Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছোকরা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছোকরা এর বাংলা অর্থ হলো -

(p. 304) chōkarā বি. 1 বালক; 2 নবযুবক; 3 কিশোর; 4 ছোঁড়া; 5 বালকভৃত্য।
বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)।
[হি.]।
স্ত্রী. ছুকরি।
154)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছেঁকা1
(p. 304) chēn̐kā1 বি. তপ্ত বস্তুর দাহজনক স্পর্শ (ছেঁকা দেব, ছেঁকা লেগেছে)। [বাং. ছেঁক2 + আ]। 121)
ছিট1
(p. 304) chiṭa1 বি. 1 ফোঁটা, বিন্দু, ছিটা (কালির ছিট, জলের ছিট); 2 ছাপযুক্ত রঙিন কাপড় (ছিটের কাপড়, বিলিতি ছিট); 3 অস্পষ্ট লক্ষণ, আভাস (পাগলামির ছিট দেখা দিয়েছে); 4 ঈষত্ পাগলামি (মাথায় ছিট আছে)। [হি. ছিট]। 58)
ছাঁট1
(p. 303) chān̐ṭa1 বি. 1 কেটে বাদ দেওয়া অংশ বা বাড়তি অংশ (কাপড়ের ছাঁট); 2 ছাঁটার বা কাটার প্রণালী (জামার ছাঁট, চুলের ছাঁট)। বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন (ছাঁট কাপড়)। [ছাঁটা দ্র]। ̃ কাট বি. জামা বা সেলাই-করা পোশাকের কাটারসেলাইয়ের প্রণালী বা নৈপুণ্য। 15)
ছোঁ
(p. 304) chō বি. হঠাত্ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করা বা কামড় বা ছোবল দেওয়া বা কেডে নেবার চেষ্টা করা (ছোঁ মারা, ছোঁ মেরে নিয়ে যাওয়া)। [সং. ছুপ]। 146)
ছানা2
(p. 304) chānā2 বি. অম্লযোগে দুধ বিকৃত করে পাওয়া পিণ্ডের মতো খাদ্য বস্তু। [সং. ছিন্নক]। ছানা কাটা ক্রি. বি. ছানা প্রস্তুত করা বা হওয়া। 21)
ছা
(p. 301) chā বি. 1 ছানা; শাবক (পাখির ছা); 2 শিশু, বাচ্চা (ছাপোষা)। [পা. ছাব সং. শাবক]। ̃ পোষা বিণ. বহু সন্তানপালনের দায়দায়িত্ববিশিষ্ট (ছাপোষা লোক, ছাপোষা কেরানি)।
ছল-ছল, ছলচ্ছল
ছেঁটে দেওয়া
(p. 304) chēn̐ṭē dēōẏā দ্র ছাঁটা। 128)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
ছাড়ান
(p. 304) chāḍ়āna (উচ্চা. ছাড়ান্) বি. মুক্তি, রেহাই, নিষ্কৃতি, খালাস (ওর হাত থেকে সহজে ছাড়ান পাবে না)। [ছাড়া দ্র]। 5)
ছর্রা
(p. 301) charrā দ্র ছটরা। 50)
ছোঁড়া1
ছার
(p. 304) chāra বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ̃ কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। ̃ খার বি. সর্বনাশ; অধঃপাত। বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)। 46)
ছান্দ1
(p. 304) chānda1 বি. (বর্ত. অপ্র.) বন্ধন ('তব মায়া ছান্দে বিশ্ব পড়ি কান্দে': ভা. চ.)। [সং. √ ছন্দ্ + অ]। 27)
ছটা
(p. 301) chaṭā বি. 1 দীপ্তি (সূর্যের রঙের ছটা); 2 আভা, আলোক; 3 সৌন্দর্য, শোভা (রূপের ছটা); 4 জাঁকজমক, ঘটা (বাক্যের ছটা); 5 সমূহ; পরম্পরা (শ্লোকের ছটা)। [সং. √ ছো + অট + আ]। 13)
ছাপা৩
(p. 304) chāpā3 ক্রি. উপচে ওঠা বা পড়া; কূল বা সীমা অতিক্রম করা (নদী বা নদীর তীর ছাপিয়ে উঠেছে)। [তু. উপচা ( সং. উপচয়)]। ̃ ছাপি বি. কূল বা সীমা অতিক্রম; প্লাবিত অবস্হা। বিণ. কূল বা সীমা অতিক্রম করা হয়েছে এমন; প্লাবিত; উপছে ওঠার মতো অবস্হাপ্রাপ্ত (পুকুরে জল ছাপাছাপি হয়েছে)। ̃ নো ক্রি. উপচে ওঠা বা পড়া; প্লাবিত করা। বি. বিণ. উক্ত অর্থে। 38)
ছদ্ম
(p. 301) chadma (-দ্মন্) বিণ. 1 কপট, ছলনাকারী; 2 আচ্ছাদক। [সং. √ ছদ্ (=গোপন) + ণিচ্ + মন্]। ̃ নাম বি. প্রকৃত নাম গোপন করার জন্য গৃহীত অন্য নাম। ̃ বেশ বি. আত্মগোপনের জন্য পরিধেয় বেশ। ̃ বেশী (শিন্) বিণ. ছদ্মবেশধারী। স্ত্রী. ̃ বেশিনী। 33)
ছন্দোভঙ্গ
(p. 301) chandōbhaṅga দ্র ছন্দ2। 40)
ছিলা2
ছিবড়া, (কথ্য) ছিবড়ে, (আঞ্চ.) ছিবে
(p. 304) chibaḍ়ā, (kathya) chibaḍ়ē, (āñca.) chibē বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]। 80)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595733
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205773
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814102
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1061969
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908471
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852357
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713899
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634593

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us