Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভৃত্য। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-চর
(p. 25) anu-cara বি. বিণ. 1 সহচর, সঙ্গী; 2 অনুগমনকারী; 3 ভৃত্য, ('তাহার কত অনুচর, কত ভক্ত': শরত্)। [সং. অনু + √ চর্ + ইন্]। 83)
অনু-জীবী
(p. 25) anu-jībī (-বিন্) বি. বিণ. 1 ভৃত্য; 2 আশ্রিত; 3 পোষ্য (ব্যক্তি); 4 অনুবর্তী বা অধীন (ব্যক্তি)। [সং, অনু + √ জীব্ + ইন্]। 91)
কার-পর-দাজ, কার-পর-দার
(p. 185) kāra-para-dāja, kāra-para-dāra বি. 1 আজ্ঞাবাহক প্রতিনিধি; কর্মচারী; 2 ভৃত্য। [ফা. কার্পর্দার্]। 14)
কিংকর, কিঙ্কর
(p. 188) kiṅkara, kiṅkara বি. ভৃত্য, চাকর; অনুচর। [সং. কিম্ + √ কৃ + অ]। স্ত্রী. কিংকরী। 56)
কৌমার
(p. 210) kaumāra বি. 1 পঞ্চম থেকে দশম (তান্ত্রিকমতে ষোড়শ) বর্ষ পর্যন্ত অবস্হা; 2 অবিবাহিত অবস্হা। বিণ. কুমারসম্বন্ধীয়; কুমারের (কৌমারব্রত)। [সং. কুমার + অ]। কৌমারী বি. কার্তিকেয় শক্তি, মাতৃকাবিশেষ। ̃ ভৃত্য, ̃ ভৃত্য-তন্ত্র বি. আয়ুর্বেদীয় প্রণালীতে শিশুব্যাধি ও প্রসূতিরোগের চিকিত্সাশাস্ত্র। 83)
খাদিম, খাদেম
(p. 226) khādima, khādēma বি. 1 ভৃত্য, সেবক; 2 মসজিদের তত্ত্বাবধায়ক। [আ. খাদিম]। 37)
খানে-জাদ
(p. 226) khānē-jāda বি. 1 ভৃত্য; 2 দাসীপুত্র। [ফা. খান-এ-জাদ]। 53)
খালাসি2
(p. 229) khālāsi2 বি. 1 জাহাজ-স্টিমারে বা সৈন্যবিভাগে নিযুক্ত নিম্নশ্রেণির কর্মচারী ; 2 ভারী বস্তু ওঠানো-নামানোর কাজে নিযুক্ত ভৃত্য বা শ্রমিক। [আ. খালাস্]। 2)
খিদ-মত, খিদ-মদ
(p. 229) khida-mata, khida-mada বি. সেবা; পরিচর্যা (আল্লা তোমাকে এই খিদমতের পুরস্কার নিশ্চয় দেবেন)। [আ. খিদমত্]। ̃ গার বি. সেবক; ভৃত্য, পরিচায়ক; খানসামা। ̃ গারি বি. খিদমতগারের পেশা পদ বা কাজ। 25)
গোলাম
(p. 261) gōlāma বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস; 3 তাসের ফোঁটা বা রংবিশেষ। [আ. গুলাম]। ̃ খানা বি. 1 গোলামদের বাসস্হান ; 2 (আল.) গোলাম বা গোলামের মনোবৃত্তিসম্পন্ন লোক তৈরি করার কারখানা (এই গোলামখানা থেকে উদ্ধার পাওয়া কঠিন)। গোলামি বি. গোলামের বৃত্তি, দাসত্ব (বিদেশি সরকারের গোলামি আর করব না)। 6)
চাকর
(p. 281) cākara বি. 1 ভৃত্য, পরিচারক; 2 কর্মচারী (সরকারের চাকর)। [ফা. চাকর]। ̃ বাকর বি. ভৃত্যবর্গ, দাসদাসী; চাকর এবং চাকরস্হানীয় লোকজন। স্ত্রী. চাকরানি। 59)
চাকরান
(p. 281) cākarāna বি. বেতনের পরিবর্তে ভৃত্যকে প্রদত্ত জমি। [ফা. চাক্রান্]। 61)
চানকা
(p. 281) cānakā ক্রি. 1 তত্পর করা, আলস্য বা জড়তা দূর করা, নেড়েচেড়ে তত্পর করা (তিনি তাঁর ভৃত্যকে চানকে দিলেন, ঘুম থেকে উঠে আগে শরীরটাকে চানকাতে লাগল); 2 সমুজ্জ্বল করা, রং বার্নিশ প্রভৃতি প্রয়োগ করে উজ্জ্বলতা দান করা (প্রতিমার চোখ চানকাচ্ছেন শিল্পী, কাঠের আলামারিটাকে চানকাচ্ছে); 3 গরম করা বা অল্প অল্প ভাজা (কড়াইয়ে মশলা চানকাচ্ছে) 4 (আঞ্চ.) ভাজার সময় খোলা থেকে মুড়ি উঠিয়ে নেওয়া। [হি. চনক (=ফেটে যাওয়া)। ̃ নো ক্রি. বি. চানকা। বিণ. উক্ত সমস্ত অর্থে। 103)
চাপ-রাশ
(p. 281) cāpa-rāśa বি. পদসূচক চিহ্ন বা ফলক; ভৃত্য পরিচারক প্রভৃতির ধারণীয় মনিবের পরিচয়সূচক ধাতুপট্ট। [ফা. চাপ্রাস্]। চাপ-রাশি বি. চাপরাশধারী, পেয়াদা, আরদালি। 117)
চোপ-দার, চোব-দার
