Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিজ্ঞান)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-বিত্, (চলিত) বিদ
(p. 611) -bit, (calita) bida বিণ. জানে এমন, বেত্তা (বিজ্ঞানবিত্, ইতিহাসবিদ)। [সং. √ বিদ্ + ক্বিপ্]। 69)
অগ
(p. 6) aga বিণ. গতিশূন্য, নিশ্চল। বি. 1 পর্বত; 2 বৃক্ষ; 3 (প্রাচীন বিজ্ঞানীদের মতে গতিহীন বলে) সূর্য। [সং. ন+ √ গম্ + অ]। 8)
অগদ
(p. 6) agada বিণ. নীরোগ, সুস্হ, যার গদ অর্থাত্ রোগ নেই। বি. ঔষধ, বিষঘ্ন ঔষধ, বিষের ক্রিয়া নষ্ট করে এমন ঔষধ, antidote. [সং. ন+গদ]। ̃ তন্ত্র বি. বিষবিজ্ঞান, toxicology. 14)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
অস্হিপঞ্জর, অস্হিবিজ্ঞান, অস্হিভঙ্গ, অস্হিসন্ধি, অস্হিসার
(p. 73) ashipañjara, ashibijñāna, ashibhaṅga, ashisandhi, ashisāra দ্র অস্হি। 30)
আপেক্ষিক
(p. 97) āpēkṣika বিণ. 1 তুলনামূলক, অপেক্ষাকৃত; 2 পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative. [সং. অপেক্ষা + ইক]। বি. ̃ তা। আপেক্ষিক গুরুত্ব তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity. আপেক্ষিক-তত্ত্ব, আপেক্ষিকতা-বাদ গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা: এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে। 14)
আবহ
(p. 98) ābaha বিণ. বহন করে বা বয়ে আনে এমন; ধারণা করে বা সৃষ্টি করে এমন (দুঃখাবহ, শোকাবহ, ভয়াবহ)। বি. সপ্তবায়ুর অন্যতম; ভূবায়ূ, বায়ুমণ্ডল, atmosphere. [সং. আ + √বহ্ + অ]। ̃ .বিজ্ঞান, ̃ .বিদ্যা বি. বায়ুমণ্ডল বিদ্যা, meteorology. ̃ .সংবাদ বি. জল-ঝড়-বায়ু প্রভৃতির গতি ও হালচালসম্বন্ধীয় খবর। ̃ .সংগীত বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music. 29)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
ইঞ্জিনিয়ার
(p. 114) iñjiniẏāra বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। [ইং. engineer]। ইঞ্জিনিয়ারিং বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত। 5)
উদ্ভিদ
(p. 128) udbhida (-দ্) বিণ. বি. তৃণলতাগুল্মাদি যা মাটি ভেদ করে জন্মে, এবং তাদের অঙ্কুর। [সং. উত্ + √ ভিদ্ + ক্বিপ্]। ̃ ণু বি. উদ্ভিজ্জাণু। ̃ বিদ্যা বি. উদ্ভিদসংক্রান্ত বিজ্ঞান, botany. 38)
এম এ, এম এসসি, এম কম
(p. 148) ēma ē, ēma ēsasi, ēma kama বি. যথাক্রমে কলা বা মানবিকবিদ্যা, বিজ্ঞান ও বাণিজ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা উপাধি। [ইং. M.A., M.Sc., M.Com.]। 15)
কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
কল্প-বিজ্ঞান
(p. 172) kalpa-bijñāna বি. কাল্পনিক বিজ্ঞানকাহিনি। কল্পনার মিশেল-দেওয়া বিজ্ঞানকাহিনী। [সং. কল্প (কল্পনা) + বিজ্ঞান]। 33)
