Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাসিনী। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-বাসী2
(p. 605) -bāsī2 (-সিন্) বিণ. (সমাসের উত্তরপদে) যে বসবাস করে, বাসকারী (দেশবাসী)। [সং. √ বস্ + ইন্]। স্ত্রী. -বাসিনী। 22)
অধি-বাসী
(p. 17) adhi-bāsī (-সিন্) বি. বিণ. নিবাসী, বাসিন্দা। [সং. অধি+ √ বস্+ইন্]। 77)
অন্তরিক্ষ, অন্তরীক্ষ
(p. 32) antarikṣa, antarīkṣa বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। ̃ চারিণী। ̃ বাসী (-সিন্) বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ মণ্ডল বি. সমগ্র আকাশ, নভোমণ্ডল। 38)
অসূর্যস্পশ্য
(p. 72) asūryaspaśya বিণ. সূর্যকে দেখে না এমন। [সং. ন + সূর্য + √ দৃশ্ + আ]। অসূর্যস্পশ্যা বিণ. (স্ত্রী.) সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন; অন্তঃপুরবাসিনী; পর্দানশিন (নারী)। 24)
কৈলাস
(p. 207) kailāsa বি. শিবের বাসস্হানরূপে বর্ণিত হিমালয়ের উত্তরস্হ পর্বতবিশেষ; শিবলোক। [সং. কৈল (সুখ) + আস (আবাস) বা কেলাস] + অ]। ̃. নাথ, কৈলাসেশ্বর বি. শিব। ̃. বাসিনী বি. (স্ত্রী.) দুর্গা। 50)
গুর্জর
(p. 253) gurjara বি. প্রাচীন গুজরাতের অধিবাসী। গুর্জরী বি. (স্ত্রী.) 1 প্রাচীন গুজরাতের অধিবাসিনী ; 2 সংগীতের রাগিণীবিশেষ। 32)
জগদ্বাসী
(p. 311) jagadbāsī (-সিন্) বিণ. বি. পৃথিবীর অধিবাসী। স্ত্রী. জগদ্বাসিনী। [সং. জগত্ + √ বস্ + ইন্]। 33)
জানানা, জেনানা
(p. 322) jānānā, jēnānā বি. 1 স্ত্রীলোক; মহিলা; 2 অন্তঃপুরবাসিনী বা পর্দানশিন নারী; 3 পত্নী (কথাটা তার জানানাকে জানাতে হবে); 4 অন্তঃপুর। [ফা. জানানা]। 14)
দেয়াসিনি
(p. 421) dēẏāsini বি. 1 দেবসেবিকা, পূজারিনি; 2 মন্ত্রতন্ত্র জানে এমন নারী। [ দেবদাসী কিংবা দেববাসিনী]। 26)
নাগর
(p. 452) nāgara বি. 1 প্রণয়ী, প্রিয়জন, নায়ক ('গোলকের পতি, রাধার নাগর'); 2 রসিক; 3 লম্পট পুরুষ; 4 দেবনাগর অক্ষর। বিণ. 1 নগরসম্বন্ধীয়, নাগরিক (নাগর স্বাচ্ছন্দ্য); 2 নগরে বাসকারী, নগরবাসী (নাগরজন)। [সং. নগর + অ]। নাগরী বি. (স্ত্রী.) 1 প্রণয়িনী; 2 রসিকা রমণী; 3 দেবনাগর অক্ষর (নাগরী লিপি)। বিণ. (স্ত্রী.) নগরবাসিনী; নগর সম্বন্ধীয়। 18)
নাগরিকা1
(p. 452) nāgarikā1 বি. (স্ত্রী.) নগরের অধিবাসিনী। [সং. নাগরিক + বাং. আ]। 25)
নিবাস
(p. 461) nibāsa বি. 1 বাসস্হান, আবাস, দেশ; 2 বাড়ি, বসতি (আপনার নিবাস কোথায়?)। [সং. নি + √ বস্ + অ]। নিবাসী (-সিন্) বিণ. বাসকারী, যে বাস করে। স্ত্রী. নিবাসিনী। 74)
পড়া1
(p. 486) paḍ়ā1 বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্হাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্হা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উত্পন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পত্) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উত্পন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 41)
পড়ো2, পোড়ো
(p. 486) paḍ়ō2, pōḍ়ō বিণ. 1 পতিত, পড়ে আছে এমন, অকর্ষিত (পড়ো জমি); 2 অব্যবহৃত, বাসিন্দাশূন্য (পোড়ো বাড়ি)। [বাং. পড়া1 + উয়া ও]। 49)
পতি-বাসী
(p. 541) pati-bāsī (-সিন্) বিণ. বি. প্রতিবেশী, পড়শি, নিকটে বা কাছাকাছি বাসকারী। [সং. প্রতি + √ বস্ + ইন্]। স্ত্রী. প্রতি-বাসিনী। 43)
পর-বাস
(p. 488) para-bāsa বি. 1 অন্যের গৃহ 2 প্রবাস ('এ পরবাসে রবে কে হায়':রবীন্দ্র) [সং. পর3 + বাস]। পর-বাসী বিণ. প্রবাসী ('পরবাসী, চলে এসো ঘরে': রবীন্দ্র)। স্ত্রী. পর-বাসিনী। 156)
পুর2
(p. 526) pura2 বি. 1 গৃহ, আলয়, ভবন (নন্দপুর); 2 নগর, শহর (হাস্তিনাপুর); 3 অন্তঃপুর (পুরনারী)। [সং. √ পৃ + অ]। ̃ দ্বার বি. নগরের বা গৃহের দ্বার। ̃ নারী, ̃ স্ত্রী বি. 1 অন্তঃপুরবাসিনী নারী; 2 কুলনারী। ̃ বাসী (-সিন্) বিণ. বি. নগরবাসী; গৃহস্হ। স্ত্রী. ̃ বাসিনী। 16)
পৌর
