Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধোঁকা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধোঁকা2 এর বাংলা অর্থ হলো -

(p. 441) dhōn̐kā2 বি. ডালবাটা দিয়ে প্রস্তুত বরফির আকৃতির বড়া বা তার ব্যঞ্জন (ধোঁকার ডালনা)।
[দেশি]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধীর
(p. 433) dhīra বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ̃ তা। ̃ গতি বিণ. ধীর গতিসম্পন্ন। ̃ প্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ̃ ললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না। 102)
ধোয়াট
(p. 441) dhōẏāṭa বি. নদীতটে আনীত ও জমে-থাকা মাটি বা পলি। [বাং. ধোয়া + ট]। 10)
ধরণি, ধরণী
(p. 432) dharaṇi, dharaṇī বি. পৃথিবী, ধরা ('আর নাইরে বেলা নামল ছায়া ধরণীতে': রবীন্দ্র)। [সং. √ ধৃ + অনি]। ̃ তল বি. ভূতল, ভূপৃষ্ঠ। ̃ ধর বি. 1 যে পৃথিবীকে ধারণ করে আছে; 2 পর্বত; 3 নারায়ণ; 4 বাসুকিনাগ। ̃ পতি বি. রাজা। ̃ সূত বি. মঙ্গলগ্রহ। ̃ সুতা বি. স্ত্রী. (রামায়ণের) সীতাদেবী। 4)
ধামসা
(p. 433) dhāmasā ক্রি. ধামসানো, হাত বা পা দিয়ে চটকানো। [দেশি]। ̃ নি বি. দলিত করা, চটকানি (ময়দা ধামসানি)। ̃ নো ক্রি. হাত-পা দিয়ে চটকানো বা মর্দন করা। বি. বিণ. উক্ত অর্থে। 59)
ধ্বন্যাত্মক
ধাতা1
ধড়াস
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তাধারণা; (বাং. অর্থ) ভাবনাবিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
ধূলি
(p. 439) dhūli বি. শুকনো মাটির গুঁড়ো, ধুলো, রজঃরেণু। [সং. √ ধূ + লি]। ̃ ধূসর, ̃ ধূসরিত, ̃ মলিন বিণ. ধুলো মেখে মলিন হয়েছে এমন, ধুলো-মাখা। ̃ পটল বি. আকাশে উড়ন্ত ধূলিরাশি। ̃ ময় বিণ. ধুলাপূর্ণ। ̃ শয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা। ̃ সাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ। 39)
ধিক্কার, ধিক্কৃত
(p. 433) dhikkāra, dhikkṛta দ্র ধিক। 94)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতাপ্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।
ধারাসম্পাত, ধারাস্নান
(p. 433) dhārāsampāta, dhārāsnāna দ্র ধারা2। 77)
ধোঁকা৩
ধারি2
(p. 433) dhāri2 বিণ. ধার বা পাশ আছে এমন (দুধারি)। [বাং. ধার3 + ই]। 79)
ধরা1
(p. 432) dharā1 বি. (যে ধরে বা ধারণ করে এই অর্থে) পৃথিবী (ধরাতল, ধরাধাম)। [সং. √ ধৃ + অ + আ]। ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা। ̃ তল বি. পৃথিবীপৃষ্ঠ, ভূতল। ̃ ধর বি. পর্বত। ̃ ধাম বি. পৃথিবীরূপ বাসস্হান; সংসার; ইহলোক (ধরাধাম ত্যাগ করা)। ̃ শায়ী (-য়িন্) বিণ. ভূতলে বা মাটিতে শয়ান বা পতিত। 12)
ধপ
(p. 430) dhapa অব্য. বি. 1 ভারী বস্তু পতনের শব্দ (বস্তাটা ধপ করে ফেলল); 2 হঠাত্ বসার শব্দ (ধপ করে মেঝেতে বসে পড়ল)। [ধ্বন্যা.]। 31)
ধেবড়া, ধেবড়ানো
ধোসা1
(p. 441) dhōsā1 বি. পশমি গায়ের চাদর, পশমি গাত্রবস্ত্রবিশেষ। [হি. ধুস্সা]। 12)
ধারী2
(p. 433) dhārī2 (-রিন্) বিণ. ধারণকারী (অস্ত্রধারী)। [সং. √ ধৃ + ইন্]। 83)
ধা2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577767
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185479
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785542
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026478
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901084
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620130

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us