(p. 298) cōpa-dāra, cōba-dāra বি. রাজা জমিদার ইত্যাদির আসাসোঁটাধারী সুসজ্জিত ভৃত্য; রাজারাজড়ার সুসজ্জিত ভৃত্য, আসাবরদার। [ফা. চোব্দার]। 8)
ছড়ি
(p. 301) chaḍ়i বি. 1 সরু লাঠি (ছড়ি হাতে বেড়ানো); 2 বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়। [বাং.-তু. হি. ছড়ী সং. যষ্টি?]। ̃ দার বি. 1 ছড়িধারী ব্যক্তি; 2 তীর্থস্হানে পাণ্ডার অনুচর। ̃ বরদার বি. সুসজ্জিত ভৃত্য, চোপদার। 22)
ছোকরা
(p. 304) chōkarā বি. 1 বালক; 2 নবযুবক; 3 কিশোর; 4 ছোঁড়া; 5 বালকভৃত্য। বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)। [হি.]। স্ত্রী. ছুকরি। 154)
জীবক
(p. 326) jībaka বি. 1 সাপুড়ে; 2 ভৃত্য; 3 ভিক্ষুক; 4 কুসীদজীবী; 5 বুদ্ধদেবের চিকিত্সকবিশেষ। [সং. √ জীব্ + অক]। 17)
তল্পি
(p. 372) talpi বি. বিছানাপাত্রের গাঁটরি; বিছানাপত্র এবং কাপড়চোপড়ের পোঁটলাপুঁটলি। [সং. তল্প + বাং. ই]। ̃ তল্পা বি. বিছানাপত্র ও কাপড়চোপড়ের গাঁটরি; বোঁচকাবুঁচকি। ̃ দার, ̃ বাহক বি. মোটবাহী ভৃত্য; মুটে; (আল.) অনুচর, আজ্ঞা অনুসারে চলে এমন ব্যক্তি। 3)
তহরি
(p. 372) tahari বি. 1 (প্রধানত দলিল বা চিঠিপত্রাদি) লেখার পারিশ্রমিক; 2 জমিদারের কর্মচারীরা প্রজাদের কাছ থেকে খাজনার অতিরিক্ত যে অর্থ আদায় করে; 3 দোকানদার খরিদ্দারের ভৃত্যকে যে অর্থ বকশিশ দেয়। [আ. তহ্রীব]। 17)
তাঁবে
(p. 373) tām̐bē বি. (সচ. অধিকরণ কারকরূপে ব্যবহৃত) অধীনতা বা অধীনতায়, শাসন বা শাসনে, কর্তৃত্বে (তাঁর তাঁবে অনেক লোক আছে)। [আ. তাবে]। ̃ দার বি. 1 অধীন বা অনুগত ব্যক্তি (আমাকে তোমার তাঁবেদার পাওনি); 2 অনুচর, ভৃত্য। বিণ. অধীন বা অনুগত (তাঁবেদার রাষ্ট্র)। [আ. তাবে + ফা. দার]। ̃ দারি বি. অধীনতা; তাঁবেদারের অবস্হা বা কাজ। 11)
দাস
(p. 407) dāsa বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্হার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। ̃ খত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। ̃ ত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। ̃ প্রথা, ̃ ত্ব-প্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। ̃ ব্যবসায়, ̃ ব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। ̃ মনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানু-দাস বি. গোলামের গোলাম অর্থাত্ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র। 5)
দ্বারা
(p. 426) dbārā অনু. অব্য. 1 সাহায্যে (পত্র দ্বারা নিমন্ত্রণ); 2 দিয়া, দিয়ে, যোগে (সংবাদপত্রের দ্বারা ঘোষণা, আমার দ্বারা একাজ হবে না); 3 মারফত (ভৃত্যের দ্বারা সংবাদপ্রেরণ)। [সং. দ্বার শব্দের 3য়া বিভক্তির 1বচন]। 19)
নফর
(p. 444) naphara বি. চাকর, ভৃত্য, পরিচারক। [আ. নফর্]। নফরালি বি. নফরের কাজ ও বৃত্তি, চাকরগিরি (নফরালি করে দিন কাটানো)।
নান-কর
(p. 454) nāna-kara বি. জমিদারের ভৃত্য যে নিষ্কর জমি খোরপোশ বাবদ পায় বা ভোগ করে। [ফা. নানকার]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577527
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185206
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025938
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619858

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us