Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মোচন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অপা-করণ, অপা-কৃতি
(p. 40) apā-karaṇa, apā-kṛti বি. 1 অপসারণ, অপনয়ন, দূরীকরণ; 2 মোচন; 3 নিবারণ, প্রশমন; 4 শোধন। [সং. অপ + আ + √ কৃ + অন, তি]। অপা-কৃত বিণ. অপসারিত; দূরীকৃত, দূরে সরানো হয়েছে এমন; নিবারিত; মোচন করা হয়েছে এমন; শোধিত। 3)
অপাবরণ
(p. 40) apābaraṇa বি. আবরণ মোচন, উন্মোচন; উদ্ঘাটন। [সং. অপ + আচরণ]। অপাবৃত বিণ. আচরণমুক্ত; উন্মোচিত; উদ্ঘাটিত (দরজা ইত্যাদি) খুলে দেওয়া হয়েছে এমন। 12)
অব-মোচন
(p. 45) aba-mōcana বি. 1 মুক্তিদান, বন্ধন থেকে মুক্তি দেওয়া; 2 পরিতাপ। [সং. অব + মোচন]। 24)
অমোচনীয়
(p. 57) amōcanīẏa বিণ. মোচন করা বা দূর করা যায় না এমন। [সং. মোচনীয়]। 55)
অশ্রু
(p. 67) aśru বি. চোখের জল। [সং. √ অশ্ + রু]। ̃ .কণা বি. চোখের জলের বিন্দু। ̃ জল বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল ('প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল': বিহারী)। ̃ .পাত, ̃ .বর্ষণ, ̃ .মোচন বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা। ̃ পূর্ণ বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)। ̃ .বারি বি. চোখের জল। ̃ .মুখী বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা। ̃ রুদ্ধ বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)। ̃ সিক্ত বিণ. চোখের জলে ভেজা। 12)
উদ্-ঘাটন, উদ্ঘাটন
(p. 126) ud-ghāṭana, udghāṭana বি. 1 উন্মোচন, অনাবৃত করা; 2 উন্মুক্ত করা, প্রকাশ করা (দ্বারোদ্ঘাটন)। [সং. উত্ + √ ঘট্ + ণিচ্ + অন[। উদ্-ঘাটক বিণ. বি. উদ্শ্রঘাটনকারী; উন্মোচক; প্রকাশক। উদ্-ঘাটিত বিণ. উন্মোচিত; প্রকাশিত (সত্য অবশেষে উদ্ঘাটিত হল)। 21)
উদ্ধৃত
(p. 128) uddhṛta বিণ. 1 উত্তোলিত ('উদ্ধত প্রেম উদ্ধৃত হাতে আনে': বিষ্ণু); 2 কোনো উক্তি বা রচনা থেকে গৃহীত; 3 পুনরধিকৃত; 4 মোচিত, মুক্তি দেওয়া হয়েছে এমন। [সং. উত্ + √ ধৃ, √ হৃ + ত]। উদ্ধৃতি বি. উত্তোলন; কোনো রচনা বা উক্তি থেকে আহরণ; মোচন। 7)
উদ্বোধন
(p. 128) udbōdhana বি. 1 জ্ঞান বা বোধের উদ্রেক; 2 চেতনা সঞ্চার; 3 জাগরণ; 4 যা জানিয়ে দেয়; 5 (বাং. অর্থ) আনুষ্ঠানিক আরম্ভ বা উন্মোচন (অনুষ্ঠানের শুভ উদ্বোধন)। [সং. উত্ + বোধন]। 29)
উন্মোচন
(p. 130) unmōcana বি. খুলে ফেলা, উদ্ঘাটন; বন্ধন বা আবরণ মুক্ত করা (মূর্তির আবরণ উন্মোচন করা)। [সং. উদ্ + মোচন]। উন্মোচিত বিণ. খুলে ফেলা হয়েছে এমন, উদ্ঘাটিত। 26)
ক্ষালন
(p. 217) kṣālana বি. 1 প্রক্ষালন, ধোয়া (পদক্ষালন); 2 শোধন, মোচন (পাপক্ষালন)। [সং. √ ক্ষল্ + ণিচ্ + অন]। ক্ষালিত বিণ. ধৌত, শোধিত, পরিমার্জিত; দূরীকৃত। 31)
খণ্ড
