Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অগদ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অগদ এর বাংলা অর্থ হলো -

(p. 6) agada বিণ. নীরোগ, সুস্হ, যার গদ অর্থাত্ রোগ নেই।
বি. ঔষধ, বিষঘ্ন ঔষধ, বিষের ক্রিয়া নষ্ট করে এমন ঔষধ, antidote. [সং. ন+গদ]।
তন্ত্র
বি. বিষবিজ্ঞান, toxicology. 14)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অপ্রিয়
(p. 43) apriẏa বিণ. অপ্রীতিকর, পছন্দ নয় এমন, বিরাগভাজন। [সং. ন + প্রিয়]। ̃ কারী (-রিন্) বিণ. অপ্রিয় বা অপ্রীতিকর কাজ করে এমন। ̃ বাদী (-দিন), ̃ ভাষী (-ষিন্) বিণ. অপ্রিয় কথা বলে এমন; কটুভাষী। বিণ. স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। 11)
অন্তরাল
মপ্লি-ফায়ার
অবি-স্মরণীয়
(p. 49) abi-smaraṇīẏa বিণ. বিস্মৃত হওয়া যায় না বা ভোলা যায় না এমন (অবিস্মরণীয় ঘটনা)। [সং. ন + বিস্মরণীয়]। 30)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয়পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অশ্রুত
(p. 67) aśruta বিণ. 1 শোনা যায়নি এমন, শোনা হয়নি এমন; 2 (বিরল) বেদবিরুদ্ধ, শ্রুতিবিরুদ্ধ। [সং. ন + শ্রুত]। ̃ পূর্ব বিণ. আগে কখনো শোনা যায়নি এমন। 13)
অন্বয়
(p. 34) anbaẏa বি. 1 এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ; 2 সম্বন্ধযুক্ত পদগুলির বাক্যে ব্যবহারের ক্রম, syntactic order; 3 অনুবৃত্তি, ধারা; 4 বংশ; গোত্র; 5 মিল, agreement. [সং. অনু + √ ই + অ]। অন্বয়ী (-য়িন্) বিণ. অন্বয়যুক্ত, সম্বন্ধযুক্ত, অন্বিত। 46)
অলি1
(p. 64) ali1 বি. 1 ভ্রমর, ভোমরা ('গুঞ্জরিয়া আসে অলি': দ্বি. রা); 2 বৃশ্চিক; 3 মদ, সুরা (অলিপানা)। [সং. √ অল্ + ই]। 23)
অনু-পুঙ্খ
(p. 29) anu-puṅkha (ন. শ.) বি. কোনো বিষয় বা ঘটনার ক্ষুদ্র অংশ, minute detail. বিণ. সূক্ষ্ম; তন্নতন্ন (অনুপুঙ্খ বর্ণনা)। [আ. বাং. পুঙ্খানুপুঙ্খ]। 5)
অবম
(p. 45) abama বিণ. 1 কম; ন্যূন; 2 নিকৃষ্ট; হীন। [সং. √ অব্ + অম]। 16)
অশনি
(p. 65) aśani বি. বজ্র, বাজ (অশনিসংকেত)। [সং. √ অশ্ + অনি]। ̃ .পাত, ̃ .সম্পাত বি. বজ্রপাত, বাজ পড়া। 16)
অপরি-বর্তন
(p. 34) apari-bartana বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]। অপরি-বর্তনীয় বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)। অপরি-বর্তিত বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন। 147)
অবেলা
(p. 50) abēlā বি. 1 বিকাল, দিনশেষ; 2 অসময়; ('অবেলায় যদি এসেছ আমার বনে': রবীন্দ্র); 3 অশুভ সময়। [সং. ন + বেলা]। 12)
অংশ্য-মান
(p. 1) aṃśya-māna বিণ. ভাগ করা হচ্ছে এমন। [সং. √অন্শ+শানচ্]। 15)
অপরি-সর
(p. 39) apari-sara বিণ. তেমন প্রশস্ত বা চওড়া নয় এমন, সংকীর্ণ (অপরিসর ঘর)। [সং. ন + পরিসর]। 4)
অষ্টাবিংশ, অষ্টাবিংশতি, অষ্টাবিংশতিতম
অনারম্ভ
(p. 25) anārambha বি. 1 আরম্ভের অভাব, আরম্ভ না হওয়া বা না করা; 2 আরম্ভেই যেখানে বিঘ্ন। [সং. ন + আরম্ভ]। 8)
অহিত
(p. 75) ahita বি. হিত বা মঙ্গলের অভাব, অমঙ্গল; ক্ষতি (হিতাহিত জ্ঞান)। [সং. ন + হিত]। ̃ কর বিণ. ক্ষতিকর, অপকারী। ̃ কামী (-মিন্) বিণ. অমঙ্গল কামনা করে এমন। ̃ কারী (-রিন্) বিণ. অপকার করে এমন, ক্ষতি করে এমন। অহিতাচরণ, অহিতাচার বি. অনিষ্টসাধন।
অভ্যুদিত
(p. 55) abhyudita দ্র অভ্যুদয়। 25)
অভরসা
(p. 50) abharasā বি. ভরসা বা আস্হার অভাব; অবিশ্বাস। [বাং. অ + ভরসা]। 57)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577535
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185212
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785282
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025952
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901009
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708499
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619862

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us