(p. 534) paura বিণ. 1 নগরের ('দুয়ার রুদ্ধ পৌর ভবনে'); 2 পুরবাসী (পৌরজন); 3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা); 4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)। বি. পৌরজন ('দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল': ব. চ.)। [সং. পুর + অ]। ̃ পিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান। ̃ প্রধান দ্র পৌরপ্রধান। ̃ মুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)। ̃ সভা, ̃ সংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি। ̃ স্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী। 55)
প্রবাস
(p. 548) prabāsa বি. 1 বিদেশে বাস (এই প্রবাস আর কতদিন চলবে?); 2 বিদেশ ('প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে': মধু)। [সং. প্র + √ বস্ + অ]। ̃ ন বি. প্রবাসে প্রেরণ; নির্বাসন। প্রবাসী (-সিন্) বিণ. বি. প্রবাসে বাসকারী। স্ত্রী. প্রবাসিনী। 7)
প্রোষিত
(p. 554) prōṣita বিণ. বিদেশগত, প্রবাসী। [সং. প্র + √ বস্ + ত]। ̃ ভর্তৃকা বি. যে স্ত্রীর স্বামী প্রবাসে বা বিদেশে আছে। ̃ পত্নীক, ̃ ভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে। প্রোষিতা বিণ. (স্ত্রী.) বিদেশগতা, প্রবাসিনী ('মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্রপ্রায়': সু. দ.)। 141)
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বাসিন্দা
(p. 605) bāsindā বিণ. বি. বাসকারী, নিবাসী, অধিবাসী (পাড়ার বাসিন্দার)। [ফা. বাসিন্দহ্]। 21)
বিদেশ
(p. 614) bidēśa বি. 1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ; 2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান ('ঘর হইতে আঙিনা বিদেশ')। [সং. বি + দেশ]। ̃ নীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy. ̃ বাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা। ̃ বিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)। ̃ যাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা। বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন। বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)। বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী ('আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী': রবীন্দ্র)। বিদেশীয়, বৈদেশিক বিণ. বিদেশসম্বন্ধীয়; ভিন্ন দেশজাত; ভিন্নদেশবাসী। 27)
বিন্ধ্য
(p. 618) bindhya বি. ভারতের মধ্যাঞ্চলে পূর্বপশ্চিমে বিস্তৃত পর্বতমালাবিশেষ। [সং. বি + √ ধ্যৈ + অ (নি. ম্ আগম)]। ̃ বাসিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। বিণ. (স্ত্রী.) বিন্ধ্যপর্বতে বাসকারিণী। বিন্ধ্যাচল বি. বিন্ধ্যপর্বত। বিন্ধ্যারণ্য বি. বিন্ধ্য পর্বতের অরণ্য। 22)
ব্রজ
(p. 652) braja বি. 1 গোষ্ঠ (ব্রজবিহারী); 2 পথ ('বৃন্দাবনের ব্রজে ব্রজে', পদব্রজে); 3 সমূহ (গিরিব্রজ); 4 শ্রীকৃষ্ণের বাল্যলীলাভূমি বলে বর্ণিত মথুরার নিকটবর্তী গ্রামবিশেষ (ব্রজের কানাই)। [সং. ব্রজ্ + অ]। ̃ .কিশোর, ̃ .দুলাল, ̃ .বল্লভ, ̃ .মোহন, ̃ .রাজ, ̃ .সুন্দর বি. শ্রীকৃষ্ণ। ̃ .কিশোরী, ̃ .সুন্দরী বি. শ্রীরাধা। ̃ .বুলি বি. বৈষ্ণব পদাবলি-সাহিত্য ব্যবহৃত প্রাচীন মৈথিলি কবি বিদ্যাপতির ভাষার অনুকরণে সৃষ্ট কৃত্রিম ও মিশ্রভাষাবিশেষ। ̃ .ভাষা বি. হিন্দিভাষার শাখাবিশেষ। ̃ .লীলা বি. ব্রজধামে শ্রীকৃষ্ণের মধুর লীলা। ব্রজাঙ্গনা বি. ব্রজগ্রামের অধিবাসিনী গোপনারী। ব্রজেন্দ্র, ব্রজেশ্বর বি. শ্রীকৃষ্ণ। ব্রজেশ্বরী বি. শ্রীরাধা। ব্রজ্যা বি. ভ্রমণ, পর্যটন। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535028
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730820
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943026
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883619
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us