(p. 221) khaṇḍa বি. 1 অংশ, ভাগ, টুকরো (এক খণ্ড মেঘ, মাংসের খণ্ড); 2 গ্রন্হের ভাগ (চার খণ্ডে বিভক্ত বই); 3 অঞ্চল, দেশের অংশ (শ্রীখণ্ড, ভূখণ্ড); 4 টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড কাপড়)। [সং. √খণ্ড্ + অ]। ̃ ক বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে। ̃ কথা বি. ক্ষুদ্র কাহিনী। ̃ কাব্য বি. ক্ষুদ্র কাব্য-যথা মেঘদূত, ঋতুসংহার। খণ্ড খণ্ড বিণ. টুকরো টুকরো; ছিন্নভিন্ন। ̃ ন বি. 1 খণ্ডে খণ্ডে ভাগ করা; 2 ছেদন, কর্তন, কাটা; 3 যুক্তি দিয়ে অন্যের যুক্তির ভুল দেখানো; 4 (দোষ পাপ ইত্যাদি) মোচন, নিরাকরণ (পাপ খণ্ডন, মোহ খণ্ডন)। [সং. √খণ্ড্ + অন]। ̃ নীয় বিণ. খণ্ডনযোগ্য; খণ্ডন করতে হবে বা করা যায় বা উচিত এমন। ̃ প্রলয় বি. 1 আংশিক প্রলয়; 2 স্বর্গ বাদে সমুদয় সৃষ্টির অবসান; 3 তুমুল কাণ্ড, ঘোর দাঙ্গাহাঙ্গামা (ঘরের মধ্যে ততক্ষণে খণ্ডপ্রলয় ঘটে গেছে)। ̃ বিখণ্ড বিণ. ছিন্নভিন্ন; টুকরো টুকরো। ̃ শ (-শস্) ক্রি-বিণ. খণ্ডে খণ্ডে, খণ্ড খণ্ড করে, ক্রমশ (অভিধানখানি খণ্ডশ প্রকাশিত হবে)। খণ্ডানো ক্রি. বি. 1 যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ; 2 পাপ, দোষ প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?); 3 লঙ্ঘন করা ('বিধির বিধি কে পারে খণ্ডাতে?)। খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)। খণ্ডিতা বি. (স্ত্রী.) নায়কের দেহে অন্য নারীর প্রণয়ের চিহ্নাদি দেখে ক্রুদ্ধা ও ঈর্ষান্বিতা নায়িকা। খণ্ডী-করণ বি. খণ্ড করা। 54)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
চিচিং-ফাঁক
(p. 288) cici-mphān̐ka বি. (আরব্যোপন্যাসে বর্ণিত) দরজা-কবাট ইত্যাদি উন্মোচনের গুপ্ত মন্ত্রবিশেষ; বুদ্ধদ্বারের উন্মোচন। [গি. ঘো. উদ্ভাবিত]। 9)
ছাড়ানো
(p. 304) chāḍ়ānō ক্রি. 1 ত্যাগ করানো (নেশা ছাড়ানো); 2 পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো); 3 খালাস করা, উদ্ধার বা মুক্ত করা (জেল থেকে ছাড়িয়ে এনেছি); 4 তাড়ানো (ভূত ছাড়ানো); 5 মোচন করা (হাত ছাড়ানো); 6 খোলা (জট ছাড়ানো); 7 বাদ দেওয়া, বিচ্যুত করা (খোসা ছাড়ানো); 8 অতিক্রম করা (আমাকে ছাড়িয়ে গেছে; ছেলে বাবাকেও ছাড়াবে)। বি. উক্ত সব অর্থে (আমাকে ছাড়ানো কি সোজা কথা?)। বিণ. উক্ত সব অর্থে (খোসা-ছাড়ানো ফল)। [বাং. ছাড়া + নো]। 6)
তীর্ণ
(p. 375) tīrṇa বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4 ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। ̃ যাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। ̃ যাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। ̃ সলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল। 168)
দুরপনেয়
(p. 413) durapanēẏa বিণ. সহজে মোচন বা দূর করা যায় না এমন (দুরপনেয় অপবাদ, দুরপনেয় কলঙ্ক)। [সং. দুর্ + অপনেয়]। 9)
দুর্মোচ্য
(p. 416) durmōcya বিণ. সহজে মোচন করা যায় না এমন, দুরপনেয়, দূর করা যায় না এমন (দুর্মোচ্য কলঙ্ক, দুর্মোচ্য দুঃখ)। [সং. দুর্ + মোচ্য]। বি. ̃ তা। 4)
দোষ