কান্তি
(p. 181) kānti বি. সৌন্দর্য, শোভা; দীপ্তি। [সং. √ কম্ + তি]। ̃ বিদ্যা বি. সৌন্দর্যবিজ্ঞান, সৌন্দর্যতত্ত্ব; নন্দনতত্ত্ব, aesthetics (বি. প.)। ̃ ময়, ̃ মান (-মত্)বিণ. কান্তিযুক্ত, সুন্দর, দীপ্তিমান। বিণ. (স্ত্রী.) ̃ ময়ী, ̃ মতী। 47)
খগোল
(p. 221) khagōla বি. 1 নভোমণ্ডল; 2 নভোমণ্ডলের প্রতিরূপক কৃত্রিম গোলক। [সং. খ + গোল]। ̃ বিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy. 11)
গণিত
(p. 236) gaṇita বি. অঙ্কশাস্ত্র, গণনাবিজ্ঞান, mathematics. বিণ. গণনা করা হয়েছে এমন; গণনার দ্বারা নির্ধারিত। ̃ ক বি. হিসাব, accounts (স.প.)। ̃ জ্ঞ বিণ. গণিতে পারদর্শী; গণিতশাস্ত্রে অভিজ্ঞ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. অঙ্কশাস্ত্র। 53)
গতি
(p. 239) gati বি. 1 গমন, যাত্রা; 2 চলার বেগ (মৃদুগতি, হাঁটার গতি) ; 3 উপায়, ব্যবস্হা (একটা গতি করতে হবে); 4 আশ্রয়, শরণ, সহায় (তিনি ছাড়া আমাদের আর গতি কে আছেন?) ; 5 পরিণাম, মৃত্যুর পরবর্তী অবস্হা (নরকেও তোমার গতি হবে না, নরক-গতি); 6 উদ্ধারের পথ (পাপিষ্ঠের কী গতি হবে?) ; 7 সত্কার, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের গতি করা দরকার) ; 8 অবস্হা (দুর্গতি); 9 ধরনধারণ, গতিক (আকাশের গতি সুবিধার নয়)। [সং. √গম্ + তি]। ̃ ক্রিয়া বি. দীর্ঘসূত্রতা। ̃ দায়ী (-য়িন্) বিণ. মুক্তিদাতা। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) মোক্ষদাত্রী; যিনি মুক্তি দেন। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. গতিবিষয়ক বা বেগবিষয়ক শাস্ত্র, dynamics kinetics. ̃ বিধি বি. 1 চালচলন, কার্যকলাপ (শত্রুর গতিবিধি); 2 যাতায়াত (রাজসভায় গতিবিধি আছে তাঁর); 3 মুক্তির উপায় ('ওমা কর গতিবিধি' রা. প্র.)। ̃ ভঙ্গ বি. চলতে চলতে বাধা পেয়ে থেমে যাওয়া; অর্ধপথে নিবৃত্তি। ̃ ময় বিণ. গতিসম্পন্ন, বেগবান। ̃ রোধ বি. পথরোধ; বাধা। ̃ শীল বিণ. চলিষ্ণু, প্রগতিধর্মী, গতিময় (গতিশীল সমাজ)। গতিষ্ণু বিণ. গতিশীল, যার গতি আছে এমন, চলিষ্ণু, dynamic. 14)
গতীয়
(p. 239) gatīẏa বিণ. গতি গতিবিদ্যা বা গতিবিজ্ঞানসম্বন্ধীয়, kinetic, dynamic (বি.প.)। [সং. গতি + ঈয়]। 16)
জড়2
(p. 312) jaḍ়2 বিণ. 1 চেতনাহীন (জড় পদার্থ); 2 ইন্দ্রিয়গ্রাহ্য, পঞ্চভূতের দ্বারা সৃষ্ট, material (জড় জগত্, জড় দেহ); 3 চেষ্টাহীন, নিষ্ক্রিয় (জড় হয়ে থাকা); 4 মূর্খ, অজ্ঞান (জ়ড় বুদ্ধি)। বি. 1 জ্ঞানশক্তিহীন নিষ্ক্রিয় ব্যক্তি; 2 মূর্খ বা সুখদুঃখবোধহীন লোক; 3 অচেতন পদার্থ (জীব ও জড়ের পার্থক্য); 4 পঞ্চভূত যথা ক্ষিতি অপ্ তেজ মরুত্ ব্যোম। [সং. √ জল্ (ল্=ড়) + অ]। ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র। ̃ তা, ̃ ত্ব বি. 