Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাদুর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-দের
(p. 421) -dēra সম্বন্ধপদে বহুবচনের বিভক্তি (ছেলেদের, আমাদের)। 27)
অধ্যাত্ম
(p. 20) adhyātma বিণ. 1 আত্মবিষয়ক, spiritual (অধ্যাত্মদৃষ্টি, অধ্যাত্মলোক); 2 শরীরবিষয়ক; 3 ব্রহ্মবিষয়ক; 4 চিত্তবিষয়ক। বি. পরব্রহ্ম; পরমাত্মা। [সং. অধি+আত্মন্+অ]। ̃ .তত্ত্ব বি. আত্মবিদ্যা; ঈশ্বরবিষয়ক জ্ঞান। ̃ .তত্ত্ব-বিত্, ̃ তত্ত্ব-বিদ (-বিদ্) বি. বিণ. ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মবিষয়ক জ্ঞানে পারংগম (ব্যক্তি)। ̃ .বাদ বি. ব্রহ্ম বা পরমাত্মই সবকিছুর মূল, এই দার্শনিক মত; আমাদের যাবতীয় জ্ঞানই জ্ঞাতার আত্মগত, এই মত; subjectivism (বি. প.)। ̃ বাদী (-দিন্) বিণ. অধ্যাত্মবাদে বিশ্বাসী। অধ্যাত্মীয় বিণ. জ্ঞাতার নিজ সম্পর্কীয়, subjective (বি. প.)। 27)
অনগ্র-সর
(p. 21) anagra-sara বিণ. অগ্রসর বা আগুয়ান নয় এমন; পিছিয়ে আছে এমন (আমাদের এই অনগ্রসর দেশ)। [সং. ন+অগ্রসর]। ̃ তা বি. অগ্রসর বা আগুয়ান নয় এমন অবস্হা বা দশা; পিছিয়ে-প়ড়া অবস্হা। 15)
অপূজিত
(p. 40) apūjita বিণ. পূজা বা সমাদর করা হয়নি এমন, অসমাদৃত (অপূজিত দেবতা)। [সং. ন + পূজিত]। 36)
অভি-যাচিত
(p. 50) abhi-yācita বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন, অভিপ্রেত, প্রার্থিত (আমাদের অভিযাচিত ফল ফলেনি, নেতা হিসাবে তিনিই ছিলেন আমাদের অভিযাচিত)। [সং. অভি + যাচিত]। 113)
অস্মদীয়
(p. 75) asmadīẏa (বর্ত. অপ্র) বিণ. আমাদের; আমাদের সম্বন্ধীয় (অস্মদীয় যুগের)। [সং. অস্মদ্ + ঈয়]। 9)
অস্মদ্দেশীয়
(p. 75) asmaddēśīẏa বিণ. আমাদের দেশের (অস্মদ্দেশীয় সাহিত্য)। [সং. অস্মদ্ + দেশীয়]। 10)
আড্ডা
(p. 85) āḍḍā বি. 1 বাসস্হান; 2 মিলনস্হল (চোরের আড্ডা); 3 গল্পগুজব; 4 গল্পগুজব করার জায়গা, বৈঠক (আমাদের চায়ের আড্ডায় এসো)। [দেশি]। আড্ডা গাড়া ক্রি. বি. বাসা বাঁধা (এক সন্ন্যাসী এখানে আড্ডা গেড়েছেন)। 103)
আতিথ্য
(p. 89) ātithya বি. 1 অতিথির সেবা, অতিথির সত্কার; 2 অতিথিসেবার উপকরণ। [সং. অতিথি + য]। ̃ গ্রহণ, ̃ স্বীকার বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)। 9)
উন্মাদন
