Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিদেশি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগস্ত্য, অগস্তি
(p. 6) āgastya, agasti বি. 1 স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ; 2 (জ্যোতি.) যে নক্ষত্রের উদয়ে শরত্ ঋতু সূচিত হয়, Canopus [সং. অগ+√ স্তৈ+অ়]। ̃ .যাত্রা বি. যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে এই দিনটিতে যাত্রা নিষিদ্ধ); মাসের প্রথম দিন; শেষ যাত্রা, চিরপ্রস্হান। অগস্ত্যোদয় বি. ভাদ্রের 17/18 তারিখে অগস্ত্য নক্ষত্রের উদয়। 23)
উদাসী
(p. 127) udāsī (-সিন্) বিণ. 1 আসক্তিহীন; নির্লিপ্ত; 2 এলোমেলো ('এই উদাসী হাওয়ার পথে পথে': রবীন্দ্র); 3 বিষণ্ণ, উন্মনা। বি. সন্ন্যাসী; সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। [সং. উদাস + ইন্]। স্ত্রী. উদাসিনী ('উদাসিনীবেশে বিদেশিনী কে সে': রবীন্দ্র)। 8)
গোলাম
(p. 261) gōlāma বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস; 3 তাসের ফোঁটা বা রংবিশেষ। [আ. গুলাম]। ̃ খানা বি. 1 গোলামদের বাসস্হান ; 2 (আল.) গোলাম বা গোলামের মনোবৃত্তিসম্পন্ন লোক তৈরি করার কারখানা (এই গোলামখানা থেকে উদ্ধার পাওয়া কঠিন)। গোলামি বি. গোলামের বৃত্তি, দাসত্ব (বিদেশি সরকারের গোলামি আর করব না)। 6)
দেশান্তর
(p. 421) dēśāntara বি. 1 অন্য দেশ (দেশান্তরে যাওয়া); 2 দূরের দেশ; 3 (ভূগো.) মুখ্য মধ্যরেখা বা prime meridian থেকে কোনো নির্দিষ্ট স্হানের কৌণিক দূরত্ব বা নিরক্ষবৃত্তের চাপ, দ্রাঘিমা, longitude (বি.প.)।[সং. দেশ+অন্তর]। দেশান্তরিত বিণ. 1 অন্য দেশে বা দূর দেশে গেছে এমন; 2 স্বদেশ থেকে বিতাড়িত; 3 বিদেশবাসী, প্রবাসী। 36)
নিমিত্ত
(p. 461) nimitta বি. 1 হেতু, কারণ (পাপের নিমিত্ত শাস্তিভোগ); 2 উদ্দেশ্য, উপলক্ষ্য, প্রয়োজন (উপার্জনের নিমিত্ত বিদেশগমন); 3 শুভাশুভ লক্ষণ (দুর্নিমিত্ত); 4 যে কর্ম সাধন করে কিন্তু যার কোনো দায়িত্ব বা কর্তৃত্ব নেই (আমি তো নিমিত্তমাত্র)। অব্য. অনু. জন্য (মৃতের নিমিত্ত শোক কোরো না, কীসের নিমিত্ত এ কাজ করল?)। [সং. নি + √ মিদ্ + ত]। নিমিত্তের ভাগী প্রকৃত কর্তা না হয়েও হেতুরূপে বিবেচিত। 97)
পপলার
(p. 488) papalāra বি. দীর্ঘ ঋজু বিদেশি গাছবিশেষ। [ইং. poplar]। 74)
পর-দেশিয়া
(p. 488) para-dēśiẏā বিণ. বিদেশি। [সং. পরবশ + বাং. ইয়া]। পর-দেশি বিণ. বিদেশি। 132)
পর-রাষ্ট্র
(p. 488) para-rāṣṭra বি. বিদেশি রাষ্ট্র বিদেশ। [সং. পর3 + রাষ্ট্র]। পররাষ্ট্র নীতি বি. বিদেশ বা অন্য রাষ্ট্র সম্পর্কে নীতি, foreign policy. 181)
পর-শাসন
(p. 488) para-śāsana বি. অন্যের বা. বিদেশি শাসকের দ্বারা শাসন। [সং. পর3 + শাসন]। পর-শাসিত বিণ. অন্যের দ্বারা বা বিদেশি শাসকের দ্বারা শাসিত। 185)
পার-দেশ্য
(p. 513) pāra-dēśya বিণ. 1 প্রবাসী, বিদেশে বসবাসকারী; 2 বিদেশাগত; 3 বিদেশি। [সং. পরদেশ + য]। 101)
প্রত্যাগত
(p. 544) pratyāgata বিণ. ফিরে এসেছে এমন, প্রত্যাবৃত্ত (বিদেশপ্রত্যাগত)। [সং. প্রতি + আগত]। প্রত্যাগমন বি. ফিরে আসা, প্রত্যাবর্তন, পুনরাগমন। 39)
প্রবসন
(p. 546) prabasana বি. 1 স্বদেশ ত্যাগ করে বিদেশবাসের জন্য যাওয়া, emigration; 2 বিদেশবাস। [সং. প্র + √ বস্ + অন]। প্রবসিত বিণ. বিদেশে বাস করতে গেছে এমন; বিদেশে বাস করছে এমন।
প্রাক্কাল
(p. 552) prākkāla বি. পূর্ববর্তী বা প্রারম্ভিক কাল (বিদেশযাত্রার প্রাক্কালে)। [সং. প্রাচ্ + কাল]। প্রাক্কালিক, প্রাক্কালীন বিণ. প্রাক্কালের।
প্রোষিত