1 জড়ের ভাব, জাড্য; 2 বুদ্ধি বা চৈতন্যের অভাব; 3 আড়ষ্টতা (জড়তা কাটিয়ে ওঠা); 4 অস্পষ্টতা (কথার জড়তা); 5 স্ফূর্তিহীনতা। ̃ পদার্থ বি. অচেতন প্রাকৃতিক বস্তু যথা পর্বত, মাটি, জল। ̃ পিণ্ড বি. স্হূল বা পিণ্ডে পরিণত জড়পদার্থ। ̃ পুত্তলি বি. প্রাণহীন পুতুল; (আল.) গতিহীন, আড়ষ্ট বা স্হূলবুদ্ধি ব্যক্তি। ̃ বাদ বি. জড়জগতের বা জড়প্রকৃতির বাইরে কোনোকিছুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, এই মতবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদে বিশ্বাসী। ̃ বিজ্ঞান বি. ভৌতবিজ্ঞান। ̃ বুদ্ধি বিণ. বোধহীন, হাবাগবা (জড়বুদ্ধি লোক)। ̃ ভরত বি. 1 ভরত নামে প্রাচীন চন্দ্রবংশীয় রাজা যিনি মোক্ষলাভের জন্য জড়ত্ব অবলম্বন করেছিলেন; 2 (আল.) জড়বুদ্ধি বা জড়ভাবাপন্ন লোক। বিণ. 1 অকর্মণ্য, নিষ্ক্রিয় জ়ড়ভরত হয়ে বসে আছ কেন?); 2 জবুথবু, নিশ্চল শীতে জড়ভরত হওয়া)। ̃ সড় বিণ. আড়ষ্ট; সংকুচিত। 26)
জল
(p. 312) jala বি. 1 স্বাদ-বর্ণ-গন্ধহীন স্বচ্ছ তরল, বারি, সলিল, উদক, অম্বু, নীর (পানীয় জল, নদীর জল); 2 বৃষ্টি (আজ নিশ্চয়ই জল হবে); 3 (আঞ্চ.) হালকা খাবার (তুমি সকালে জল খেয়েছ?)। বিণ. 1 শীতল (প্রাণ জল হয়ে গেল); 2 শান্ত (মিষ্টি কথায় জল হয়ে গেলাম); 3 তরল, সরল ('বুঝিয়ে দিলে যেন জল': সু. রা.); 4 নষ্ট, অপব্যয়িত (টাকা জল হওয়া, পরিশ্রম জল হওয়া)। [সং. √ জল্ + অ]। ̃ কণা বি. জলের ফোঁটা, জলের বিন্দু। ̃ কন্যা বি. নদী ইত্যাদি থেকে উত্থিতা অপ্সরী; জলপরি। ̃ কপাট বি. নদী ইত্যাদির মধ্যে জলস্রোত নিয়ন্ত্রণের জন্য কপাটযুক্ত বাঁধবিশেষ, floodgate. ̃ কর বি. জলাশয়াদির উপর ধার্য খাজনা; মাছ চাষের জন্য জলাশয়ের উপর যে খাজনা ধার্য হয়। ̃ কল্লোল বি. জলস্রোতের কলকল শব্দ; শব্দকারী জলতরঙ্গ। ̃ কষ্ট বি. জলের অভাবের জন্য কষ্ট। ̃ কাদা বি. বৃষ্টির জল এবং তার ফলে রাস্তায় কাদা। ̃ কুক্কুট বি. গাংচিল। ̃ কেলি, ̃ ক্রীড়া, ̃ খেলা বি. জলের মধ্যে আনন্দে সাঁতার ও অন্য ক্রীড়াকৌতুক। জল খাওয়া ক্রি. বি. 1 জল পান করা; 2 হালকা খাবার বা জলখাবার খাওয়া। ̃ খাবার বি. সকাল-বিকালের হালকা খাবার, জলযোগ, টিফিন। ̃ গৃহ - জলটুঙি -র অনুরূপ। ̃ চর বিণ. জলে বিচরণ করে এমন (জলচর পাখি)। ̃ চল বিণ. যার ছোঁয়া জল পান করতে বাধা নেই। ̃ চূড়ি বি. পরিধেয় বস্ত্রাদিতে সরু ডোরার মতো জলছাপ। ̃ চৌকি বি. ছোট ও নিচু চৌকো বসার টুল। ̃ ছত্র - জলসত্র -র চলিত রূপ। ̃ ছবি বি. যেঁ ছবি জলে ভিজিয়ে অন্য কাগজে চেপে ছাপ তোলা যায়। ̃ জ বিণ. জলে বা জলাশয়াদিতে উত্পন্ন হয় এমন (জলজ উদ্ভিদ)। বি. পদ্ম ফুল। ̃ জন্তু বি. জলচর জন্তু। ̃ জিয়ন্ত, ̃ জ্যান্ত বিণ. সম্পূর্ণ সজীব; সম্পূর্ণ স্পষ্ট (জলজ্যান্ত প্রমাণ); একেবারে, ডাহা (জলজ্যান্ত মিথ্যা)। ̃ টল বি. জল ও ওইজাতীয় অন্য জিনিস; জলখাবার (জলটল খেয়েছে?)