(p. 130) unmādana বি. চিত্তচাঞ্চল্যের সৃষ্টি; উন্মত্ত করা, পাগল করা। যার দ্বারা উন্মত্ত করা যায় এমন, উন্মত্ততা সম্পাদক (উন্মাদন-রূপরাশি)। [সং. উত্ + √ মদ্ + ণিচ্ + অন]। উন্মাদক বিণ. উন্মত্ততা জন্মায় এমন। উন্মাদনা বি. প্রবল উত্তেজনা; প্রবল উত্সাহ; চিত্তবিক্ষোভ। উন্মাদিত বিণ. উন্মত্ত করা হয়েছে এমন; উন্মাদযুক্ত। উন্মাদী (-দিন্) বিণ. উন্মত্ত, প্রমত্ত, পাগল; যে. বা যা পাগল করে, উন্মাদক (চিত্তোন্মাদী)। স্ত্রী. উন্মাদিনী। 16)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কবজ2
(p. 164) kabaja2 বি. মাদুলি, তাবিজ। [সং. কবচ]। 8)
কুশল1
(p. 201) kuśala1 বি. মঙ্গল, কল্যাণ (তোমাদের কুশল কামনা করি)। বিণ. কল্যাণযুক্ত; নিরাপদ। [সং. √ কুশ্ (=সংযোগ) + অল]। কুশলী1 (-লিন্) বিণ. মঙ্গলযুক্ত। 10)
কেষ্ট
(p. 207) kēṣṭa বি. অনাদরে, ব্যঙ্গে, আঞ্চ. এবং ব্যক্তিনামে) কৃষ্ণ। সং. কৃষ্ণ] ̃. বিষ্টু বিণ. গণ্যমান্য ব্যক্তি; হোমরাচোমরা লোক (আমাদের গ্রামে প্রায়ই কেষ্টবিষ্টুরা আসেন)। 34)
ক্যাঁচ
(p. 210) kyān̐ca অব্য. বি. ছুরি, কাঁচি ইত্যাদি তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কাটবার (কল্পিত) ধ্বনিবিশেষ (ক্যাঁচ করে খানিকটা চুল কেটে দিল)। [ধ্বন্যা.]। ̃ ক্যাঁচ, ক্যাঁচর-ক্যাঁচর অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ। ক্যাঁচর-ম্যাচর অব্য. বি. বহু কণ্ঠের মিলিত কলরব (সবাই মিলে ক্যাঁচরম্যাচর করলে আমি কারও কথাই শুনতে পাব না)। ̃ ক্যাঁচানি বি. ক্যাঁচক্যাঁচ শব্দ (তোমাদের ক্যাঁচক্যাঁচানি এবার থামাও)। 108)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
খাল
(p. 226) khāla বি. 1 খাত, খাদ; 2 জলনালি, প্রণালী, canal; 3 নিম্নভূমি (জায়গাটায় খাল হয়ে জল জমেছে); 4 দেহের খিঁচুনি বা আড়ষ্টভাব, খিল (খাল ধরা) ; 5 ছাল, চামড়া (গায়ের খাল খুলে নেওয়া)। [সং. খল্ল]। ̃ বিল বি. জলাভূমি ও নিম্নভূমি; জলা (আমাদের গাঁয়ে খালবিল খুব কম)। 81)
খিঁচ2
(p. 229) khin̐ca2 বি. 1 কাঁকর; 2 সামান্য ত্রুটি বা গোলযোগ (আগে খিঁচটা দূর করতে হবে) ; 3 টান; 4 মনান্তর (আমাদের মধ্যে একটা খিঁচ রয়েই গেছে) ; 5 তর্কবিতর্ক। [দেশি]। 18)
খেচা-খেচি, খেচা-মেচি
(p. 232) khēcā-khēci, khēcā-mēci বি. গোলমাল; অপ্রিয় বাদ-প্রতিবাদ (তোমাদের এই খেচাখেচি এবার দয়া করে থামাও)। [তু. কচকচি]। 17)
গতি