(p. 425) dōṣa বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। ̃ কীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। ̃ ক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। ̃ গ্রাহী (-হিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। ̃ জ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। বি. 1 পণ্ডিত; 2 চিকিত্সক, বৈদ্য। ̃ ণ বি. দোষ দেওয়া বা দেখানো। ̃ ত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। ̃ দর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। ̃ ল বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া ('হাওয়া দূষিয়া উঠিল': রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী। স্ত্রী. দোষিণী। দোষৈক-দর্শী (-র্শিন্) বিণ. (গুণ না দেখে) কেবল দোষই দেখে এমন। 10)
নগ্ন
(p. 444) nagna বিণ. 1 উলঙ্গ, বিবস্ত্র (নগ্নদেহ); 2 আবৃত বা ঢাকা নয় এমন, অনাবৃত (নগ্নপদ); 3 খাঁটি, অকৃত্রিম, স্পষ্ট (নগ্ন সত্য)। [সং. √ নজ্ + ত]। বি. ̃ তা ('নির্মল নগ্নতাখানি বর্মসম পরি': সু. দ.)। বিণ. (স্ত্রী.) নগ্না। ̃ ক বিণ. উলঙ্গ। বি. ক্ষপণক, বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ। নগ্নিকা বিণ. (স্ত্রী.) 1 বিবস্ত্রা, নগ্না; 2 অপ্রাপ্তবয়স্কা। বি. (স্ত্রী.) অপ্রাপ্তবয়স্কা বা রজস্বলা হয়নি এমন নারী, শিশুকন্যা। [সং. নগ্ন + ক + আ (স্ত্রী.)]। নগ্নী-করণ বি. 1 উলঙ্গ করা; 2 আবরণ উন্মোচন। 16)
নিরসন
(p. 467) nirasana বি. নিরাকরণ, দূরীকরণ, মোচন, খণ্ডন (সন্দেহ নিরসন, ভ্রান্তি নিরসন)। [সং. নির্ + √ অস্ + অন]। 9)
নির্মোচন
(p. 468) nirmōcana বি. 1 নিঃশেষে মোচন, সম্পূর্ণ ত্যাগ করা; 2 পালক খোলস ইত্যাদি ছাড়া, moulting (বি. প.)। [সং. নির্ + √ মুচ্ + অন]।
নির্মোচ্য
(p. 473) nirmōcya বিণ. মোচনযোগ্য, মোচন করতে হবে বা করা উচিত এমন। [সং. নির্ + √ মুচ্ + য]। 2)
প্রসব
(p. 551) prasaba বি. 1 গর্ভমোচন, গর্ভস্হ সন্তানের ভূমিষ্ঠ হওয়া (যমজ সন্তান প্রসব করা); 2 উত্পাদন; 3 জন্ম, সৃষ্টি; 4 বৃক্ষ বা লতার ফুল ইত্যাদি উত্পাদিত বস্তু ('নমেরু প্রসব')। [সং. প্র + √ সূ + অ]। ̃ কাল বি. সন্তানের জন্মদান করার সময়। ̃ কালীন বিণ. প্রসবের সময়ের, প্রসবের সময় ঘটে এমন (প্রসবকালীন সমস্যা)। ̃ দ্বার বি. গর্ভস্হ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথ। ̃ বেদনা বি. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রসূতির তীব্র বেদনা। প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)। স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী। 24)
প্রায়শ্চিত্ত
(p. 554) prāẏaścitta বি. 1 পাপমোচনের জন্য অনুষ্ঠান বা স্বেচ্ছায় গৃহীত শাস্তি; 2 চিত্তের বিশুদ্ধতাসাধন। [সং. প্রায়ঃ (প্রায়স্) + চিত্ত]। 74)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140262
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730423
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942605
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883511
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838444
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us