। ̃ টুঙি, ̃ টুঙ্গি বি. পুকুর, দিঘি প্রভৃতির মধ্যে নির্মিত ঘর। ̃ ঢোঁড়া বি. জলচর নির্বিষ ঢোঁড়া সাপবিশেষ। ̃ তরঙ্গ বি. 1 জলের ঢেউ; 2 সাতটি জল-ভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ। ̃ তেষ্টা বি. জলপিপাসা, তৃষ্ণা। ̃ দ বিণ. জল দেয় এমন। বি. মেঘ। ̃ দস্যু বি. যারা নদীতে বা সমুদ্রপথে ডাকাতি করে বেড়ায়। ̃ দেবতা বি. জলে অধিদেবতা; বরুণ। ̃ দোষ বি. 1 উদরীরোগ; 2 কোষবৃদ্ধি। ̃ ধর বিণ. জলধারণকারী; জলপূর্ণ। বি. 1 মেঘ (নব জলধর); 2 সমুদ্র। ̃ ধি বি. সমুদ্র। ̃ নালি, ̃ প্রণালী বি. জলনিকাশের নর্দমা। ̃ নিধি বি. সমুদ্র। ̃ পাটি বি. দেহের আহত স্হানে বাঁধার জন্য বা জ্বরের তাপ কমানোর জন্য কপালে দেবার জলসিক্ত কাপড়ের টুকরো বা ফালি। ̃ পড়া বি. রোগ-বালাই, ভূত প্রভৃতি অমঙ্গল দূর করার জন্য মন্ত্রপূত জল। ̃ পথ বি. নৌকা জাহাজ প্রভৃতি যোগে চলবার পথ অর্থাত্ নদী, সমুদ্র ইত্যাদি। ̃ পরি বি. জলে বিচরণ বা বাস করে এমন কাল্পনিক কন্যা, জলকন্যা। ̃ পান বি. জলখাবার। ̃ পানি বি. 1 মেধাবী ছাত্রের পুরস্কার বা বৃত্তি; 2 জলখাবার খাওয়ার পয়সা। ̃ পিপি বি. জলে ভাসমান উদ্ভিদের উপর চলে বেড়ায় এমন বকজাতীয় পাখিবিশেষ, water jacana. ̃ প্রপাত বি. পর্বত বা ওইরকম উঁচু জায়গা থেকে অবিরত বেগে পতনশীল জলধারা। ̃ প্লাবন বি. প্রবল বন্যা। ̃ বসন্ত, পানি-বসন্ত বি. সংক্রামক কিন্তু মারাত্মক নয় এমন, গুটিকারোগ, chicken-pox. ̃ বাতাস, ̃ বায়ু বি. আবহাওয়া। ̃ বিছুটি বি. জলে ভিজানো বা জলে জাত বিছুটি গাছ, যা গায়ে লাগলে অত্যন্ত চুলকায় জ্বালা করে। ̃ বিজ্ঞান বি. জলবিষয়ক শাস্ত্র। ̃ বিদ্যুত্ বি. প্রধানত জল থেকে বা বাষ্প থেকে উত্পাদিত বিদ্যুত্, hydroelectricity. ̃ বিভাজিকা বি. বিভিন্ন নদী ইত্যাদির মিলনস্হানে জলের বিভাজক রেখা; দুই নদীর জলের মিলনস্হানে যে রেখা দুই নদীর জলকে পৃথকভাবে চিহ্নিত করে, watershed. ̃ বিম্ব বি. জলের বুদ্বুদ, ভুড়ভুড়ি। ̃ বিষুব বি. কার্তিক মাসের সংক্রান্তি। ̃ বিহার বি. জলক্রীড়া। জল ভাঙা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 সন্তানপ্রসবের অনতিপূর্বে গর্ভিণীর গর্ভাশয় থেকে জল বার হওয়া; 3 জলের মধ্য দিয়ে হাঁটা (জল ভেঙে এত পথ যাওয়া যায়?)। ̃ ভাত বি. (আল.) অতি সহজ ব্যাপার (এটা বুঝছ না? এ তো জলভাত)। ̃ ভ্রমি বি. নদী সমুদ্র প্রভৃতির মধ্যে জলের আবর্ত বা ঘূর্ণি। ̃ মগ্ন বিণ. জলে ডুবে গেছে বা ডুবে আছে এমন। ̃ ময় বিণ. জলপূর্ণ, জলে ভরা; জলপ্লাবিত। জল মরা ক্রি. বি. জল কমে বা শুকিয়ে যাওয়া। ̃ মার্জার বি. উদ্বিড়াল। ̃ মুক (-মুচ্) বি. মেঘ। ̃ যন্ত্র বি. 1 জল তুলবার যন্ত্র; 2 জলঘড়ি; 3 ধারাযন্ত্র, পিচকারি, spray. ̃ যাত্রা বি. 