Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্বাধীন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  স্বাধীন এর বাংলা অর্থ হলো -

(p. 855) sbādhīna বিণ. 1 কেবল নিজের অধীন, স্ববশ, অনন্যপর (স্বাধীন চিন্তা বা জীবিকা); 2 অবাধ, স্বচ্ছন্দ (স্বাধীন গতি); 3 বিদেশি কর্তৃক শাসিত নয় এমন (স্বাধীন দেশ)।
[সং. স্ব + অধীন]।
বি.তা।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সন্ধুক্ষণ
সমস্ত
সংসৃতি
স্রষ্টব্য
(p. 857) sraṣṭabya বিণ. নির্মেয়, নির্মাণ বা সৃষ্টি করতে হবে এমন। [সং. √ সৃজ্ + তব্য]। 2)
সাধর্ম্য
সাপ্তাহান্তিক
সময়
(p. 808) samaẏa বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 1 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। ̃ নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. ̃ নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে ('ভেঙে পড়ে সময়-সময়': বিষ্ণু.)। ̃ সারণি বি. সময়জ্ঞাপক নির্ঘণ্ট বা তালিকা, timetable. ̃ সেবী (-বিন্), ̃ সেবক বিণ. সময় বুঝে স্বীয় মত ও কর্মপ্রণালীর পরিবর্তন করে এমন, সুবিধাবাদী। সময়ান্তর বি. ভিন্ন সময়। সময়াভাব বি. সময়ের অভাব। সময়োচিত, সময়োপ-যোগী (-গিন্) বিণ. বিশেষ এক সময়ের পক্ষে উচিত বা উপযুক্ত (সময়োচিত পদক্ষেপ)। 60)
সারঙ্গী2, সারেঙ্গি
(p. 830) sāraṅgī2, sārēṅgi বি. ছড় দিয়ে বাজাতে হয় এমন বেহালাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, সারিন্দা। [সং. √ সৃ + অঙ্গ, + ঈ]। সারঙ্গী3 বি. সারঙ্গবাদক। 8)
সবুর
(p. 808) sabura বি. 1 ধৈর্য, ধৈর্যধারণ; 2 অপেক্ষা, দেরি (সবুর সয় না)। [আ. সব্র্]। সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরে অপেক্ষা করলে উত্তম ফল পাওয়া যায়। 27)
সমা
(p. 808) samā বিণ. সম -র স্ত্রীলিঙ্গ। বি. সংবত্সর। [সম দ্র]। 74)
সসে-মিরা
সকৃত্
(p. 796) sakṛt অব্য. 1 একবারমাত্র; 2 সর্বদা। [সং. এক + স (নি.)]। 67)
সংঘটন
(p. 792) saṅghaṭana বি. 1 যোজন, মেলন, একত্রীকরণ (বিভিন্ন উপাদানের সংঘটন); 2 ঘটানোর কাজ (মিলনসংঘটন); 3 ঘটনা। [সং. সম্ + ঘটন]। সংঘটিত বিণ. 1 ঘটেছে বা ঘটানো হয়েছে এমন; 2 যোজিত। 53)
সাংকেতিক
স্বভাব
(p. 853) sbabhāba বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সত্স্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্হা। [সং. স্ব + ভাব]। ̃ কবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন। ̃ কুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন। ̃ কৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট। ̃ গত বিণ. স্বভাবে পরিণত; সহজাত। ̃ চরিত্র বি. প্রকৃতিচালচলন। ̃ জ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)। ̃ বিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ। ̃ প্রকৃতি বি. আচারআচরণ। স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না। ̃ শোভা বি. নৈসর্গিত সৌন্দর্য। ̃ সিদ্ধ, ̃ সুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক। স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)। স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা। 4)
সতৃষ্ণ
সরো-রুহ
(p. 818) sarō-ruha বি. পদ্মফুল। [সং. সরস্ + √ রুহ্ + অ]। 20)
সংলিপ্ত
(p. 796) saṃlipta বিণ. 1 সম্যক লিপ্ত বা জড়িত; 2 সংযুক্ত (নানা ব্যাপারে সংলিপ্ত থাকা)। [সং. সম্ + লিপ্ত]। বি. ̃ তা। 6)
স্বর্গ
(p. 853) sbarga বি. 1 (ধর্মবিশ্বাস অনুযায়ী) পুণ্যবানেরা মৃত্যুর পরে যে-স্হানে বাস করেন; 2 দেবলোক; 3 চিরসুখময় স্হান। [সং. সু + √ ঋজ্ (=অর্জন) + অ]। ̃ গঙ্গা বি. স্বর্গের গঙ্গানদী, গঙ্গার স্বর্গস্হ শাখা, মন্দাকিনী। ̃ গত বিণ. স্বর্গে গত, মৃত। ̃ দ্বার বি. স্বর্গে প্রবেশের পথ; হিন্দুতীর্থবিশেষ। ̃ প্রাপ্তি বি. পরলোকগমন; মৃত্যু। ̃ লাভ বি. স্বর্গে গমন; মৃত্যু। ̃ সুখ বি. একমাত্র স্বর্গে লভ্য অনাবিলঅতুলন সুখ (ইং. heavenly bliss - এর অনবাদ)। ̃ স্হ বিণ. স্বর্গে অবস্হিত, স্বর্গীয়; মৃত। স্বর্গা-রোহণ বি. 1 স্বর্গে গমন; 2 মৃত্যু। স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত। স্ত্রী. স্বর্গীয়া। স্বর্গ্য বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক; 3 স্বর্গলাভে সহায়ক; 4 পবিত্র। স্বর্গ হাতে পাওয়া সুখসম্পদ লাভ করা; অনিবর্চনীয় আনন্দ লাভ করা; অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া। স্বর্গে তুলে দেওয়া অতিরঞ্জিত প্রশংসাদ্বারা উন্নীত করা। স্বর্গে বাতি দেওয়া মৃত পূর্বপুরুষের উদ্দেশে আকাশপ্রদীপ জ্বালা; (আল.) বংশরক্ষা করা বা প্রভূত উপকার করা। 20)
সকারণ
(p. 796) sakāraṇa বিণ. সহেতুক, কারণযুক্ত। বিপ. অকারণ। [সং. সহ + কারণ]। 62)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072727
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768176
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365586
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720896
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697786
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594464
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544706
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542210

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন