Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাবপ্রবণ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-নয়
(p. 50) abhi-naẏa বি. 1 নাটকের প্রদর্শন; 2 নাটকাদির কোনো চরিত্রে রূপদান; 3 ছলনা, ভান, কৃত্রিম ভাবপ্রকাশ। [সং. অভি + √ নী + অ]। অভি-নীত বিণ. অভিনয় করা হয়েছে এমন। অভি-নেতা (-তৃ) বিণ. বি. অভিনয়কারী। অভি-নেত্রী বিণ. বি. স্ত্রী. অভিনয়কারিনী। অভি-নেয় বিণ. অভিনয়যোগ্য; অভিনয় করা হবে এমন। 91)
কাব্য
(p. 181) kābya বি. 1 ভাবপ্রধান ও রসঘন বাক্য; 2 পদ্যসাহিত্য; 3 কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের 'পূরবী' কাব্য); 4 গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)। [সং. কবি + য]। ̃ কলা বি. কাব্য রচনার কৃতি বা কৌশল। ̃ জগত্ বি. 1 কবিসমাজ; 2 কবিকল্পিত জগত্, ভাবজগত্; কবিতায় প্রতিফলিত জগত্। ̃ রস বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য। ̃ রসিক বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি। কাব্যানুশীলন, কাব্যালোচনা বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা। 80)
কিট-কিটে
(p. 188) kiṭa-kiṭē বিণ. 1 অত্যধিক মিষ্টি স্বাদের ভাবপ্রকাশক (কিটকিটে মিষ্টি ভালো লাগে না); 2 অত্যন্ত নোংরা, ময়লা। [দেশি]। 69)
কুচ-কুচ2
(p. 192) kuca-kuca2 অব্য. উজ্জ্বল কালো রঙের ভাবপ্রকাশক (চুলগুলো কালো কুচকুচ করছে)। [বাং. চুকচুক চক্চক্ (ধ্বনিবিপর্যয়ের ফলে)]। কুচ-কুচে বিণ. কুচকুচ করছে এমন, চকচকে ও গাঢ় (কুচকুচে কালে চুল)।
খপ
(p. 221) khapa অব্য. দ্রুত শীঘ্র বা হঠাত্ কিছু করা বা ধরার ভাবপ্রকাশক (খপ করে ধরে ফেলল)। [দেশি]। 81)
গল-গল
(p. 243) gala-gala অব্য. তরল পদার্থ দ্রুত নির্গত হওয়ার ভাবপ্রকাশক (গলগল করে রক্ত বেরোচ্ছে)। [ধ্বন্যা.]। 22)
গাঁক-গ্যাঁক, গাঁ-গাঁ
(p. 246) gān̐ka-gyān̐ka, gā-n̐gā অব্য. 1 ষাঁড় বা ওইজাতীয় পশুর ক্রুদ্ধ আওয়াজবিশেষ ; 2 উত্কট চিত্কার; 3 উত্কটভাবে চিত্কার করে কথা বলার ভাবপ্রকাশক (সে এত গাঁকগাঁক করে কথা বলে যে কানে তালা লেগে যায়)। [ধ্বন্যা.]। 2)
ঘুট-ঘুট
(p. 269) ghuṭa-ghuṭa অব্য. ঘোর কৃষ্ণবর্ণের বা অন্ধকারের ভাবপ্রকাশক (অন্ধকার ঘুটঘুট করছে)। [দেশি]। ঘুট-ঘুটে বিণ.গাঢ়, ঘোর কালোরঙের (ঘুটঘুটে আঁধার)। 25)
ঘুর-ঘুর
(p. 270) ghura-ghura বি. অব্য. ঘোরাঘুরি করার ভাবপ্রকাশক (ঘুরঘুর করছ কেন?)। [ঘুরা দ্র]। ঘুর-ঘুরে, ঘুর-ঘুরিয়া বি. পোকাবিশেষ। 6)
চন-মন
(p. 278) cana-mana অব্য. বি. সজীবতার ভাবপ্রকাশক। [দেশি]। চন-মনে বিণ. সতেজ, প্রাণবন্ত (প্রাতর্ভ্রমণে শরীর চনমনে থাকে)। 8)
জারি-জুরি
(p. 322) jāri-juri বি. 1 কূটবুদ্ধির প্রয়োগ; 2 দম্ভ; 3 বাহাদুরি; 4 প্রভাবপ্রতিপত্তি (আর তোমার জারিজুরি খাটবে না)। [আ. জারি + বাং. জোর + ই]। 67)
তদ্ভাব
(p. 367) tadbhāba বি. সেই ভাব, তার বিশেষ ভাব, তার ধর্ম, প্রকৃতি বা অবস্হা; সেইবিষয়ক ভাবনা বা চিন্তা। [সং. তদ্ + ভাব]। তদ্ভাব-ভাবিত, তদ্ভাবাপন্ন বিণ. সেই ভাবপ্রাপ্ত; তদবস্হ। 5)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
ধিক, (বর্জিত) ধিক্
