisa-kāuṇṭa বি. বাটা, অবহার; দাম ইত্যাদিতে ছাড়। [ইং. discount]। 22)
তঙ্ক
(p. 364) taṅka বি. পাথর কাটবার বা ভাঙবার অস্ত্রবিশেষ, ছেনি বা বাটালি। [সং. √ তঙ্ক্ + অ]। 5)
তাম্বূল
(p. 375) tāmbūla বি. পান, লতাবিশেষের পাতা যা সুপারি চুন প্রভৃতি সহযোগে খাওয়া হয়। [সং. √ তম্ + ঊল (ঊলচ্)]। ̃ করঙ্ক বি. সাজসরঞ্জামসহ পানের পাত্র, পানের বাটা বা ডিবে। ̃ রাগ বি. পান খেলে ঠোঁটে যে লাল রং লাগে। তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি। বিণ. 1 পান-ব্যবসায়ে নিযুক্ত; 2 তামলিজাতীয়। 52)
দোসা, ধোসা
(p. 425) dōsā, dhōsā বি. চালের গুঁড়ো ও কলাইয়ের ডালবাটা দিয়ে প্রস্তুত দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ। [তা. ধোসা]। 13)
ধরাট
(p. 432) dharāṭa বি. ক্রয়বিক্রয়ের বাটা বা কমিশন, ছাড়, দামের যে অংশ বাদ ধরা হয়, ধরতা। [বাং. ধরা + আট]। 15)
ধোঁকা2
(p. 441) dhōn̐kā2 বি. ডালবাটা দিয়ে প্রস্তুত বরফির আকৃতির বড়া বা তার ব্যঞ্জন (ধোঁকার ডালনা)। [দেশি]। 2)
পারশে
(p. 513) pāraśē বি. আঁশযুক্ত বাটাজাতীয় ছোটো মাছবিশেষ। [দেশি]। 110)
পিটালি, পিটুলি
(p. 520) piṭāli, piṭuli বি. জল দিয়ে চটকানো চালবাটা। [সং. পিষ্টতণ্ডুল]। 19)
পিষা, পেষা
(p. 522) piṣā, pēṣā ক্রি. বি. 1 বাটা (মশলা পেষা, জাঁতায় পেষা); 2 দলিত করা, মর্দিত বা মর্দন করা; 3 চূর্ণিত করা; 4 (আল.) পীড়ন করা (আমাকে একেবারে পিষে মারছে)। [সং. √ পিষ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা পেষাই করা। 32)
পেষণ
(p. 533) pēṣaṇa বি. 1 বাটা, দর্মন, চূর্ণন (পেষণযন্ত্র); 2 (গৌণ অর্থে) পীড়ন (দারিদ্রের কঠিন পেষণ)। [সং. √ পিষ্ + অন]। বিণ. পেষিত, পিষ্ট। 14)
বড়ি
(p. 575) baḍ়i বি. 1 বটিকা, গুলি, ছোটো গোলাকার যেকোনো বস্তু, (কবিরাজি বড়ি); 2 বাটা ডাল রোদে শুকিয়ে প্রস্তুত ছোটো গুলি (ডালের বড়ি)। [সং. বটিকা]। 28)
বাঁটন2, বাঁটা, বাঁচানো
(p. 591) bān̐ṭana2, bān̐ṭā, bān̐cānō যথাক্রমে বাটন, বাটা ও বাটানো -র রূপভেদ। 15)
বাটনা
(p. 596) bāṭanā বি. 1 শিলনোড়ার দ্বারা পিষ্ট মশলা; 2 বাটতে হবে এমন মশলা। [বাটা5 দ্র]। 5)
বাটা2
(p. 596) bāṭā2 বি. পান রাখার পাত্র, পানের থালা ('বাটাভরা পান দেব')। [দেশি]। 7)
বাটালি
(p. 596) bāṭāli বি. ছুতোরের ব্যবহৃত কাঠ কাটার হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [দেশি]। 11)
বাটা৩
(p. 596) bāṭā3 বি. জামাতার কল্যাণ কামনায় জামাইষষ্ঠীতে শাশুড়ির দেওয়া থালা-ভরা খাবার (ষষ্ঠীর বাটা)। [তু. বাটা2]। 8)
বাটা৪
(p. 596) bāṭā4 বি. সাদা আঁশযুক্ত ছোটো মাছবিশেষ। [দেশি]। 9)
বাটা৫
(p. 596) bāṭā5 ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন বট্টন বাটা]। ̃ নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। বিণ. উক্ত অর্থে। 10)
বাতাবি, বাতাপি
(p. 596) bātābi, bātāpi বি. বড়ো লেবুবিশেষ। [বাটাভিয়া বাতাবি]। 45)
বেশবার
(p. 642) bēśabāra বি. বাটা মশলাবিশেষ। [সং. বেশ + √ বৃ + অ]। 38)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614781
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227939
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839897
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098955
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916368
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856864
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719483
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649163

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us