Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছোকরা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছোকরা এর বাংলা অর্থ হলো -

(p. 304) chōkarā বি. 1 বালক; 2 নবযুবক; 3 কিশোর; 4 ছোঁড়া; 5 বালকভৃত্য।
বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)।
[হি.]।
স্ত্রী. ছুকরি।
154)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছান্দ2
(p. 304) chānda2 বি. ছন্দ, রকম ('বিনাইয়া নানা ছান্দে')। [সং. ছন্দস্]। 28)
ছক্কা1
(p. 301) chakkā1 বি. সবজি দিয়ে রাঁধা ব্যঞ্জনবিশেষ, ছোঁকা। [দেশি]। 9)
ছন্ন
(p. 301) channa বিণ. 1 আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম); 2 লুপ্ত, নষ্ট, অপসারিত ('পাপতাপ হবে ছন্ন': ভা. চ.)। [সং. √ ছদ্ + ত]। ̃ ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)। ̃ মতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন। 41)
ছোহারা
ছামনি1
ছাপা1
(p. 304) chāpā1 ক্রি. মুদ্রিত করা। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ ছাপা]। ̃ ই বি. 1 মুদ্রণ; 2 মুদ্রণের খরচ। বিণ. মুদ্রণসম্বন্ধীয়। ̃ খানা বি. যেখানে বইপত্র ইত্যাদি ছাপা হয়। ̃ নো ক্রি. মুদ্রিত করা বা করানো। বি. বিণ. উক্ত অর্থে। 36)
ছুঁচা, ছুঁচো
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
ছিষ্টি, ছুঁচ
(p. 304) chiṣṭi, chun̐ca যথাক্রমে সৃষ্টি ও সুচ -এর কথ্য রূপ। 91)
ছিপ1
ছেঁচড়া2, ছ্যাঁচড়া2
ছিপ-ছিপে
(p. 304) chipa-chipē বিণ. কৃশ ও লম্বা (ছিপছিপে গড়নের)। [বাং. ছিপ 2 + ছিপ2 + আ]। 77)
ছিলিম
(p. 304) chilima বি. 1 তামাকের কলকে; 2 এক কলকে তামাক (এক ছিলিম খাবে না কি?)। [ফা. চিলম্]। ̃ চি বি. 1 হুঁকার যে অংশে কলকে বসানো হয়; 2 হাত ধোরার ধাতুনির্মিত পাত্র। 90)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
ছাপ
(p. 304) chāpa বি. 1 মোহর (ডাকঘরের ছাপ); 2 চিহ্ন, দাগ (কালির ছাপ)। [বাং. √ ছাপ্ + অ]। 32)
ছত্রাক, ছত্রাকার
(p. 301) chatrāka, chatrākāra দ্র ছত্র3। 27)
ছিলা2
ছদ
(p. 301) chada বি. 1 গাছের পাতা (সপ্তচ্ছদ); 2 আচ্ছাদন (পরিচ্ছদ)। [সং. √ ছদ্ + ণিচ্ + অ]। 32)
ছত্র1
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2545094
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2151113
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1743550
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 957734
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887661
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840760
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699341
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604476

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us