1 জলপথে যাত্রা; 2 জল আনার জন্য যাওয়া। ̃ যান বি. জলপথে যাতায়াতের জন্য নৌকো জাহাজ ইত্যাদি যান। ̃ যোগ বি. জলখাবার খাওয়া। ̃ রং বি. জলে গুলে নিয়ে আঁকতে হয় এমন রং। ̃ রোধী বিণ. 1 জল আটকায় এমন, watertight; 2 যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না, waterproof. ̃ শৌচ বি. মলমূত্রাদি ত্যাগের পর জল দিয়ে শরীরের অঙ্গ ধোওয়া। ̃ সত্র, ̃ ছত্র বি. যে স্হান থেকে সর্বসাধারণকে বিনামূল্যে জল দান করা হয়। জল সরা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 পুকুর ইত্যাদি জলাশয়ে নিত্যপ্রয়োজনে জল ব্যবহার করা। জল সহা, (কথ্য) জল সওয়া ক্রি. বি. বিবাহাদি উপলক্ষ্যে প্রতিবেশীর বাড়ি থেকে জল সংগ্রহরূপ মঙ্গলাচরণ করা। ̃ সেক বি. জলসেচন; গরম জলে ন্যাকড়া তুলো ইত্যাদি ভিজিয়ে সেক দেওয়া। ̃ স্তম্ভ বি. সমুদ্র নদী ইত্যাদিতে স্তম্ভের আকারে উত্থিত জলরাশি, waterspout. জল হওয়া ক্রি. বি. 1 বৃষ্টি হওয়া; 2 তরল বা দ্রব হওয়া (গলে জল হয়ে গেছে); 3 শান্ত বা শুঁড়িবিহীন জলজন্তুবিশেষ। ̃ হাওয়া বি. আবহাওয়া। জলীয় বিণ. 1 জলপূর্ণ; 2 জলসম্বন্ধীয়; 3 জলমিশ্রিত। জলে দেওয়া, জলে ফেলা ক্রি. বি. নষ্ট করা; অপাত্রে দান করা। জলে পড়া ক্রি. বি. অস্হানে উপস্হিত হওয়া; অপাত্রে পড়া; বিপদে পড়া। জলে যাওয়া ক্রি.বি. নষ্ট হওয়া; অপচয় হওয়া; লোকসান বা ব্যর্থ হওয়া। জলের দাগ বি. নিমেষেই মুছে যায় এমন চিহ্ন। জলের দামে ক্রি-বিণ. নামমাত্র দামে, খুব সস্তায়। 152)
জাদু2
(p. 322) jādu2 বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি। 5)
জীব2
(p. 326) jība2 বি. 1 প্রাণী; 2 প্রাণ ('জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি'); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। ̃ জগত্ বি. সমগ্র প্রাণীজগত্, চেতনজগত্। ̃ জন্তু বি. নানা জন্তু। ̃ তারা বি. জীবনরূপ তারা, জীবন। ̃ ধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। ̃ ধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। ̃ বলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. ̃ লোক বি. সংসার, মর্তলোক। ̃ হিংসা, ̃ হত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র। 16)
জীবন
(p. 326) jībana বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান - জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা। 21)
জীববিজ্ঞান, জীবলোক, জীবহত্যা, জীবহিংসা
(p. 327) jībabijñāna, jībalōka, jībahatyā, jībahiṃsā দ্র জীব2। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535150
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943141
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us