(p. 433) dhika, (barjita) dhik অব্য. নিন্দা লজ্জা অবজ্ঞা ভর্ত্সনা বিরক্তি ঘৃণা প্রভৃতি ভাবপ্রকাশক; ছিঃ। [সং. ধিক্]। ধিক্কার, ধিক্-কার বি. 1 ধিক ধিক উক্তি ওই উক্তি দ্বারা ঘৃণা নিন্দাবাদ অবজ্ঞা বিরক্তি প্রভৃতির প্রকাশ; 2 অপকর্ম বা অন্যায় বা ভূলের জন্য বিরাগ বা ঘৃণা (আমার মনে ধিক্কার জন্মেছে)। ধিক্-কৃত, ধিক্কৃত বিণ. ধিক উক্তি দ্বারা নিন্দিত; নিন্দিত, ভর্ত্ সিত ; অবজ্ঞাত; ঘৃণিত। 91)
ধু ধু, ধু-ধু
(p. 433) dhu dhu, dhu-dhu অব্য. 1 শূন্যতা, ব্যাপ্তি প্রভৃতি ভাবপ্রকাশ (বিশাল মাঠ ধু ধু করছে); 2 আগুন জ্বলার অব্যক্ত শব্দ, দাউদাউ। [ধ্বন্যা.]। 120)
ধুত্
(p. 433) dhut বিতাড়ন, অবজ্ঞা বিরক্তি অবিশ্বাস প্রভৃতি ভাবপ্রকাশক শব্দবিশেষ (ধুত্, এ আবার হয় নাকি)। [ধ্বন্যা.]। 116)
নভেল
(p. 447) nabhēla বি. উপন্যাস। [ইং. novel]। নভেলিয়ানা বি. উপন্যাসে বর্ণিত নায়ক-নায়িকার মতো ভাবপ্রবণ আচরণ। 30)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নি৩
(p. 458) ni3 অব্য. বিবিধ ভাবপ্রকাশের উপসর্গ-যথা 1 সামীপ্য, নৈকট্য (নিকট); 2 আশ্রয় (নিলয়); 3 অভাব (নিখরচা, নিটোল, নিখুঁত); 4 বিরতি (নিবৃত্তি); 5 আতিশয্য (নিদারুণ); 6 সমূহ (নিকর)। [সং.]। 10)
পিট-পিট
(p. 520) piṭa-piṭa বি. 1 মিটমিট, আধবোজা চোখে কিংবা দ্রুত ও বারবার চোখ খুলে ও বন্ধ করে দেখবার ভাব, অস্পষ্টভাবে দেখবার ভাব (চোখ পিটপিট করা); 2 বিরক্তির ভাবপ্রকাশ (রাতদিন কেবল পিটপিট করে)। [ধ্বন্যা.]। পিট-পিটা, পিটা-পিটানো ক্রি. পিটপিট করা (চোখ পিটপিটায়)। পিট-পিটে বিণ. অতিরিক্ত সাবধানতা শুচিবাই বা বিরক্তির ভাব প্রকাশ করে এমন (পিটপিটে স্বভাবের লোক)। 17)
পিল-পিল
(p. 522) pila-pila অব্য. পিঁপ়ড়ের মতো অনেকের সমাবেশ বা একত্র চলাচলের ভাবপ্রকাশক (পিলপিল করে লোক যাচ্ছে)। [ধ্বন্যা.]। 23)
প্রতীক
(p. 544) pratīka বি. 1 অবয়ব, অঙ্গ; 2 প্রতিমা; 3 চিহ্ন; 4 ঈশ্বর ইত্যাদি অকল্পনীয় বা বিরাট ব্যাপারের কল্পনার সহায়ক বস্তু বা রূপ, (প্রতীক-উপাসনা)। বিণ. প্রতিকূল। [সং. প্রতি + √ ই + ঈক]। ̃ তা, ̃ বাদ, প্রতীকী-বাদ বি. সাহিত্যে, বিশেষত কাব্যে, সংকেত দ্বারা ভাবপ্রকাশের পদ্ধতি বা রীতি, symbolism. প্রতীকী বিণ. 1 সংকেতময়, ইঙ্গিতময়; 2 সাংকেতিক, symbolic ('ছাই হয়ে গেছে প্রতীকী স্বর্ণলঙ্কা': সু. দ.)। 7)
প্রবণ
(p. 546) prabaṇa বিণ. 1 ঝোঁকবিশিষ্ট, প্রবৃত্তিযুক্ত (ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ); 2 নত, ঢালু, ক্রমনিম্ন (প্রবণভূমি); 3 আসক্ত, রত (মদ্যপ্রবণ, নেশাপ্রবণ); 4 উন্মুখ; 5 অনুকূল; 6 নিপুণ। [সং. প্র + √ বণ্ + অ]। বি. ̃ তা (ভাবপ্রবণতা, জমির প্রবণতা)। 53)
বিজ-বিজ
(p. 611) bija-bija বি. অব্য. বহু ক্ষুদ্র কীটের সমাবেশের ভাবপ্রকাশক, গিজগিজ, থিকথিক (পোকা বিজবিজ করছে)। [ধ্বন্যা.]। 30)
বিলসন
(p. 625) bilasana বি. 1 বিলাস, লীলা; 2 ক্রীড়া; 3 হাবভাবপ্রদর্শন; 4 শোভা; 5 স্ফুরণ, প্রকাশ, বিকাশ। [সং. বি + √ লস্ + অন]। বিলসা ক্রি. (কাব্যে) বিলাস করা; লীলাভরে বিচরণ করা ('দ্যুলোকে ভূলোকে বিলসিছ': রবীন্দ্র)। বিলসিত বিণ. শোভিত; ক্রীড়িত; স্ফুরিত; বিকশিত। বি. বিলসন। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730951
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943152
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us