(p. 239) gati বি. 1 গমন, যাত্রা; 2 চলার বেগ (মৃদুগতি, হাঁটার গতি) ; 3 উপায়, ব্যবস্হা (একটা গতি করতে হবে); 4 আশ্রয়, শরণ, সহায় (তিনি ছাড়া আমাদের আর গতি কে আছেন?) ; 5 পরিণাম, মৃত্যুর পরবর্তী অবস্হা (নরকেও তোমার গতি হবে না, নরক-গতি); 6 উদ্ধারের পথ (পাপিষ্ঠের কী গতি হবে?) ; 7 সত্কার, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের গতি করা দরকার) ; 8 অবস্হা (দুর্গতি); 9 ধরনধারণ, গতিক (আকাশের গতি সুবিধার নয়)। [সং. √গম্ + তি]। ̃ ক্রিয়া বি. দীর্ঘসূত্রতা। ̃ দায়ী (-য়িন্) বিণ. মুক্তিদাতা। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) মোক্ষদাত্রী; যিনি মুক্তি দেন। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. গতিবিষয়ক বা বেগবিষয়ক শাস্ত্র, dynamics kinetics. ̃ বিধি বি. 1 চালচলন, কার্যকলাপ (শত্রুর গতিবিধি); 2 যাতায়াত (রাজসভায় গতিবিধি আছে তাঁর); 3 মুক্তির উপায় ('ওমা কর গতিবিধি' রা. প্র.)। ̃ ভঙ্গ বি. চলতে চলতে বাধা পেয়ে থেমে যাওয়া; অর্ধপথে নিবৃত্তি। ̃ ময় বিণ. গতিসম্পন্ন, বেগবান। ̃ রোধ বি. পথরোধ; বাধা। ̃ শীল বিণ. চলিষ্ণু, প্রগতিধর্মী, গতিময় (গতিশীল সমাজ)। গতিষ্ণু বিণ. গতিশীল, যার গতি আছে এমন, চলিষ্ণু, dynamic. 14)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
গৌরব
(p. 261) gauraba বি. 1 গুরুত্ব (বিষয়গৌরব); 2 মহিমা, গরিমা; 3 মর্যাদা, কদর, সম্মান (তিনি আমাদের গৌরব বৃদ্ধি করেছেন) ; 4 গর্ব (অতীত নিয়ে গৌরব করা)। [সং. গুরু + অ]। ̃ চ্যুত বিণ. মর্যাদা বা সম্মান থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ শালী (-লিন্) বিণ. মর্যাদাপূর্ণ; মহিমান্বিত; মহনীয়। ̃ হানি বি. গৌরব বা মর্যাদা হারানো। গৌরবান্বিত, গৌরবিত বিণ. গৌরবযুক্ত। গৌরবান্বিতা বিণ. (স্ত্রী.) 1 গৌরবযুক্তা; 2 গর্বিতা, গরবিনি। গৌরবোজ্জ্বল বিণ. মর্যাদা বা গৌরবে পূর্ণ (আমাদের সাহিত্যের গৌরবোজ্জ্বল যুগ)। 31)
জশম
(p. 312) jaśama বি. (সচ.) লম্বা সোনার মাদুলির সঙ্গে পরিধেয় হাতের গহনাবিশেষ। [ফা. জউশন্]। 179)
তাগা
(p. 373) tāgā বি. 1 বাহুতে পরবার অলংকারবিশেষ; 2 হাত কোমর প্রভৃতি শরীরের নানা জায়গায় বাঁধবার মন্ত্রপূত তাবিজ, মাদুলি বা সুতো; 3 সরু দড়ি; 4 সর্পাঘাতে ক্ষত স্হানে রক্তচলাচল বন্ধ করার জন্য বাঁধন। [হি. তাগ, তাগা প্রাকৃ. তগ্গ]। 25)
তাবিজ
(p. 375) tābija বি. 1 বাহুর অলংকারবিশেষ; 2 মাদুলি, কবচ। [আ. তবীজ]। 38)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535004
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140538
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730795
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942991
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696697
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us