(p. 554) prōṣita বিণ. বিদেশগত, প্রবাসী। [সং. প্র + √ বস্ + ত]। ̃ ভর্তৃকা বি. যে স্ত্রীর স্বামী প্রবাসে বা বিদেশে আছে। ̃ পত্নীক, ̃ ভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে। প্রোষিতা বিণ. (স্ত্রী.) বিদেশগতা, প্রবাসিনী ('মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্রপ্রায়': সু. দ.)। 141)
বহিরা-গত
(p. 580) bahirā-gata বিণ. 1 বাইরে আগত; 2 বাহির থেকে আগত (বহিরাগত পর্যটক); 3 বিদেশি। [সং. বহিস্ + আগত]। 244)
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞ র অনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
বাস2
(p. 602) bāsa2 বি. 1 আবাস, বাসস্হান (আদিবাস); 2 অবস্হান (বিদেশবাস)। [সং. √ বস্ + অ]। ̃ ভবন বি. বাড়ি, বাস করার গৃহ। ̃ ভূমি বি. স্বদেশ। ̃ যোগ্য বিণ. থাকবার উপযুক্ত ('এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি': সুকান্ত)। 93)
বিদেশ
(p. 614) bidēśa বি. 1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ; 2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান ('ঘর হইতে আঙিনা বিদেশ')। [সং. বি + দেশ]। ̃ নীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy. ̃ বাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা। ̃ বিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)। ̃ যাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা। বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন। বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)। বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী ('আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী': রবীন্দ্র)। বিদেশীয়, বৈদেশিক বিণ. বিদেশসম্বন্ধীয়; ভিন্ন দেশজাত; ভিন্নদেশবাসী। 27)
বুলি
(p. 633) buli বি. 1 বোল, বাক্য, ভাষা (বিদেশি বুলি, ইংরেজি বুলি); 2 অস্পষ্ট বা আধো-আধো ভাষা বা কথা (পাখির বুলি, শিশুর বুলি ফোটা); 3 মুখস্হ ভাষা বা কথা, মুখস্হ গত্ (বুলি আওড়ানো)। [হি. বোলী]। 48)
বেগানা
(p. 633) bēgānā বিণ. 1 অজ্ঞাতপরিচয়, অচেনা (বেগানা লোক); 2 বিদেশি, পরদেশিয়া। [ফা. বেগানা]। 126)
বয়-কট
(p. 580) baẏa-kaṭa বি. 1 বর্জন, পরিহার; প্রতিবাদস্বরূপ বর্জন (বিদেশি জিনিস বয়কট করা); 2 একঘরে করা (তাকে বয়কট করা হয়েছে)। [ইং. boycott]। 5)
ভুঁই
(p. 667) bhum̐i বি. 1 ভূমি (ভুঁয়ে লুটায়); 2 মাটি; খেত (ভুঁইকুমড়ো); 3 স্হান, ঠাঁই 4 (বিদেশবিভুঁই)। [ সং. ভূমি]। ̃ .কুমড়ো বি. মাটিতে জন্মায় এমন কুমড়োবিশেষ। ̃ .চাঁপা বি. লালচে রঙের সুগন্ধি ফুলবিশেষ। ̃ .ফোঁড় বিণ. (আল.) 1 হঠাত্ বড়োলোক হয়েছে এমন; 2 হঠাত্ আবির্ভূত হয়েছে এমন। বি. ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ। ̃ .মালী বি. 1 ঝাড়ুদার; 2 (আঞ্চ.) ঢাকি। 17)
স্বদেশ
(p. 852) sbadēśa বি. নিজের দেশ; জন্মভূমি। [সং. স্ব + দেশ]। স্বদেশি, স্বদেশীয় বিণ. নিজদেশজাত; নিজদেশবাসী। স্বদেশি আন্দোলন ইংরেজ-আমলে ভারতবাসীদের স্বাধীনতালাভের উদ্দেশ্যে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের আন্দোলন। 14)
স্বাধীন
(p. 855) sbādhīna বিণ. 1 কেবল নিজের অধীন, স্ববশ, অনন্যপর (স্বাধীন চিন্তা বা জীবিকা); 2 অবাধ, স্বচ্ছন্দ (স্বাধীন গতি); 3 বিদেশি কর্তৃক শাসিত নয় এমন (স্বাধীন দেশ)। [সং. স্ব + অধীন]। বি. ̃ তা। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535217
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140689
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730998
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883674
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us